সাধন মন্ডল
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪২ তম জন্মদিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরে 'Run For Unity' কর্মসূচীতে অংশ নেন বিজেপি দলের নেতা কর্মীরাএদিন এই উপলক্ষ্যে বিজেপির জেলা কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে রানীগঞ্জ মোড় - মাচাতনতলা পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পথ পরিক্রমা করে। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন পদ যাত্রায় অংশ নেন বিজেপির রাজ্য সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার, জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, যুব মোর্চার সভাপতি দেবাশীষ দত্ত প্রমুখ।