সোমবার, নভেম্বর ২০, ২০১৭

বাঁকুড়ায় জাতীয় সমবায় সপ্তাহ



৬৪ তম জাতীয় সমবায় সপ্তাহ উদযাপন হলো বাঁকুড়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়।

posted from Bloggeroid

রবিবার, নভেম্বর ১৯, ২০১৭

সারেঙ্গায় পুলিশ কর্মীর মৃত্যু পথ দুর্ঘটনায়

সাধন মন্ডল

এক পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। মৃতের নাম হেমন্ত মহান্তী (৩২)। বাড়ি সারেঙ্গার থানার আমঝোর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ঐ পুলিশ কর্মী সকালে বাড়ি থেকে নিজের মোটরবাইক নিয়ে বেরিয়ে যান। পরে আমঝোর গ্রামের কাছে পিরলগাড়ি মোড়--সারেঙ্গা রাস্তার উপরে স্থানীয়রা তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে সারেঙ্গা খ্রীষ্টিয় সেবানিকেতন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সারেঙ্গা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

posted from Bloggeroid

বাঁকুড়া জেলা প্রেসক্লাবের ২২ তম সাধারন সভা



সাধন মন্ডল

বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক 22 তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো।রবিবার বাঁকুড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সাধারণ সভায় জেলার পঞ্চাশেরও বেশী সাংবাদিক ও বিভিন্ন

গণমাধ্যমের যুক্ত ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। সম্পাদক সন্তোষ ভট্টাচার্য্য বার্ষিক প্রতিবেদন পেশ করার পর উপস্থিত বেশ কয়েকজন সংগঠনের সদস্য সদস্য প্রতিবেদনের উপর আলোচনা করেন।আগামী দু'বছরের জন্য প্রেস ক্লাবের পরিচালন কমিটি নির্বাচন হয়। সর্বসম্মতিক্রমে সন্তোষ ভট্টাচার্য্য, সুনীল দাস, সাধন কুমার মণ্ডল, সুবল দত্ত, গোপাল রায়, বারীণ মণ্ডল, প্রশান্ত মুখোপাধ্যায়, আলোক বরাট, আতঙ্ক ভঞ্জন পরামানিক, কাঞ্চন মণ্ডল, অজিত কুণ্ডু, মণীষা চ্যাটার্জী, সুপ্রিয় ব্যানার্জী, ফাল্গুনী মহান্তি ও উত্তম চট্টোপাধ্যায় নির্বাচিত হন। এছাড়াও তিমিরকান্তি পতি ও শুভজিৎ দাসমোদক আমন্ত্রিত সদস্য হিসেবে নির্বাচিত হন।

posted from Bloggeroid

মন্তেশ্বরের কামারশালে বিজেপির অবরোধ


মোল্লা জসিমউদ্দিন

পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কামারশালে বিজেপির যুব মোর্চার পথ অবরোধ, ভোগান্তিতে যান চালকেরা। দলীয় রাজ্য নেতারা পুলিশের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে এই অবরোধ।

posted from Bloggeroid

মঙ্গলকোট এ.কে.এম উচ্চবিদ্যালয়ে চরম অপব্যবস্থা

পুর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের সদর শহর মঙ্গলকোট এ.কে.এম উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে চরম অপব্যবস্থা।বেশিরভাগ দিনই পাঁচ পিরিয়ডেই ছুটি হয়ে যায় বলে অভিভাবকদের দাবি।স্কুলের নিজস্ব ঘরে সকাল - বিকেলে এই বিদ্যালয়ের কিছু প্যারাটিচার কোচিং সেন্টার চালান বলে স্থানীয় সুত্রে প্রকাশ।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিশেষত প্রধান শিক্ষক খেয়ালখুশি সময়ে আসেন। এইরুপ নানান অভিযোগ উঠেছে।পরিস্কার পরিছন্নতা এই বিদ্যালয়ে নেই বললেই চলে।যদিও স্কুল কর্তপক্ষ তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে।তবে কাটোয়া মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে - যেকোন দিন এই বিদ্যালয়ে পরিদর্শনে যেতে পারেন মহকুমাস্তরের কোন প্রশাসনিক আধিকারিক, অভিযোগগুলি খতিয়ে দেখবার জন্য।

posted from Bloggeroid

নবদ্বীপে স্টেডিয়াম চালু হল

শ্যামল রায়


রবিবার নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামের শুভ উদ্বোধন হলো । স্টেডিয়ামের উদ্বোধন ছিলেন মনোজ মিত্র, বিকাশ পাজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, বিমান কৃষ্ণ সাহা সহ অনেকে। ৬ কোটি অনুদানে এই স্টেডিয়াম গড়া হল।

posted from Bloggeroid

ঝাড়গ্রামে ডিওয়াইএফআই এর পদযাত্রা


রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ৫০ বর্ষপূর্তি পালনের প্রস্তুতি উপলক্ষে মিছিল হলো।ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর শাখা এই মিছিল টি আয়োজন করে থাকে।

posted from Bloggeroid

মন্তেশ্বরে সিজনাগ্রামে আদিবাসীদের ধামসা মাদল বিলি

কমল বড়া

মন্তেশ্বরের ভাগড়া মুলগ্রাম অঞ্চলের সিজনাগ্রা

মে আদিবাসীদের ধামসা মাদল বিতরন করা হলো।আদিবাসী অধ্যুষিত এলাকায় এই ধরনের উদ্যোগ সাধুবাদযোগ্য।অঞ্চল তৃনমূল কমিটির পরিচালনায় এই বিতরণপর্ব চলে এদিন

posted from Bloggeroid

কোতলপুরে নোট বাতিলের বিরুদ্ধে তৃনমূলের সমাবেশ


বাঁকুড়া জেলায় কোতুলপুর ব্লকের দেশড়া-কোয়ালপাড়া অঞ্চলে নোট বাতিলের বিরুদ্ধে তৃনমূলের সমাবেশ হয়।মূখ্য বক্তা হিসাবে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যসরকারের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

বেহালা বইমেলার প্রস্তুতি চলছে

আগামী ৮ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর কলকাতার বেহালা ব্লাইন্ড স্কুল মাঠে বেহালা বইমেলা শুরু হচ্ছে। সাহিত্য সংস্কৃতির সাথে যুক্তরা এই বইমেলায় প্রতিবারের মত এবারেও ভীড় জমাবেন বলে আশা উদ্যোক্তাদের।

posted from Bloggeroid

অধ্যাপক সমিতির ২য় বার্ষিক সম্মেলন হতে চলেছে বাঁকুড়ায়


আগামী ২৬ শে নভেম্বর সকাল দশটায় বাঁকুড়া সারদামনি মহাবিদ্যালয়ে অধ্যাপক সমিতির ২ য় বার্ষিক সম্মেলন হচ্ছে এতে পশ্চিমবাংলার সমস্ত মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অধ্যাপক যোগ দেবেন বলে জানা গেছে।

posted from Bloggeroid

কোয়েল পাখি প্রতিপালনে প্রকল্প বাঁকুড়ায়

মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে বাঁকুড়া জেলার প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত হাঁস, মুরগী প্রতিপালনের পাশাপাশি কোয়েল পাখির চাষ নবরূপে গ্ৰামীন অর্থনীতিকে সুদৃঢ় করবে। জয়পুর ব্লকের হেতিয়া গ্ৰাম পঞ্চায়েতে স্বয়ম্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত প্রায় ১৩ লক্ষ টাকার কোয়েল পাখি প্রতিপালনের জন্য প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়ত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

শনিবার, নভেম্বর ১৮, ২০১৭

তমলুকে মা ও সদ্যজাত মেয়ের অগ্নিদগ্ধ মৃত্যু, চাঞ্চল্য

জাহাঙ্গীর বাদশা

পারিবারিক অশান্তির কারনে ১ মাসের মেয়ে বিদিপ্তা সামন্ত ও মা কৃষ্ণ সামন্ত অগ্নিদগ্ধ  হয়ে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার টুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বিজন সামন্ত তার শশুরবাড়িতেই থাকত। কাজের সূত্রে সনাতন বাইরে থাকত। শনিবার ভোরে বাড়ির মধ্যে ১ মাসের শিশু ও তার মা গায়ে কেরোসির তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা  করে। সকালে পড়শিরা জানতে পেরে তমলুক থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক  মৃত্যু কেস রুজু করে তদন্ত শুরু করেছে। মা ও মেয়ের এই ধরনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭

কর্মবিরতির পথে আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা

মোল্লা জসিমউদ্দিন

রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালতে 'আইনী পরিষেবা কেন্দ্র' রয়েছে।মূলত অসহায় মানুষদের বিনামূল্যে আদালতে আইনী লড়াই তে পাশে থাকার জন্য।সেইসাথে বিভিন্ন এলাকায় আইনী শিবিরের আয়োজন করেন এরা।চুক্তিভিক্তিক নিয়োগের পর ২০১৬ সালের বেতনক্রম বাড়েনি।তাই রাজ্যের ৩০০ জন আইনী পরিষেবা কেন্দ্রের কর্মীরা আগামী ২০, ২১, ২২ নভেম্বর আদালত গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন।কাটোয়া মহকুমা আদালতের আইনী  পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন বন্দ্যোপাধ্যায় জানান " আমরা একপ্রকার বাধ্য হয়েই এই আন্দ্রোলনে যোগ দিচ্ছি।"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুস্থানে একাধিক মন্ত্রী

সোমনাথ ভট্টাচার্য

শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক শিক্ষামূলক অনুস্থান চলে।বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের পাশাপাশি রাজ্যসরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।মন্ত্রীদের মধ্যে সৌমেন কুমার মহাপাত্র, আশীষ বন্দ্যোপাধ্যায় অন্যতম ছিলেন এই অনুস্থানে।

বাঁকুড়ার সিমলাপালে প্রাণী সপ্তাহ পালন

  সাধন মন্ডল

শুক্রবার ২১ত ম জেলা প্রাণী সপ্তাহ  উদযাপন অনুষ্ঠান  হল সিমলাপাল কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুুড়া জেলাপরিষদের সভাধিপতি অরুপ চক্রবর্তী, তালডাংরা বিধানসভার বিধায়ক সমীর চক্রবর্তী, যুগ্ম প্রানী অধিকর্তা নিখিল কুমার সিট, জেলা আধিকারিক ডঃ সোমনাথ মাইতি।এদিনের অনুষ্ঠানে ৩৫০ জনকে  মুরগিবাচ্চা বিলি করা হয় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের কে।

নারীপাচারকারী সন্দেহে তমলুকে ধৃত যুবক

জাহাঙ্গীর বাদশা

নারী পাচারের ঘটনায় এক যুবককে আটক করল তমলুক থানার পুলিশ। ধৃতের নাম স্বদেশ  দাস। বাড়ি নন্দকুমার থানার খঞ্চিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারো টা নাগাদ তমলুক থানার নিমতৌড়ি প্রতিবন্ধী  উন্নয়ন সমিতির আশেপাশে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করার সময় সংগঠনের প্রতিনিধিরা তাকে আটকে রাখে ঘরের মধ্যে। তার কথার মধ্যে অসংগতি  দেখে সমিতির মহিলারা গণধোলাই  দিতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে যুবককে আটক করে তমলুক থানায় নিয়ে যায়।সম্প্রতি মহিষাদলের কাপাসএড়ার হোটেল সাথে যুক্ত বাংলাদেশের যুবতী হামিদা সংস্থার এম্বুলেন্স চালকের কাজে যুক্ত হয়েছিল।আর ধৃত যুবক মহিষাদলেত কাপাসএড়ায় হোটেলে ম্যানেজারের কাজ করত। হোটেলে দেহব্যবসার কাজ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কিছুদিন হল যুবক জামিনে ছাড়া পেয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর হামিদার খোঁজখবর  নিয়ে তাকে সহ কয়েকজন যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু সংগঠনের প্রতিনিধিদের হাতে ধরাপড়ে যায় সে।সংগঠনের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান -আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবককে আটক করা হয়। তার কথাতে অসংগতি  দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে আটক করে নিয়ে যায়।

খড়গপুর রেলরুটে রেলপরিষেবা ব্যাহৃত থাকবে তিনদিন

জাহাঙ্গীর বাদশা

আগামী ৩ দিন রেল পরিষেবা ব্যাহত থাকবে। অধিকাংশে ইন্টার লকিং এর কাজের কারনে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।সাধারণ ভাবে রেলের ইন্টারলক প্রযুক্তির যন্ত্রপাতির আয়ু ধরা হয় ২৫ বছর।  সময় পেরিয়ে গেলেও খড়গপুরের কেবিনে পালটানো হয়নি ইন্টারলক প্রযুক্তি৷ তাই এবার পুরোনো পালটে নতুন করে গঠন করতে ব্যাস্ত রেল আধিকারিক থেকে কর্মচারীরা৷ খড়গপুর রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারী বলেন - এশিয়ার বৃহত্তম ব্যবস্থায় ৮০০ রুটের ইন্টারলক প্রযুক্তি এ বার পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে চালানো হবে।
এই ধরনের কাজের জন্য কয়েক দিন ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। বাতিলও করতে হয় কিছু ট্রেন। সাংবাদিক বৈঠক করেন ঘোষণা করে যাত্রীদের তা জানানো হয়। রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘‘ইন্টারলক প্রযুক্তির কাজের জন্য ১৭, ১৮ এবং ১৯ নভেম্বর যে-সব ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলোর বেশির ভাগ যাত্রীকেই এসএমএস করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পোস্টারিং এর মারফত যাত্রীদের সতর্ক করা হয়েছে৷ তবে মেজর জোনগুলোতে যাত্রীদের সুবিধার্থে থাকবে বাস পরিবহনের ব্যাবস্থা৷ ’ ইতিমধ্যে প্রযুক্তি বদলের কাজ শুরু হয়েছে। ১৯ তারিখে পুরনো প্রযুক্তির সব বৈদ্যুতিক লাইন খুলে নতুন প্রযুক্তিতে জোড়া হবে। তার পরেই কাজ শুরু করবে নতুন বসানো সলিড স্টেট ইন্টারলক প্রযুক্তি। তার পরে নতুন ব্যবস্থায় চলবে ট্রেন। এই প্রযুক্তি বসাতে খরচ পড়ছে প্রায় ৪০ কোটি টাকা।এই জন্য পূর্ব ও পশ্চিন মেদিনীপুর এবং হাওরা জেলার রেলযাত্রীদের দুর্ভোগ বাড়বে।

সারেঙ্গায় পঞ্চায়েতস্তরের খেলায় পুরস্কার বিতরণী

সাধন মন্ডল

সারেঙ্গা চক্রের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয় সমূহের পঞ্চায়েতস্তরের ক্রীড়া প্রতিযোগিতায়, সফল প্রতিযোগিদের নিয়ে চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারেঙ্গার কৃষ্ণপুর গোহালডাঙ্গা হাইস্কুল মাঠে। প্রদীপ  জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ । এইসব প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিরা আগামি ৩০শে নভেম্বর রাইপুর হাইস্কুল মাঠে মহকুমা পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে। আজকের খেলায় সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ ও সুব্রত মুখোপাধ্যায় । এই মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত  হয়।

নন্দীগ্রামে গৃহবধূ খুনে চাঞ্চল্য এলাকায়

জাহাঙ্গীর বাদশা

অতিরিক্ত পণের দাবিতে নন্দীগ্রামে  গৃহবধু খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো  বটতলা এলাকায়। মৃত গৃহবধূর নাম সাম্মি আকতার ( বুল্টি), বয়স ২০ বছর। গত ১৬/৭/১৭ তারিখে নন্দীগ্রামের কেন্দ্যেমারি জালপাই ( উত্তরপাড়া) বাসিন্দা  আনিসুর সায়ের সাথে বিয়ে হয়। বিয়ে পর থেকে অতিরিক্ত পণের দাবিতে গৃহবধুকে মারধর ও অত্যাচার চালাত। গৃহবধূরর বাপের বাড়ির অভিযোগ শশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে তার মেয়েকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে স্বামী  সহ ৭ জনের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারনা গৃহবধূকে শ্বাসরুদ্ধ  করে খুন করা হয়েছে।নন্দীগ্রাম থানার ওসি অজয় মিশ্র জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।"

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER