এক পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়। মৃতের নাম হেমন্ত মহান্তী (৩২)। বাড়ি সারেঙ্গার থানার আমঝোর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ঐ পুলিশ কর্মী সকালে বাড়ি থেকে নিজের মোটরবাইক নিয়ে বেরিয়ে যান। পরে আমঝোর গ্রামের কাছে পিরলগাড়ি মোড়--সারেঙ্গা রাস্তার উপরে স্থানীয়রা তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে সারেঙ্গা খ্রীষ্টিয় সেবানিকেতন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সারেঙ্গা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
posted from Bloggeroid