সাধন মন্ডল
বাঁকুড়া জেলার রাইপুরের কাছে কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর বেহাল দশা।সেতু সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
পুর্ত বিভাগের উদাসীনতায় দিন কে দিন দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার রাইপুরের কাছে কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর বেহাল দশা।সেতু সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
পুর্ত বিভাগের উদাসীনতায় দিন কে দিন দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাট মাওলানা বাগদরবার শরীফে সর্বভারতীয় ক্বেরাত প্রতিযোগীতা এবং আল্লামা রুহুল আমিন (রঃ) স্মরন, সম্প্রীতি ও জাতীয় সংহতি বিষয়ক সেমিনার শেষ হলো শুক্রবার ৷ হাজার হাজার ধর্মপ্রাণদের সমাগম ঘটে।
তথ্য ও ছবি হাবিব
মোল্লা জসিমউদ্দিন
সারারাজ্যে যখন ডেঙ্গু নিয়ে চাপা আতঙ্গ দেখা দিয়েছে।সেখানে মঙ্গলকোট হাসপাতাল কখনও মাথরুণ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনা বাড়াচ্ছে।আবার কখনও কৈচর বাজার সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর লার্ভা নস্ট করার জন্য অভিযানে নামছে।পুরোটাই মঙ্গলকোট বিএমওএইচ ডা: প্রণয় ঘোষের নেতৃত্বে চলছে বলে জানা গেছে।
নুতন জেলা গঠনের পর প্রথম পুর্ব বর্ধমানে জেলাস্তরে ক্যারাটে প্রতিযোগিতা হলো বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে।৩২ টি ইভেন্ট তে অংশগ্রহণ করে ১০৬ জন প্রতিযোগী। গত শুক্রবার এই প্রতিযোগিতা টি বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে দেবাশীষ কুমার মন্ডল।
জাহাঙ্গীর বাদশা
শুক্রবার ভরসন্ধেয় কোলাঘাটে গুলিবিদ্ধ হল এক যুবক।এদিন ৬ নং জাতীয় সড়কে কোলাঘাট ব্রিজের ওপর ঘটনাটি ঘটেছে।খবর পেয়ে দেবব্রত ভট্টাচার্য নামের বছর তিরিশের ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিস।জানা গেছে, ওই যুবকের বাড়ি হাওড়ার শ্যামপুরে।তবে থাকতো হুগলির চুঁচড়াতে।সেখানে একটি ডাকাতদলের সঙ্গে সে কাজ করতো।এদিন পৌনে ৬ টা নাগাদ কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়ে সে কথা বলছিল ফোনে।সেই সময় কেউ বা করা গাড়িতে এসে খুব কাছ থেকে গুলি করে পালায়।স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে।পুলিসের প্রাথমিক অনুমান ডাকাতদলের লোকেরাই এই খুন করেছে বলে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।ডাকাতির কোন ঘটনায় বখড়া নিয়ে বিবাদের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা এলাকায় গত বোরো মরসুমে শিলাবৃষ্টিতে ক্ষতির কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠান ২০১৭-১৮ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর কিষাণ মান্ডিতে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা সহ অতিথিবর্গ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, মহঃ ইসমাইল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গুফরাণা ইয়াসমিন, সহসভপতি স্বপন ঘোষ সহ কর্মাধ্যক্ষবৃন্দ, কৃষি আধিকারিক সহ বিভাগীয় কর্মীবৃন্দ। কৃষকদের ক্ষতি পূরণের চেক প্রদান অনুষ্ঠান ধারাবাহিক অঞ্চল ভিত্তিক চলবে, শুক্রবার তারই আনুষ্ঠানিক সূচনা করা হয়।
শুক্রবার দুপুরে পশ্চিম মেদনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে দুঃস্থদের কম্বল বিতরণ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিন শতাধিক ব্যক্তিদের কম্বল দেওয়া হয়।
ছবি প্রতাপ চট্টপাধ্যায়
নিলাদ্রী ঘোষ
জয় দিয়ে শুরু করল বাংলার অনুর্ধ ১৪ মহিলা স্কুল দলটি l শুক্রবার মনিপুরে অনুস্টিত জাতীয় স্কুল গেমের প্রথম খেলায় তারা শক্ত প্রতিপক্ষ মিজোরাম কে ৪-৩ গোলে হারাল l দুটি গোল করেন রূরালি বাউরী lআসানসোল শিল্পাঞ্চলের গর্ব অস্টম শ্রেনীর এই ছাত্রীটি খেলার সেরা নির্বাচিত হন l রূপালীদের প্রশিক্ষক নির্মল ভুঁই জানান - শুধু রূরালি নয় এই দলে বেশ কয়েক জন প্রতিভাবান মেয়ে রয়েছে lসঠিক ভাবে এগোলে এই মেয়েরা একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন l
এপশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আহবানে কোতুলপুর তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচালনায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।শুক্রবার দুপুরে বাঁকুড়া জেলার কোতলপুরে এই অনুস্থানে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।এলাকার বিদ্যালয় গুলিতে কিভাবে শিক্ষার মান উন্নয়ন আরও বাড়ানো যায়, সে নিয়ে আলোচনা চলে এদিন।এছাড়া সাংস্কৃতিক নানান অনুস্থান হয়।
শুক্রবার দুপুরে বাঁকুড়া জেলার কোতুলপুর রুরাল সেবা নিকেতনে এক রক্তদান শিবির হয়।শতাধিক ব্যক্তি রক্তদান করেন।অনুস্থানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
বৃহস্পতিবার সারাদিন ধরে নদীয়া জেলার নবদ্বীপ সংলগ্ন রাওতাড়া এলাকায় কবি কানাইলাল সরকারের ব্যবস্থাপনায় চললো সাহিত্যাসর।কবিদের মধ্যে মুরারিমোহন চক্রবর্তী, প্রশান্ত মন্ডল, স্মরজিত বিশ্বাস, তারকেশ্বর চট্টরাজ, রবীন্দ্র হালদার প্রমুখ ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক শ্যামল রায়।
অনিমেষ মন্ডল
কয়েকমাস আগেই রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে রাজ্যের সমস্ত ল্যাবগুলিকে জ্বর সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠাতে নির্দেশ দেয়।ল্যাব থেকে পাঠানো রিপোর্ট মনিটরিং করার জন্য এক কমিটিও গঠন করা হয়েছে।কাটোয়া শহরে এইরকম এক বেসরকারি ল্যাবে অভিযান চালাল স্বাস্থ্য দপ্তরের লোকজন।কাটোয়া শহরের একটি ল্যাবের বিরুদ্ধে অভিযোগ - পরিকাঠামো না থাকা স্বত্বেও ডেঙ্গু পরীক্ষা করে ভুলভাল রিপোর্ট দিয়ে শহরে আতঙ্ক ছড়াচ্ছে।বৃহস্পতিবার সকালে আচমকা কাটোয়া হাসপাতালের সুপার রতন শাসমল সহ সংশ্লিষ্ট এক্সপার্ট চিকিৎসকের একটি টিম হানা দেয় ওই ল্যাবে। তাঁরা গিয়ে দেখেন ডাক্তার নেই,টেকনিশিয়ানরা ল্যাবে পরীক্ষা করছেন।সুপার জানান - রাজ্য স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মেনে ওই ল্যাব জ্বরের রিপোর্ট মাত্র দুবার দুজন ব্যাক্তির হয়েছে বলে পাঠিয়েছে।অথচ তারা কাটোয়া শহরে ২০টির বেশি রোগীকে ডেঙ্গু হয়েছে বলে রিপোর্ট দেয়।এতেই সন্দেহ হয়।তারপর সেখানে গিয়ে দেখি কার্ড ও আল্যাইসা পদ্ধতিতে ns1(ডেঙ্গু) পরীক্ষার নিয়ম হলেও দুটিরই পরিকাঠামো নেই।এরপর সুপার ওই ল্যাবকে জ্বরের পরীক্ষা কার্ড পদ্ধতিতে করতে নিষেধ করেন।যদিও ওই ল্যাবের মালিক অভিযোগ অস্বীকার করেছেন।।
কালনা মহকুমা পুলিশ এবং প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠান হলো বৃহস্পতিবার। অভিনীত হয় নাটক 'চোখে আঙ্গুল দাদা' । অভিনয় করেন এসডিপিও প্রিয়ব্রত রায়, সিআই তাপস দাস ও নাদনঘাট থানার ওসি মিঠুন দাস প্রমুখ।
পুর্ব মেদিনীপুরের যুব তৃনমূল নেতা রমা গিরি পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী শ্র শুভেন্দু অধিকারী। এই পুজো ঘিরে নানান সাংস্কৃতিক অনুস্থান এবং জনসেবামূলক কর্মসূচি রয়েছে।
ছবি প্রতাপ চট্টপাধ্যায়
সেখ সামসুদ্দিন
মেমারি পুরসভা এলাকায় মহাসমারোহে পালিত হচ্ছে ছট পুজো । ১নং ওয়ার্ডে ছট পুজোয় অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেমারির বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ১ নং ওয়ার্ড কাউন্সিলার সামশুল হক মির্জা, ৬নং ওয়ার্ড কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জী, উৎসব সমিতির সভাপতি ছাত্র নেতা মুকেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ৫ নং ওয়ার্ডের কলপুকুরে ১০ নং ওয়ার্ডের কদমপুকুরে, ১৩ নং ওয়ার্ডের নল পুকুরে মহাসমারোহে চলছে ছট পুজো ।
মানস দাস, মালদা
চাষের জমির আল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত বৃদ্ধ কৃষক।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার তুলসীরামটোলা এলাকায়।আক্রান্ত কৃষক নগেন্দ্রনাথ মন্ডল(৭১)আশঙ্কাজনক অবস্থায় ভরতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত সুশিল মন্ডল পলাতক।ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। জানা যায়, নিজের জমিতে চাষ করছিলেন নগেন্দ্রনাথ মন্ডল।অভিযোগ সেই সময় প্রতিবেশী সুশিল মন্ডল তার জমির আল ভেঙ্গে দেয়।প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে সুশিল মন্ডল হামলা করে নগেন্দ্রনাথের উপর। তার শরীরে চার জায়গায় ধারালো অস্ত্রের কোপ লাগে। ঘটনার পর ঘটনাস্থ থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় নগেন্দ্রনাথকে উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হয়ায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
মানস দাস, মালদা
হঠাৎ করে দেখলে মনে সন্দেহ দেখা দিতেই পারে রাস্তা নাকি খাল? তবে বাস্তবে এমন খানাখন্দে ভরা রাস্তা দিয়েই প্রাণ হাতে নিয়ে নিত্যদিনের যাতায়াত মালদার হবিবপুর ব্লকের কয়েক হাজার বাসিন্দার। পিচের চাদর উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পরেছিল প্রায় বছরখানেক আগেই। সেই মৃতপ্রায় রাস্তার ওপর দিয়েই চলে সবরকম যানবাহন । রক্ষণাবক্ষেণ ও সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এখন মরণফাঁদ । মালদা থেকে হবিবপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কটি জেলা সদর ইংলিশবাজারের সঙ্গে হবিবপুর ও বামনগোলা ব্লকের একমাত্র যোগাযোগকারী রাস্তা । এমনকি পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের সঙ্গেও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাজ্য সড়ক । স্কুল-কলেজ-অফিসযাত্রী ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত এই রাস্তায়। এমনকি বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর যাতায়াতের জন্যও ব্যবহৃত হয় রাস্তাটি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এখন আতঙ্কের কারণ এলাকার মানুষের কাছে । বিশেষত আইহো থেকে বুলবুলচণ্ডী পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার হাল এতটাই শোচনীয় যে ওই রাস্তায় যান চলাচল বন্ধের মুখে। রাস্তা সংস্কারের দাবিতে এর আগে বহুবার বিক্ষোভ ও অবরোধ হলেও সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে । সম্প্রতি এই রাস্তায় বেড়ে চলা পথ দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশু ও মহিলা সমেত বেশকিছু মানুষ । এমনকি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে যাওয়ার পথে ঘটেছে রোগীমৃত্যুর ঘটনাও। যানবাহন বিকল হওয়ায় যানযট এখন নিত্যদিনের সঙ্গী। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, প্রশাসনিক গদাইলস্করী চালেই স্তব্ধ হয়ে আছে রাস্তা সংস্কারের কাজ। ব্লক প্রশাসন বারবার আশ্বাস দিলেও কাজ হয়নি কিছুই। বেহাল রাস্তা মেরামতের বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও রেণুকা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি গোটা ঘটনার জন্য দায়ী করেছেন জেলা পিডব্লিউডি দপ্তরকে। একইসঙ্গে রাস্তা সংস্কার ও সম্প্রসারণের জন্য জবরদখলকারীদের অনড় মনোভাব এবং পর্যাপ্ত জমি চিহ্নিত করার সমস্যার কথা বলেন তিনি। ওই সমস্যা মিটে গেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে অসুবিধা হবে না বলে দাবি করেন তিনি। যদিও সেই সমস্যা না মেটা অবধি গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের মেরামতি হবে কি না, তার সদুত্তর মেলেনি।
পশ্চিম মেদনীপুরের শালবনীতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রকল্পে গতির সংযোগ হলো।শালবনীর সাথে কলকাতার সরাসরি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস যোগাযোগ স্হাপন করলেন পরিবহন মন্ত্রী শ্রশুভেন্দু অধিকারী। শালবনী BRBNMPL ও শালবনী ব্লকের সাধারণ মানুষের দীর্ঘদিন এর প্রস্তাব এই বাস পরিবহন চালুর প্রস্তাব সরাসরি শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ এর মাধ্যমে মন্ত্রীর কাছে পাঠানো হয়।আজ শালবনীর এই প্রশাসনিক সভা সাধারণ মানুষের বাঁধনভাঙ্গা উচ্ছাসে কার্যত জনসভার চেহারা নেয় এবং বাংলার যুবসমাজের এই আইকন কে ঘিরে উপস্থিত জনতার স্বতস্ফুর্ততা ছিলো চোখে পড়ার মতো।পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ শালবনী তে মডেল বাসস্টান্ড্য সহ আলো ও শৌচাগারের নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন এবং আরও একটি বাস ভবিষ্যতে দেওয়ার কথা বলেন।আজকের সভায় সভাপতিত্ব করেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ।এছাড়াও ছিলেন জেলাপরিষদের সভাপতি উত্তরা সিংহ হাজরা, বিধায়ক শ্রী প্রদ্যোত ঘোষ এবং শ্রীকান্ত মাহাত।দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের M.D শুভেন্দু বসু এবং শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও শালবনীর BRBNMPL এর জেনারেল ম্যানেজার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি ও শ্যামপদ পাত্র এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন।এই সভার পরিচালনা তে ছিলেন সন্দীপ সিংহ।
তথ্য জাহাঙ্গীর বাদশা
ছবি সন্দীপ সিংহ
'আমার স্বাস্থ্য আমার হাতে' প্রকল্পটি বাস্তবায়নে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে স্বরূপনগর ব্লক চত্বরে নিজ নিজ অফিস পরিচ্ছন্নতায় হাত লাগালেন সরকারী কর্মী এবং জনপ্রতিনিধিরা।উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস, সেইসাথে পঞ্চায়েত
সমিতির সভাপতি ঝুমা সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মধ্যক্ষগন।
তথ্য ওয়াসিম বারি
ছবি হাবিব
সেখ সামসুদ্দিন
ছটপুজো উপলক্ষে মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটির উদ্যোগে গতকাল দুপুর থেকে শুরু করে আজ পর্যন্ত উপোস থাকা মা বোনেদের বস্ত্র বিতরণ করে চলছে । মেমারি ১ ব্লক ছাত্রনেতা মুকেশ শর্মা বাড়ি বাড়ি গিয়ে উপোসী মহিলা সদস্যদের হাতে পুজোর শাড়ি তুলে দেন। গতকাল দুপুরে পুরসভার ৯ নং ওয়ার্ডের ৫০ জন, সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের মেমারি কলেজ মাঠপাড়ায় ৩১ জন ও বৃহস্পতিবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষ্ণবাজার কলেজ রোড মহল্লায় ১১৯ জন মোট ২০০ জনের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...