মোহন সিং
আসানসোলের পাঁচগাছিয়ার মনোহর বহাল এলাকায় বিস্তীর্ণ এলাকা ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্থ গ্রাম যাওয়ার রাস্তা। এই ঘটনায় আতঙ্কিত এলাকায় মানুষ। এলাকার মানুষদের আগে এই এলাকায় কয়লাখনি ছিল।সেখানে কয়লা উত্তোলন করার পর ঠিকমতো বালি ভরাট না করার ফলে এই ধস নেমেছে। অবিলম্বে ধসপ্রবন এলাকায় মাটি ভরাটের দাবি জানিয়েছে এলাকাবাসী।