মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯
ধর্ষক - খুনি বাইরে, কদম্বগাছিতে জনপ্রতিবাদ
সোমবার, অক্টোবর ২১, ২০১৯
বসিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশন সভা সারলো
রবিবার, অক্টোবর ২০, ২০১৯
শোভাবাজারের পথশিশু দের বিজয়া সম্মিলনী আয়োজন করলো 'সু সম্পর্ক '
ঢোলাহাটে যুবকের পুকুরে দেহ উদ্ধার
ডেঙ্গু পীড়িত কে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো কাঁকুড়গাছির চারিং ক্রস নার্সিংহোম
শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯
দিদি কে বলো কর্মসূচি তে ব্যাপক সাড়া শালবনী ব্লকে
'সু সম্পর্ক' এর বিজয়া সম্মিলনী শোভাবাজারে
বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯
খোসবাগানের যানজট দেখতে হাজির এসপি
হুগলিতে চলছে ত্রিশ ফুটের কালি ঠাকুর করার কাজ
বুধবার, অক্টোবর ১৬, ২০১৯
রাজ্যের নামি সরকারি হাসপাতালে দুঃব্যবহারের শিকার
সঙ্গীত শিল্পী ব্রজেন চক্রবর্তী র স্মরণসভা
এপিজে কালামের ৮৮ তম জন্মবার্ষিকী আসানসোলে
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
শ্বাশুড়ি খুনে গ্রেপ্তার গুনধর জামাই
হাতির হানায় জখম ৫ কৃষক
শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯
'ও বন্ধু আমার' ছবির সিডি রিলিজ
রাজকুমার দাস ,
'ও বন্ধু আমার' সিনেমার ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান হল। এই ছবিতে যে সকল অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন তারা হলেন-মিত, রিতিকা, অরুণ ব্যানার্জী, অনুরাধা রায়, মৌসুমি সাহা, খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত প্রমুখ। সিনেমার গল্প টা এই রকম- আদি হল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমন একজন মেধাবী ছেলে যার জন্য কলেজের প্রত্যেকটা মেয়ে পাগল। তার হাঁটাচলা, কথাবার্তা এমনকি তার মুচকি হাসি দেখার জন্য মেয়েরা তার আশেপাশে সারাদিন ঘোরাফেরা করে। প্রতিদিন মেয়েদের কাছ থেকে প্রপোশ পেতে পেতে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তার। কিন্তু সে কখনও কোনও মেয়ের প্রপোশাল একসেপ্ট করেনি। কিন্তু একদিন সেই অঘটন'টাই ঘটে গেল তার জীবনে। রুহী'কে প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গেল আদি। অনেক চেষ্টার পর মজার একটা ঘটনার মাধ্যমে তাদের প্রেম'টা হয়ে গেল ঠিকই কিন্তু তারপরেই শুরু হল আসল বিপত্তি। রুহীর বাবার সাথে শত্রুতা মেটাতে কালিশঙ্কর রুহীর ওপর আক্রমণ করে বসলো এবং মাথায় আঘাত পেয়ে রুহী তার জীবনের ফেলে আসা দিনের সমস্ত কিছু ভুলে গেল, ভুলে গেল আদিকেও। এরপর শুরু হল আদির জীবনের আসল লড়াই। একদিকে তার ভালোবাসা ফিরে পাওয়ার লড়াই। অন্যদিকে রুহীকে আঘাত করার বদলা। শেষপর্যন্ত কি পারবে আদি তার ভালোবাসার মানুষ'কে সুস্থ করে তার স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি সারাজীবন দূর থেকে ভালোবেসে যাবে তাকে? জানতে হলে দেখতে হবে 'ও বন্ধু আমার'।এই সিনেমার প্রযোজক গোপাল চৌধুরী, পরিচালক সঞ্জয় দাস, সংগীত পরিচালক জয়-অঞ্জন। গায়ক কুমার শানু, জুবিন গর্গ, পালক মুছল, রাজ বর্মন, শান ও বিরিনা পাঠক।
বুধবার, অক্টোবর ০৯, ২০১৯
বিধান শিশু উদ্যানে মিলনোৎসবে চাঁদের হাট
মোল্লা জসিমউদ্দিন,
প্রতিবারের মত এবারেও কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে শারদীয় মিলনোৎসব আয়োজিত হল। মহালয়ার পর থেকেই পুজোর প্রস্তুতি চলেছে এখানে । অফিসঘরের মূল ফলকে 'মা দুর্গা'র মণ্ডপসজ্জা ছিল। পশ্চিমবাংলার প্রয়াত জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের যথার্থ উত্তরসূরী সর্বভারতীয় কংগ্রেস নেতা ও শিশুপ্রেমী সমাজসেবী অতুল্য ঘোষ বিপুল আয়তন বিশিষ্ট পরিসর নিয়ে বিধান শিশু উদ্যোন গড়েন। যেখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন কর্মকান্ড চলে। সাঁতার - ছবি আকা - যোগব্যায়াম এর পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক অনুশীলন চলে এখানে। বিধান শিশু উদ্যানের সাথে ব্যাংলার বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। সাংবাদিক থেকে রাজনীতিবিদ, আবার বিজ্ঞানী থেকে প্রাবন্ধিক। বছরের একটা দিন বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ প্রাক্তন পড়ুয়া সহ অভিভাবকদের পাশাপাশি যারা এই সংগঠনে যুক্ত। তাঁদের কে নিয়ে মিলনোৎসবের আয়োজন করে থাকে। শারদীয়ার নবমীর সারাটা দিন পূন মিলনোৎসব হল এখানে। শতাধিক বিশিষ্টজনদের পাশাপাশি বর্তমান পড়ুয়ারা তাদের অভিভাবকদের নিয়ে আসে। টিফিন - দুপুরের বাঙালিয়ানার মাছভাতের আয়োজন ছিল এবার। এই মিলনোৎসবে এসেছিলেন প্রাক্তন নকশাল নেতা অসীম চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক মিহির গাঙ্গুলি, সু পরিচিত প্রাবন্ধিক আব্দুর রউফ, বিড়লা তারামন্ডলের ডিরেক্টর, সাহিত্যিক একরাম আলী প্রমুখ। বিধান শিশু উদ্যানের পরিচালক গৌতম তালুকদার বলেন - " বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আমরা আমাদের সাথে যুক্তদের নিয়ে এক মিলনোৎসবের আয়োজন করে থাকি "। নবমীর সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক বিশিষ্টজনদের দেখা গেল বিধান শিশু উদ্যানে সপরিবারে পুজোর আনন্দ উপভোগ করতে।
বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯
আশা আছে, ভালোবাসাও আছে ; কালির্টা মারিয়া মোহিনী
গোপাল দেবনাথ,
আশা আছে, ভালোবাসাও আছে : কার্লিটা মারিয়া মোহিনী
এদেশে জেলকে এখন বলা হয় সংশোধনাগার। অপরাধীদের বন্দি করে শাস্তি দেওয়া এখন লক্ষ্য নয়। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত জেলের বাইরে চার দেওয়ালের মধ্যে রেখে অপরাধীদের চারিত্রিক সংশোধনই লক্ষ্য। রাজ্যের বর্তমান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তাই পূর্বসূরিদের পথেই চলছেন। সংশোধনাগারে লঘু গুরু নানা অপরাধের নানা অপরাধীরা থাকেন। কেউ কেউ আবার অপরাধী নন। কিন্তু প্রমানাভাবে অপরাধী তকমা পেয়েছেন। থাকেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামিরাও। রাজ্যসরকার এদের জন্য মুক্ত কারাগারেরও ব্যবস্থা করছেন। সংশোধনাগারের প্রশাসনিক কর্তারা এখন অনেক উদার দৃষ্টিতে এই সামাজিক সমস্যাগুলিকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছেন। বিষয়টি বাস্তবে রূপ পাচ্ছে অলকানন্দা, নাইজেল, আকারার মতো মানুষজনের সাহচর্যে। এবার এগিয়ে এলেন ইন্দো -ব্রাজিলিয়ান কণ্ঠশিল্পী কার্লিটা মারিয়া মোহিনী। প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের দিয়ে নির্মাণ করলেন গানের এলবাম 'আমার আশা'। ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ ভাষায় বাংলার লোকসংস্কৃতিকে ফিউশনে রূপ দিয়েছেন তিনি। শিল্পীর প্রশংসার সঙ্গে সাধুবাদ প্রাপ্য সংশ্লিষ্ট করা দফতরের আধিকারিকদের। এলবামটি চিত্রায়িত হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে। কিন্তু সবুজে ঘেরা বাগানে উজ্জ্বল দিনের আলোতে দেখা গেছে দন্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষগুলোর মুখে স্বীকৃতির অনাবিল সুখ। কার্লিটা তাঁর এই বিপ্লব ছড়িয়ে দিতে চান ভারতের সবকটি সংশোধনাগারে। সমাজের মূল স্রোতে অপরাধীদের ফিরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপের এই কর্মযজ্ঞে তাঁর পরবর্তী লক্ষ্য মুম্বাই। এখন তাঁর বাসস্থান যে ওখানেই।
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আমারুণে ২ নং পঞ্চায়েত এলাকায় বিধায়কের বস্ত্রবিলি
আমিরুল ইসলাম ,
আমারুন দু'নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান।
জাতির জনক মহাত্মা গান্ধীর 150 তম ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 তম জন্মদিন উপলক্ষে ভাতার ব্লকের আমারুন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খেরুর গ্রামের
শিবতলাই। প্রায় 10 বছর ধরে হয়ে আসছে এই অনুষ্ঠান।এখানে শতাধিক মানুষকে বস্ত্র দান করা হবে পাশাপাশি বেশকিছু ছাত্র-ছাত্রীদেরকে সম্মান জানানো হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, আমারুন2 নম্বর অঞ্চলের প্রধান অজয় সিং, উপপ্রধান সেখ সাহানাজ আলী,বর্ধমান 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মদক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বাসুদেব যশ, আমারও নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা পাপাই পাসারি সহ বিশিষ্ট ব্যক্তি জন।
এলাকার মানুষ খুশী নতুন বস্ত্র পেয়ে।
ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান,আমারুন 2 নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জানানো হচ্ছে।বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময়ই কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন সাধারণ মানুষের পাশে থাকার। তাই আমারুন দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ।
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আজ আলিপুর কোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেপ্তারি নিয়ে শুনানি
মোল্ল জসিমউদ্দিন,
এ যেন ক্রিকেটে ভারত পাকিস্তানের হাড্ডাহাড্ডি ম্যাচ। সিবিআই বনাম রাজীবের মুখোমুখি আইনী লড়াই ঘিরে জমজমাট সর্বভারতীয় রাজনৈতিক পেক্ষাপট। প্রধানমন্ত্রী - মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরেও রাজীব ইস্যু তে সরব বিরোধী দল সহ কেন্দ্রের শাসকদলও। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের নজর কলকাতার আলিপুর আদালতের দিকে। কেননা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা এডিজি ( সিআইডি) রাজীব কুমারের গ্রেপ্তারি নিয়ে মামলার শুনানি রয়েছে। সিবিআই চাইছে আইপিএস রাজীব কুমারের গ্রেপ্তারি। তাই গ্রেপ্তারি পরোয়ানা যাতে জারী হয় সেই ব্যাপারে সওয়াল চালাবে। অপরদিকে রাজীবের আইনজীবী গোপাল হালদার বুধবার দুপুরে কলকাতার আলিপুর আদালতে ৯ নং কোর্টে এসিজেম সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে আইপিএস রাজীব কুমারের পক্ষে এক পিটিশন দাখিল করেছেন । যেখানে সিবিআইয়ের গ্রেপ্তারি পরোয়ানাতে তাদের বক্তব্য যেন শোনা হয়। সেই আর্জি রাখা হয়েছে। ইতিমধ্যেই সেই আর্জি আলিপুর আদালত গ্রহণ করেছে। তবে মামলা টি কোন আদালতের এক্তিয়ার রয়েছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা গত মঙ্গলবার বারাসাত আদালতে বিধায়ক - সাংসদ সংক্রান্ত এজলাসে বিচারক আগাম জামিনদানে কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে কোন এক্তিয়ার নেই বলে জানিয়েছে। সেই একই কথা উত্তর ২৪ পরগণা জেলা ও দায়রা বিচারক এই মামলার শুনানিতে জানিয়েছেন। তবে মামলাটি আলিপুর আদালতে শুনানির জন্য পাঠানো হয়েছে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় বিশেষ আদালত গঠন হয়েছে। সারদা মামলায় তৎকালীন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ গ্রেপ্তার হওয়ায় কলকাতা হাইকোর্ট এর নির্দেশে এই মামলার নথি ( কেস ডাইরি) বারাসাত আদালতের এমএলএ - এমপি এজলাসে পাঠানো হয়েছিল। তাই কলকাতা হাইকোর্টের পুনরায় নির্দেশ ছাড়া বারাসাত আদালত এই মামলা ট্রান্সফার কিংবা আলিপুর আদালত শুনানি করতে পারে কিনা, তা নিয়েও আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন।গত মঙ্গলবার রাজীব মামলায় বারাসাত আদালতে শুনানি চলেছে। তাই মামলার নথিপত্র আলিপুর আদালতে বুধবার আসেনি। কেননা মামলার নথিপত্র এক আদালত থেকে অন্য আদালতে পৌঁছাতে নুন্যতম একদিন সময়সীমা লাগে। তবে বুধবার আলিপুর আদালতে এসিজেম এজলাসে আইপিএস রাজীব কুমারের আইনজীবী দাখিল করা পিটিশনে জানিয়েছেন - সিবিআইয়ের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু বিষয়ে যেন তাদের বক্তব্য শোনা হয়। একতরফা শুনানি যাতে না হয় সেজন্য এই আবেদনটি। ইতিমধ্যেই আলিপুর আদালতের এসিজেম সুব্রত মুখোপাধ্যায়ের তা গ্রহণ করেছেন। যা আইপিএস রাজীব কুমারের পক্ষে কিছুটাও স্বস্তির। রাজীবের আইনজীবীর প্রশ্ন - "গত শুক্রবার কলকাতা হাইকোর্টের সিবিআইয়ের সমন খারিজ মামলায় রায়দানের আগে পর্যন্ত রাজীব কুমার ছিলেন সারদা মামলায় একজন সাক্ষী, রক্ষাকবচ তুলে নেওয়ার নির্দেশিকার পরেই কিভাবে সিবিআই আইপিএস রাজীব কুমার কে এই মামলার অভিযুক্ত করলো"? অপরদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তা কে গ্রেপ্তার করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন বলেও রাজীবের আইনজীবী দাবি করেছেন। তবে সিবিআইয়ের তরফে সারদা কোম্পানির দেবযানীর ইডি কে দেওয়া তথ্য হাতিয়ার হিসেবে উঠে এসেছে। দেবযানী জানিয়েছিলেন -' বিধাননগর পুলিশ সারদা অফিসে বাজেয়াপ্ত করার সময় সারদার পেমেন্ট বিষয়ক ক্যাশবুক ও দুটি ডাইরী নিয়ে গেছে'। এছাড়া সম্প্রতি সিবিআই অফিসে জেরার সময় সারদা মামলায় প্রথম পর্বে তদন্তকারী পুলিশ অফিসাররা তাদের বক্তব্যে আইপিএস রাজীব কুমারের নেতৃত্বে তদন্ত চালনা হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন। এই বিষয় গুলি আইপিএস রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে সিবিআই তুলে ধরতে চায় বলে প্রকাশ। কলকাতা হাইকোর্ট এর বিচারপতি মধুমতী মিত্রের এজলাসে রাজীবের সমন খারিজ মামলায় যা সিবিআইয়ের আইনজীবী বারবার সওয়াল-জবাবে জানিয়েছেন।তথ্য প্রমাণ লোপাট অভিযোগে সিবিআইয়ের দাবি - সারদা তদন্তে কম্পিউটারগুলিও সিপিইউ অর্থাৎ হার্ড ডিস্ক সহ পেন ড্রাইভ দেয়নি সিটের অন্যতম পদাধিকারী রাজীব কুমার। এছাড়া সারদা অফিসে সিসিটিভির ফুটেজ, ক্যাশবুক, ৪ টি ডাইরি লোপাট করেছেন রাজীব৷ এইবিধ নানান অভিযোগ সিবিআইয়ের আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে। ইতিমধ্যেই নবান্ন থেকে ডিজিপি সিবিআইয়ের রাজীবের অবস্থান জানার চিঠির প্রত্যত্তরে জানিয়েছেন - 'গত ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন এডিজি (সিআইডি)। ৩৪ নং পার্ক স্টিটের সরকারি বাসভবনেই অবস্থান ছুটি নেওয়ার চিঠিতে জানিয়েছেন রাজীব'।এখন দেখার আইপিএস রাজীব কুমারের রক্ষাকবচ সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার পর নিম্ন আদালতে বহাল থাকে কিনা? আজ অর্থাৎ বৃহস্পতিবার আলিপুর আদালতে ৯ নং কোর্টে এসিজেম সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে নজর গোটা দেশের।
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বলগনায় পথ দুর্ঘটনাতে জখম মোটরসাইকেল আরোহী
সুদিন মন্ডল, ভাতাড় :-সাতসকালেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো ভাতারে। ভাতারের বলগোনা গুসকরা রোডের পাটনা মোড়ের কাছেএকটি মারুতি গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।ঘটনায় গুরুতর আহত মোটরবাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন ।স্থানীয় সূত্রে জানা গেছে আহত মোটরবাইক আরোহীর নাম রিন্টু শেখ। বাড়ি নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর গ্রামে। পুলিশ বাইক ও মারুতি গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...