মোহন সিং
যাদব কমিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হল রবিবার। আসানসোলের কোর্ট মোড়ে আরএল প্লাজাতে এই যাদব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন স্বর্গীয় রামলক্ষন যাদবের স্ত্রী সুধা দেবী। এদিন কমিটি পরিচালনার পাশাপাশি আগামী দিনে সমাজের জন্য বেশ কিছু সেবামুলক কাজেরও পরিকল্পনা নেওয়া হয়