আমিরুল ইসলাম ,
ভাতারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল এক ব্যক্তি।
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের পলসোনা গ্রামে এক ব্যক্তি গতকাল বিকাল বেলায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম আইয়ুব নবী শেখ ,বয়স 33 বছর ।তার বাড়িতে রয়েছে মিটারের কারেন্ট ।বেশ কয়েকদিন আগে সেই কারেন্টের সমস্যা হয় এবং সে তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তর বিষয়টি জানাই।গতকাল কে পুনরায় বিদ্যুৎ দপ্তর কে সে জানায়।বিদ্যুৎ দপ্তরে লোক এসে তার মিটার বক্স চেক করেন এবং তাকে জানিয়ে দিয়ে যান তার কেবেল তার নষ্ট হয়ে গেছে। প্রচন্ড গরম থাকার জন্য সে নিজে ওই কারেন্ট মেরামত করতে যাই তখনই তাকে কারেন্টের শক লাগে। স্থানীয়রা উদ্ধার করে ভাতার হসপিটালে নিয়ে আসে। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ।আজ ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
তার মামাতো ভাই শেখ আবীর আলী জানান, আমার দাদা দিনমজুর ছিলেন, খুব দারিদ্র পরিবার। তার একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে।