মঙ্গলবার, মে ০১, ২০১৮

কাঁচের প্রতিবিম্বের সামনে কাক

জ্যোতিপ্রকাশ মুখার্জী

জানালার কাঁচের উপর পড়েছে নিজের প্রতিবিম্ব । সেই প্রতিবিম্বের উপর ঠোকর দিচ্ছে কাকটি।মঙ্গলকোটের এই ছবি।

মমতার সরকার পূর্ব বর্ধমান থেকে সর্বকালীন বালির রাজস্ব পেতে চলেছে

মোল্লা জসিমউদ্দিন



 অবশেষে বে আইনি বালিখাদান নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের জন্য রেকর্ড আয়ের মুখ দেখতে চলেছে পূর্ব বর্ধমান জেলা।২০১৮-১৯ বর্ষের মধ্যে অজয় - দামোদর থেকে ২০০ কোটি টাকা আয় হবে বলে জেলা প্রশাসন সুত্রে প্রকাশ।২৪১ টি ঘাটের মধ্যে ২২১ টি বালিরঘাট টেন্ডার জমা পড়েছে।সেখান থেকেই ২০০ কোটি রাজস্ব আদায়ের লক্ষমাত্রা উঠে এসেছে।এর মধ্যে মঙ্গলকোটে ২০ কোটি আসবে।বামজমানায় যেহারে বালিলুট চলত, তাতে বালির রাজস্ব আদায় কোনকালেই কোটি টাকার বেশি সরকারি আয় হতনা।২০১৪ সালে জুন মাসে খন্ডঘোষে বালিখাদান দখল বেদখল ঘিরে তিনজন তৃনমূল কর্মী খুনে তে টনক নড়ে মুখ্যমন্ত্রীর।সেইবছরই ১৫ জুলাই বর্ধমানে শততম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাপ্রশাসন ও জেলাপুলিশ কে কড়া বার্তা দেন।এরপরে জেলায় আরও তিনটি প্রশাসনিক সভায় কখনও সিআইডির পর্যবেক্ষণ আবার কখনও পুলিশের একাংশের বিরুদ্ধে দুর্নীতি দমনশাখার তদন্তর হুশিয়ারীও দিয়েছিলেন।আর এতেই পূর্ব বর্ধমান জেলার অজয় -দামোদর  নদী ঘিরে কোটি কোটি টাকা লুটের রাস্তা বন্ধ হয়।এমনকি গত মাসের আউশগ্রামের শিবদায় প্রশাসনিক বৈঠকে দক্ষীন বর্ধমানের এক ওসি কে বালিপাচারে অবস্থান জানতে চেয়ে বে আইনি বালিখাদান কারবার রুখতে সক্রিয়তা দেখান মুখ্যমন্ত্রী। ২০১১ সালের পর বালির কারবার নিয়ে পূর্ব বর্ধমানে দশের বেশি শাসকদলের নেতা কর্মী প্রাণ হারিয়েছেন।পুলিশ প্রশাসন সক্রিয়তা না দেখালে বালিলুট কে কেন্দ্র করে হানাহানি বেড়েই চলবে।সেজন্য মুখ্যমন্ত্রী সেচ, ভূমি এবং পুলিশের কাছ থেকে পৃথক রিপোর্ট নেন, সেখানে পরস্পরবিরোধী রিপোর্ট থাকায় সিআইডি কে অনুসন্ধানে নামান মুখ্যমন্ত্রী। যে চক্র দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ভাঙ্গতে প্রশাসনের আধিকারিকদের নানান সমস্যায় পড়তে হয়।কাটোয়ার চরকি ব্রিজের নিচে বিশেষ এক অভিযানে গেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকার আক্রান্ত হন।এতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে।বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সমস্ত আমলা পুলিশের কিছু ওসি/আইসির ভূমিকা নিয়ে নবান্নতে স্মারকলিপিও দেন।পুলিশের তরফেও অভিযোগ ছিল কয়েকজন প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে।সেসময় মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসন কে একযোগে বালির রাজস্ব আদায়ের নির্দেশ দেন।এখান থেকেই মিলে সাফল্য।অজয় - দামোদর - ভাগীরথী নদীগুলিতে বালিঘাটের টেন্ডার ডাকা হয়।২৪১ টি বালিঘাটের মধ্যে ২২১ টি নিলাম হয়েছে।সেখানে আয়ের লক্ষমাত্রা রাখা হয়েছে ২০০ কোটি টাকা।ইতিমধ্যে ৫ কোটি টাকা জমা পড়েছে তাতে।এখনও পর্যন্ত যা সর্বকালীন আয় হচ্ছে বালির রাজস্ব আদায়ে।নিলাম না হওয়া ২০ টি বালিঘাটে রাস্তা নিয়ে সমস্যা রয়েছে।এইরুপ মঙ্গলকোটের বেশকিছু বালিঘাট রয়েছে।জেলা ভূমি আধিকারিক প্রনব বিশ্বাস বিষয়টি নিয়ে মঙ্গলকোটে মহকুমাশাসক সহ পুলিশের আধিকারিকদের নিয়ে কয়েকবার বৈঠক করেছেন। তাতে গ্রামবাসীদের ক্ষোভ এখনও মিটেনি।তবে পূর্ব বর্ধমানে ২০০ কোটি টাকা বালি থেকে রাজস্ব আদায়ে যে কার্যকরী ভূমিকা পুলিশ ও প্রশাসন নিয়েছে, তাতে মুখ্যমন্ত্রীর খুশি হওয়ার কথা।জেলা প্রশাসন সুত্রে জানা গেছে,  বালির রাজস্ব আদায়ের অর্থ জেলায় বিভিন্ন উন্নয়নকাজ করতে লাগানো হবে।

