মোল্লা জসিমউদ্দিন
শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে বিজেপির আজকের প্রতিবাদ মিছিলে পুলিশি অনুমতি বিষয়ক মামলাটি উঠে। বিজেপির নির্ধারিত পথে নয়, রাজ্যের দেখানো সড়কপথেই বিকেল তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে মিছিল শেষ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়। রাজ্যের দেখানো পথেই মিছিল করতে হবে বিজেপি কে। রবীন্দ্রসদনের নন্দন সিনেমার সামনে দিয়ে মিছিল যাবে বিড়লা প্যালেটরিয়াম অবধি। তারপর ঘুরে সেই মিছিল ফের নন্দন সিনেমার সামনে আসবে বলে নির্দেশিকা জারী হয় হাইকোর্টের তরফে ।গত সপ্তাহে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় কলকাতায় মহাজাতি সদন থেকে হাজরা পর্যন্ত হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মিছিল করার কথা ছিল। এই মিছিলের জন্য আগাম ভবানীপুর থানা এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল রাজ্য বিজেপি।তবেে আইন-শৃঙ্খলা দোহাই দেখিয়ে রাজ্য সরকার বিজেপির প্রস্তাবিত মিছিলের অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।শুুুক্রবার অর্থাৎ আজ বেলা এগারোটার সময় বিজেপির পক্ষের আইনজীবীরা উচ্চআদালতে জানান - 'মিছিলের বেশ কয়েকদিন আগেই পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে তাদের চিঠি দেওয়া হয়েছিল তবে প্রশাসন সেই মিছিলের অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন'। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় - 'এ বিষয়ে তাদের কাছে কোন নির্দেশিকা নেই। তাই সরকারি আইনজীবীদের কিছুটা সময় দেওয়া হোক'। সেই মোতাবেক বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য দুপুর একটার সময় মামলার পুুুনরায় শুনানি শুনবেন বলে জানিয়ে দেন।বেলা একটার সময় রাজ্য বিজেপির পক্ষ থেকে আইনজীবীরা জানান- 'তারা পূর্বনির্ধারিত রুপ বদল করতে চায় অর্থাৎ মহাজাতি সদন থেকে হাজরা পর্যন্ত যে মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিল তারা নন্দন সিনেমা হলের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল তারা করতে চান'। তার পরিপ্রেক্ষিতে সরকারপক্ষের আইনজীবীরা জানান - 'তাদের প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা আছে যে, আদৌ শহরে এই সময় অন্য কোনো মিছিল রয়েছে কিনা'? রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে এসে জানান - 'ইতিমধ্যেই এসইউসিআই এর একটি মিছিল রয়েছে, তাই তারা নন্দন থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপিকে মিছিলের কোনরকম অনুমতি দিতে পারবেন না'। বিজেপি পক্ষের আইনজীবীরা জানান - 'তাদের এই মিছিলে প্রায় পাঁচশো কর্মী-সমর্থকরা থাকবেন, তাহলে পুলিশের নিরাপত্তা দিতে অসুবিধা কোথায়'? এই প্রসঙ্গে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত ফের জানান - 'তারা মিছিলের অনুমতি দিতে পারেন তবে সেটা নন্দন সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু করে বিড়লা তারামন্ডল এর সামনে দিয়ে ঘুরে ফের মিছিল নন্দন সিনেমার সামনে শেষ করতে হবে, তবেই তারা এই মিছিলের অনুমতি দিতে পারেন'।উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য - ' এদিন বিকেল তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে বিজেপির এই মিছিল নন্দন সিনেমাহল থেকে বিড়লা তারামণ্ডল ঘুরে ফের নন্দন সিনেমা সামনে শেষ করার পক্ষে অনুমতি দেন'।