সুকান্ত ঘোষ ,
ভোটের মরসুমে এক নরকঙ্কাল উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিল কাটোয়া শহরের বুকে। গত সোমবার সন্ধেবেলায় কাটোয়া শহরের মন্ডলহাট এলাকায় এক ঝোঁঁপঝড় থেকে উদ্ধার হল এই নরকঙ্কাল টি। স্থানীয় থানার পুলিশ অবশ্য উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত এর জন্য পাঠিয়েছে। নরকঙ্কাল টি তে পুরোপুরি মাংস না থাকলেও তদন্তকারী পুলিশের তরফে মনে করা হচ্ছে মাস খানেক পূর্বে কোথাও খুন করে এটি কে ফেলে দিয়েছে দুস্কৃতিরা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।উল্লেখ্য ঘটনাস্থল থেকে খুব কাছে পড়ছে নরকঙ্কাল কারবারের মুক্তাঞ্চল পূর্বস্থলী এলাকা। তাই পরিকল্পিত ভাবে খুন করে আধ পচা লাশ ফেলে দেওয়া নাকি নরকঙ্কাল পাচারের কোন সিন্ডিকেট কাজ করছে এখানে? তা নিয়ে দ্বিধাগ্রস্ত অনেকেই। তবে ভোটের মরসুমে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মাস খানেক পূর্বে মঙ্গলকোটের কৈচর স্টেশনে এক অজ্ঞাত লাশ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছিল। সেই ঘটনায় পুলিশি তদন্তে কোন অগ্রগতি দেখা যায়নি। আবার গত সোমবার সন্ধেবেলায় কাটোয়া শহরের বুকে নরকঙ্কাল উদ্ধারে বিস্তর প্রশ্নচিহ্ন রেখে গেল বলে মনে করা হচ্ছে।