নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম তুলতে গিয়ে ফর্ম না পেয়ে দপ্তরের বাইরে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন বিভিন্ন উপভোক্তাগন।বুধবার ঘটনাটি

ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে।সালেক আলী,তাপস রায়,বিনীতা বর্মন প্রমুখ উপভোক্তা বলেন,ফর্মের জন্য কয়েকদিন থেকে দপ্তরে আসলেও প্রচন্ড ভিড়ের চাপে ফিরে গিয়েছেন।এদিন হটাৎ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় ফর্ম নেই।সেই কারণেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।শেষমেশ মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপভোক্তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মেখলিগঞ্জ শ্রম দপ্তরের এসিস্ট্যান্ট লেবার কমিশনার অবশ্য জানিয়েছেন, ফর্মের তুলনায় উপভোক্তা বেশি চলে আসতেই সমস্যার সৃষ্টি হয়েছে।গোটা বিষয়টি তিনি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।
সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম তুলতে গিয়ে ফর্ম না পেয়ে দপ্তরের বাইরে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন বিভিন্ন উপভোক্তাগন।বুধবার ঘটনাটি
ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে।সালেক আলী,তাপস রায়,বিনীতা বর্মন প্রমুখ উপভোক্তা বলেন,ফর্মের জন্য কয়েকদিন থেকে দপ্তরে আসলেও প্রচন্ড ভিড়ের চাপে ফিরে গিয়েছেন।এদিন হটাৎ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় ফর্ম নেই।সেই কারণেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।শেষমেশ মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপভোক্তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মেখলিগঞ্জ শ্রম দপ্তরের এসিস্ট্যান্ট লেবার কমিশনার অবশ্য জানিয়েছেন, ফর্মের তুলনায় উপভোক্তা বেশি চলে আসতেই সমস্যার সৃষ্টি হয়েছে।গোটা বিষয়টি তিনি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।
posted from Bloggeroid