সোমবার, মার্চ ০৪, ২০১৯

কোগ্রামে কুমুদ সাহিত্য রত্ন সম্মান পেয়ে আপ্লুত বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য

'বাড়ী আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল সেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে "। এই কবিতার সাথে প্রত্যেকেই কম বেশি পরিচিত। হ্যা পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায় কুমুদ সাহিত্য মেলা আয়োজিত হল রবিবার সারাদিনব্যাপি।এ বছর 'কুমুদ সাহিত্য রত্ন' সম্মান পেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত  উপাচার্য তথা অধ্যাপিকা সবুজকলি সেন মহাশয়া। তিনি কুমুদ সাহিত্য মেলার মঞ্চে সম্মান পেয়ে আপ্লুত হয়ে বলেন - " এই মঙ্গলকোটের চাণকে আমার মামার বাড়ী, তাই পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের কাব্যিক দর্শন আজও আমায় অনুপ্রাণিত করে থাকে "। তিনি সাম্প্রতিক সময়ে শান্তিনিকেতনে সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীর 'আচার্য' তথা প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী, 'দেশীকোত্তম' প্রাপক তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা কে এনে যে দুই দেশের বাংলা সাহিত্যের  মেলবন্ধন ঘটিয়েছেন। সেজন্য এবছর তাঁকে কুমুদ সাহিত্য রত্ন সম্মান দেওয়া হল বলে জানিয়েছেন কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন।ভূমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' সম্মান জানানো হয় বাউল স্বপন দত্ত মহাশয় কে। বর্ধমান বইমেলার প্রতিস্টাতা সমীরণ চৌধুরী স্মরণে 'সমীরণ রত্ন' সম্মান জানানো হয় গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার চৌধুরী মহাশয় কে। তিনি স্কুলে স্কুলে গাছ লাগিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের শিক্ষক হিসাবে সম্মান পেয়েছেন। আজ তিনি কবির বসতভিটায় এক চারাগাছ রোপণ করেন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ কে 'বর্ধমান রত্ন' সম্মান তুলে দেওয়া হয়। তিনি  সারাদেশে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে চলেছেন এবং সেইসাথে পেটের ক্যান্সার চিকিৎসায় সরকারী হাসপাতালে সুনাম অর্জন করেছেন। এদিন তিনি তাঁর পিতামহ তথা স্বাধীনতা সংগ্রামী এবং বৃটিশ আমলের প্রথম গ্যাজুয়েট ডাক্তার  রুদ্রনাথ ঘোষ স্মরণে মাধ্যমিক ও উউচ্চমাধ্যমিক দুস্থ কৃতিদের হাজার টাকা করে অনুদান দেন। চৈতন্যভূমি 'নবদ্বীপ রত্ন' সম্মান পেলেন কবি ও সাংবাদিক শ্যামল রায়। পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নিকটাত্মীয় তথা গল্পকার শুভাশিস মল্লিক কে 'মেমারি রত্ন' সম্মান জানানো হয়। প্রাথমিক থেকে স্নাতক শিক্ষাক্রম অবধি পড়ুয়াদের সুশিক্ষা দেওয়া অরুপ মজুমদার ও রুমা মজুমদার দম্পতি কে 'হুগলী রত্ন'  সম্মান জানানো হয়। বিশিস্ট সঙ্গীত শিল্পী পলাশ হাজরা কে 'মঙ্গলকোট রত্ন' সম্মান দেওয়া হয়। প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা স্মরণে 'নুরুল হোদা রত্ন' সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলকোটের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ মহম্মদ বদরুদ্দোজা ওরফে সেলিম ডাক্তার মহাশয় কে  ।  প্রয়াত প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায় স্মরণে 'কেশব রত্ন' কবি রামদুলাল বৈরাগ্য এবং প্রয়াত পত্রিকা সম্পাদক সমীর ভট্টাচার্য স্মরণে 'সমীররত্ন' সম্মান জানানো হয় সাংবাদিক সুজিত দত্ত মহাশয় কে। এদিন কুমুদ সাহিত্য মেলাতে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম মেলা নিয়ে স্বরচিত গান শোনান এবং বেশকিছু গান পরিবেশন করেন। যা মঞ্চের সামনে তিনশো কবি সাহিত্যিকদের মুগ্ধ করে তোলে। এই সাহিত্য আসরে প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, বিকাশ ভবনের শিক্ষা সেলে আইন আধিকারিক প্রসেনজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুস্টান সঞ্চালনায় ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, খায়রুল আনাম, সৈয়দ আজাহার আলী, শ্যামলাল মকদমপুরী ছিলেন  । উদ্যোক্তাদের পক্ষে কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন - প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায়  কবি সাহিত্যিকদের আগমনে জন্মদিন পালিত হয়।                                                                                                                                                                                                                                                                     

