মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০১৭

বিষাদ ছুয়েছে আজ, তাই মন ভালো নেই কেস্টর

মোল্লা জসিমউদ্দিন


বিগত বাম জমানায় প্রাণের ঝুকি নিয়ে একের পর সিপিএম হার্মাদদের চোখরাঙ্গানি তোয়াক্কা করেননি তিনি।পরিবর্তন এসেছে শাসক দলের নেতা হয়ে অবিরত 'ডায়ালগ' মেরে সভার হাজার হাজার অনুগামীদের হাততালি পেয়েছেন।তবে মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্য মঞ্চে 'লাস্ট ওয়ার্নিং' দিয়েছেন অনুব্রত মন্ডল কে।তাতে অনুব্রত ওরফে কেস্টবাবুর মন ভালো নেই।সেই বাংলাদেশের কবি মহাদেব সাহার 'কেউ ভালোবাসেনা' কাব্যগ্রন্থের কবিতায় - বিষাদ ছুয়েছে আজ, তাই মন ভালো নেই...

posted from Bloggeroid

প্রসব যন্ত্রনায় কাতর মহিলার পাশে মানবিক আসানসোল রেলপুলিশ

মোহন সিং

প্রসব যন্ত্রনায় কাতর এমনই এক প্রসুতি শ্বশুর বাড়িতে অশান্তির জন্য নিজের শিশুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। কোথায় যাবেন জানেন না। কি করবেন তাও জানেন না। অন্যদিকে যন্ত্রনা বাড়ছে। দুর্গাপুর থেকে এভাবেই ট্রেনে চেপেছিলেন প্রসুতি পুজা পাসি। কিন্তু আসানসোল স্টেশনে এসে অসহ্য পেটের যন্ত্রনায় নেমে পড়েন ট্রেন থেকে। আশ্রয় নেয় রেলের ওয়েটিং রুমে। কিন্তু অসহ্য যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছেন মহিলা। মায়ের ওই অবস্থা দেখে তার শিশুপুত্র রেলপুলিশকে জানায়। মহিলা রেল পুলিশরা এসে দেখেন প্রসব যন্ত্রনায় ছটপট করছেন মহিলা। তাঁরা দেরী করেননি। তড়ি ঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে মহিলা রেলপুলিশরা স্ট্রেচারে মহিলাকে তুলে পাড়ি দেন আসানসোল জেলা হাসপাতালের দিকে। কিন্তু পথেই অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসব হয়ে যায়। ওই অবস্থাতেই আসানসোল জেলা হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স ।হাসপাতালের সুপার নিখিল দাস জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।



posted from Bloggeroid

কালিয়াচকে আফরাজুল খুনের প্রতিবাদে কংগ্রেসের ধিক্কার মিছিল

মানস দাস, মালদা

কালিয়াচকের সইদপুর গ্রামের আফরাজুলের বর্বর নৃশংস হত‍্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার বেলা ২ টায় কালিয়াচক ১ নং ব্লক কংগ্রেসের পরিচালনায় কালিয়াচক চৌরঙ্গী মোড়ে শান্তি মিছিলে পা মেলালেন সাংসদ মৌসম নুর, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক ইশা খান চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সাধারন সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারি ও অনান‍্য ব্লক নেতৃত্ব ও আপামর জনসাধারন। অপরদিকে ওয়েলফেয়ার পার্টী মালদা জেলা শাখার প্রতিনিধিরা আজ আফরাজুলের বারি গিয়ে সহজোগিতার আশ্বাস দেন l আরাফাত আলি সহ সংগঠনের প্রতিনিধিরা মৃত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান l