ভোট বড় বালাই, মুক্তির অপেক্ষায় ছত্রধর

সঞ্জয় হালদার

অবশেষে দীর্ঘ বন্দী জীবন কাটিয়ে মুক্তি পেতে চলেছেন লালগড় আন্দোলনের নেতা এবং তদানিন্তন সময়কার সংবাদের শিরোনামে থাকা ছত্রধর মাহাত ।  ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৮, প্রায় ন’বছর পর লালগড় আন্দোলনের নেতা ছত্রধর মাহাতোকে জেল থেকে মুক্তি দিতে উদ্যোগী রাজ্য সরকার। লালগড় থানার একটি মামলায় সন্ত্রাসদমন আইনে বা ইউএপিএ-তে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছত্রধর এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

কেতুগ্রামে জোড়া খুনে যাবৎজীবন ৬ জনের


শ্যামল রায়

কাটোয়া মহকুমার কেতুগ্রামে গলার নলি কেটে দুই মহিলাকে খুন করার অপরাধে  যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত।সোমবার কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ সন্দীপ ঘোষ এই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন‌। অভিযুক্তরা হলেন কৃষ্ণ কান্ত ধর বিমল সাহা নারায়ন থান্ডার অষ্টম ঘোষ বিপ্লব সাহা ও রাজেশ হাজরা। এদের প্রত্যেকের বাড়ি কেতুগ্রাম থানার অন্তর্গত কানদরা গ্রামে।সৌমিত্র পালের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো প্রমাণাদি না থাকায় বেকসুর খালাস পেয়ে যান ।জানা গিয়েছে যে ২০১১  সালের পয়লা অক্টোবর তারিখে কানদরা গ্রামে এক ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্ত্রী চিনে ফেলায় গলার নলি কেটে খুন করে রেখা রানী রায় কে।ডাকাতরা রেখা রানী রায় কি গলার নলি কেটে খুন করে বাড়ি থেকে বের হবার সময় এই ঘটনা দেখে ফেলেন ভাড়াটিয়া গৌরী মাঝি। তখন গৌরী মাঝে কেউ গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। পরপর দুজন মহিলার নৃশংস খুনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত নেমে সাতজনকে গ্রেপ্তার করে। মামলা চলার পর শনিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে কাটোয়া মহকুমা আদালত। সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

পূর্বস্থলী রেলবাজারে আগুন, ক্ষতি পঞ্চাশ লক্ষ


শ্যামল রায়

রবিবার বিকেল নাগাদ পূর্বস্থলী রেল বাজারে আগুনে ভষ্মিভূত হয়ে গেল পাঁচটি দোকান। আগুন নিভাতে দুটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এবং আগুন নিভাতে সাহায্য করে। বিকেল পাঁচটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
 আগুন ধরার কারণ হিসাবে জানা গিয়েছে যে কোন চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরার ঘটনা ঘটতে পারে অথবা শর্ট সার্কিট থেকে আগুন ধরার কারণ হতে পারে বলেই দমকলের পুলিশ প্রাথমিক অনুমান করেছে।আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে নিরঞ্জন রাজবংশীর মাছের দোকান। সুব্রত মাঝির হার্ডওয়্যারের দোকান। কান্তি দের চায়ের দোকান ,জয়দেব রাজবংশী দোকান।
ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেল বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে। দোকানগুলো খুব গিঞ্জি বসতির মধ্যেই অবস্থিত। তাই আগুন ধরার ঘটনার সময় ব্যবসায়ীদের দোকানের পাশাপাশি ছিল অসংখ্য বাড়ি। আগুনের ধোঁয়া দেখে ওইসব বাড়ির লোকজন এরাও বেরিয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেল বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে। দোকানগুলো খুব গিঞ্জি বসতির মধ্যেই অবস্থিত। তাই আগুন ধরার ঘটনার সময় ব্যবসায়ীদের দোকানের পাশাপাশি ছিল অসংখ্য বাড়ি। আগুনের ধোঁয়া দেখে ওইসব বাড়ির লোকজন এরাও বেরিয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে পৌঁছে যায় দ্রুত পূর্বস্থলী থানার পুলিশ।পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে আগুন নিভাতে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান।
তবে প্রকৃতপক্ষে কিসের থেকে আগুন লেগেছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে তিনি জানিয়েছেন।এই ধরনের আগুন ধরার ঘটনা রেলবাজার এর মত গিঞ্জি ব্যবসায়ীদের মধ্যে একটা চাপা আতঙ্ক লক্ষণীয়। প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের দোকানে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের ঘটনা আরো মারাত্মক হতে পারে আগামী দিন এই প্রশ্ন উঠেছে এলাকার মানুষের মধ্যে।
তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।

পেঁপে গাছ কেটে দেওয়ায় আত্মঘাতী বধূ


শ্যামল রায়

স্বামীর সঙ্গে বচসার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বধুর নাম সুভদ্রা মন্ডল বয়স ৪৬‌ বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত লক্ষ্মীপুর আটপাড়া গ্রামে।আরও জানা গিয়েছে যে রবিবার রাতে অমর লাল মণ্ডলের সঙ্গে বাড়িতে পেঁপে গাছ কাটা নিয়ে অশান্তিবাঁধে। অশান্তির জেরে স্বামী ওমর লাল মন্ডল বাড়ির সমস্ত পেঁপে  গাছ কেটে দেয়।পেঁপে গাছ কেটে দেওয়ায় অভিমানে কীটনাশক হয় ওই বধু। রবিবার রাতেই অসুস্থ বধুকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার  রাতেই মারা যান ওই মহিলা।
সোমবার মৃতদেহটি নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে।
এই মৃত্যুকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নদীয়ায় বজ্রাহত ৩


শ্যামল রায়
সোমবার সকাল বেলাতেই সারা রাজ্যে সাথে নদীয়া জেলাতে ও ব্যাপক ঝড় বৃষ্টি হয়। ব্যাপক ঝড় বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিন ব্যক্তির।
জানা গিয়েছে যে করিমপুর অঞ্চলে মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আনারুল শেকের। অন্যদিকে পলাশীপাড়া থানার অন্তর্গত হাঁসপুকুর গ্রামে মৃত্যু হয়েছে বরুণ বিশ্বাসের। এই দুইজনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।
অন্যদিকে নদীয়ার কুপার্স ক্যাম্প এলাকায় ঝড়ের সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাধেশ্যাম দাস  বয়স ৬৮। বাড়ি কুপার্স ক্যাম্প এর দুই নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে যে তাদের শামদেশ নিজেই রান্না করছিল সেই সময় হঠাৎ করে ঝড় হাওয়ায় অগ্নিদগ্ধ হয় রাধেশ্যাম দাস। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনায় তাদের সামনে আসে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সেদিনকার সকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানের সেই সাথে কাঁচা শাকসবজি খেতের।
মাথায় হাত চাষীদের।বর্ধমান জেলাতেও ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।কাটোয়া পূর্বস্থলী কালনা মন্তেশ্বর মেমোরিতে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ফসলের‌।পূর্ব স্থলী ২নম্বর ব্লকের আমের ব্যাপক ক্ষতি হয়েছে এই ঝর বৃষ্টিতে। যে সমস্ত মালিক বহু আমবাগান লিজ নিয়েছিলেন তাদের বাগানগুলোতে ঝড়ে আম পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন বলে জানা গিয়েছে।

নবদ্বীপে ট্রেনের বলি যুবক


শ্যামল রায়

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে‌‌। কাটোয়া জিআরপি সূত্রে জানা গিয়েছে যে মৃত যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের বেদড়াপাড়া  রেলগেটের কাছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ঐ যুবকটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এই এলাকা দিয়েই ঘোরাফেরা করত ওই যুবককে।
এদিন সকাল বেলা ও রেলগেট এই ঘুরতে দেখা গেছে। কাটোয়া ব্যান্ডেল down লোকাল ট্রেনটি দ্রুতগতিতে ছুটে আশায় যুবকটি রেললাইন পার হতে গিয়ে ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। মাথায় প্রচন্ড আঘাত এর কারণেই মৃত্যু হয় ওই যুবকের।তবে কাটোয়ার জিআর পি  সূত্রে জানা গিয়েছে যে যুবকের পরিচয় জানতে সমস্ত এলাকায় বার্তা পাঠানো হয়েছে।

রবিবার, এপ্রিল ২৯, ২০১৮

সিদ্দিকুল্লাহের বিকল্প 'সংখ্যালঘু' মুখের সন্ধানে তৃণমূল?


মোল্লা জসিমউদ্দিন





পঞ্চায়েত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে রাজ্যের শাসকদল ইতিমধ্যে বিরোধী শুন্যতায় দখল রেখেছে।অবশিষ্ট আসনগুলিতে ভোটের দিন কিংবা গণনার দিন একই ট্রাডিশান বজায় রাখবে তৃনমূল,  তা বিরোধীরা বারবার অভিযোগ আকারে বিভিন্ন মহলে জানাচ্ছেন। অর্থাৎ পঞ্চায়েত ভোটে তৃনমূলের কোন চিন্তা নেই বললেই চলে।তবে আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে তৃনমূলের অন্দরে বিজেপি কে নিয়ে নানান দুশ্চিন্তা তৈরি হচ্ছে।নারদা - সারদায় সিবিআই ইডির যেমন চোরা আতংক।ঠিক তেমনি উগ্র হিন্দুত্ববাদ - সংখ্যালঘু ভোটব্যাংক নিয়ে বিজেপির সাথে মুখোমুখি লড়াই নিয়ে রণনীতি সাজাতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। বাংলায় শতকরা ত্রিশভাগের কাছাকাছি মুসলিম ভোটার।তাই বিজেপির সাথে হিন্দুত্ব লড়াই করতে গিয়ে সংখ্যালঘু ভোটব্যাংকে আদৌও চিড় ধরবেনা তার নিশ্চয়তা কোথায়?তৃনমূলের জন্মলগ্নে থাকা উল্লেখযোগ্য সংখ্যালঘু নেতা নেই বললেই চলে।যারা রয়েছেন তাঁদের সীমাবদ্ধতা সেই নির্বাচনী ক্ষেত্র অবধিই।আবার আবু আয়েষ মন্ডল কিংবা রেজ্জাক মোল্লার মত যারা সিপিএম থেকে তৃনমূলে এসেছেন, তাঁদের অতীতের রাজনৈতিক পেক্ষাপট দক্ষিনপন্থী ভোটারপদের কাছে বিশ্বাসযোগ্য নয়।ঠিক এইরকম পরিস্থিতিতে গত দুবছর কখনও টিপু সুলতান মসজিদের একদা ইমাম বরকতি সাহেব, আবার কখনও বা জমিয়ত উলেমা হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃনমূলের সংখ্যালঘু মুখ হিসাবে বিকশিত ছিলেন।সম্প্রতি টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি সাহেবের গাড়ীতে  লালবাতি লাগানো নিয়ে তৃনমূল নেতৃত্বর সাথে ব্যাপক দুরত্ব বাড়ে।এমনকি সিদ্দিকুল্লাহ চৌধুরী কে মাঠে নামিয়ে বরকতি সাহেব কে 'ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ' বলে কোন কোন মহলের দাবি।সিদ্দিকুল্লাহ চৌধুরী ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃনমূলে সরাসরি যোগদানের পর থেকে মন্ত্রিত্ব পাওয়া ছাড়া তেমন কিছু কপালে জুটেনি।নিজ বিধানসভা কেন্দ্র মঙ্গলকোটে বিধায়ক হবার সূচনালগ্ন থেকেই দলের স্থানীয়, জেলা কমিটির কাছে বয়কটের শিকার হয়ে চলেছেন।বিরোধীদলের বিধায়ক নন, শাসকদলের মন্ত্রী হয়েও বিধায়ক তহবিলের কোন উন্নয়নকাজ করতে সেভাবে পারেননি।অনুদান ফিরে গেছে গোষ্ঠীবিবাদের সৌজন্যে।কালো পতাকা থেকে মহিলাদের ঝাঁটা হাতে গালিগালাজ সবই পেয়েছেন তিনি! পঞ্চায়েত ভোটে কোন আসনে তাঁর অনুগামীদের দাঁড় করাতেও পারেননি সিদ্দিকুল্লাহ।এই নিয়ে নানান ক্ষোভ দেখিয়েছেন মঙ্গলকোট বিধায়ক। সরকারী নিরাপত্তারক্ষী - গাড়ী ছেড়ে দেওয়া।রাজভবন কিংবা বিকাশভবন না যাওয়া।রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও যোগ দেননি তিনি।সিদ্দিকুল্লাহের এহেন দোদুল্যমান অবস্থা দেখে তৃনমূল সংখ্যালঘু মুখের সন্ধানে নেমে পড়েছে বলে খবর।ইতিমধ্যে তারা ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি কে শিক্ষামন্ত্রী কে দিয়ে ডাক পাঠিয়েছিলেন।মুকুল রায় ঘনিষ্ঠ ত্বহা সিদ্দিকি তৃনমূলের এই ফাঁদে পা দেননি। সংবাদমাধ্যম কে জানিয়েছিলেন তিনি " তৃণমুলের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মন্ত্রীরা কত কঠিন অবস্থায় আছেন, তাতে তিনি অবগত"।এমনকি এক ইসলামিক জলসায় যোগ দেওয়ার পূর্বে কোলাঘাটে এক লজে তৃনমূলের অন্দরে মাথাব্যথা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে একান্তে আলোচনা চালান ত্বহা সিদ্দিকি।এই মুহুত্যে বাংলা জুড়ে প্রভাব আছে মু্হাম্মদ কামরুজাম্মানের।'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ' সহ ইমাম - মোয়াজ্জেনদের সংগঠনের কর্মকর্তা তিনি।অতীতে বাম আমলে মাদ্রাসা ছাত্র ইউনিয়ানের রাজ্য সম্পাদক হিসাবে সিপিএম নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি।সারা বছরই নানান অরাজনৈতিক আন্দ্রোলনে জনসমাগম করাটা তাঁর সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ মাত্র।কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন আন্দ্রোলন চালান, আবার রাজ্যসরকারকেও রেয়াত করেননা তিনি বিভিন্ন বিষয়ে।পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু মানুষদের প্রাণহানি নিয়ে তাঁকে সরব হতে দেখা গিয়েছে।তাই তৃনমূল নেতৃত্ব এহেন সংখ্যালঘু নেতা কে সিদ্দিকুল্লাহের বিকল্প হিসাবে পাবে কিনা, তার নিশ্চয়তা নেই।প্রগেসিভ ইয়ুথ ফ্রন্টের রাজ্য সভাপতি সিরাম আলী, ফারুক আহমেদ  সহ বেশকিছু সংখ্যালঘু সংগঠনের কর্মকর্তা আগামী লোকসভা নির্বাচনে তৃনমূলের সংখ্যালঘু মুখ হিসাবে ব্যবহার করার রণনীতি নেওয়া হচ্ছে বলে তৃনমূলের একাংশ সুত্রে প্রকাশ।আগামী লোকসভা নির্বাচনে বিজেপির উগ্র হিন্দুত্বের লড়াই করতে তৃনমূল বাংলায় ত্রিশ শতাংক মুসলিম ভোট কে নিজেদের সপক্ষে রাখতে সংখ্যালঘু মুখ আবশ্যিক হয়ে দাঁড়াবে ভোটব্যাংক অটুট রাখতে।সিদ্দিকুল্লাহ চৌধুরীর পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানান অবস্থান তৃণমূল নেতৃত্ব কে এখন থেকেই বিকল্প খোঁজবার পথ কে প্রশস্ত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ বৈঠক উত্তরবঙ্গ মন্ত্রীর

সুজিত ঘোষ

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে WBTSTA এর সদস্যদের সাথে নির্বাচনী আলোচনায় জেলা সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।

মহিলা ফুটবল ম্যাচে প্রচার শালবনির সন্দিপের

সুকান্ত ঘোষ

মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ, তাও আবার সংখ্যালঘু অধুষ্যিত এলাকায় মেয়েদের স্বনির্ভরতা র লক্ষ্যে। পশ্চিম মেদিনীপুর জেলায় ফুটবল খেলে জীবনে সরকারি চাকরি পেয়ে স্বনির্ভর হওয়া একদল তরুনী দের নিয়ে আজকের কিশোরীদের আগামীর জন্য উদ্দীপ্ত করা। এক অভিনব জনসংযোগের মাধ্যামে আজকের নির্বাচনী প্রচার করলেন, এই বাঁকিবাঁধ গ্রাম। পঞ্চায়েতের বেনাচাপড়া অংশে পঞ্চায়েত সমিতির প্রার্থী শালবনীর যুবসমাজের আইকন সন্দীপ সিংহ। এখানে উল্লেখ্য মহিলাদের ফুটবল জেলা জুড়ে আজ যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার অন্যতম কান্ডারী জেলা ক্রীড়ার গুরুত্ববহ পদে থাকা সন্দীপ। আজকের খেলায় মহিলাদের উতসাহ দিতে প্রায় হাজারেরও বেশী দর্শক উপস্থিত ছিলেন এবং মহিলাদের উপস্থিতি ছিলো নজরকাড়া। এখানে উপস্থিত  আঞ্চলিক নেতৃত্ব ও যুব নেতৃত্ব সন্দীপ সিংহকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন রাখেন। সন্দীপ তার ভাষনে মহিলাদের স্বনির্ভর করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাবনা ও প্রকল্পগুলির কথা বলেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন।

গরীব মেয়ের শাদিতে সাহায্য ময়নাগুড়ির সমাজসেবীর

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রবিবার সকাল থেকেই ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের সরকার পাড়ার রক্ষিত সরকারের কন্যা বিশাখা সরকারের বিয়ে উপলক্ষে সমাজসেবি রবিউল ইসলাম, সঞ্জয় আগারওয়াল সহ প্রায় ৫০জন প্রতিবন্ধী পুরুষ ও মহিলা বিয়ে বাড়িতে সামিল হন।বিশাখার বিয়ে উপলক্ষে সকাল থেকেই বিয়ে বাড়ির ব্যস্ততা তুঙ্গে।কেউ মঞ্চ সাজাচ্ছেন,কেউ কনে সাজানোতে ব্যস্ত,কেউ আবার রান্নার কাজে ব্যস্ত।অতি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে হলেও আন্তরিকতার স্পর্শে বিয়ে বাড়ি জমজমাট।
এক দিকে যখন ছেলের বাড়ি থেকে ব্যস্ত জলপাইগুড়ি মহিত নিগরের ডাঙ্গাপাড়া পাত্র তাপস বিশ্বাসের বাড়ির লোকেরা কোণেকে আশীর্বাদে ব্যস্ত ঠিক তখনই ময়নাগুড়ির একটি সমাজ সেবি সংগঠনের সদস্য রবিউল ইসলাম,স্বপ্না সরকার সবুজ কে বাচানোর লক্ষ্যে মেহুগুনি গাছের চারা কোনে সহ সকলের হাতে তুলে দিয়ে আশীর্বাদ করেন তারা।তারা চান বিশাখার আগামী বৈবাহিক জীবন শান্তি এবং মঙ্গল ভাবে কাটুক এই কামনাই করেন ঈশ্বরের কাছে।এ ছাড়াও এই বিয়ে বাড়িতে আর্থিক ও বিয়ে বাড়ির দ্রব্য সামগ্রী তুলে দেন পরিবারের হাতে সমাজসেবক রবিউল ইসলাম।

শান্তিপুরে বাড়ীতে ঢুকে বিজেপি প্রার্থীর মহিলাদের মারধোর

শ্যামল রায়

প্রার্থীকে বাড়িতে না পেয়ে তাঁর জা ও শাশুড়িকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া জোলপাড়া এলাকায়। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।শান্তিুপুরের বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে BJP-র হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন উজ্জ্বলা বিশ্বাস। অভিযোগ, মনোনয়ন তোলার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন একদল দুষ্কৃতী। আতঙ্কে এলাকাছাড়া ছিলেন তিনি। গতরাতে উজ্জ্বলাদেবীকে বাড়িতে না পেয়ে তাঁর অন্তঃসত্ত্বা জা ও শাশুড়িকে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বাড়ি ভাঙচুর করে লুটপাটও করা হয়। উজ্জ্বলাদেবী বলেন, জাকে মারার পর তাঁর রক্তপাত হতে থাকে। তাঁকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে  শান্তিপুর থানার পুলিশl

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

মনোনয়ন পেশ নিয়ে সিদ্দিকুল্লাহ গর্জিয়েও কেন বর্ষালেন না!

মোল্লা জসিমউদ্দিন

যেভাবে গর্জিয়ে ছিলেন, ঠিক সেভাবে বর্ষালেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী ।প্রথমপর্বে মনোনয়ন পেশের শেষের দিনের পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে তিনি সরাসরি দলের সাথে সংঘাতে নেমেছিলেন।বিভিন্ন সংবাদমাধ্যমে মনোনয়ন পেশে গা জোয়ারি নিয়ে তিনি ক্ষোভ ব্যক্ত করেছিলেন।রামনবমী - হনুমান জয়ন্তী নিয়ে বিজেপির হাত শক্ত করার অভিযোগও তিনি তুলেছিলেন।সেইসাথে সরকারি নিরাপত্তারক্ষী - গাড়ী ছেড়ে দেওয়া, রাজভবন - বিকাশভবন না যাওয়া এমনকি রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গড়হাজির থেকে মুখ্যমন্ত্রী কে তাঁর তীব্র অসন্তোষ এইবিধ অবস্থানে বুঝিয়ে দেন।ঠিক এইরকম পেক্ষাপটে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন ২৩ তারিখে মনোনয়ন পেশের বাড়তি সময় দেয়।উল্লেখ্য এরমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরী কে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মঙ্গলকোটের ৩৪ টি আসন সিদ্দিকুল্লাহের অনুগামীদের জন্য বরাদ্দকৃত করেন।ওয়াকিবহাল মহল মনে করেছিল যে, ২৩ এপ্রিলের পূর্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর আসনরফার বিষয়টি সিদ্দিকুল্লাহের পক্ষে ইতিবাচক দিক।আর কোন বাধায় রইলো মঙ্গলকোটের বুকে।এমনকি মঙ্গলকোটের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল জানিয়েদেন - ওই ৩৪ টি আসনে মনোনয়ন পেশ করা দলের কর্মীরা মনোনয়ন প্রত্যাহার করে নিবেন।সেইজায়গায় স্থানীয় বিধায়ক তাঁর অনুগামীদের তৃনমূলের পক্ষে মনোনয়ন জমা দিবেন। অথচ ২৩ এপ্রিল দেখা গেলো মঙ্গলকোটের কোন আসনেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কোন অনুগামীরা মনোনয়ন পত্র তুলতে গেলেন না? এক বিধায়ক অনুগামী পদপ্রার্থী বলেন -" সাহেব কে আগের দিন ফোন করলাম, উনি বললেন মনোনয়ন পেশ করতে যেওনা, খুন হয়ে যাবে"।প্রায় অনুগামী পঞ্চায়েত ভোটের পদপ্রার্থীদের ফোন করে এই নির্দেশ দেন মঙ্গলকোট বিধায়ক।শুধুই কি দলীয় সন্ত্রাস কিংবা পুলিশি হয়রানী জনিত কারণ?  নাকি অন্য অংক রয়েছে এই ঘোষিত আসনরফা থেকে নিজেকে সরিয়ে নিতে? যদি সন্ত্রাসই মুখ্য কারণ হয়, তাহলে প্রথমপর্বে মনোনয়ন পেশ করাতে ব্যর্থ হয়ে যে 'বয়কট' কর্মসূচী গুলি নিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী,  তাহলে দ্বিতীয় পর্বে মনোনয়ন পেশের সূযোগ তাও মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়েও কেন উদ্যোগী হলেন না সিদ্দিকুল্লাহ?  এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যরাজনীতিতে।তাহলে কি কোন কিছুর বিনিময়ে মঙ্গলকোট কে 'বলিদান' দিলেন সিদ্দিকুল্লাহ! হ্যা গত দুবছরে মঙ্গলকোটে যে পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন তিনি, সেখানে মঙ্গলকোটের প্রতি তাঁর কোন মোহ না থাকারই কথা।মঙ্গলকোট ব্লক,পঞ্চায়েত সমিতি, থানা সহ প্রতিটি গ্রামপঞ্চায়েতে তিনি ব্রাত্য। সর্বত্রই বয়কটের মধ্যে রয়েছেন তিনি।কালো পতাকা থেকে মহিলাদের হাতে ঝাঁটা জুতো সবই দেখেছেন দলের ক্ষমতাসীন গোষ্ঠীর সৌজন্যে।আর পঞ্চায়েত ভোটের আসনরফায় পনেরো টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র চৌত্রিশ টি আসন পেয়েছেন। কোন পঞ্চায়েতে একটি আবার কোথাও চারটি।তাই কোন পঞ্চায়েতে এককভাবে  ক্ষমতা দখল সম্ভব ছিলনা সিদ্দিকুল্লাহের পক্ষে।তাই অনেক ভাবনাচিন্তা করে মঙ্গলকোট তিনি বলিদান দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।এহেন বলিদানের বিনিময়ে কি পাবেন বলে আশা সিদ্দিকুল্লাহ চৌধুরীর? দাবিদাওয়া গুলি তিনি সরাসরি বলেন না, বলে জমিয়ত উলেমা হিন্দের কমিটি।চলতি মাসে দ্বিতীয় মনোনয়ন পেশের প্রাক্কালে জমিয়ত উলেমা হিন্দের রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।সেখানে সব নেতারা সহমত পোষণ করে জানান - সাম্প্রদায়িক বিজেপি কে রুখতে তৃনমূল কে এই মুহুত্যে প্রয়োজন আছে।সিদ্দিকুল্লাহ সাহেব তিনটি দপ্তর অত্যন্ত দক্ষতার সাথে সামলাছেন।তবে সংখ্যালঘু কিংবা মাদ্রাসা দপ্তর তাঁকে দেওয়া হোক।কেননা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য জমিয়ত উলেমা হিন্দের সভাপতির পাশাপাশি হাজারের বেশি খারিজি মাদ্রাসার কর্মকর্তা হিসাবে রয়েছেন। এহেন নানান দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দেওয়া হবে বলেও ওই রাজ্য কমিটির বৈঠকে স্থির হয়।তাই ওয়াকিবহাল মহল মনে করছে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর তৃনমূল সিদ্দিকুল্লাহ কে মন্ত্রিত্বের স্বাদ দিলেও, স্থানীয় বিধায়কের ক্ষমতা দেয়নি।উল্টে পঞ্চায়েত ভোটে কোন অনুগামীকেই  মনোনয়ন পেশের সুযোগ না দিয়ে সিদ্দিকুল্লাহ কে রাজনৈতিক সন্ন্যাসের বন্দোবস্ত করে দিয়েছে তৃনমূল। তাই অবস্থা বেগতিক দেখে দলের বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়ে বাড়তি মন্ত্রক (সংখ্যালঘু / মাদ্রাসা)  চাইছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাতে দগদগে ক্ষত মঙ্গলকোট কে একপ্রকার বলিদান দিয়েই।পঞ্চায়েত ভোটের আগে যতবার মঙ্গলকোট গেছেন তিনি।তাতে কোনবার কালো পতাকা, কখনও বা মহিলাদের ঝাঁটা জুতো দেখেছেন। এমনকি তাঁর বিধায়ক অফিসে তালা মেরে দিয়েছেন ঘরমালিক।এছাড়া স্থানীয় গ্রামপঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি, ব্লক, থানা, স্থানীয় নেতৃত্বর বয়কট তো আছেই।তাই সবদিক বিবেচনা করে মঙ্গলকোটের রাজনীতি থেকে হাত গুটিয়ে নিলেন সিদ্দিকুল্লাহ।শেষ আশা হিসাবে পঞ্চায়েতে প্রতীক বিলিটুকুও চলে যাওয়ায় হতাশ সিদ্দিকুল্লাহ আপস করলেন শীর্ষ নেতৃত্বর সাথে।এইরুপ মনে করছে রাজনীতিবিদরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER