সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০২০

ভাতার ডিওয়াইএফআই এর পথসভা

আমিরুল ইসলাম
  
 ভাতারে DYFI উদ্যোগে পথসভা।

পূর্ব বর্ধমান জেলার ভাতার এক নম্বর এরিয়া কমিটি DYFI এর উদ্যোগে ভাতার বাজারের নাসিগ্রাম মরে NRC বিরুদ্ধে ও NRB সমর্থনে অনুষ্ঠিত হলো এই পথসভার ।উদ্দেশ্য হল NRC বিরুদ্ধে ও NRB  এর সমর্থনে।

এন আর বি অর্থাৎ ন্যাশানাল রেজিস্টার অফ বেরোজগার তালিকা তৈরি করা।
আজ ভাতার বাজারে এই তালিকা তৈরীর কাজ করল প্রথম পর্যায়ে। আগামীতে প্রত্যেকটা বুথে বুথে এই তালিকা তৈরি করে নবান্নে তা জমা করা হবে বলে জানিয়েছেন DYFI এর সদস্যরা। 

সিএএ এর বিরুদ্ধে বর্ধমান শহরে তৃণমূলের মিছিল

সানি প্রসাদ
  
সারা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরে ও এনআরসি সি এ এ  বিরোধী মিছিল হল গত শুক্রবার।  এদিন বর্ধমান স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে কার্জন গেটে  শেষ হয়।  মিছিলে ছিলেন তৃণমূল শহর কমিটির সভাপতি অরূপ দাস,  জেলা পরিষদ কর্মধ্যক্ষ উত্তম  সেনগুপ্ত,  মহিলা তৃণমূল সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, পরেশ   সরকার সহ অন্যান্যরা।

পুরুলিয়ায় বামেদের সভায় সূর্যকান্ত - সেলীম

সঞ্জয় হালদার
 
ভারতের কমিউনিস্ট পার্টি পুরুলিয়া জেলাকমিটির উদ্দোগে পার্টি শতবর্ষ উপলক্ষে জেলার রাস ময়দানে এক জনসভার আয়োজন করেন । জেলার বিভিন্ন প্রান্ত থেকে উক্ত জনসভায় পার্টির কর্মিরা যোগ দান করেন।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সুর্যকান্ত মিশ্র ও মহঃ সেলিম।

সাংবাদিক স্বস্তিনাথ শাস্ত্রীর 'স্বাদ আহ্লাদ' প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি

গোপাল দেবনাথ
  
কলকাতার একটি বিখ্যাত রেস্তরাঁর আংশিক মালিকানা কিনেছিলেন এক ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড়। পরে অবশ্য তিনি সেই মালিকানা বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু সেই রেস্তরাঁটির নাম বাংলা সংস্কৃতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই রেস্তরাঁ থেকেই উদ্ভব হয়েছিল গোটা বাংলা কাঁপিয়ে দেওয়া একটি খাবার। ক্রিকেটার, রেস্তরাঁ ও খাবারটির নাম জানেন কি? 
শ্রীচৈতন্যদেবের নামের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে একটি বিখ্যাত মিষ্টির নাম। মিষ্টিটি মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলাতেই পাওয়া যায়। জানেন মিষ্টিটির নাম? 
বাংলার জেলায় জেলায়, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে আছে এরকমই অসংখ্য খাবারদাবার। যার কিছু বিশ্ববিখ্যাত আাবার কিছু হারিয়ে যেতে বসেছে। এসব খাবারদাবারের সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি। সেইসব বিখ্যাত ও অখ্যাত খাবার এবং সেগুলির উৎপত্তির নেপথ্য কাহিনি, তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ইত্যাদি নিয়েই একটি বই প্রকাশিত হতে চলেছে এবারের বইমেলায়। নাম 'স্বাদ আল্হাদ'। লিখেছেন সাংবাদিক স্বস্তিনাথ শাস্ত্রী। বইটির ভূমিকা লিখেছেন নাট্যকার ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
আগামী ৫ই ফেব্রুয়ারি কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় দে'জ পাবলিশিং এর ২৩৭নম্বর স্টলে বিকেল ৪টের সময় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেতা পরান বন্দোপাধ্যায়, বিশ্বনাথ বসু, এবং তনিমা সেন।

১৪ ফেব্রুয়ারি থেকে টালিগঞ্জে চলচ্চিত্র উৎসব

প্রসেনজিৎ রায়
  
 ব্লু চক স্টুডিওর পক্ষ থেকে নাকতলা এলাকার গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি,২০২০ আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। স্থানীয় কিছু চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিমনস্ক তরুণ-তরুণীর উদ্যোগে কার্নিভ্যালের চেহারা নেবে এই মিনি ফিল্ম ফেস্টিভ্যাল।  গণমাধ্যম ও সংস্কৃতির বার্তা বহন করতে ভালো সিনেমার এখনও পর্যন্ত কোনো বিকল্প নেই। নানা নাগরিক অসুবিধার কারণে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবি দেখতে যাওয়ার চিরাচরিত বাঙালি-সুলভ অভ্যাস এখন অনেকটাই পড়তির দিকে। সেই পরিস্থিতিতে এইধরণের চলচ্চিত্র সমাবেশ দর্শনার্থীদের উপহার দিতে চলেছে এক অন্যরকম নস্ট্যালজিয়া। উদ্যোক্তাদের কাছ থেকে প্রদর্শিত হতে চলা মোট ২৪টি ছায়াছবির যে তালিকা পাওয়া গেছে তাতে ভিন্ন রুচি ও স্বাদের মেলবন্ধন প্রতিফলিত হয়েছে। হুগো, দ্য জেনারেল, জেনেসিসের পাশাপাশি আছে সংসার, দেয়া নেয়ার মত মনোগ্রাহী সিনেমা। তিন দিন ধরে এই সব ছবির প্রদর্শন চলবে নাকতলার সেকেন্ড স্কিম ময়দানে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই এই উজ্জ্বল উদ্যোগটির সাফল্য কামনা করে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন।

পূর্বস্থলীতে বামেদের ক্রিকেট টুর্নামেন্ট

দারকানাথ দাস, 
গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI ও  ছাত্র ফেডারেশন SFI এর উদ্যোগে তিন দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল (সরডাঙ্গা ও জাহান্নগর ক্লাবের মধ্যে) অনুষ্ঠিত হয় পূর্বস্থলী পেপারমিল মাঠে।পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে সূচনা হয়।পতাকা উত্তোলন করেন কমরেড প্রবীর দেবনাথ।আনুষ্ঠানিক উদ্বোধন করেন DYFI পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি কমরেড স্বর্ণেন্দু দাস। বিজয়ী সরডাঙ্গার হাতে ট্রফি তুলে দেন সংগঠনের জেলা সভাপতি কমরেড স্বর্ণেন্দু দাস বিজিত জাহান্নগরের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বীরেশ্বর নন্দী।উপস্থিত ছিলেন কমরেড অনুপ ঘোষ, সুমন্ত মুন্ডারী, টিঙ্কু দাস, সুভাষ সাহা, কার্তিক দাস, সোমনাথ সাহা, শান্তুনু দেওয়ান, নয়ন দাস, সুমন্ত দাস, সহ শতাধিক দর্শক বৃন্দ। ফাইনাল খেলা হয় জাহান্নগর ও সরডাঙ্গা দুই দলের মধ্যে। টসে জিতে আগে ব্যাট করে সরডাঙ্গা গ্রাম। নির্ধারিত ১৪ ওভারে ১৬৩ রান করে। জবাবে জাহান্নগর ১৪১ রানে অল আউট হয়ে যায়। ফলে সরডাঙ্গা ২২ রানে জয়লাভ করে। সরডাঙ্গা গ্রামের ইমরান  ব্যাক্তিগত ৪৯ রান এবং ১ টি উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। ম্যান অফ দ্যা সিরিজ জাহান্নগরের মানিক। 22 রানে জাহান্নগরকে হারিয়ে জয়ী সরডাঙ্গা।

রবিবার, ফেব্রুয়ারী ০২, ২০২০

৩ রা মার্চ কুমুদ সাহিত্য মেলায় বাংলা সাহিত্যে নক্ষত্রদের আগমন

স্নেহাশিস চক্রবর্তী
    
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় – বড়দের জন্য তো আমরা অনেকেই লিখি কিন্তু ছোটদের জন্য লিখতে পারি ক’জন ? সাহিত্যের ইশ্বর রবীন্দ্রনাথ স্বয়ং ছেলেভুলানো ছড়া প্রবন্ধে বলছেন । সৃষ্টিতে শিশু চিরপুরাতন অথচ চিরনুতন । ঠিক । শিশুর না আছে কোনো লিঙ্গ না আছে কোনো ধর্ম । তার একটাই পরিচয়, সে শিশু । তাদের জন্য লিখতে পারাটা বড়ই কঠিন কাজ । আর আমাদের বাংলা সাহিত্যে যে কয়েকজন শিশু কিশোর সাহিত্যিক আছেন, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নামটি হল সাহিত্য একাডেমী পুরস্কার বিজয়ী শিশু-কিশোর সাহিত্যিক শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় । 

মন্দাক্রান্তা সেন – তিনিই সর্বকনিষ্ঠ কবি যিনি ১৯৯৯ সালে মাত্র সাতাশ বছর বয়সে ‘আনন্দ পুরস্কার’ পান ‘হৃদয়ে অবাধ্য মেয়ে’ কাব্য গ্রন্থের জন্য । তার বলিষ্ঠ রচনা দেশের ও আন্তর্জাতিক ক্ষেত্রে যুবসমাজকে আলোড়িত করে । সৃষ্টি ভেঙ্গে কদাকার রুপের পরিবর্তে সুন্দরের জয়গান গেয়ে চলেছেন কবি অবিরত । ভেঙ্গেছেন অনেক বাঁধ – আজও তার গতি সুললিতভাবে এগিয়ে চলেছে আগামী সুন্দরকে আহ্বান করে । 

নলিনী বেরা – বাংলার মেদিনীপুর জেলা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি ও মধ্যযুগ পরবর্তীতে শিক্ষার অঙ্গনে একটি অনেক বড় নাম । ‘গ্রাম দিয়ে নগরায়নকে আটকিয়ে’ দেওয়ার যে শ্লোগান ষাটের দশক পরবর্তী সময়ে উঠেছিল সেই প্রেক্ষপটে এক ঝাক লেখক উঠে এসেছিলেন এই বাংলায় । গ্রামের প্রকৃতিকে গায়ে মেখে গ্রাম্য সুবাস নিয়েই হাজির হয়েছিলেন প্রচুর লেখক কবি সেই সময়কালে । বাংলাদেশের ক্ষেত্রে যেমন হুমায়ূন আহমেদ স্বাধীন বাংলাদেশের মানুষের ভাষায় কথা বলেছেন আর মানুষ অকাতরে তার সাহিত্যকে একেবারে নিজের করে নিয়ে আজও এগিয়ে চলেছে, সেই ঘরানার এক লেখক / ঔপন্যাসিক হলেন নলিনী বেরা । আনন্দ পুরস্কার পেয়েছেন গতবছর ‘সুবর্ণরেণু সুবর্ণরেখা’ উপন্যাসের জন্য । বাংলা কথা সাহিত্যের অনেক সম্পদকে আরও সমৃদ্ধ করেছে এই উপন্যাস । 
জয়দীপ চট্টোপাধ্যায় -  
“তোমাকে দিলাম কবিতার বন্ধুতা
রুদ্র পলাশ ভুবনডাঙ্গার মাঠ
তোমাকে দিলাম নীল এক শামিয়ানা
বান্ধবময় স্নিগ্ধ বাগানঘাট
তোমাকে দিলাম সাত রঙ স্বরলিপি
প্রসাধনহীন বেদুইন ভালোবাসা
তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি
বর্ষার রাত, জ্যোৎস্নার পরিভাষা ।“  
বাংলা আধুনিক সাহিত্যকে কাব্যধারায় সুললিত শব্দের প্রয়োগে গত কয়েকশো বছর ধরে যে সকল বাঙ্গালী সাহিত্যিক সমৃদ্ধ করে চলেছেন – আজকের প্রজন্মে এসে অবশ্যই তার অনেকখানি দায় নিতে শুরু করেছেন এই প্রজন্মের লেখক কবিরা । অবশ্যই তার মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্রের নাম শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় । তিনি যে শুধুমাত্র নতুন প্রজন্মের নতুন লেখক তা কিন্তু নয়, সাহিত্য সম্রাট বংকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশের পঞ্চম প্রজন্ম তিনি ।

ডঃ বিজলী সরকার – রবীন্দ্র ও বঙ্কিম গবেষক অধ্যাপিকা হিসেবে আত্মপ্রকাশ । বঙ্কিম গবেষণাগারে বর্তমানে কর্মরত আছেন । সাহিত্যবিকাশে ও ‘রবীন্দ্রনাথের রাজনীতি’ এবং ‘রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্র’ ও আরও অনেক অনেক কাজ তিনি করেই চলেছেন আগামী প্রজন্মকে এক সদর্থক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই । 

ডঃ ললিতা পত্রী –  অধ্যাপিকা ললিতা পত্রী যদিও রসায়ন বিজ্ঞানের ছাত্রী এতদসত্ত্বেও তিনি বাংলা সাহিত্যের প্রতি তার অকৃত্রিম টানে তিনি দু-দশখানা পুস্তক রচনা করে ফেলেছেন । আর কলকাতার বিখ্যাত সাহিত্য পরিবার ‘পত্রী পরিবারের’ ভ্রাতৃবঁধু তিনি, সদ্যপ্রয়াত শিল্পী কবি  পূর্ণেন্দুশেখর পত্রীর স্ত্রী এই পরিচয়কে শুধুমাত্র সীমাবদ্ধতার মধ্যে না রেখে তিনি নিজেকে বিকশিত করেছেন বাংলার সাহিত্য অঙ্গনে ।  

কবি আরণ্যক বসু -  
পরের জন্মে বয়স যখন ষোলই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে ? ...
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ...
এই জন্মের দুরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব ...
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন ...

প্রেমের অকুণ্ঠ আহ্বান নারী পুরুষ নির্বিশেষে সকলকেই আলোড়িত করেই । প্রেমের সদর্থক বার্তা বুঝিবা প্রজন্মের পর প্রজন্ম ধরে কবি সাহিত্যিকের হাত ধরেই এসেছে বারাবারে – সমস্ত সমাজ ভাঙ্গনের চিন্তাকে সরিয়ে দিয়েছে অনেক অনেক দূরে । 

কবি অমিত চক্রবর্তী – পুরনোকে ভেঙ্গে নয়, পুরনো ডাক দেয় নতুনকে – আর সেই আহবানে সাড়া দেন পরবর্তী প্রজন্ম । নতুন প্রজন্মের নতুন এক স্বাক্ষর রাখতে চলেছেন কবি অমিত চক্রবর্তী তার লেখনীকে পাথেয় করে । 
সোনালী কাজী – বাংলা সাহিত্যে বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার কারিগর কবি নজরুল ইসলাম । রবীন্দ্রনাথের মৃত্যুর মুহূর্তে তিনি ছিলেন আকাশবাণীতে কর্মরত – ডিউটি শেষ করার আগেই এসে পৌঁছেছিল চরম দুঃখের খবর । সেই মুহূর্তে কোনো কলম নয়, কবি নিজস্বরে নিজেই তৈরি করলেন ‘রবিহারা’ কবিতা । যেটি বাংলা সাহিত্যের একটি অমুল্য সম্পদ । সেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের তৃতীয় প্রজন্ম শ্রীমতী সোনালী কাজী । বাচিক শিল্পজগতে ক্রমে তিনি মেলে ধরার চেষ্টা করছেন নিজেকে সাথে সাথে তার কলমও চলছে আজকের সমাজের প্রেক্ষিতে । 
দীপঙ্কর সেন  - বাচিক শিল্পী জগতে ক্রমশ বিস্তার লাভ করছে একটি নাম আর তিনি হলেন আকাশবাণীতে কর্মরত শ্রী দীপঙ্কর সেন মহাশয় । 

অনিরুদ্ধ রায় চৌধুরী – এই প্রজন্মের আর এক বলিষ্ঠ লেখক শ্রী অনিরুদ্ধ রায় চৌধুরী ক্রমশ পাঠক বিস্তার তার লেখাকে ছড়িয়ে দিচ্ছে দিক থেকে দিগন্তে ।

আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় এঁরা আসছেন               

এনআরসি বাতিলের মিছিলে দুকিমি হাঁটলো শালবনী

রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে , শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে NRC ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল .. শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে  শালবনী - চাকতারিনী - রানাপাড়া পর্যন্ত ২۔۔ কিমি এই মিছিলে হাজারেরও বেশি মানুষ অংশগ্রহন করে

নবীনবরণ হলো মেমারি কলেজে

সেখ সামসুদ্দিন 
মেমারি কলেজ  নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নিল। যদিও এই নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সরস্বতী পুজোর প্রারম্ভেই আবহাওয়াজনিত কারণে সেদিন এই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল, যা অনুষ্ঠিত হলো।  এই নবীন বরণ অনুষ্ঠানের সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন মেমারি কলেজের সভাপতি এম এম মুন্সী, মেমারি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুদীপ্ত মুখার্জী, মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা, ননটিচিং স্টাফ, ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করেন বিধায়িকা, সভাপতি, অধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারপর নবাগত ছাত্র-ছাত্রীদের একে একে বরণ করে নেওয়া হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

দাবি না মানলে অনশনের পথে ভিআরপিরা

দাবি না মানলে অনশনের পথে ভি আর পিরা 

সৈয়দ রেজওয়ানুল হাবিব   

 বারাসতের সুভাষ ইন্সটিটিউট হলে  সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের  উত্তর ২৪ পরগনা জেলা  কমিটির  ডাকে আয়োজিত হল ভি আর পি সংগঠনের জেলা সমাবেশ । এই সমাবেশ অংশ নেন প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি জনাব সিয়ামত আলী 
। জনাব সিয়ামত আলীর কথায় ভি আর পি দের ন্যায্য দাবি সরকার মেনে নিতে বাধ্য , মাত্র ১৫০ টাকায় এই দ্রব্যমূল্য বাজারে চলে না । তাই রাজ্য কেউ খাবে আর কেউ খাবে না - এই নিয়ম চলবে না । ১৫০ টাকা দিয়ে  কার্যত ভি আর পি দের শিক্ষার প্রতি অপমান করা হচ্ছে বলে তিনি জানান । সমাবেশে জেলা কমিটির পদাধিকারী ও ২২ টি ব্লক কমিটির  প্রায়  তিন  শতাধিক ভি আর পি উপস্থিত ছিলেন ।
সংগঠনের রাজ্য সভাপতি মিজানুর রহমান এর দাবি তারা দীর্ঘ দিন ধরে সরকারের কাছে তাদের  কর্মের নিশ্চয়তার ব্যাপারে দরবার চলে আসছে । বিগত লোকসভা নির্বাচনের আগে সরকারের দেওয়া  বহু প্রতিশ্রুতি পুরণ আজ ও হয়নি বলে তিনি দাবি করেন পাশাপাশি বর্তমান সময়ে ভি আর পি দের দুর্বিসহ ও দুরাবস্থার কথা বর্ণনা করেন । তিনি বলেন আগামী ৬ তারিখ রাজ্য ব্যাপী দিদি শুনছেন আমি ভি আর পি এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে পত্র বিপ্লব করে  রাজ্য সরকারের দেওয়া পুর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন । চিঠি তে ভি আর পি স্থায়ীকরনের ব্যাপারে  জোরালো দাবী থাকবে বলে জানান সংগঠনের তরফে । সংগঠন টির  রাজ্য কমিটির চেয়ারম্যান  রহমাতুল্লা খানে  বক্তব্য আর শান্তি পুরর্ণ সমাবেশ নয়, কলকাতা তে বিগত তিনটি  সমাবেশ করে ৩৩ হাজার গ্রামীন সম্পদ কর্মী দের সামান্য চাহিদা টুকুও পূরণ করতে সরকার এগিয়ে আসেনি।  তাই ভি আর পিরা কলকাতা তে অনশন কর্মসূচি করে  সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন । রাজ্য কমিটির আর এক সদস্য কৌশিক মন্ডল ও জুলফিকার শেখ  জানান সরকার যদি দুই মাসের মধ্যে কোন সুরাহা না করেন তা হলে বাধ্য হয়ে   অনশনের পথে নেমে যাবেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   সংগঠনের  বাকিবিল্লা গাজী, কৌশিক নস্কর,  তুলসী গুহ,  পিনাকী চক্রবর্তী, অর্পিতা বিশ্বাস,  শ্রাবণী খাতুন সুমন সরকার , রিতা দে, মামনি মন্ডল প্রমুখ ।

শনিবার, ফেব্রুয়ারী ০১, ২০২০

হুল্লোড় মুভিস অভিনয় কর্মশালার উদঘাটনে অভিনেতা রুদ্রনীল

জ্যোতিপ্রকাশ মুখার্জি
  
হুল্লোড় মুভিস পরিচালিত অভিনয় কর্মশালার শুভ উদঘাটন হলো শনিবার। পূর্ব মেদনীপুর জেলার মেছেদা সংলগ্ন শান্তিপুরে আজ এই কর্মশালাটি উদ্বোধন করেন টলিউডে প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলার খবরাখবর নিউজ পোর্টাল                    

রাজ্য পরিবহন দপ্তরের হাত ধরে সুন্দরবনে যোগাযোগে বাড়লো দুরন্ত গতি

সঞ্জীবন সরকার
  
।।সুন্দরবনের  নদী বক্ষে পরিবহনের নতুন দিগন্ত।।



 বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের দক্ষিন আকড়াতলা কালিনগর তুষখালী ধামাখালি এই পাঁচটি গুরুত্বপূর্ণ নদী ও সাগরের সংযোগস্থলে যেটির শুভ উদ্বোধন পাশাপাশি জলধারা যাত্রীবাহী  ভেসেলের শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন সেচ জনপথ জল সম্পদ বিকাশ বিভাগের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারি খাদ্য ও সরবরাহ বিভাগ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংসদ নুসরাত জাহান জেলা পরিষদের পরিবহন তথ্য সংস্কৃতি কর্মদক্ষ ফিরোজ কামাল গাজী সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বিধায়ক দেবেশ মন্ডল এই অনুষ্ঠানের বিশিষ্ট আহবায়ক শেখ শাহাজান জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ সরকারি প্রতিনিধিরা ।ভেসেল ও জেটিঘাটের  উদ্বোধনের ফলে 2 24 পরগনার নদীপথে  যোগাযোগ সুদীর্ঘ হল। একদিকে যেমন সড়ক ও রেলপথের সঙ্গে মানুষের যোগাযোগ আরো সহজ হল। জেন গুরুত্বপূর্ণ নদী গুলো সুন্দরবনের বেদনী বিদ্যাধরী তুষখালী রায়মঙ্গল এই নদী গুলোর সংযোগস্থল সঙ্গে সুন্দরবনের কয়েকটি দ্বীপ সংযুক্তি হলো। যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ সুন্দরবন মানুষ সবমিলিয়ে আজকের এই শুভ দিনে নেজাট রাইস মিল মাঠে শুভ সূচনা হবে।

শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২০

'ঐশীরা প্রেরণা সবার লড়াইয়ের ক্ষেত্রে' বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

ঐশীরা প্রেরণা সবার লড়াইয়ের ক্ষেত্রে- বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য

শম্পা প্রামাণিক
  
 দুর্গাপুর:-দুর্গাপুরে "দ্বিতীয় পুরুষ" বাংলা সিনেমার প্রচারে এসে CAA এবং NRC নিয়ে বিস্ফোরক মন্তব্য করে JNU ছাত্রী তথা সভাপতি ঐশী ঘোষের পাশে দাঁড়ালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এক একান্ত আলাপচারিতায় অনির্বাণ বলেন সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য লড়াই করতে গিয়ে, ঐশীদের উপর ফ্যাসিস্ট কায়দায় বর্বর আক্রমণ হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদী ছাত্র ছাত্রীরা মার খাচ্ছে। তা চাপিয়ে দেওয়া রাজনীতির ফল। এমন অবস্থায় 'ঐশীরা' বিভিন্ন জায়গায় গর্জে ওঠছে। তবে ঐশীদের মাথা ফাটিয়ে প্রতিবাদের থামানো যাবে না, তা এতদিনে বোঝা উচিত ছিল। অনেকেই CAA এবং NRC সমর্থন করেনা। এমনও মানুষের প্রতিবাদের ভাষা হতে পারে ঐশিরা। লড়াইয়ের প্রেরণা হতে পারে।

দিল্লির রাজপথে বন্দুকবাজের হাতে আক্রান্ত প্রতিবাদী ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত অভিনেতা দাবি করেন দেশের সীমানায় সেনারা পাহারায় আছেন আর চতুর্দিক থেকে সুরক্ষা দিচ্ছেন। কিন্তু দেশের ভিতরে বন্দুকবাজদের হাত থেকে কে রক্ষা করবে; তা নিয়ে সরকার এখনও নীরব। এমন অবস্থায় আগামী দিনে সুরক্ষা কে দেবে! তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সরকার আমাদের সুরক্ষা দিতে পারছে না। এমন অবস্থায় সময়ই সরকারকে জবাব দেবে।

অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ বলেন ছোটবেলা থেকে এমন ভারতবর্ষ আমি দেখিনি। সংবিধান প্রদেয় স্বাধীনতা কখনো আটকানো উচিত না। কারো উপর কিছু চাপিয়ে দেওয়াও উচিত না। কারোর ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া আমি সমর্থন করি না। শ্রমিক আন্দোলনের পীঠস্থান শিল্পাঞ্চল দুর্গাপুরে দাঁড়িয়ে অভিনেতা গৌরব চক্রবর্তী বলেন প্রতিবাদের সঙ্গে আছি। ব্যক্তিগত কারণে রাজপথের মিছিলে পা মেলাতে পারিনি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে যা ঘটছে তা দুঃখজনক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় বলেন ভারতবর্ষের মতন দেশে ঐক্য কতটা প্রয়োজনীয় তা বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে বোঝা যাচ্ছে। সারা দেশ জুড়ে মানুষ মিছিলে হাঁটছেন। একজন কলেজ পড়ুয়া হিসেবে ঐশী ঘোষকে প্রেরণা বলে মনে করি। কারণ একজন মানুষ হিসাবে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় তা শিখিয়েছে ঐশী ঘোষ।

ইনসুলিন ইনজেকশন কিভাবে ব্যবহার করবেন ডায়াবেটিস রোগে?

ভালো ডায়াবেটিস পরিচালনার মূল মন্ত্রহল ইনসুলিন ইনজেকশনের সঠিক কৌশল: 


রাজকুমার দাস
  
 
ইনসুলিন থেরাপি প্রায়শই ডায়াবেটিস পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।টাইপ 2 ডায়াবেটিসরোগীদের শেষপর্যন্ত কার্যকরী গ্লাইসেমিক নিয়ন্ত্রণেরজন্য রোগের সময় ইনসুলিনথেরাপির প্রয়োজন হয় এবংএই প্রক্রিয়াটিতে ইনজেকশন কৌশলটি হল গুরুত্বপূর্ণ।নিরাপদ ইনসুলিন ইনজেকশন অনুশীলন সম্পর্কে সচেতনতা বাড়াতে, বিডি-ইন্ডিয়ার দ্বারা ইনসুলিন ইনজেকশন দিবসে শীর্ষস্থানীয় এন্ডোক্রিনোলজিস্টদের নিয়ে একাধিক শহরে শিক্ষামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছিল।ইনসুলিন ইনজেকশন দিবসে কানাডার টরোন্টো জেনারেল হাসপাতালে ১১ই জানুয়ারী ১৯২২-এ প্রথম সফল ইনসুলিন প্রয়োগের৯৮তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক 
সম্মেলনে, কলকাতা ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ফাউন্ডেশনের সভাপতি এবং এন্ডোক্রাইন সোসাইটি অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি  অধ্যাপক দেবাশীষ মাঝি বলেন,“ইনসুলিনইনজেকশন থেরাপির সাফল্য এবং এর আনুগত্য বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন পরামর্শ অনুসারে একটি মসৃণ ইনসুলিন আরম্ভের প্রক্রিয়া যা সূঁচের ভয়, ইনসুলিন ব্যবস্থা, সূঁচের দৈর্ঘ্য এবং প্রয়োগের পদ্ধতি উপশম করে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইনসুলিন চিকিৎসা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যক,এবং কোনও অনুপযুক্ত ইঞ্জেকশন দক্ষতা ডোজের নির্ভুলতা এবং এর কার্যকারিতার সঙ্গে আপোষ করতে পারে।আপনি কীভাবে এবং কোথায় ইনজেকশন করছেন তার সাথেসমানভাবে গুরুত্বপূর্ণআপনি কি ইনজেক্ট করছেন।এটি সুপারিশ করা হয় যে সূঁচগুলি পুনরায় ব্যবহার করা উচিত নয় কারণ ভোঁতা সূঁচগুলি টিস্যুগুলিকে ক্ষতি করতে পারে এবং জটিলতার সৃষ্টি করতে পারে।আমি আনন্দিত যে বিডি ইনসুলিন ইনজেকশন দিবসে সচেতনতামূলক প্রচারকে সমর্থন করছে যাতে ইনসুলিন ইনজেকশনগুলির যথাযথ ব্যবহারকে উৎসাহিত করা যায় এবং রোগীদের উন্নত জীবন যাপনে সহায়তা করা যায়।”

কলকাতার এনআরএস মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ও প্রধান, এবং ভাইস প্রেসিডেন্ট, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ডিএআই), পশ্চিমবঙ্গ প্রফেসর নীলাঞ্জন সেনগুপ্ত,  জানানএকটি সঠিক ইনজেকশন কৌশল হল ভালবাবে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ অর্জন এবং এর ফলে ইনসুলিনে ডায়াবেটিস রোগীদের জটিলতা রোধে গুরুত্বপূর্ণ।যদি সূঁচের মতো ইনজেকশন ডিভাইসগুলিসঠিক ভাবে ব্যবহার না করা হয় বা পুনরায় ব্যবহার করা হয়, তবে এর ফলে অন্যান্য জটিলতার সাথেরক্তক্ষরণ এবং ক্ষত এবং সূঁচগুলি ভেঙে ব্যথা করতে পারে।বিডির ইনসুলিন ইনজেকশন দিবসের প্রচারের মাধ্যমে, ইনসুলিন ইনজেকশন স্থল এবং স্থলেরআবর্তন সহ উপযুক্ত ইনজেকশন কৌশল সম্পর্কে সচেতনতা বাড়ানোও সমানগুরুত্বপূর্ণ”
বিশেষজ্ঞরা এও জোর দিয়েছিলেন যে ভুল ইনসুলিন ইনজেকশন কৌশলটি রোগীর স্বাভাবিক ইনজেকশনস্থলগুলির ত্বকের নিচে ঘন ও ঘষে ফুলে যাওয়া লাইপোহাইপ্রোট্রফির কারণ হতে পারে।লাইপোহাইপারট্রফির ফলেগ্লাইসেমিক নিয়ন্ত্রণ, হাইপোগ্লাইসেমিয়া এবং পরিবর্তনশীল গ্লাইসেমিক হতে পারে।

ফোরাম ফর ইনজেকশনটেকনিক এবং থেরাপিএক্সপার্ট রেকমেন্ডেশন (ফিটার) ইন্ডিয়ার সুপারিশগুলির জন্য কয়েকটি প্রস্তাব নীচে তালিকাভুক্ত করা হয়েছে:

ফিটারের কিছু ইনসুলিন ইঞ্জেকশনের সুপারিশ

সাইটের আবর্তন

·      ইনজেকশন থেরাপি শুরু হওয়ার পরে রোগীদের সহজে অনুসরণ করার  একটি রোটেশন স্কিম শিখানো উচিত।

*সূঁচ / সিরিঞ্জ স্বাস্থ্যকরন

·      সূঁচ পুনরায় ব্যবহার করবেন না। প্রতিটি ইনজেকশনের জন্য একটি নতুন সূঁচ ব্যবহার করুন।

*লিপোহাইপারট্রফি

·      ইনজেকশন স্থলগুলি প্রতিটি দর্শনে পরীক্ষা করা উচিত।রোগীদের তাদের নিজস্ব স্থলগুলি পরীক্ষা করতে শেখানো এবং লিপোহাইপারট্রফি কীভাবে সনাক্ত করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া উচিত।

*ইনজেকশন স্থল

·      পরিষ্কার হাত দিয়ে একটি পরিষ্কার সাইটে ইঞ্জেকশন দেওয়া উচিত।

·      ইনজেকশন দেওয়ার আগে সাইটটি লাইপোহাইপারট্রফির জন্য স্পর্শ করে পরীক্ষা এবং জখম, ক্ষত বাফোস্কা পরীক্ষা করতে হয়।

সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পাল্লারোডে

সেখ সামসুদ্দিন
 
পাল্লারোড পশপুকুর সুসৌর গাঁওতা ক্লাব আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে নানান সামাজিক ও সাংকৃতিক কাজের উদ্যোগ নেওয়া হয়। আদিবাসী সংস্কৃতি ধরে রাখতে আদিবাসী নাচ গানের পাশাপাশি তীরন্দাজ সহ নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে পশপুকুর সহ আশপাশের এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বস্ত্রবিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি থানার তরফে পৃথ্বিশ বিশ্বাস, আদিবাসী সম্প্রদায়ের সমাজসেবী ও আকাশবাণীর সঙ্গীত শিল্পী সরকার মান্ডি সহ বাদল মুরমু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, পল্লীমঙ্গল সম্পাদক সন্দীপন সরকার, অসিত চৌধুরী সহ স্থানীয় এলাকার বিশিষ্ট মানুষজন। পাল্লারোড পশপুকুর সুসৌর গাঁওতা ক্লাবের তরফে অজিত মুরমু ও প্রদীপ মুরমুরা জানান এইবার দ্বিতীয় বছরে পড়ল এই ক্লাবের এই উদ্যোগ,  ভবিষ্যতেও এইধরণের কর্মকান্ড তারা জারি রাখবেন।

মঙ্গলকোটে কুমুদ সাহিত্যমেলায় যারা সংবর্ধনা পাচ্ছেন

মোল্লা জসিমউদ্দিন

(সম্পাদক কুমুদ সাহিত্যমেলা কমিটি)       


২০২০ (৩ রা মার্চ) এর কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা প্রাপকরা হলেন


স্নেহাশিস চক্রবর্তী (প্রাবন্ধিক),   মনিরুল  ইসলাম ( রাস্ট্রপ্রতি পুরস্কার প্রাপ্ত  শিল্পী),  নিগমানন্দ মন্ডল (প্রকাশক), ফারুক  আহমেদ (সাহিত্যিক),  বৈশাখী মিত্র চ্যাটার্জি (লেখিকা),   তুহিনা সুলতানা (কবি),  স্মৃতিকণা ভাদুড়ি (বাচিক শিল্পী),  রফিকুল ইসলাম (বাউলশিল্পী),   তন্ময় ঘোষ (কৃষি গবেষক), আব্দুর রব (লেখক), দীপঙ্কর চক্রবর্তী (লিটিল ম্যাগাজিন সম্পাদক),   সেখ নিজাম আলম (সাংবাদিক),  দীপঙ্কর সমাদ্দার (চিত্রশিল্পী),৷ চন্দ্রনাথ  মুখোপাধ্যায় (সাংবাদিক), নন্দিনী  ভট্টাচার্য ( মানবাধিকার কর্মী),  অরবিন্দ সিংহ (সমাজসেবী), মিনতি নায়েক (কবি),   মিতালী  চ্যাটার্জি (অধ্যাপিকা),  শফিকুল ইসলাম (শিক্ষাব্রতী) , রাজকুমার দাস ( চিত্রপরিচালক) ,  ডঃ হরিদাস মন্ডল ( কার্ডিওলজি),   তপন রায় (যাত্রাশিল্পী),  শ্যামলাল মকদমপুরী (ছড়াকার) 





এছাড়া তিন সাংবাদিক ( সুদিন মন্ডল -ভাতার, সুভাষ মজুমদার -তারকেশ্বর,  সুরজ প্রসাদ - সদর বর্ধমান)  দের 'উদার আকাশ' পত্রিকার তরফে সম্মানিত করা হবে।

আদ্রা আসানসোল রুটে ট্রেনে আত্মঘাতী হত এই পরিবার

পুলকেশ ভট্টাচার্য   
  

তখন বেলা একটা। আসানসোল - পুরুলিয়া রেলরুটে জয়চন্ডী পাহাড় স্টেশনে বেশকিছু মালগাড়ী দাঁড়িয়ে রয়েছে, আসানসোল গামী লোকাল ট্রেন কে পাশ দেবে বলে। সিগন্যাল লাল থেকে সবুজ হলো। আদ্রাগামী মালগাড়িটি প্লাটফর্ম ছাড়ছে লোকাল ট্রেন আসবে। শতাধিক ট্রেন যাত্রীরা তখন অপেক্ষায়। এইমত অবস্থায় তিন সন্তান কে নিয়ে মালগাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো স্থানীয় মাঝবয়েসী এক মহিলা। যেহেতু দীর্ঘক্ষণ প্লাটফর্মে দাড়িয়ে ছিল মালগাড়ি। তাই সেসময় প্লাটফর্ম পরিত্যাগ করতে গতিবেগ ততটা ছিলনা। চারিদিকে এলাকাবাসীর হইচই, মালগাড়ীর চালক জোড়ে ব্রেক কষলেন। এক হাত কি দুই হাত দুরে রেললাইনের ওরা চারজন।রেলপুলিশের পাশাপাশি ঘটনাস্থলে থাকা এই প্রতিবেদক ছুটলো সপরিবারে আত্মঘাতী হওয়া ওই মহিলাটির কাছে।  জানা গেল,  দাম্পত্যকলহে তিন সন্তান কে নিয়ে আত্মহত্যার পথে এগিয়েছিল এই মহিলা। তবে কয়েকজন এলাকাবাসী দ্রুত চলে যাওয়ায় মালগাড়ির ইঞ্জিনে মাথা দেওয়া হয়নি। হইহট্টগোলে  স্টেশন  থেকে   আরপিএফ এবং জিআরপির পুলিশ কর্মীরা আসে। নিয়ে যাওয়া অফিসে। ঘটনাটি বৃহস্পতিবার বেলা একটা নাগাদ পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশনে।  আনাড়া জিআরপির  ওসি নির্মল সিং জানিয়েছেন - "এলাকাবাসীদের ধন্যবাদ, আজ ওদের জন্যই এই পরিবারটি বাঁচলো "।        

সিন্দরি চাস রোড হাইস্কুলের বর্ষপূর্তি তে মন্ত্রী শান্তিরাম মাহাতো

সঞ্জয় হালদার
  
পুরুলিয়ার সিন্দরি চাস রোড হাই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, সভাধিপতি সুজয় ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত মহাশয়।

সাহিত্য সংগঠন মনন দেবে কবি সাহিত্যিকদের পুরস্কার

প্রকাশিত পুস্তকের জন্য পুরস্কার ঘোষণা

সকল প্রকাশক / লেখক / লেখিকা / পাঠকের কাছে নিবেদন ।

১ ) ‘অলকেন্দু শেখর পত্রী স্মৃতি সাহিত্য উৎকর্ষ পুরস্কার’  – ( সাহিত্য / শিল্পচেতনা সম্বন্ধে লেখা অগ্রগণ্য )

২) ‘আশিস বন্দ্যোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার'   - ( সাহিত্য / কাব্যসাহিত্য অগ্রাধিকার )

৩) ‘শক্তিপদ রাজগুরু স্মৃতি সাহিত্য পুরস্কার’  - ( সাহিত্য / উপন্যাস অগ্রাধিকার )

প্রত্যেকটি পুরস্কারের আর্থিক মূল্য ৩০০০ ( তিন হাজার ) টাকা, উত্তরীয়, মানপত্র । 

পুরস্কার প্রদান করা হবে ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’, ( রেজি. নং. এস ০০০৭৫৬৫ ) বা মনন সাহিত্য সংস্থার মঞ্চ থেকে ।


পুস্তক জমা করার সময়কাল – ১৫ ই মার্চ, ২০২০ থেকে ১৫ ই এপ্রিল, ২০২০ ।

পুরস্কার ঘোষণা – ১৫ ই অক্টোবর, ২০২০ ।

অংশগ্রহণের নিয়মাবলী

১) প্রকাশিত বাংলা বইয়ের ক্ষেত্রেই একমাত্র এই তিনটি পুরস্কার প্রদান করা হবে ।

২ ) ফেব্রুয়ারী, ২০২০ পর্যন্ত প্রকাশিত পুস্তক পুরস্কারের জন্য গৃহীত হবে ।

৩ ) প্রত্যেক প্রকাশক সর্বোচ্চ তিনটে করে ‘টাইটেল’ অর্থাৎ তিনটে করে প্রকাশিত পুস্তক তিনটি পুরস্কারের জন্য আলাদা আলাদা ভাবে প্রদান করতে পারেন ।

৪ ) পুরস্কারের জন্য প্রকাশক / লেখক / পাঠক প্রত্যেকটি পুস্তকের দুইটি করে কপি আমাদের নিচের ঠিকানায় কুরিয়ার / রেজিস্ট্রি করে পাঠাবেন ।

৫ ) প্রত্যেক প্রকাশক তার লেটারহেডে কোন পুস্তক কোন পুরস্কারের জন্য পাঠাচ্ছেন সেটি পরিস্কার লিখবেন, সঙ্গে অবশ্যই প্রকাশকের শেষ ট্রেড লাইসেন্সের কপি দেবেন ।

৬ ) লেখক / লেখিকা নিজেরাও তাদের লেখা পুস্তক একই নিয়মে সাদা কাগজে বা নিজের টাইপ করা লেটার হেডে পুস্তক প্রদান করতে পারেন, দুই কপি করে পুস্তক সাথে দিয়ে প্রত্যেক পুরস্কারের জন্য ।

৭ ) একই প্রকাশকের প্রকাশিত পুস্তক প্রদানের সর্বোচ্চ সীমা যেহেতু তিনটি পুস্তক, তাই লেখক লেখিকার বই যদি সেই প্রকাশকের হয় আর তা যদি তিনটির সীমা অতিক্রম করে যায় তাহলে সেই পুস্তক পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না । তাই লেখক / লেখিকা / পাঠককে অনুরোধ আপনারা অবশ্যই পুস্তক প্রকাশকের সাথে কথা বলে তবেই পুস্তক প্রদান করবেন ।

৮) লেখক লেখিকা নিজে প্রকাশক বা প্রকাশিকা হলে আলাদা করে পুস্তক প্রদান করতেই পারেন ।

৯) সমাজের যে কোনো ব্যক্তি পাঠক / পাঠিকা হিসেবে যে কোনো পুস্তক পুরস্কারের জন্য পাঠাতে পারেন । তবে অবশ্যই সেই পাঠকের / পাঠিকার দায়িত্ব থাকবে লেখকের নাম ঠিকানা ইমেইল আই ডি ফোন নাম্বার আমাদের কাছে পুস্তক প্রদানের সময়ই প্রদান করবেন ।

১০ ) একবার পুরস্কৃত পুস্তক ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ ( মনন সাহিত্য সংস্থা ) ‘র অন্য কোনো পুরস্কারের জন্য দ্বিতীয়বার বিবেচিত হবে না ।

১১ ) সম্পূর্ণ বিচার প্রক্রিয়া ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ অধীন, এই বিষয়ে কোনোরকম তদ্বির বা খোঁজখবর পুস্তক প্রদানের পরে কেউ করবেন না ।

১২ ) ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ গোষ্ঠীর বিচারক মণ্ডলীর নিরপেক্ষ সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত ।

পুস্তক পাঠানোর ঠিকানা

‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ ( কম্যুনিকেশান এড্রেস )
প্রজত্নে স্নেহাশীষ চক্রবর্তী
৬৯/১, এস কে দেব রোড
( এস কে দেব রোড সরাকারী আবাসন )
ব্লক – এল /১  ফ্লাট – ১৫
কলকাতা – ৭০০০৪৮
পোস্ট অফিস – শ্রীভূমি থানা – লেকটাউন
পিন – ৭০০০৪৮

( সকলকে অনুরোধ নিয়মাবলী পুঙ্খানুপুঙ্খ পড়ে তারপর ১৫ ই মার্চ, ২০২০ থেকে বই পাঠাবেন )

পল্লিমঙ্গল উৎসব পাঁচবছরে পা দিলো

পঞ্চমবর্ষের পল্লিমঙ্গল উৎসবের সূচনা
সেখ সামসুদ্দিন
 

 পাঁচ বছরে পা দিল পল্লিমঙ্গল উৎসব,  সূচনা করলেন মেমারীর বিধায়ক নার্গিস বেগম। বিতর্কসভা , পাল্লারোড গার্লস স্কুলের ছাত্রীদের জিমন্যাস্টিক দিয়ে উদ্বোধন হয়। উৎসবের, আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতা, ক্যুইজ , শ্রুতিনাটক সহ সান্ধ্যকালীন অনুষ্ঠানে জমজমাট ছিল। এইবারের উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানারকম খেলাধূলার আয়োজন করা হয় উৎসবে, বিতর্কে অংশ নেন শিক্ষক থেকে রাজনীতিবিদ, বিষয় ছিল "মূল্যবোধ নয় বাড়ছে মূল্যবৃদ্ধি , দেশ ভক্তি নাকি সরকার ভক্তি দরকার কার শ্রীবৃদ্ধি" স্থানিয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতন, মেলায় শিক্ষানিকেতনের স্টল নজর কাড়ে সবার, বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গায়ক সুরজিত চ্যাটার্জি (ভূমি), বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক সুদীপ ঘোষ,  বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক,  মেমারীর বিডিও বিপুল কুমার মন্ডল ও পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER