সন্দীপ সিংহ
শালবনী ব্লকের লালগেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে, সরবেড়িয়া থেকে জয়পুর পর্যন্ত ৪ কিলোমিটার পথ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো - পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে জয়লাভ করার পর সিপিমএর প্রাক্তনদের সাথে নিয়ে বিজেপি ক্রমাগত তান্ডব চালাচ্ছে ,সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর ও হুমকি দেওয়া থেকে শুরু করে নির্মিত সরকারি সম্পত্তি ( ডিপ টিউবওয়েল)ভাঙচুর করেছে, এরই প্রতিবাদে এবং ২১ সে জুলাই ধর্মতলা চলো ডাক এবং ৬ ঐ জুলাই মেদিনীপুর চলো ডাকে এই পদযাত্রা, প্রচন্ড রোদ গরমের মধ্যেও ৫০০০ এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে, মিছিলে নেতৃত্ব দেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , বিধায়ক শ্রীকান্ত মাহাত, কাসেম খান , গৌতম মাহাত, বুলবুল হাজরা, অসিত ঘোষ , রামপদ মাহাত- প্রমুখ ।