ওয়াসিম বারি
পঞ্চায়েত নির্বাচন আর কয়েক দিনের মধ্যে , এরই মধ্যে উত্তপ্ত দঃ ২৪ পরগনার ভাঙড়, মৃত এক ,অভিযোগের তীর ভাঙড়ের তৃনমূল নেতা আরাবুল ইসলাম ও তার অনুগামী দের বিরুদ্ধে |
নির্দল প্রার্থী দেয় একটি মিছিলের উপর গুলি চলানোর ঘটনা ও মিছিল লক্ষ করে ছোড়া হয় বোমা এই ঘটনা টি ঘটে ভাঙড়ের নতুনহাট এলাকায় , ওই মিছিলে থাকা হাফিজুল মোল্লা ( ৩০) এর মাথায় গুলি লাগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার | এই ঘটনার খবর চারি দিকে ছড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা , আরাবুলের গ্রেপ্তারের দাবি তে শুরু হয় বিভিন্ন রাস্তা অবরোধ ৷অন্য দিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরাবুলের গ্রেপ্তারের নির্দেশ আসে পুলিশ প্রশাসনের কাছে , ভোটে আগে এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ,তা ছাড়াও এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে ,তড়িঘড়ি দুই জেলার পুলিশ চারি দিক থেকে ঘিরে ফেলে ভাঙড় কে যাতে আরাবুল পালিয়ে যেতে না পারে ৷তল্লাশি চালাতে শুরু করে বিশাল পুলিশ বাহিনী , মোবাইল টাওয়ারের সূত্র ধরে অবশেষে রাতেই কাশীপুর এলাকার এক টি জঙ্গলের ভিতর থেকে আরাবুল কে গ্রেপ্তার করতে সক্ষম হয় বারুইপুর পুলিশ , এই ঘটনার সাথে জড়িয়ে থাকায় খোজ চলছে আরাবুলের ভাই আরিজুল ইসলাম ওরফে ক্ষুদের ৷ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় আরাবুলের বিরুদ্ধে ৷ ১৪ দিনের পুলিশ হেপজতে চেয়ে আজ আরাবুলকে বারুইপুর আদালতে তোলা হয়েছে ৷