রবিবার, মার্চ ০৩, ২০১৯

কুমুদ সাহিত্য মেলায় কবি সাহিত্যিকরা কোগ্রামগামী

পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ ভিটায় আজ সারাদিনব্যাপি চলবে কুমুদ সাহিত্য মেলা। অজয় ও কুনুর নদীর সঙ্গমস্থলে মঙ্গলকোটের কোগ্রামে প্রতিবছর কয়েকশো কবি সাহিত্যিকরা এসে থাকেন। এবারে 'কুমুদ সাহিত্য রত্ন' পাচ্ছেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য তথা অধ্যাপিকা সবুজকলি সেন মহাশয়া। এছাড়া কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ, গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার চৌধুরী, বাউল স্বপন দত্ত, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক  মহম্মদ বদরুদ্দোজা ,  সঙ্গীতশিল্পী পলাশ হাজরা, সাংবাদিক  শ্যামল রায়, গল্পকার শুভাশিস মল্লিক,   কবি রামদুলাল বৈরাগ্য প্রমুখ সংবর্ধনা পাবেন  ।বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম সহ নানান শিল্পী কুশলীরা আসবেন অনুস্টান মঞ্চে।  কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন - গত এগারো বছর ধরে ঠিক এই দিনে পল্লিকবির জন্মদিন কে সামনে রেখে দক্ষিণবঙ্গ জুড়ে কবি সাহিত্যিকরা এখানে মিলিত হন।                                                                            

শনিবার, মার্চ ০২, ২০১৯

আগামীকাল মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলা

  আগামীকাল অর্থাৎ  ৩ রা মার্চ  মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি  কুমুদরঞ্জন  মল্লিকের  বসতভিটায় যে কুমুদ সাহিত্য  মেলা  হতে চলেছে। সেখানে এবার ১১ জন ব্যক্তি কে সম্মান জানানো হবে বলে জানা গেছে। এঁদের  মধ্যে  খ্যাতনামা  ব্যক্তিত্ব যেমন রয়েছেন ঠিক তেমনি অখ্যাত মানুষরাও রয়েছেন সংবর্ধনা প্রাপকদের তালিকায়। পল্লিকবির বাড়ীর আমবাগানে এই উৎসবে  প্রতিবারেরি কয়েকশো  সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের আগমন ঘটে। এবার ' কুমুদ সাহিত্য  রত্ন' সম্মান পেতে চলেছেন কবিগুরু  রবীন্দ্রনাথ  ঠাকুরের গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ভারপ্রাপ্ত উপাচার্য  তথা অধ্যাপিকা সবুজকলি  সেন  মহাশয়া কে। যিনি সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের দুই রাস্ট্রপ্রধানদের শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে এনে বাঙালি সাহিত্য ধারার গতি কে আরও গতিশীল গড়েছেন। উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম পুরস্কার প্রাপ্ত সেখ হাসিনা  হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' সম্মান পাবেন  পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত মহাশয় ।  বাউলগানে রাজ্য ও জাতীয় স্তরে তিনি দীর্ঘদিন ধরে   সুনাম অর্জন  করে চলেছেন। বিভিন্ন জনসচেতনতা মূলক কাজে  তাঁর স্বরচিত গান জনমানসে প্রতিফলিত হচ্ছে। অবিভক্ত বর্ধমান জেলার সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি বিকাশে প্রাণপুরুষ  সমীরণ চৌধুরী স্মরণে 'সমীরণ রত্ন' পাবেন  গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার  চৌধুরী  মহাশয়  । যিনি ইতিমধ্যেই রাজ্যসরকারের 'শিক্ষারত্ন' এবং কেন্দ্রীয় সরকারের 'জাতীয় শিক্ষক' সম্মান পেয়েছেন। স্কুলে স্কুলে তাঁর সবুজায়ণ কর্মসূচি আমাদের পৃথিবীর বাতাস কে দুষনমুক্ত করার চেস্টা চলছে।  রাজ্য বিচার বিভাগের পরীক্ষায়(১৯৮৩ ব্যাচ) কৃতি মোল্লা নুরুল হোদা  স্মরণে 'নুরুল হোদা রত্ন ' সম্মান পাবেন  মঙ্গলকোটের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডঃ মহম্মদ বদরুদ্দোজাহ ( সেলিম)  মহাশয় । রুগীদের বিপদে আপদে সবকাজ ফেলে যিনি ছুটে আসেন। চিকিৎসায় চরম বাণিজ্যিক পেশাদারিত্বে তিনি গরীব রোগীদের  কাছে একান্ত আপণ।  এবছর  'বর্ধমান রত্ন' সম্মান পাচ্ছেন ক্যালকাটা মেডিকেল  কলেজ  ও  হসপিটাল এর শিক্ষক ও চিকিৎসক  ডঃ সৌমিক ঘোষ। যিনি বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য  সচেতনতা নিয়ে শুধু এই রাজ্য নয় গোটা দেশ জুড়ে কাজ করে চলেছেন। এবছর মঙ্গলকোটের প্রয়াত  প্রত্নবিদ  কেশব বন্দ্যোপাধ্যায় স্মরণে 'কেশবরত্ন' পাচ্ছেন এলাকারই কবি রামদুলাল বৈরাগ্য। যিনি গুসকারা কাটোয়া রুটে জগদ্বাত্রী বাসের খালাসি হিসাবে কর্মের মধ্যে থেকেও বাসযাত্রী সাধারণ মানুষদের নানান দুঃখ যন্ত্রণা নিজের কবিতায় তুলে ধরেছেন। এবছর  'মঙ্গলকোট রত্ন' সম্মান পাবেন  পালিশগ্রামে এক সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পলাশ হাজরা মহাশয় কে। যিনি মঙ্গলকোটের মাটিতে অনবরত সূর সঙ্গীতের বীজ বোপণ করে চলেছেন। এবছর   'মেমারি রত্ন' সম্মান  পাবেন  পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নিকটআত্মীয় তথা গল্পকার শুভাশিস মল্লিক কে। তিনি দীর্ঘদিন ধরে লিটিল ম্যাগাজিন সহ নানান পত্রপত্রিকায় লিখে চলেছেন। যার লেখা নিয়ে নাটকও মঞ্চস্থ 

হয়েছে।  এবারে কবি ও সাংবাদিক শ্যামল রায় 'নবদ্বীপ রত্ন' পাচ্ছেন। এইসময়ের বিভিন্ন সাহিত্য মজলিসে তাঁর কবিতা অনুস্টানে প্রাণবন্ত করে তোলে। কাটোয়ার প্রয়াত সাংবাদিক সমীর ভট্টাচার্য স্মরণে 'সমীররত্ন' সম্মান পাচ্ছেন সাংবাদিক সুজিয় দত্ত। বিগত কয়েক বছর ধরে পল্লিকবির উপর তথ্যমূলক প্রতিবেদন নানা মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তারকেশ্বরে এক দম্পতি অরুপ মজুমদার ও রুমা মজুমদার কে 'হুগলী রত্ন' সম্মান জানাতে চলেছে কুমুদ সাহিত্য মেলা কমিটি। গত এগারো বছর ধরে ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায় জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা আয়োজন চলছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন মহাশয়। শুধু পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক নন, বৈষ্ণব কবি লোচনদাস, প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায়, বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা, সাংবাদিক সমীরণ চৌধুরী, পত্রিকা সম্পাদক সমীর ভট্টাচার্য প্রমুখদের স্মরণে সংবর্ধনা জানানো হয়।                                                            

শুক্রবার, মার্চ ০১, ২০১৯

মঙ্গলকোটে রেললাইনে লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


অভিজিৎ  দাঁ ,

কাটোয়া-বর্ধমান রেল লাইনের উপর কৈচর হল্টের কাছে রেল লাইনের ধারে এক অপরিচিত ব্যক্তির দেহ মিললো। স্থানিয় বাসিন্দারা বলেন 'ওই অপরিচিত ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় মারা গিয়েছে।' কাটোয়ার আর.পি.এফ. এসে দেহটিকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাই ময়না তদন্তের জন্য। আর.পি.এফ. এক আধিকারিক বলেন 'ঘটনাটার তদন্ত করছি। ওই মৃত ব্যক্তির পরিচয় ও কি ভাবে মারা গেল তা খুটিয়ে দেখা হচ্ছে।' তবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা খুন, না কি শুধুই একটি সাধারণ দূর্ঘটনা। ওই অপরিচিত ব্যক্তিকে  কৈচর এলাকাবাসি এর আগে কোনো দিনও দেখেন নি। স্বচোক্ষে দূর্ঘটনা ঘটতেও কেউ দেখে নাই। আর মাঝ রাতে বা ভোরে কাটোয়া-বর্ধমান লাইনে ট্রেন চলাচল বন্ধ। তা হলে ওই অপরিচিত ব্যক্তি হঠাৎ এখানে কি ভাবে এলো ? এবং দূর্ঘটনাই বা কি ভাবে ঘটল ? কৈচর হল্টে কোনো আর.পি.এফ. নাই। রাত 10 টার পর ট্রেন চলাচলও বন্ধ, রেল লাইনের ধারের এলাকা একবারে শান্ত, মানুষের আসা যাওয়া নাই। যদি রাতের অন্ধকারে কেউ কাউকে খুন করে ফেলে দিয়ে যাই তা হলে সকাল ছাড়া সে খবর কেউ জানতেও পারবে না। রাজ্য পুলিশও রাতে লাইনের ধারের এলাকা দিয়ে যাই না। তবে এলাকায় খুবই চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৯

বারাসাতে কারখানায় আগুন, হতাহতের খবর নেই

সৈয়দ  রেজওয়ানুল  হাবিব ,

বারাসাত ১ নং ব্লকের কদম্বগাছি ধর্মতলা টাকি রোড সংলগ্ন সকাল আটটা নাগাদ ডালডা কারখানায় বিধ্বংসী আগুন ধরে যায়। দমকলের সাতটি ইজ্ঞিন ও এলাকাবাসীর তৎপরতার আগুন আয়ত্তে আসে। সেই সময় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং এলাকার মানুষ কিছুক্ষণ আতংকের মধ্যে থাকে। হতাহতের কোন খবর নেই।

শনিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৯

২০১৯ এর ৩ রা মার্চ 'কুমুদ সাহিত্য রত্ন' পাচ্ছেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য

মোল্লা  জসিমউদ্দিন ,

  আগামী  ৩ রা মার্চ  মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি  কুমুদরঞ্জন  মল্লিকের  বসতভিটায় যে কুমুদ সাহিত্য  মেলা  হতে চলেছে। সেখানে এবার ১১ জন ব্যক্তি কে সম্মান জানানো হবে বলে জানা গেছে। এঁদের  মধ্যে  খ্যাতনামা  ব্যক্তিত্ব যেমন রয়েছেন ঠিক তেমনি অখ্যাত মানুষরাও রয়েছেন সংবর্ধনা প্রাপকদের তালিকায়। পল্লিকবির বাড়ীর আমবাগানে এই উৎসবে  প্রতিবারেরি কয়েকশো  সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের আগমন ঘটে। এবার ' কুমুদ সাহিত্য  রত্ন' সম্মান পেতে চলেছেন কবিগুরু  রবীন্দ্রনাথ  ঠাকুরের গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ভারপ্রাপ্ত উপাচার্য  তথা অধ্যাপিকা সবুজকলি  সেন  মহাশয়া কে। যিনি সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের দুই রাস্ট্রপ্রধানদের শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে এনে বাঙালি সাহিত্য ধারার গতি কে আরও গতিশীল গড়েছেন। উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম পুরস্কার প্রাপ্ত সেখ হাসিনা  হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' সম্মান পাবেন  পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত মহাশয় ।  বাউলগানে রাজ্য ও জাতীয় স্তরে তিনি দীর্ঘদিন ধরে   সুনাম অর্জন  করে চলেছেন। বিভিন্ন জনসচেতনতা মূলক কাজে  তাঁর স্বরচিত গান জনমানসে প্রতিফলিত হচ্ছে। অবিভক্ত বর্ধমান জেলার সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি বিকাশে প্রাণপুরুষ  সমীরণ চৌধুরী স্মরণে 'সমীরণ রত্ন' পাবেন  গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার  চৌধুরী  মহাশয়  । যিনি ইতিমধ্যেই রাজ্যসরকারের 'শিক্ষারত্ন' এবং কেন্দ্রীয় সরকারের 'জাতীয় শিক্ষক' সম্মান পেয়েছেন। স্কুলে স্কুলে তাঁর সবুজায়ণ কর্মসূচি আমাদের পৃথিবীর বাতাস কে দুষনমুক্ত করার চেস্টা চলছে।  রাজ্য বিচার বিভাগের পরীক্ষায়(১৯৮৩ ব্যাচ) কৃতি মোল্লা নুরুল হোদা  স্মরণে 'নুরুল হোদা রত্ন ' সম্মান পাবেন  মঙ্গলকোটের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডঃ মহম্মদ বদরুদ্দোজাহ ( সেলিম)  মহাশয় । রুগীদের বিপদে আপদে সবকাজ ফেলে যিনি ছুটে আসেন। চিকিৎসায় চরম বাণিজ্যিক পেশাদারিত্বে তিনি গরীব রোগীদের  কাছে একান্ত আপণ।  এবছর  'বর্ধমান রত্ন' সম্মান পাচ্ছেন ক্যালকাটা মেডিকেল  কলেজ  ও  হসপিটাল এর শিক্ষক ও চিকিৎসক  ডঃ সৌমিক ঘোষ। যিনি বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য  সচেতনতা নিয়ে শুধু এই রাজ্য নয় গোটা দেশ জুড়ে কাজ করে চলেছেন। এবছর মঙ্গলকোটের প্রয়াত  প্রত্নবিদ  কেশব বন্দ্যোপাধ্যায় স্মরণে 'কেশবরত্ন' পাচ্ছেন এলাকারই কবি রামদুলাল বৈরাগ্য। যিনি গুসকারা কাটোয়া রুটে জগদ্বাত্রী বাসের খালাসি হিসাবে কর্মের মধ্যে থেকেও বাসযাত্রী সাধারণ মানুষদের নানান দুঃখ যন্ত্রণা নিজের কবিতায় তুলে ধরেছেন। এবছর  'মঙ্গলকোট রত্ন' সম্মান পাবেন  পালিশগ্রামে এক সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পলাশ হাজরা মহাশয় কে। যিনি মঙ্গলকোটের মাটিতে অনবরত সূর সঙ্গীতের বীজ বোপণ করে চলেছেন। এবছর   'মেমারি রত্ন' সম্মান  পাবেন  পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নিকটআত্মীয় তথা গল্পকার শুভাশিস মল্লিক কে। তিনি দীর্ঘদিন ধরে লিটিল ম্যাগাজিন সহ নানান পত্রপত্রিকায় লিখে চলেছেন। যার লেখা নিয়ে নাটকও মঞ্চস্থ 

হয়েছে।  এবারে কবি ও সাংবাদিক শ্যামল রায় 'নবদ্বীপ রত্ন' পাচ্ছেন। এইসময়ের বিভিন্ন সাহিত্য মজলিসে তাঁর কবিতা অনুস্টানে প্রাণবন্ত করে তোলে। কাটোয়ার প্রয়াত সাংবাদিক সমীর ভট্টাচার্য স্মরণে 'সমীররত্ন' সম্মান পাচ্ছেন সাংবাদিক সুজিয় দত্ত। বিগত কয়েক বছর ধরে পল্লিকবির উপর তথ্যমূলক প্রতিবেদন নানা মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তারকেশ্বরে এক দম্পতি অরুপ মজুমদার ও রুমা মজুমদার কে 'হুগলী রত্ন' সম্মান জানাতে চলেছে কুমুদ সাহিত্য মেলা কমিটি। গত এগারো বছর ধরে ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায় জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা আয়োজন চলছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন মহাশয়। শুধু পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক নন, বৈষ্ণব কবি লোচনদাস, প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায়, বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা, সাংবাদিক সমীরণ চৌধুরী, পত্রিকা সম্পাদক সমীর ভট্টাচার্য প্রমুখদের স্মরণে সংবর্ধনা জানানো হয়।                                                            

বুধবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৯

পরীক্ষার আগে নিখোঁজ এডমিড কার্ড হাতে দিল হাড়োয়া পুলিশ

ওয়াসিম বারি,

মাধ্যমিক পরীক্ষার্থীর হারানো এডমিড ফিরিয়ে দিলো হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়ার শালিপুর বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী রুবিনা খাতুন এর  সেণ্টার পড়ে ছিলো হাড়োয়ার গোপালপুর গার্লস উচ্চবিদ্যালয়ে। আজ সকলে বাড়ি থেকে পরীক্ষা  দেওয়ার উদ্যেশ্যে গোপালপুরের যাচ্ছিল ওই ছাত্রী। অটো তে যাওয়ার সময় ওই ছাত্রীর ব্যাগ হারিয়ে যায়।ওই ব্যাগের মধ্যে ছিলো মধ্যামিক পরিক্ষ্যার এডমিড, পেন, সহ বেশ কিছু জিনিস। পরীক্ষার আগে সেই ব্যাগ হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্রী। পর সে খবর দেয় হাড়োয়া থানায়। খবর পেয়ে ওই হারানো ব্যাগের খোঁজ শুরু করে হাড়োয়া থানার পুলিশ। কিছুক্ষন এর মধ্যে সেই হারানো ব্যাগ উদ্ধার করে, পরীক্ষা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে সেই ব্যাগ ফিরিয়ে দেয় হাড়োয়া থানার পুলিশ। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই ছাত্রী।

সোমবার, ফেব্রুয়ারী ১১, ২০১৯

শাড়াপুলে ইসলামিক জলসা

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ স্বরূপনগরব্লকের শাড়াপুল মধ্য গ্রামবাসী বৃন্দের পরিচালনায় শাডাপুল ইসলামী যুব সমাজ কমিটির সহযোগিতায় ৯ও ১০ ই ফেব্রুয়ারি ২০১৯ মহতী ইসলামী জলসার আয়োজন করে ৷আজ তার দ্বিতীয় বা শেষ দিন ।অধর্মের যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তির পথ নির্দেশনায়, সামাজিক সৌহাদ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, দেশ ও সমাজের নিরাপত্তা বিধানে অশিক্ষা,-কুশিক্ষা ও কুসংস্কার এবং অসভ্যতার অভিশাপ  হতে মুক্তির নিমিত্ত কুরআন ও হাদিসের বাণী কে জনসমক্ষে তুলে ধরতে এবং সকল মৃতঃব্যক্তিদের ছোয়াব-রেছানীর উদ্দেশ্যে এই মহতী ইসলামী জলসার আয়োজন বলে জানান জলসা কমিটির সঞ্চালক আলহাজ্ব হাফেজ তরিকুল ইসলাম সাহেব ৷গজল , ক্বেরাত ও নাতে রাসুল এর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকমণ্ডলী দৃষ্টিকোণ থেকে প্রত্যেক বিভাগের প্রথম তিন জনকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। পুরস্কার প্রদান করেন আলহাজ্ব মাওঃ হিফজুর রহমান সাহেব ,মাওলানা মোজাম্মেল হক সাহেব প্রমুখ৷ কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন পীরজাদা জনাব মাওলানা মহিব্বুল্লাহ হুসাইনী  সাহেব ,মাওলানা সাদ্দাম হোসেন, হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুর রহমান সাহেব, আলহাজ্ব হাফেজ মোজাফফার হোসেন সহ স্থানীয় বক্তাগণ। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মোহাম্মদ মশিউর রহমান সাহেব ৷সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং আখেরী মোনাজাত করেন আলহাজ্ব, হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব ৷মহতী ইসলামী জলসার সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সাহেব৷

শুক্রবার, জানুয়ারী ১১, ২০১৯

আয়কর নিয়ে চলছে কেন্দ্রীয় আগ্রাসন , বললেন তৃনমূল সুপ্রিমো

সৈয়দ রেজওয়ানুল হাবিব: ১১ই জানুয়ারী শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার কাছারি ময়দানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনে পাশাপাশি ২৩ তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যদি কংগ্রেসের জন্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তৈরি হয় ,তাহলে বিজেপির জন্য রচিত হওয়া উচিত ডিজেষ্টার প্রাইম মিনিস্টার ৷ আজ বারাসাতে যাত্রা উৎসবের সূচনা করে নাম না করে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ তার আরও সংযোজন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখলে ভয়ের সঞ্চার হয়, গব্বর সিং কে মনে পরে ৷ চারিদিকে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলে জানান তিনি। আর বন্ধের দিনে স্কুল বাসে আক্রমণ প্রসঙ্গে বামেদের কটাক্ষ করেন তিনি ৷ দেশে আইনের শাসন নেই, চারিদিকে আয়কর নিয়ে চলছে আগ্রাসন ৷এমনকি ধর্মীয় জিগির তোলা যে হচ্ছে সেদিকে আলোকপাত করেন তৃণমূল সুপ্রিমো ।

শুক্রবার, জানুয়ারী ০৪, ২০১৯

রজত জয়ন্তী পার করলো হাড়োয়ার গোপালপুর বালিকা বিদ্যালয়


ওয়াসিম বারি,   


রজত জয়ন্তী পালিত হল হাড়োয়ার গোপালপুর বালিকা বিদ্যালয়ে।স্বাধীনতাত্তর ভারতে নারীশক্তির অগ্রগতির লক্ষ‍্যে কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্পে মাতোয়ারা রাজ‍্য তথা গোটা দেশ। তারই মধ‍্যে গুটিগুটি পায়ে পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের  গোপালপুর গার্লস হাইস্কুল। এর দ্বারাই প্রমাণিত হয় যে, নারীশিক্ষা উন্নয়নের বীজ বহুদিন আগেই বপন হয়েছিল প্রাচীন ঐতিহ্য বহনকারী এলাকা গোপালপুরে। গোপালপুরে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত গোপালপুর পপুলার অ্যাকাডেমিতে ছাত্র ও ছাত্রী নির্বিশেষে পড়াশুনা করত। এই বিদ‍্যালয়ের শিক্ষাক্ষেত্রের প্রভূত উন্নতি দেখে ওই এলাকার বিদ‍্যানুরাগীরা এই সিদ্ধান্তে উপনীত হন এই যে, ওই এলাকায় একটি শুধুমাত্র ছাত্রীদের জন‍্য একটি বিদ‍্যালয় হোক। বর্তমান ওই এলাকায় যে স্থানে বিদ‍্যালয় প্রতিষ্ঠিত, সেই জমিটি ছিল জলপাইগুড়ি নিবাসী দুর্গাচরণ সাহা ওরফে দুখিরাম সাহার। তিনি ওই এলাকায় আসলে ওই এলাকার বিদ‍্যানুরগীরা তার কাছে দরবার করলে তিনি এককথায় সম্মতি দেন। তারপর ১৯৬২ সাল নাগাদ তিনি বিহারীলাল সাহার মাধ‍্যমে ওই জমি বিদ‍্যালয়ের নামে দান করেন। তারপর ১৯৬৮ সালে ৩রা জানুয়ারি এই বিদ‍্যালয় প্রতিষ্ঠার মাধ‍্যমে নারীশিক্ষার অগ্রগতিতে আরও একধাপ এগোয় বসিরহাট মহকুমা। প্রতিষ্ঠার সময় যে বিদ‍্যালয় ছিল এক বিঘার, বর্তমানে তা দেড় বিঘার উপরে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে এক মহীরুহে পরিণত হয়েছে। এই বিদ‍্যালয়ে বর্তমানে ১৮৫০ জন ছাত্রী পঠন পাঠনের সাথে যুক্ত। উচ্চমাধ্যমিক স্তরে এই বিদ‍্যালয় কলা বিভাগে ঊত্তীর্ণ হয়েছে, সেই বিভাগে ছাত্রীরা পড়াশুনা করছে। ৫০তম বর্ষে পদার্পণ করে ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ডেসডিমনা মল্লিকের তত্ত্বাবধানে প্রভাত ফেরির মাধ‍্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয় এবং তারপর  নৃত‍্য, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ‍্যমে দুদিন ব‍্যাপী তাদের বিদ‍্যালয় প্রতিষ্ঠার দিবস পালন করছে এই বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রী ও অভিভাবকরা। এই ৫০তম বর্ষে পদার্পণ করে পুরোনো স্মৃতিকে স্মরণ করে নারীশিক্ষার উন্নয়নের শপথ নিয়েছে ওই বিদ‍্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ ছাত্রী ও অভিভাবকরা সহ সমগ্র এলাকাবাসী।

কেটিপিপি মেলার উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী

জুলফিকার  আলি ,

শুক্রবার  বিকেলে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে কে.টি.পি.পি মেলার শুভ উদ্বোধনে  পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।নানান সাংস্কৃতিক  অনুস্টান  থাকছে। 

রবিবার, ডিসেম্বর ৩০, ২০১৮

হাবড়ায় শিশু উৎসব

সৈয়দ রেজওয়ানুল   হাবিব, 


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পুরসভার উদ্যোগে রবিবার সকালে হাবড়ার দেশবন্ধু পার্কে অনুষ্ঠিত হলো শিশু উৎসব । রবিবার সকালে এই শিশু উৎসবের সূচনা করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয়  মল্লিক । এই পৌর এলাকার সব শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চললো এই অনুষ্ঠান ।

শনিবার, ডিসেম্বর ২৯, ২০১৮

গলসীর জনসভায় বিজেপি কে 'দুধের শিশু' বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সুদিন মন্ডল,গলসি :-আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেড এর ঐতিহাসিক জনসভা কে সামনে রেখে শুক্রবার গলসি হাইস্কুল মাঠে বিরাট জনসভা করলেন তূনমূল যুব কংগ্রেস এর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি। সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, সাংসদ সুনিল মন্ডল,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল সভাপতি বিধায়ক সুভাষ মন্ডল সহ জেলার সমস্ত বিধায়ক, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের সভামঞ্চ থেকে ২০১৯ এ বিজেপি কে ফিনিস করার  শপথ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের তীব্র  সমালোচনা করেন।তিনি দাবী করেন যে সমস্ত প্রতিশ্রতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি,তার কোনোটাই পূরণে ব্যর্থ, তারা,অন্যদিকে মমতা ব্যানার্জি তাঁর প্রতিশ্রতির অধিকাংশই পূরণ করতে  সক্ষম হয়েছেন! তিনি জানান ৩৪  বছরের সিপিএম নামক জগদ্দল পাথরটাকে যেখানে সরাতে পেরেছে তৃণমূল সেখানে পাঁচ বছরের দুধের শিশু বিজেপিকে হঠাতে তাদের কোনো সমস্যা হবে না ।নারদা প্রসঙ্গে অভিষেক ব্যানার্জী চ্যালেঞ্জ জানিয়ে বলেন বাপের বেটা হলে আদালতে প্রমান করে দেখাক। এদিনের জনসভায় কর্মীদের  ব্রিগেডের সভা সফল করার আহ্বান জানান।  প্রায় বিশ হাজার মানুষ এদিনের  জনসভায় যোগদান করেন।

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৭, ২০১৮

সংখ্যালঘু সাফল্য নিয়ে প্রশাসনিক সভা বীরভূমে

কৌশিক গাঙ্গুলি ,

একটি অনুষ্ঠানের মাধ্যমে আজ বীরভূম জেলার সংখ্যালঘু বিষয়ক সম্প্রদায় শিক্ষা দপ্তর প্রকল্পের উন্নয়ন বিষয়ক আলোচনা করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি বিকাশ রায় চৌধুরী, জেলা শাসক মৌমিতা গোধরা, ব অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝা এবং সংখ্যালঘু সেল এর চেয়ারম্যান এবং এই অনুষ্ঠানে একটি পুস্তকের উদ্বোধন করা হয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER