মোল্লা জসিমউদ্দিন,
দুদিন আগে বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির কর্মকর্তা মুকুল রায় বলেছিলেন উত্তরবঙ্গের দুই দফার ভোটপর্বে ৫ টি আসনের মধ্যে সবকটি আসনে বিজেপি জিতে গেছে। এরেই মধ্যে শুরু হয়ে গেল চাপানউতোর। শনিবার কাটোয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে তৃনমূল যুবরাজ তথা ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন - চলতি লোকসভা নির্বাচনে দুই দফার ৫ টি আসনেই তারাই অর্থাৎ তৃনমূল জিতে গেছে। শুধু তাই নয়, বাকি ৩৭ টিও জিততে চলেছে তৃনমূল। এককদম এগিয়ে অভিষেক বলেন - ২৩ শে মে বিজেপি ইহলোক ছেড়ে পরলোকে যাবে বিজেপি। সবাই বিজেপির শেষ যাত্রায় হরিবোল ধবনি তুলবে। ওই দিনই রাস্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে ইস্তফাপত্র দেবেন। শনিবার বিকেল ৩ টের দিকে কাটোয়া শহরে টাউনহল এথলেটিক্স মাঠে বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে তৃনমূল প্রার্থী সুনীল মন্ডল ছাড়াও স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতার বিধায়ক সুভাষ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন । এদিন অভিষেক বলেন - "প্রথম ও দ্বিতীয় দফার ৫ টি আসনের ভোটে আমরা ৫ টাতেই জিতে রয়েছি। বাকি ৩৭ টি আসনেও বিজেপির দফারফা করব। আগামী ২৩ শে মে টিভির পর্দায় দেখবেন বিজেপি নেই, চারদিকে শুধুই তৃণমূল৷"গণনার দিনে প্রথম রাউন্ডেই ৫ হাজার ভোটে এগিয়ে যাবেন বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী বলেও আশস্ত করেন সভায় আগত কর্মী সমর্থকদের কে।উল্লেখ্য বর্ধমান পূর্ব কেন্দ্রের অধীনে রয়েছে কাটোয়া বিধানসভা এলাকা। এই এলাকায় শাসকদল হিসাবে তৃনমূল ভালো জায়গায় নেই। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে সমগ্র কাটোয়া মহকুমা বিরোধীশুন্য হলেও দুশ্চিন্তায় ভুগছে শাসক শিবির৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে হাজারের কাছাকাছি ভোটে জিতেন কংগ্রেস ছেড়ে আসা তৃনমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় কংগ্রেস। আবার ২০১৫ সালে পুর নির্বাচনে কাটোয়ায় অর্ধেক আসন করে পেয়েছিল কংগ্রেস ও তৃনমূল। এমনকি দাঁইহাট পুরসভাটি সিপিএম এককভাবে জিতে তাক লাগিয়ে দিয়েছিল রাজনীতি কারবারিদের কে। যদিও কাটোয়া ও দাঁইহাট পুরসভা দখল নেয় তৃণমূল।২০১৪ সালে কাটোয়া এলাকায় বিজেপির অলৌকিক ভোটব্যাংক বেড়ে যায়। এছাড়া শাসকদল হিসাবে তুণমুল চরম অন্তদ্বন্ধে রয়েছে । কাটোয়া পুরসভা দখল করার ট্রাম্প কার্ড জঙ্গল সেখ গাঁজার মামলায় সপরিবার জেলে বন্দী। অভিযোগ দলের প্রভাবশালী নেতাদের ষড়যন্ত্রে শিকার সে। ঠিক এইরকম পেক্ষাপটে কাটোয়ায় তৃণমূলের এই মুহুর্তে নাম্বার টু খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দিয়ে সভা করিয়ে ভোট ব্যাংক অটুট রাখার চেষ্টা স্থানীয় তৃনমূলে। ওয়াকিবহাল মহল মনে করছে, পূর্ব বর্ধমান কেন্দ্রের আওতায় থাকা কাটোয়া বিধানসভা এলাকায় এবার চতুর্মুখি লড়াই হবে। সেই হাওয়া বুঝে অভিষেক কে দিয়ে আজ সভা সারলো জেলা তৃণমূল নেতৃত্ব।