সাধন মন্ডল
নোটবন্দির বছরপূর্তিতে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুরে কালাদিবস পালন করলেন রাইপুর ব্লক তৃণমূলকংগ্রেস কর্মীরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলানেতা গৌতম বিশ্বাস।
সাধন মন্ডল
নোটবন্দির বছরপূর্তিতে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুরে কালাদিবস পালন করলেন রাইপুর ব্লক তৃণমূলকংগ্রেস কর্মীরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলানেতা গৌতম বিশ্বাস।
সন্দীপ সিংহ
বুধবার দুপুরে পশ্চিম মেদনীপুরের শালবনী,সিজুয়া,ভাদুতলা এবং পীড়াকাটাতে নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলে প্রায় ১০০০০ লোকের মিছিল হয়।এই মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন শালবনীর ব্লক সভাপতি শ্রী নেপাল সিংহ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক প্রসেনজীত চক্রবর্তী এবং জেলা যুব সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ.এই মিছিলের পুরোভাগে ছিলেন অঞ্চল নেতৃত্ব শ্রী কৃষ্ণ সাধন ঘোষ। রামপদ মাহাত, নিতাই মাহাত,সজ্ঞয় খামরই,প্রশান্ত সানি,তারকনাথ মোদক,শক্তি রানী পাল এবং অসিত ঘোষ. এছাড়াও চারটি অঞ্চলের যুব নেতৃত্ব এবং শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর বাদশা
মেচেদা শহরে নোটবন্দীর প্রতিবাদে কালা দিবস পালন করল INTTUC।শান্তিপুর থেকে মিছিল বের করে শহর পরিক্রমা করে সেন্টাল বাসস্ট্যান্ড পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে কালো পতাকা ছিল, নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়।
সেখ সামসুদ্দিন
বুধবার দুপুরে বর্ধমান শহরে জেলা তৃনমূল কংগ্রেসের পরিচালনায় কালাদিবস পালিত হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধায়িকা নার্গিস বেগম, মন্তেশ্বর বিধায়ক সৈকত পাঁজা প্রমুখ।
মানস দাস, মালদা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কালা দিবস একত্রিত ভাবে পালন করতে হবে।কিন্তু সেই নির্দেশ মানছেন না মালদার তৃণমূলের নেতারা।কালা দিবস পালনে সামনে আসলো আবারও জেলা তৃণমূলের গ্রুপবাজি।পৃথক পৃথক কালা দিবস কর্মসূচি পালন করে বহাল রাখলো জেলা নেতৃত্বের গোষ্ঠিকোন্দল।একদিকে যখন নেতৃত্বে মৌয়াজ্জেম হোসেন অন্যদিকে নিজ ক্ষমতা তুলে ধরতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।এমনিই পৃথক কালা দিবস পালনে চিত্র উঠে আসলো বুধবার মালদায়।প্রথমে জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে এদিন শহরের নেতাজী মোড় থেকে একটি পদযাত্রা বেরোয়।কৃষ্ণেন্দু অনুগামীদের নিয়ে বেড়ানো এই পদযাত্রা শহরের পোস্ট অফিস মোড়ে শেষ হয়।সেখানেই মঞ্চ করে কৃষ্ণেন্দু বাবু সহ তার অনুগামীরা কালা দিবস পালন করেন।অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি মৌয়াজ্জেম হোসেনের নেতৃত্বে শহরের আইটিআই মোড় থেকে বিশাল পদযাত্রা বেরোয়।এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার তৃণমূল বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ হাজার হাজার তৃণমূল কর্মীরা মিছিলে পা মেলান।এই পদযাত্রা গোটা শহর পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পৃথক পৃথক কালা দিবস পালন কেন জেলায়।এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু বাবু জানান - মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি পালন করেছি।তাছাড়া এই প্রসঙ্গে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।এদিকে জেলা সভাপতি মৌয়াজ্জেম হোসেন বলেন,"জেলায় আমাকে একটা মিছিলের নির্দেশ ছিলো।যা আমরা পালন করেছি।নেত্রীর নির্দেশে জনগণ আজ সারা দিয়েছে।কে কি করছে পরে দেখা হবে।কৃষ্ণেন্দু বাবুর আলাদা করে কালা দিবস পালন নিয়ে দলীয় তদন্ত হবে জানিয়েছেন জেলা সভাপতি।দিনকয়েক আগেই কলকাতায় অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে বলেছিলেন কৃষ্ণেন্দুর কাজিয়া শোনা হবে না।৮ ই নভেম্বর একত্রিত হয়ে কালা দিবস পালন করা হবে।কিন্তু মালদায় দেখা মিললো ভিন্ন চিত্র।
মোল্লা জসিমউদ্দিন
বাঁকুড়া জেলা তৃনমূল কংগ্রেসের পরিভালনায় কেন্দ্রীয় সরকারের নোটবন্দীর প্রতিবাদে কালা দিবস পালন হলো।উপস্থিত ছিলেন জেলার তৃনমূল নেতারা।সভায় উপস্থিত পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন - "কেন্দ্রীয় সরকার মহম্মদ বিন তুঘলঘের মত একের পর এক জনবিরোধী সিদ্ধার্ন্ত নিয়েছে।যার ফলে সাধারণ মানুষ নিত্য নতুন সমস্যায় পড়ছেন।নোট বাতিল তার মধ্যে একটি।"
বুধবার দুপুরে জলপাইগুড়ির দিনবাজারে প্রকল্পের কাজের গতি পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রকল্পটি দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
ছবি সুজিত ঘোষ
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার মানুয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রি মধুরিমা মাঝি বয়স 15, গত 7 অক্টোবর স্কূল যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন 8/10/17 তারিখ কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ জানায়।কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, পাশের রামচন্দ্রপুর গ্রামের যুবক মানস মাইতি (19) তাকে নিয়ে পালিয়েছে। কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই মানস ওই নাবালিকা ছাত্রি মধুরিমা কে তামিলনাড়ু রাজ্যের কোযেম্বটুর পি সি স্ট্রীট নিয়ে গিয়ে এ সোনার দোকানে কাজ করছে। কোলাঘাট থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে জানতে পারে অবস্থান।কোলাঘাট থানার পুলিশের একটি দল 31/10/17 তারিখ ট্রেন এ করে কোযেম্বটুর এ রওনা দেয়।গতকাল কে কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থানার যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মানস কে সোনা দোকনে কাজ করা অবস্থায় ধরে ফেলে এবং ওই নাবালিকা ছাত্রি কে উদ্ধার করে। গতকাল কে কোযেম্বটুর আদলত দুজন কে তোলা হলে বিচারক ট্রানজিট রিমান্ড এ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে পেশ করার নির্দেশ দেয়।কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থেকে কন্যাকুমারী হাওড়া সুপার ফাস্ট গুরুদেব এক্সপ্রেস ট্রেন করে কোলাঘাট নামে। বুধবার দুজন কে তমলুক জেলা আদলতে তোলা হবে।
জাহাঙ্গীর বাদশা
রাজ্যের পরিবহনদপ্তর দূর্ঘটনা এড়াতে ও যানজট মুক্ত করতে নানা পদক্ষে গ্রহন করে চলেছেন। তার মধ্যে অন্যতম 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচী। সেই কর্মসূচীর পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ফেরিঘাটগুলির সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহন করেছে রাজ্য পরিবহনদপ্তর। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ফেরি সার্ভিস পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হলদিয়ার কুঁকড়াহাটি রায়চক ফেরি সার্ভিসে রো রো সার্ভিস চালু হতে চলেছে। সেই পরিষেবাগুলি খতিয়ে দেখতে দপ্তরের বিভাগীয় সচীব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ ১০ জনের একটি প্রতিনিধিদল হলদিয়ার কুঁকড়াহাটি ফেরি সার্ভিসে পৌঁছান। এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলার প্রশাসনিক কর্তাদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ দপ্তরের সচীব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, " রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন পরিষেবাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচী গ্রহন করেছেন। সেই কর্মসূচীর একটি বিশেষ পরিষেবা রো রো সার্ভিস। সেই পরিষেবার কাজ শুরুর আগে এলাকাটি ভালো করে পরিদর্শন করা হল। হলদিয়ার কুঁকড়াহাটি রায়চক রো রো সার্ভিস চালু হয়ে গেলে শিল্প শহর হলদিয়া ও কলকাতার সাথে অল্প সময়ের মধ্যে যাতায়াত সম্ভব হবে। এক সাথে ৫/৬ টি বড় গাড়ি যাতে যেতে পারে তার ব্যবস্থা করা, সেই সাথে যাত্রী পারাপারের সুন্দর পরিষেবা চালু করার জন্য এলাকা পরিদির্শন করা হল।আগামী দেড় বছরের মধ্যে রো রো পরিষেবা চালু করা হবে"।
কুঁকড়াহাটির পাশাপাশি এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ, মহিষাদল রাজ বাড়ি ও গেঁওখালীর পর্যটন কেন্দ্রে পরিদর্শন করে প্রতিনিধিদল।।
সাধন মন্ডল
মঙ্গলবার সকাল ৮:২৫ নাগাদ বাঁকুড়ার দামনিশোল মোড়ে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। বাসের ৫ জন যাত্রীর আঘাত ছাড়া হতাহতের কোনো খবর নেই। বারবার বাঁকুড়ায় পথ দুর্ঘটনা ঘটছে।পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রন নিয়ে প্রশ্ন উঠছে।
মোহন সিং
মঙ্গলবার দুপুরে আসানসোল পুরসভায় উন্নয়ন বিষয়ক মেয়র পরিষদ বৈঠক হয়।সেখানে মিউজিয়াম, পেক্ষাগৃহ, সংখ্যালঘু আবাসন নির্মাণ সহ একগুচ্ছ প্রকল্প গড়ার সির্দ্ধান্ত হয়।
সন্দীপ সিংহ
ভগিনী নিবেদিতা ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং নিজেদের ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শালবনীর সাতপাটি নেতাজী স্পোর্টিং ক্লাব, শালবনী জাগরণ ফুটবল কোচিং এক্যাডেমির উদ্যোগে এবং শালবনী সৃষ্টি সোসাইটির সহায়তায় শালবনী নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ২৩ শে নভেম্বর - ২০১৭ -- ২৫ শে নভেম্বর - ২০১৭ পর্যন্ত আয়োজন করা হয়েছে ভগিনী নিবেদিতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ।
কলকাতা প্রিমিয়ার লিগে খেলা চারটি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে । আয়োজক দের অন্যতম কর্ণধার সন্দীপ সিংহ জানান যে , " বাঙ্গালীর প্রিয় খেলা ফুটবল আপামর জঙ্গলমহল বাসীর হৃদয়ে পৌঁছে দিতে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন" । অন্যতম উদ্যোক্তা আমলেশ চক্রবর্তী জানান - এই প্রতিযোগিতায় কলকাতা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী চারটি দল অংশ গ্রহণ করবে । আগামী ২৩/১১/২০১৭ এরিয়ান্স ক্লাব কলকাতা বনাম এনবিপি রেনবো ক্লাব কলকাতা এবং ২৪/১১/২০১৭ কলকাতা কাস্টমস ক্লাব বনাম পাঠচক্র ক্লাব কলকাতা প্রতিযোগীতায় অংশগ্রহন করবে । এবং আগামী ২৫/১১/২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
শিখা ধর
জলপাইগুড়ি জেলার জলদাপাড়া বনবিভাগে হাতির মাহুতদের প্রশিক্ষণ দিচ্ছেন হাতি বিশেষজ্ঞ পার্বতী বরুয়া। এদিন এই বিষয়ে হাতি কে সামনে রেখে আধুনিক কায়দায় প্রশিক্ষণটি দেওয়া হয়।
মানস দাস, মালদা
একেই তো পিছিয়ে পড়া এলাকা।তারই মধ্যে গোদের ওপর বিষফোড়া l কোটি কোটি টাকা আত্মসাত করেছে পঞ্চায়েত প্রধান।আর এই তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হল গ্রামবাসীরা।নির্মল বাংলার সরকারী শৌচাগার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার মানিকচক ব্লকের ভূতনী চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সারথী মাহাতো-এর বিরুদ্ধে।ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়ের সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীরা মিলিত ভাবে ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক উন্নয়ন আধিকারিক। এলাকাবাসীদের অভিযোগ, গোটা হিরানন্দপুর পঞ্চায়েত দুর্নীতিতে লিপ্ত।পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সারোথি মাহতো সহ মঙ্গলা মন্ডল,প্রতিমা মন্ডল,রেখা মন্ডল ,সিদ্ধার্থ মন্ডল, সুপ্রিয়া অধিকারী-এই সমস্ত তৃণমূল সদস্যরা দুর্নীতির সঙ্গে যুক্ত। গোটা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২৮০০ পরিবারের শৌচাগার নির্মাণের দুর্নীতির সাথে যুক্ত বলে সরব হিরানন্দপুরের জনসাধারণ।গ্রামবাসীদের শৌচাগার নির্মাণের নামে গ্রামের শত শত পরিবারের কাছে ১৯০০,৯০০,১২০০ টাকা করে নিয়েছে পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা।কিছু কিছু বাড়িতে শৌচাগার নির্মাণ হলেও তাও অসম্পূর্ণ পাশাপাশি অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।তাই আজও আমাদের শৌচকর্মের জন্য মাঠে ঘাটে যেতে বাধ্য বলে দাবি এলাকাবাসীর।সাড়ে তিন কোটি টাকা আত্মসাধ করেছে গ্রামপ্রধানের দলবল।ভুয়ো তথ্যপ্রমাণ দিয়ে প্রধান সারোথি মাহোত ও তার সঙ্গীরা প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকার বিল পাশ করেছে।তাই আমরা বাড়ি বাড়ি শৌচাগার সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর ,শৌচাগার নির্মাণের ১৪ টি বুধের প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ হয়েছিল।২০১৬ সালে আগস্ট মাস থেকে শৌচাগার নির্মাণ কাজ শুরু করা হয়। এই বিষয়ে প্রধান সারোথি মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তৃণমূলের প্রধান কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন ।ঘটনা সম্পর্কে মানিকচক ব্লক সিপিএম নেতা শ্যামল বসাক বলেন, হিরানন্দপুর প্রধান সারোথি মন্ডল ৩ কোটি ৮৪ লক্ষ টাকা নয়ছয় করছে।এই মর্মে আমরা মানিকচক সিপিএম পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী জানিয়েছি ব্লক প্রশাসনকে।অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান কে পুলিশ প্রশাসন গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দাবি জানায়।অন্যদিকে ঘটনা সম্পর্কে মানিকচক বিডিও সুরজিত পন্ডিত বলেন,"এটা প্রায় ১ বছর আগের ঘটনা আমরা ঘটনার অভিযোগ পয়েছি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মালদা জেলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা ভূতনী চর।মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা এই এলাকার মানুষের পেশা।এলাকায় উন্নয়নের বদলে তৃণমূল প্রধানের এই দুর্নীতির আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এলাকাকে এমনি মতামত এলাকাবাসীর।
জাহাঙ্গীর বাদশা
আজ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।তাই তৃনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক ও ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন শুভেচ্ছা জানিয়ে এলেন।
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাঁপুর গ্রামের সুনিল বেরা বয়স (40), কয়েকমাস ধরে পেটের পেনক্রিয়াটাইটিস রোগে ভুগছিল। সুনীল কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত ছিল।দুই ছেলে ও স্ত্রী রয়েছে পরিবারে। সুনীল নিজের পাকা বাড়ি তৈরি জন্য অনেক দেনা ও করেফেলেছিল। নিজের পেটের রোগের জন্য চিকিত্সকদেরকে দেখিয়ে ও সুস্থ হচ্ছিল না। কয়েক দিনের মধ্যে ভেলোর নিয়ে জাওয়ার জন্য টিকিট ও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল দেনা ও অসুখে জর্জরিত হয়ে মানসিক অবসাদে গতকাল রাত্রিতে বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় দিয়ে আত্মহত্যা করে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তর এর জন্য পাঠিয়েছে।
সেখ সামসুদ্দিন
কলকাতা শহরের মিন্টু পার্ক এলাকায় স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মিনি বাসকে ফাইন কেস দেওয়ার পরিবর্তে ট্রাফিক পুলিশবৃন্দ পাবলিকের সঙ্গে হাত লাগিয়ে ঠেলে সরানোর দৃশ্য পুলিশের মানবিক মুখ ধরা পড়ল।
সেখ সামসুদ্দিন
মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রাজ্যে ডেঙ্গু সহ স্বাস্থ্যপরিষেবা নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে মেমারিতে রোগীকল্যাণ সমিতির মিটিং ঘন ঘন করে মেমারি বিধানসভাকে স্বাস্থ্য পরিষেবায় সমালোচনার উর্দ্ধে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার মেমারি রুরাল হাসপাতালে পুরসভা, ব্লক, প্রশাসন সহ আধিকারিকদের নিয়ে রোগী কল্যাণ সমিতির মিটিং করলেন বিধায়িকা নার্গিস বেগম ।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার হীড়বাঁধের লালরায়ডিহি গ্রাম থেকে ব্লক সদর হীড়বাঁধ যাওয়ার রাস্তা প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে। গ্রামবাসীদের উদ্যোগে এই বাঁশের তৈরী সাঁকো দিয়ে চলছে যাতায়াত। পঞ্চায়েতে রাস্তা সারানোর আবেদন জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।
মানস দাস, মালদা
মালদা জেলার সমস্ত দ্বীনি মাদ্রাসার এবছরের কৃতী ছাত্রদের নিয়ে সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এসআইও মালদা জেলা শাখা l রতুয়া -১ ব্লকের অন্তর্গত সামসী রেগুলেটেড মার্কেটে প্রায় 200 জন কৃতী ছাত্রদের এদিন সংবর্ধিত করা হয় এসআইও -র পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার ছাত্রদের মধ্যে কুইজ, সংক্ষিপ্ত বক্তব্য, অনুবাদ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দ্বীনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও মাদ্রাসার ছাত্রদের সমাজ তথা দেশ পরিচালনার জন্য এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত এসআইও -র রাজ্য সম্পাদক ইমাম হুসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের পুরষ্কার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও-র মালদা জেলা সভাপতি সাবির আহমেদ, জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি জিল্লুর রহমান, রাজ্য দ্বীনি মাদ্রাসা সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম ও বিভিন্ন নেজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকেরা ।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...