মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০১৭

গাছে ১২৪ টি টমেটো রাইপুর কৃষিমেলায়

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার রাইপুর কৃষিমেলায় একটি টমেটো গাছে ১২৪টি টমেটো ধরেছে সেটি দেখছেন ব্লক সহ কৃষিঅধিকর্তা বিলাশ চন্দ্র দাস।

posted from Bloggeroid

রাইপুরে কৃষিমেলা শুরু

সাধন মন্ডল

বাঁকুড়ার রাইপুর ব্লক কৃষি মেলার সূচনায় রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বিডিও সঞ্জিব দাস, সভাপতি পদ্মিনী মুর্মু। রাইপুর বিডিও অফিস প্রাঙ্গনে চলছে।

চলবে ২১তারিখ পর্যন্ত।৩০টি স্টল থাকছে কৃষি, মাটি, মাছ, কুইজ, বসেআঁকো,গাভী প্রর্দশন ইত্যাদি নিয়ে অনুস্থান থাকছে।

posted from Bloggeroid

রায়নায় পঞ্চায়েতীরাজ সম্মেলনে মন্ত্রী অরুপ বিশ্বাস

সুরজ প্রসাদ

পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের ত্রিস্তর জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিলেন রায়নার পঞ্চায়েতীরাজ সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রায়নার সেহারাবাজারের মাঠে রায়না, খণ্ডঘোষ,

জামালপুর ,রায়না ১ ও ২ এবং মেমারীর দুটি ব্লক নিয়ে মোট ছ'টি ব্লকের পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েতীরাজ সম্মেলন অনুষ্ঠিত হল। জনপ্রতিনিধিদের পাশাপাশি বিধায়ক, সংসদ, তৃণমূল কংগ্রেসের ব্লক, অঞ্চল সভাপতি ও দলীয় কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব। পূর্ব বর্ধমানের দলীয় পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন- পাড়ায় পাড়ায় ঘুরে রিপোর্ট তৈরী করুন। রাজ্য সরকারী পরিষেবা কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না তার তালিকা তৈরী করতে হবে। কেন বঞ্চিত হচ্ছে তারও কারণ জানতে হবে। যারা জনপ্রতিনিধি হয়েও ঠিকমত মানুষের পাশে থাকবে না তারা পঞ্চায়েতের টিকিট চাইতে আসবেন না। এদিনের সম্মেলনে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু উপস্থিত ছিলেন।

posted from Bloggeroid

বর্ধমানে উড়ালপুল কর্মীদের গফিলতিতে মৃত্যু বালকের

সুরজ প্রসাদ

নির্মাণ কর্মীদের কাজে গাফিলতির জেরে মৃত্যু ঘটলো এক বালকের। বর্ধমানের রেল লাইনের উপর নতুন উড়ালপুল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রায়শই নির্মাণসামগ্রী পড়ে থাকে রাস্তার উপর। মাস খানেক আগে লোহার পাত নির্মীয়মান উড়ালপুল উপর থেকে পড়ে গিয়ে এক মহিলা পথচারী জখম হয়। তার পরও সচেতন হয়নি উড়ালপুল নির্মাণকারী সংস্থা। তেমনই ভাবে ওয়েল্ডিংয়ের বিদ্যুৎবাহী তার পড়ে ছিল বাজেপ্রতাপপুরের দিকে নির্মীয়মাণ উড়ালপুলে । ঘুড়ি ওড়াতে গিয়ে সেই খোলা তারের সংস্পর্শে আসে অনিমেষ দাস। বিদ্যুতস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বয়স ১০ বছর। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরের শিবতলায়।এই ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।

posted from Bloggeroid

'রাইট টু ওয়ার্ক' দিবস বর্ধমান শহরে

সুরজ প্রসাদ

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে সভা হল। সুশীলা গোপালনের জন্মদিবস

উপলক্ষ্যে 'রাইট টু ওয়ার্ক’ দিবস হিসাবে দিনটি পালন করল মহিলা সমিতি। জমায়েতের পাশাপাশি বিভিন্ন দাবী নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনের তরফে।

posted from Bloggeroid

ক্রেতা সুরক্ষা নিয়ে বৈঠক পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ

ক্রেতা সুরক্ষা নিয়ে একটি বৈঠক হল পূর্ব বর্ধমান জেলাশাসক কনফারেন্স রুমে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলাশাসক জানান - "

ডিস্ট্রিক্ট কনজিউমার প্রকেটশন কাউন্সিলের এটি চলতি বছরের দ্বিতীয় মিটিং ছিল। ক্রেতা সুরক্ষা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আলোচনা করা হয়।"

posted from Bloggeroid

সমুদ্রভ্রমনে দুই রাজ্যপাল হলদিয়ায়

জাহাঙ্গীর বাদশা

বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় সহ তাঁদের পরিবার নিয়ে কলকাতা বন্দর

থেকে উপকূল রক্ষী বাহিনীর সমুদ্রযানে করে হলদিয়া বন্দরে পৌঁছান। সেখান থেকে উপকূল রক্ষী বাহিনী জলযানে হয়ে সাড়ে ১০ টা নাগাদ সাগরে পাড়ি দেন। বন্দর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে সাড়ে ১২ টা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর জলযানে হয়ে হলদিয়া বন্দরে ফিরবেন। সেখানে উপকূল রক্ষী বাহিনী সম্মান জানাবেন। ৩ টে ১৫ নাগাদ সড়ক পথে কলকাতার রাজভবনে যাবেন।তবে এদিন সাগর দফরে এসে দুই রাজ্যের রাজ্যপাল কিছু মন্তব্য করেননি।

posted from Bloggeroid

পঞ্চায়েতীরাজ সম্মেলন চলছে সেহারাবাজারে

কৃষ্ণ সাহা

পূর্ব বর্বমানের সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত পঞ্চায়েতীরাজ সম্মেলন। সকল তৃণমূল কর্মীদের অভিনন্দন

জানাচ্ছেন সকাল থেকেই রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই ও খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ।

posted from Bloggeroid

সোমবার, ডিসেম্বর ১৮, ২০১৭

খন্ডঘোষে কৃষি নিয়ে প্রচার

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৃষি দপ্তর থেকে শাঁকারি ফার্মাস ক্লাব মেম্বারদের নিয়ে কৃষি সচেতনতা বিষয়ে একটি সাইকেল নিয়ে প্রচার করা হয়। শাঁকারি থেকে শুরু করে কেশবপুর, মোল্লা রড,কুঞ্জনগর,তেলুয়া হয়ে শাঁকা

রি তে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন কৃষি বিশেষজ্ঞ দিলূপ চক্রবর্তী, কৃষি অধিকর্তা ডা: অসীম ঘোষ, দেবশ্রী রায় প্রমুখ।

posted from Bloggeroid

বর্ধমানে পাশ্বশিক্ষকদের স্মারকলিপি

সুরজ প্রসাদ

পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। চাইন্ডকেয়ার লিভ ও পিতৃত্বকালীন ছুটি প্রদান, কর্মরত অবস্থায়

মৃত শিক্ষকদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পোষ্যকে চাকরি সহ একাধিক দাবীতে এই কর্মসূচি নেওয়া হয়।

posted from Bloggeroid

বর্ধমান শহরে হেলমেট বিহীন বিজেপির বাইক মিছিল

সুরজ প্রসাদ

' সেভ ড্রাইভ সেফ লাইফ' কে তোয়াক্কা না করেই ফের বিজেপির বাইক মিছিল হলো ।গুজরাট ও হিমাচলে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর উল্লসিত বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান শহরে বাইক মিছিল করে। মাথায় হেলমেটের পরিবর্তে কর্মী সমর্থকরা দলীয় পতাকা বেঁধে শহরের জিটি রোডে বাইক মিছিল অংশ নেয়।ঘটনা টি নিয়ে নানান প্রশ্নচিহ্ন উঠেছে।

posted from Bloggeroid

খবর সংগ্রহে বর্ধমান জিআরপিএফের হাতে সাংবাদিক হেনস্থা


সুরজ প্রসাদ

সোমবার সকালে ট্রেনের মধ্যে দাবীদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বর্ধমান স্টেশনে।ঘটনার ছবি তুলতে গেলে রেলপুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় সাংবাদিককে।রেলপুলিশ সূত্রে জানা গেছে,আপ উত্তরবঙ্গ এক্সঃ বর্ধমান স্টেশনে পৌঁছালে এস৯ কামড়ায় একটি দাবীদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী।তারা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। রেল পুলিশ খবর পেয়ে বোমস্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে।বোমস্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি।ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করছে রেলপুলিশ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে কোনো কারণে ট্রেন ফেল করেন কোনো যাত্রী।তাতেই বিপত্তির শুরু।তবে এই ঘটনার প্রভাব রেলপরিষেবায় সেভাবে

পড়েনি।রেল পরিষেবা ছিলো স্বাভাবিক।এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান জনপ্রিয় একটি পোর্টালের সাংবাদিক সুরজ প্রসাদ।অভিযোগ তাকে খবর সংগ্রহে বাঁধা দেন কর্তব্যরত রেলপুলিশের কর্মীরা।

posted from Bloggeroid


বসিরহাটের চার্চে প্রি ক্রিসমাস ডে

বসিরহাটের স্বরুপনগরের একটি চার্চে প্রি ক্রিসমাস ডে পালিত হলো। 'স্বরুপনগর বার্তা' পত্রিকার কর্মকর্তা সৈয়দ রেজওয়ানুল হাবিব এই অনুস্থানের সূচনায় প্রদীপ জ্বালান অন্যান্যদের সাথে।

posted from Bloggeroid

বর্ধমান টাউনহলে লাইব্রেরী সংগঠনের সম্মেলন


সুরজ প্রসাদ

ওয়েষ্ট বেঙ্গল স্টুডেণ্ড অব লাইব্রেরী সায়েন্স অর্গানাইজেশনের সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানের টাউনহলে। জেলা, মহকুমা ও গ্রামীণ লাইব্রেরীগুলিতে অবিলম্বে শৃণ্যপদে নিয়োগ করতে হবে।

অবসরপ্রাপ্ত গ্রন্থকারিকদের নিয়োগ করতে হবে ।এই দাবী রেখে রবিবার টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হল। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন

posted from Bloggeroid

বর্ধমানের তেজগঞ্জে তৃনমূলের রক্তদান শিবির

সুরজ প্রসাদ

বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা পরেশ দত্ত স্মরণে বর্ধমান শহরে তেজগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধনন করেন বিধায়ক অলোক মাঝি, উপস্থিত ছিলেন কাউন্সিলর সনৎ বক্সী। উদ্যোক্তাদের তরফে মঙ্গল ভৌমিক জানান, মোট ৭০ জন এদিন রক্তদান

করেন যার মধ্যে ১০জন মহিলা। সংগ্রহ করা রক্ত বর্ধমান মেডিকেল কলেজ সংগ্রহ করে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারাবছর এই ধরনের কর্মকান্ডের সাথে তারা যুক্ত থাকেন।

posted from Bloggeroid

রবিবার, ডিসেম্বর ১৭, ২০১৭

সেহারাবাজারে সভার প্রস্তুতি দেখে গেলেন জেলা সভাপতি



পূর্ব বর্ধমান জেলায় দুটি সম্মেলন হবে।একটি উত্তর ও একটি দক্ষিন মহকুমা তে।দক্ষিন মহকুমা ছয়টি ব্লক নিয়ে সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।আজ সেই প্রস্তুতির পরিদর্শনে

আসেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ,জেলার সম্পাদক উওম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামানিক, দুই বিধায়ক নবীন বাগ ও নেপাল ঘোড়ুই প্রমুখ ছিলেন।

posted from Bloggeroid

জয়পুর পর্যটন উৎসব

ব্যাসদেব চক্রবর্তী


বাঁকুড়া জেলায় শুরু হলো জয়পুর পর্যটন উৎসব।পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সন্ধ্যা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

posted from Bloggeroid

করিমপুরে বই উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী


নদীয়ার করিমপুরে এক অনুস্থানে রাজ্যসরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বই উদ্বোধন সহ সেমিনারে অংশগ্রহন করেন।

posted from Bloggeroid

লোক টানতে লোডসেডিং মঙ্গলকোটে?

রবিবার বিকেল ৩ টে সময় মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে বিশাল জনসভা করতে চলেছেন অনুব্রত মন্ডল ওরফে কেস্টদা।সেইমত সীমান্তবর্তী বীরভূমের নানুর, আউশগ্রাম, ভাতার, কেতুগ্রাম, কাটোয়া থানা এলাকা থেকে শয়ে শয়ে দলীয় কর্মী সমর্থকরা আসছেন।এই পরিস্থিতিতে দুপুর ১২ টা থেকে মঙ্গলকোটের প্রায় জায়গায় লোডসেডিং শুরু হয়েছে।বিশেষ সুত্রে জানা গেছে এটা চলবে বিকেল ৪ টে পর্যন্ত।দাবি ধান ঝাড়াই করতে ব্যস্ত চাষী সহ ক্ষেতমজুর যাতে এই জনসভায় ভীড় বাড়ায়।সেজন্য এই লোডসেডিং? এই প্রশ্ন মঙ্গলকোটে উঠতে শুরু করেছে।

posted from Bloggeroid

শনিবার, ডিসেম্বর ১৬, ২০১৭

থ্রোবল প্রতিযোগিতা বর্ধমান শহরে



সুরজ প্রসাদ

বর্ধমানের রথতলায় শুরু হল দুদিন ব্যাপি ৪০তম 'থ্রোবল' প্রতিযোগীতা। এই খেলায় অংশগ্রহন করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৮টি দল। থ্রো - ভূদেব মুখ্যার্জী বলেন, এই খেলা এত জনপ্রিয়তা

এখন পায়নি। তাই বিভিন্ন জায়গায় প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। এই খেলার উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিনের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আয়োজক খোকন দাস সহ অন্যান্যরা।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER