পুলকেশ ভট্টাচার্য
পশ্চিমবাংলার 'উদার আকাশ’ আজীবন সম্মাননা পাচ্ছেন
বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বহুমাত্রিক লেখক
সৈয়দ মাজহারুল পারভেজ।
গঙ্গা-পদ্মা সাহিত্য-সৌহার্দ্য-র আয়োজনের মধ্য দিয়ে ''ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭ আগামী ১৪ নভেম্বর ২০১৭ বিকাল ৫.০০টায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আইসিসিআর কলকাতা, ৯-এ, হো চি মিন সরণি, কলকাতা ৭০০০৭১, এই উৎসব অনুষ্ঠিত হবে । এ অনুষ্ঠানে বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ 'উদার আকাশ আজীবন সম্মাননা-২০১৭' পাচ্ছেন।
এ অনুষ্ঠানে অতিথি আসনে থাকছেন, মাননীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু (কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগ), আবদুর রেজ্জাক মোল্লা(মন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন), জাকির হোসেন(মন্ত্রী, শ্রম বিভাগ), আহমদ হাসান ইমরান(সাংসদ ও সম্পাদক 'কলম'), কবীর সুমন (বিশিষ্ট সংগীতকার), কল্যাণী কাজী (সংগীত শিল্পী), এমদাদুল হক নূর (সম্পাদক নতুন গতি), আবদুর রাকিব(বিশিষ্ট কথা সাহিত্যিক), শেখ সদর নইম (সম্পাদক দৈনিক স্টেটসম্যান), ড. গৌতম পাল ( অধ্যাপক কল্যাণী বিশ্ববিদ্যালয়), ড. প্রকাশ চন্দ্র পট্টনায়ক (অধ্যাপক দিল্লী বিশ্ববিদ্যালয়) অমল সরকার ( বিশিষ্ট সাংবাদিক 'এই সময়'), মইনুল হাসান ( বিশিষ্ট প্রাবন্ধিক), রক্তিম দাশ (বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগশঙখ), ড. আবদুস সাত্তার (বিশিষ্ট প্রাবন্ধিক), ওয়ালে মহম্মদ (বিশিষ্ট কথা সাহিত্যিক), লালমিয়া মোল্লা (কবি ও সাহিত্যিক), ড. আমিনা খাতুন (অধ্যাপিকা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়), নাফিসা পারভিন, অধ্যাপিকা (আসানসোল গার্লস কলেজ), দীপক দাস (বিশিষ্ট শিক্ষাবিদ), ড. শিবুকান্ত বর্মন ( অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়), জাহিরুল হাসান খোকন(সম্পাদক অবাক পৃথিবী, বাংলাদেশ)।'উদার আকাশ' সম্পাদক ফারুক আহমেদ জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে সকলের উজ্জ্বল উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করবে।