ওয়াসিম বারি
আজ বনগাঁ ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত হল রাজ্য গ্রামীণ সম্পদ কর্মীদের এক বিশেষ সেমিনার । বনগাঁ ব্লক কমিটির উদ্বুদ্ধকরণ ও বিভিন্ন ধরনের সরকারি দাবি দাওয়া নিয়ে বনগাঁর ধমপুকুর রাইপুর প্রাথমিক বিদ্যালয়ে বনগাঁ মহকুমার গ্রামীণ সম্পদ কর্মীরা সমবেত হন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের উত্তর ২৪ পরগনার সভাপতি মিজানুর রহমান । রাজ্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন বিগত 28 তারিখের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভি আর পি দের কাজে ভবিষ্যতে থাকবে এবং তাদের কাজ চলে যাওয়ার ভয় নেই । মুখ্যমন্ত্রী ভি আর পি দের আশ্বস্ত করেন যে তাদের কাজ কে ৩০ দিন থেকে ৬০ দিন করা হল---- সভাতে উপস্থিত সকল ভি আর পি করতালি তে মুখরিত হয় এ বিষয়ে জেলা কমিটির সভাপতি আরও বলেন যে গনতান্ত্রিক পদ্ধতি তে তারা সরকারের কাছে তাদের কাজের স্থায়ীকরনের ব্যাপারে আবেদন রাখবেন। ব্লক জেলা ও রাজ্য পর্যায়ে তারা ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছেন বলে তিনি জানান । রাজ্য সম্পদ কর্মীরা পাশাপাশি দেশকে স্বচ্ছ ও সুন্দর এবং সমাজ কল্যাণে ব্রতি হওয়ার শপথ নেন ও বিদ্যালয় প্রাঙ্গণ সাফাই অভিযান চালান মিজানুর বাবুর নেতৃত্বে । পরবর্তীতে
এ সভাতে বক্তব্য রাখেন সংগঠনের কৌশিক মন্ডল (বনগাঁ) আব্দুল আলিম মন্ডল (বাগদা) , সাজমা বিবি (বাদুড়িয়া) প্রিয়ঙ্কা কবিরাজ (বারাসাত)
অভিজিত ঘোষ জেলা সংগঠনের তরফে বলেন যে তারা তাদের দাবি দাওয়ার নিয়ে বারাসাত সদর দফতর ডি এম অফিসে ও নবান্নে আবার সমাবেশ করবেন ।