শুভদীপ ঋজু মন্ডল
বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন, জেলা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া, প:ব: সরকারের উদ্যোগে এবং সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় বাঁকুড়া জেলা শহরে পুলিশ লাইনের সামনে সুলভ মূল্যে সব্জী বিক্রির স্টলের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা। এছাড়াশুভাশিষ বটব্যাল (সহ সভাপতি, উদ্যান পালন দপ্তর), সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সম্পাদক অনুপ পাত্র। এলাকার মানুষদের প্রয়োজনীয় সব্জী এই স্টল থেকে স্বল্পমূল্যে পাওয়া যাবে এবং কৃষকরা ফসলের নায্য মূল্য পাবেন বলে জানালেন সোসাইটির সম্পাদক অনুপ পাত্র।