মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলকোট ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরীর মদতে ঝিলু ১ নং পঞ্চায়েত প্রধান স্বাধীন সেখের নেতৃত্বে বেলা চারটে থেকে শুরু হয়েছে বাইক মিছিল।থানার ৫০০ মিটারের মধ্যে থাকা দুটি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন কে ব্যাপক মারধোর চালানো হয়েছে।পঞ্চায়েত ভোটের টিকিট বিলির প্রাক্কালে পদিমপুর বরাগড় বাইপাস এলাকায় চলছে দুষ্কৃতীদের টহলদারি। আজ রাতে বেশকিছু বাড়ীতে বোমাবাজি সহ আক্রমণ চালানো হবে বলে হুশিয়ারী দিয়েছে স্বাধীন সেখের সশস্ত্র দলবল।স্থানীয় থানার সুপরিকল্পনায় এই ঘটনা বলে বিধায়ক শিবিরের দাবি।যদিও ব্লক সভাপতি শিবিরে এবং পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।