posted from Bloggeroid

আফরাজুলের বাড়ীতে সিপিএম সাংসদ মহম্মদ সেলীম

মানস দাস, মালদা

মৃত আফরাজুলের পরিবারের সাথে দেখা করে  করা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের।মঙ্গলবার মালদায় আসেন বাম সংসদ মহম্মদ সেলিম।জেলা বাম নেতৃত্বকে সাথে নিয়ে পৌঁছে যান রাজস্থানে খুন হওয়া শ্রমিক আফরাজুল খানের বাড়ি কালিয়াচকের সৈয়দপুর গ্রামে।সাংসদ সেলিম ছাড়াও তার সঙ্গে ছিলেন, বিধায়ক আনিসুর রহমান, বিধায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জমির মোল্লা,মালদার বাম বিধায়ক খগেন মুর্মু,মালদা জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র সহ জেলা বাম নেতৃত্ব।আফরাজুলের বাড়ি গিয়ে বাম নেতৃত্ব কথা বলেন পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দাদের সাথেও।এদিন বাম সাংসদ মহম্মদ সেলিম বলেন," এই ঘটনা লাভ জিহাদ নয়।এটি একটি ঘৃণার রাজনীতির খুন।আফরাজুল বাক্তিগত কারণে খুন হননি,রাজনৈতিক সামাজিক ব্যবস্থার কারণে খুন হয়েছে।আমরা সর্বশক্তি দিয়ে এই পরিবারের পাশে দাঁড়াবো।সাথে সকল মানুষ দলকে এগিয়ে আসতে আহ্বান জানাব।সাথে চূড়ান্ত শাস্তি হোক দোষীর আমরা লড়াই করবো।"আপনে মহল্লামে কুত্তা ভি শের হোতা হে,যাহা শেরনী কো তাকাত দিখানা থা ওহা নাহি দিখায়া"।বলে মন্তব্য করেন বামফ্রন্টের এই সংসদ।বক্তব্য রাখতে গিয়ে সাংসদ আরো বলেন,'অপরাধ শুধুমাত্র শম্ভু করেনি।অপরাধ এই দেশের সরকার,প্রধানমন্ত্রী করেছে।সরকার সাথ না দিলে এমন অপরাধ হয়না।আমি কথা দিচ্ছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে ধরব।এমনি তীব্র ভাষায় এদিন কেন্দ্রকে বিধলেন এই বাম সাংসদ।

posted from Bloggeroid

দুই বর্ধমানে ৬ টি মডেল লাইব্রেরী হচ্ছে: সিদ্দিকুল্লাহ

পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ৬টি গ্রন্থাগারকে মডেল লাইব্রেরি হিসাবে গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার বর্ধমানে গ্রন্থাগার

নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং -এই কথা জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং পূর্ব বর্ধমান জেলার পিপলন, মানকর, কালনা, কাটোয়া এবং বর্ধমান শহরের একটি লাইব্রেরিকে মডেল লাইব্রেরিতে উন্নীত করা হবে বলে মন্ত্রী বলেন। এদিন উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বৈঠকে হাজির ছিলেন দুজন অতিরিক্ত জেলাশাসক এবং একজন মহকুমা শাসক সহ জেলা গ্রন্থাগার দপ্তরের আধিকারিকরা। এদিন আলোচনায় উঠে এসেছে জেলার গ্রন্থরগুলির বর্তমান অব্যবস্থার কথা। জেলার ১২টি লাইব্রেরীতে টয়লেট নেই। ২টিতে বিদ্যুত নেই। বেশ কয়েকটি লাইব্রেরীতে পানীয় জলের ব্যবস্থা নেই। এই সমস্ত বিষয়গুলির দ্রুত সমাধানের জন্য প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে। এছাড়াও মন্ত্রী এদিন রাজ্যের গ্রন্থাগারগুলিতে কর্মীশূন্যতার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন,গোটা রাজ্য জুড়ে গ্রন্থাগারগুলিতে ধাপে ধাপে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ১৮৪জন কর্মী নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় ১০-১২জন রিটায়ার্ড ব্যক্তিরা এই সুযোগ পাবেন। এছাড়াও ৩১০ জন কর্মী নিয়োগ হবে। এব্যাপারে ৭ সদস্যের একটি কমিটিও তৈরী হয়েছে। উল্লেখ্য, অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ৫৭০০ কর্মী থাকার কথা থাকলেও রয়েছে ৩১০০জন কর্মী। এর মধ্যে ২৮৪টি নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। গ্রন্থাগারগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পাঠকদের বইমুখী করতেও এদিন মন্ত্রী বিশেষ জোর দেন। তিনি জানান,কলকাতার লালবাজার তথা কলকাতা পুলিশের অধীনে থাকা কয়েকশো বছরের পুরনো হাজার হাজার বইকে উদ্ধার করে তা সংরক্ষণ করা এবং পাঠকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন মন্ত্রী জেলার আধিকারিকদের কাছে জেনে নেন বর্তমানে পাঠকদের মান ও সংখ্যা বাড়ছে কিনা, ৫২ টি গ্রন্থাগার সপ্তাহ ঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা ইত্যাদি। উল্লেখ্য, এদিন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমান শহরের প্রতিবন্ধী স্বয়ম্ভর স্কুলের ৪০ জন ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন। 

posted from Bloggeroid

বড়শুল মাঠে ক্রীড়ায় মন্ত্রী স্বপন দেবনাথ

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় বড়শুল সিডিপি

বিদ্যালয় মাঠে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়িকা নার্গিস বেগম, প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পুলক চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

posted from Bloggeroid

সক্রিয়তা বর্ধমান উত্তর মহকুমাশাসক দপ্তরে

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লক অফিসে পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলে তাঁর সম্পূর্ণ দপ্তর তুলে এনে জাতি শংসাপত্র দেওয়ার কাজ শুরু করেছেন। একদিনে ৬০০ জাতি শংসাপত্র তৈরি করে প্রাপকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট রেখেছে।

posted from Bloggeroid

রাস্তা নির্মাণে মেখলিগঞ্জ পুরসভার অনিয়মের অভিযোগ

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ



রাস্তা নির্মাণের কাজে অনিয়ম করা হচ্ছে।কোথাও রাস্তা বেশি চওড়া কোথাও আবার সরু করা হচ্ছে।মেখলিগঞ্জ পুরসভা

এলাকায় প্রসাশনের বিরুদ্ধে এই অভিযোগ এনে আন্দোলন শুরু করলেন কয়েকজন দোকানদার।তাদের অভিযোগ উন্নয়নমূলক কাজে তারা বাধা দিতে চাননা তবে তারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ করতে গিয়ে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।উল্লেখ মেখলিগঞ্জ হাসপাতাল মোড় থেকে পূর্ব পাড়া পর্যন্ত তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন বিভাগের উদ্যোগে রাস্তা চওড়া করার কাজ চলছে।এই কাজ করতে গিয়ে রাস্তার দুইপাশে থাকা দোকানদারদের শর্ত সাপেক্ষে সরে যেতে বলা হয়েছে।সেই অনুযায়ী অনেকে সরেও গিয়েছেন।কিন্তু বিমানভূষন সরকার,আজিজার রহমানদের মত দোকানদারদের অভিযোগ তারা দোকান সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী এখনও জায়গা দখলমুক্ত না করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।তারা শুনতে পেয়েছেন ওইসব স্থানে রাস্তা সরু করা হয়েছে।এনিয়ে প্রশ্ন তুলে ফের তারা আবার আগের জায়গায় দোকান ঘর তৈরি করতে শুরু করেছেন।সমস্ত দোকান না সরানো হলে তারাও আর যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।রাতের বেলা কেউ যাতে তাদের নির্মিয়মান দোকান ভেঙ্গে না দিতে পারেন সেইজন্য তারা রাত জেগে পাহাড়া দেবেন বলেও জানিয়ে দিয়েছেন।এই ঘটনা নিয়ে শহরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের তরফে অবশ্য জানানো হয়েছে নিয়ম মেনেই কাজ করছেন।ওই দোকানদারদের বিষয়টিও তারা দেখছেন।

posted from Bloggeroid

সোমবার, ডিসেম্বর ১১, ২০১৭

জঙ্গলমহলে পরিবহণ উন্নয়নে বরাদ্দকৃত ১২ কোটি

সঞ্জয় হালদার

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে। ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা। এসপ্ল্যানেড থেকে

জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে। ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে। স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে।

posted from Bloggeroid

গাঁজা পাচারকারী সন্দেহে কাটোয়ায় ধৃত

সুরজ প্রসাদ

গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কাটোয়া থানার পুলিশ।ধৃতের নাম আয়ূব সেখ (৫৪)।বাড়ি কাটোয়া থানার মন্ডলপাড়ায়।রবিবার দুপুরে বর্ধমান সদর আদালতে মাদক সংক্রান্ত এজলাসে পেশ করা হয় ধৃত কে। যদিও অভিযুক্তের পক্ষে জানানো হয়েছে - পুলিশ মিথ্যা মামলায় ফাসিয়েছে।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে কৃষি বিষয়ক আলোচনাসভা

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

ভোটবাড়ি জীবন বিকাশ ফর্মাস ক্লাবের পরিচালনায় কৃষি বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হল ভোটবাড়ি জালিয়াটারী মোড় রত্নেশ্বরী মুক্ত মঞ্চে। এদিনের

অনুষ্ঠানের উদ্বোধন করেন মেখলীগঞ্জের সহকারি কৃষি অধিকর্তা অমিত কুমার দাস।এছাড়াও ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান সোনালি রায়,কৃষি প্রযুক্তি সহায়ক সৌভিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।জীবন বিকাশ ফর্মাস ক্লাবের তরফে অনিমেষ রায়,সহিদুল ইসলাম প্রামানিক প্রমুখ বলেন,এদিনের অনুষ্ঠানে চাষ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে বলেও তারা জানান।

posted from Bloggeroid

রবিবার, ডিসেম্বর ১০, ২০১৭

পুরুলিয়ায় অস্বাভাবিক মৃত্যু ২ যুবকের

নিজস্ব বার্তা, পুরুলিয়া

দুটি পৃথক ঘটনায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানা এলাকার আমরুহাসা ব্রিজের কাছে । পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম ঠাকুরদাস পাতর (৩০) । তার বাড়ি ওই থানারই মালডি গ্রামে। এদিন রাতের দিকে বলরামপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তেলের একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় । ঘাতক ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে মানসিক অবসাদের কারনে আত্মহত্যা করলো এক পঁচিশ বছরের যুবক । পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার জয়পুর থানার রহড়কচা গ্রামের ওই যুবকের নাম মনসারাম মাঝি (২৫) । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদুরের একটি ডুমুর গাছ থেকে তার গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার অধীনস্থ বাগলতা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুটি দেহর

ই ময়না তদন্ত করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।

posted from Bloggeroid

আফরাজুলের খুনির ফাসি দাবি 'বর্ধমান সহযোদ্ধা'র

আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজস্থানে নিহত এই রাজ্যের যুবকের খুনের বিরুদ্ধে 'বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।এদিনের মিছিলে সমাজের সর্বস্তরের প্রায় কয়েকশো মানুষ পা মেলান।মিছিলটি রাজবাড়ি থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়।সেখানে একটি পথসভার মাধ্যমে বক্তারা আজ দেশজুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে,তার প্রতিবাদ করে,সেই সঙ্গে নিহত আফরাজুলের দোষীর মৃত্যুদন্ড দাবি করে।বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন, "আজ ধর্মীয় সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এই ধিক্কার মিছিল।এই দেশ কোন নির্দিস্ট জাতির নয়।মনীষীরা বার বার বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা--কিন্তু রাজনীতি আজ ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে।এই প্রবণতা আটকাতে না পারলে ভয়ঙ্কর দিন আসবে,আমরা এর প্রতিবাদ করছ

আগামী দিনেও করবো।"

posted from Bloggeroid

রাইপুর থানার সামনে ধর্নায় শাসকদল

সাধন মন্ডল


তৃনমূল নেতা অনিল মাহাত এর হত্যাকারীদের শাস্তির দাবীতে বাঁকুড়ার রাইপুর থানার সামনে ধর্নায় বসল অনিল মাহাত স্মৃতি রক্ষা কমিটি।

posted from Bloggeroid

দীঘায় সর্তক করা হল পর্যটক সহ মৎসজীবিদের


জাহাঙ্গীর বাদশা


বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ, দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারি। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে চলবে জড়ো হাওয়া। এর জেরেই দিঘা সহ উপকূল এলাকায় সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানিয়েছেন, নিম্নচাপের জেরে সমূদ্র মারাত্মক উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে মৎস্যজীবিদের এই সময় সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সেই সঙ্গে দিঘা সহ সমূদ্র সৈকতগুলিতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার মাইকিং করা হয় দিঘার সমুদ্র সৈকত ঘিরে।

আফরাজুলের পরিবারকে লক্ষ টাকার অনুদান জমিয়তের

রাজস্থানে খুন হওয়া আফরাজুলের পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতা এবং সেইসাথে খুনের মামলায় আইনী সহায়তা দেবে জমিয়ত উলেমা হিন্দ।এই সংগঠনের কর্মকর্তা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান - আফরাজুলের খুনি যেন কঠিন শাস্তি পায়, সেজন্য আদালতে আমরা আইনী সহায়তা দেব।

হল্ট স্টেশনের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

ব্যাসদেব চক্রবর্তী

অাদ্রা ডিভিশনের অাঁচুড়ি এবং বাঁকুড়া রেলস্টেশনের মাঝে কাটজুড়িডাঙ্গা মোড়ে হল্ট স্টেশনের দাবিতে রবিবার সকাল থেকেই কাটজুড়িডাঙ্গার রেল ফটকে শুরু হয় অবস্থান বিক্ষোভ ।ঘন্টা খানেক চলে এই বিক্ষোভ।

শিক্ষামূলক ভ্রমনে বাঁকুড়ায় পথদুর্ঘটনায় হত ২

ব্যাসদেব চক্রবর্তী


পৃর্ব মেদিনিপুর জেলার খেজুরি মানসিংহবেড় বানীশ্রী বিদ্যানিকেতন

স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া বোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে একটি পাথর বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। শুশুনিয়া মুকুটমনিপুর এবং পুরুলিয়ার অয়োধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া ওই বাসটিতে শিক্ষকরাও সামিল হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন মোট ১১জন ছাত্র এবং ৭জন শিক্ষক। তাদের অাশংকাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

ইংরেজবাজার এলাকায় দুর্ঘটনায় জখম ১০

মানস দাস, মালদা


যাত্রী বোঝাই ম্যাজিককে ধাক্কা বেপরোয়া লরির। আহত দশ, আশঙ্কাজনক দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি

ঘটেছে, ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চন সরকার(৫০) এবং রাজেশ সেখ(২৮) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। আহতরা জানিয়েছেন, মালদা শহর থেকে কালিয়াচক যাচ্ছিল যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটি। সুস্থানি মোড়ের কাছে হঠাৎ একটি লরি অভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটিকে। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

posted from Bloggeroid

মঙ্গলকোটের বাদশাহী সড়কে ফের দুর্ঘটনা



মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোটের বাদশাহী সড়কে বক্সীনগর মোড় এলাকায় বালির গাড়ীর সাথে তেল ট্যাংক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ।বেশ

কয়েকজন আহত।উল্লেখ্য এখানে গত বছর একই পরিবারের চারজন কে পিষে দিয়েছিল বালির এক ডাম্পার।অভিযোগ মঙ্গলকোট থানার পুলিশ এখানে নিয়মিত তোলাবাজি চালায়।যদিও পুলিশের উর্ধতন কর্তপক্ষ তোলাবাজির কথা অস্বীকার করেছে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER