সোমবার, অক্টোবর ২৮, ২০১৯
সারেঙ্গাতে বস্ত্রবিলি হল
রবিবার, অক্টোবর ২৭, ২০১৯
গরুপাচারে তৃণমূল কে সিবিআই দিয়ে জব্দ করতে চায় বিজেপি!
উরশেও এনআরসি ইস্যু তুললেন রাজ্যের মৎস্য মন্ত্রী
মোল্লা জসিমউদ্দিন
শনিবার সারাদিনব্যাপি পূর্ব বর্ধমানের সদর মঙ্গলকোট গ্রামে আস্তানা শরীফে হল পীর হজরত মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আল কাদেরীর ১৪ তম বাৎসরিক উরস মোবারক ।এই উরস মোবারকে এসেছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ আহমদ হাসান ইমরান, বাংলাদেশের ঢাকার সাংসদ নাগিদ সোহাগ, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের মেম্বার তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী আনসার মন্ডল, সেহেরাবাজার আল আমিন মিশন এর পদাধিকারী সফিকুল ইসলাম প্রমুখ। কয়েকশো বছর আগে পীর হজরত মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আল কাদেরী ধর্মীয় প্রচারে সূদুর ইরাকের বাগদাদ থেকে ভারত বর্ষে এসেছিলেন। সুফিবাদের প্রচারে মঙ্গলকোট কেই বেছে নিয়েছিলেন এই ধর্মীয় প্রচারক। শনিবার এই উরশ উৎসব মঞ্চে সভাপতিত্ব করেন সৈয়দ শাহ ফাদিল এরশাদ রাশুদ আলি আল কাদেরী। এরপর অধ্যাপক সৈয়দ শাহ মারহুনুল এরশাদ আলি আল কাদেরী কোরান ও হাদিসের পেক্ষাপটে কিভাবে সৌভ্রাত্ব বাড়ানো যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন। সৈয়দ শাহ ওয়ামিকুল এরশাদ আলি আল কাদেরী হুজুর কেবলার জীবন আদর্শের উপর আলোকপাত করেন এদিন মঞ্চে। শনিবার সদর মঙ্গলকোট গ্রামে সকালেই উরশের সূচনা ঘটে মিলাদ মেহফিলের মাধ্যমে। দুপুর একটা নাগাদ দ্বিতীয় পয্যায়ের সভা শুরু হয়। রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই পবিত্রস্থানে এসে মনে তৃপ্ত হয়েছেন, তা ব্যক্ত করেন৷ সেইসাথে এনআরসি নিয়ে বাংলা কে অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে একতা এবং সৌভাতৃত্বের পক্ষে সওয়াল চালান। কাজি নজরুল ইসলামের 'মোরা একই বৃন্তে দুটি কুসুম' কবিতার বাস্তবতা খুবই জরুরি তা সভায় আগত শত শত ভক্তদের বলেন মন্ত্রী। এরপর বোলপুর সাংসদ অসিত মাল 'ধর্ম কাউকে ছোট করাতে শেখায়নি' তা নিয়ে সপক্ষে বক্তব্য তুলে ধরেন। রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান বক্তব্য পেশে মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষাগুরু ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশখন্দ ( হামিদ বাঙ্গালী) এর সুফিবাদের প্রচারে মঙ্গলকোট তথা বাংলার অবস্থান তুলে ধরেন৷ কয়েশ বছর ধরে মুসলিমরা দিল্লীতে রাজত্ব চালালেও উত্তর - দক্ষিণ - পশ্চিম ভারতে মুসলিমদের সংখ্যা বাড়েনি। তবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম সংখ্যা বেড়েছে কেননা সুফিবাদের প্রচারের সার্বিক বিকাশ ঘটেছিল এইখানে।এই সুফিবাদের প্রচার সমসাময়িক ক্ষেত্রে আরও দরকার, তা নিয়ে কোরান শরীফের বিভিন্ন অংশ তুলে ধরেন ইমরান সাহেব। এই উরশে শুধু এই বাংলা নয় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের শত শত ধর্মপ্রাণরা এসেছিলেন। বাংলাদেশ থেকেও এসেছিলেন অনেকেই । ঢাকার সাংসদ নাগিদ সোহাগ, বাংলাদেশের শিল্পপতি মহম্মদ জাকারিয়া এই বাংলায় এসে অভিভূত তা বারবার ব্যক্ত
শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯
সাইকেল - মোটরসাইকেল রাখার ভূগর্ভস্থ পার্কিং জোন বর্ধমান শহরে
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুক্রবার চালু হলো বর্ধমান শহরের কার্জন গেট চত্ত্বর এলাকা সংলগ্ন ম্যান্ডেলা পার্কের পার্কিং জোন। এই পার্কিং জোনটি শুধুমাত্র দ্বিচক্রযান অর্থাৎ টু হুইলারের জন্য। বর্ধমানের ব্যস্ততম জনবহুল এলাকা বিসি রোডের যানজট কমাতে প্রায় বছর পাঁচেক আগেই ম্যান্ডেলা পার্কে ওই পার্কিং জোন তৈরী করার সিদ্ধান্ত নেয় বর্ধমান উন্নয়ন পর্ষদ । এর পর ভূগর্ভস্থ ওই পার্কিং জোন তৈরীর কাজ শুরু হয় ধীর কদমে।
উল্লেখ্য, বর্ধমান শহরের বিশেষত, বি,সি,রোডে রাস্তার দুদিকেই গাড়ি পার্কিং করে রাখায় যানজট নিয়ে জেরবার সাধারণ মানুষ। বি,সি,রোডে কোনো পার্কিং জোন না থাকায় সমস্যা বেড়েই চলছিল। আর তাই কার্জন গেটের উল্টোদিকে ম্যাণ্ডেলা পার্কের জায়গায় ভূগর্ভস্থ এই পার্কিংজোন তৈরীর প্রকল্প হাতে নেয় বর্ধমান উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যে বারকতক এই ম্যাণ্ডেলা পার্কের পার্কিংজোনের উদ্বোধনও করা হয়।
সম্প্রতি বর্ধমানে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের উদ্বোধন হয় এই পার্কিং জোনের। কিন্তু বাস্তবে তা চালু হয়নি। অবশেষে ২৫শে অক্টোবর শুক্রবার এই ভূগর্ভস্থ পার্কিং জোন চালু হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক ডঃ রবীরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা শাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, সহকারী সভাধিপতি দেবু টুডু, বিশেষ সমাজসেবী ও বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন রবিরঞ্জনবাবু জানিয়েছেন, এই পার্কিং এলাকা তৈরী করতে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এছাড়াও তিনি এই পার্কিং এলাকার সৌন্দর্য্যায়নের জন্য বিধায়ক তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছেন। এটা শুধুমাত্র পার্কিং জোন হিসাবেই তৈরী করা হয় নি, ত্রিতল এই পার্কিং জোনের ছাদে তৈরী করা হয়েছে ক্যাফেটিরিয়া, সুদৃশ্য ফোয়ারা, দুটি স্বর্ণ বর্নের বৃহৎ মঙ্গলঘট। ভূগর্ভস্থ পার্কিং জোনে থাকতে পারবে ১০১ টি দ্বিচক্রযান। সময়ানুযায়ী পার্কিং চার্জের লিস্টও ঝুলিয়ে দেওয়া হয়েছে সামনের দিকে। অন্যদিকে জেলা শাসক ও পুলিশ সুপার বর্ধমান শহরের যানজট মুক্ত করার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯
এসএসকেএম হাসপাতালের অভিযোগগ্রহণের নাম্বার অকেজো
নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা সুপারিন্টেন্ডেন্ট বা অন্য স্বাস্থ্য আধিকারিকদের অফিসে অভিযোগ জানাতে পারাটা সবার পক্ষে পরিস্থিতি অনুযায়ী সম্ভব নয়।
বুধবার, অক্টোবর ২৩, ২০১৯
বিজয়া সম্মিলনী আয়োজন করলো মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি
সেখ সামসুদ্দিন
আজ মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পুজো পরিক্রমার পুরস্কার বিতরণী ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ব্লকের মুক্ত মঞ্চে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক সুদীপ ঘোষ, বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ ও পঞ্চায়েত সমিতির সদস্য মধুসূদন ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যগণ, জেলা পরিষদের দুই সদস্যা মনিকা রায় ও চাঁদমণি মুরমু, সকল বিচারক মন্ডলী, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানগণ এবং ব্লকের ১১২টি পুজো কমিটির সদস্যগণ। এদিন ব্লকের সেরার সেরা প্রথম পুরস্কার গ্রহণ করেন পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার। দ্বিতীয় সেরার সেরা নিমো বটতলা পুজো কমিটি, তৃতীয় সেরার সেরা সরমস্তপুর যুব সংঘ বারোয়ারী পুজো। ব্লকের মহিলা পরিচালিত সেরা পুজো এল এন্ড টি অফিসপাড়া মাতৃমঙ্গল সার্ব্বজনীন পুজো। ব্লকের সেরা প্যান্ডেল সরমস্তপুর যুব সংঘ, সেরা সচেতনতা মল্লিকাপুর বারোয়ারী, সেরা প্রতিমা রসুলপুর বেলতলা, সেরা পরিবেশ নিশিড়াগড় বারোয়ারী, আলোকসজ্জায় গন্তার খেয়ালী সংঘ এবং সেরা ব্যবহারে শুঁড়ো দুর্গাপুর। এবার পঞ্চায়েতের সেরা গন্তার ১ এর চন্ডীতলা, গন্তার ২ এর অন্নপূর্ণা পাঠাগার, নিমো ১ এর সুকান্তপল্লী ছানাপুকুর, নিমো ২ মহেশডাঙ্গা উদয় সংঘ, দলুইবাজার ১ এর দলুইবাজার উত্তরপাড়া, দলুইবাজার ২ পাল্লারোড ক্যাম্প, আমাদপুরের আমাদপুর সার্ব্বজনীন পুজো, দেবীপুরের ইছাবাছা সার্ব্বজনীন, দুর্গাপুরের এম এম বসু বারোয়ারী, বাগিলার নুদীপুর বারোয়ারী পুজো। এছাড়াও পাঁচটি উৎসাহ পুরস্কার দেওয়া হয় যথাক্রমে কালসি মা জগৎগৌরী সংঘ, দেবীপুরের সীতারামবাটী বারোয়ারী, নিমো ২ এর মহেশডাঙ্গা গ্রাম বারোয়ারী, দুর্গাপুরের বিরশিমুল আদি বারোয়ারী, এবং গ্রাম দেবীপুরের মধ্যমপাড়া পুজো কমিটি।
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯
ধর্ষক - খুনি বাইরে, কদম্বগাছিতে জনপ্রতিবাদ
দত্তপুকুর থানার কদম্বগাছি কড়েয়া শিবতলা এলাকায় ১৯ সে সেপ্টেম্বর বছর পাঁচেকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে থানায় এলাকার সাধারণ মানুষ এক মাস পেরিয়ে গেলেও এখনো কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।দোষী্দের গ্রেফতারের দাবিতে ফাঁড়ির সামনে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে
দত্তপুকুর থানার কদম্বগাছি কড়েয়া শিবতলা এলাকায় গত ১৯ সে সেপ্টেম্বর পাঁচ বছর বয়সের এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনদিন ধরে। নিখোঁজ ডাইরি করে পরিবার। তিন দিন পর বাড়ি থেকে প্রায় চারশো মিটার দুরে ঝোপের পাশে একটি ডোবা থেকে উলঙ্গ অবস্থায় ভাসতে দেখে এলাকার সাধারণ মানুষ তাদের দাবি ছোট মেয়েটিকে ধর্ষণ করে খুন করে ডোবায় ফেলে দিয়েছিল ধর্ষকরা । এলাকার সাধারণ মানুষ দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়িতে বেশ পাঁচ থেকে ছ জনের নামে অভিযোগ দায়ের করে । এক মাস কেটে গেলেও কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি তার প্রতিবাদে কদম্বগাছি এলাকা থেকে পাঁচ ছশো পুরুষ ও মহিলা মিলিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে টাকি রোড মিছিল করে ও অবরোধ শুরু করে কদম্বগাছি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । সাধারণ মানুষের দাবি দোষীদের কে গ্রেফতার করে কঠিন তম সাজা দিতে হবে । ঘন্টা ডেরেক অবরোধ বিক্ষোভ চলার পর দোষীদের গ্রেফতার করা হবে পুলিশের কাছে এই আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে
সোমবার, অক্টোবর ২১, ২০১৯
বসিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশন সভা সারলো
রবিবার, অক্টোবর ২০, ২০১৯
শোভাবাজারের পথশিশু দের বিজয়া সম্মিলনী আয়োজন করলো 'সু সম্পর্ক '
রবিবার দুপুরে শোভাবাজার রেড লাইট এলাকায় 'সু সম্পর্ক' নামে এক সমাজসেবী সংগঠনের উদ্যোগ প্রায় দুশোর মত পথশিশুর হাতে মিষ্টির প্যাকেট এবং খাবার তুলে দিয়ে পালন করা হলো বিজয়া সম্মিলনী উৎসব। এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিবেকানন্দ মিশ্রা, কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী ভিষক ভট্টাচার্য্য ও রুচিরা চ্যাটার্জি, ঊষা মৃধা,শুভঙ্কর গাঙ্গুলী, রমেশ নাথ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসম্পর্কের এর সম্পাদক অরবিন্দ সিংহ ,অঞ্জনা কুমির, শোভন ভট্টাচার্য ও ইন্দ্রনীল রায়।পথশিশুরা এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে খুশি বলে জানিয়েছে তাদের অভিভাবকরা ।এই মহতি প্রয়াসের মিডিয়া পার্টনার বাংলার খবরাখবর নিউজ পোর্টাল
ঢোলাহাটে যুবকের পুকুরে দেহ উদ্ধার
পুকুরে স্নান করতে নেবে ১৮ বছরের যুবকের সলিল সমাধি।
সৃজনশীল দক্ষিণ ২৪ পরগনা।
স্থানীয় সূত্রে জানা যায় ঢোলাহাট থানার রাম গোপাল পুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্র নগর বাড়ি হরেন মন্ডলের একমাত্র ছেলে উত্তম মন্ডল (১৮) আজ দুপুরে স্থানিয় পুকুরে স্নান করতে যায়। কিন্তু পুকুর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে য়ায়। দীর্ঘক্ষণ বাড়িতে যাচ্ছে না দেখে বাবা এবং বাড়ির লোক এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে পুকুর ঘাটে গিয়ে দেখে, মৃত যুবকের নিয়ে যাওয়া গামছা পুকুরে ফেলা বাঁশের উপরে আটকে আছে তখনই তারা পুকুরে তল্লাশি চালাতে থাকে। এমনকি পুকুরে জাল টানা শুরু হয়। বৈকাল সাড়ে তিনটে নাগাদ মৃতদেহ জালে উঠে আসে। মৃত যুবকের বাবার কাছ থেকে জানা যায় সাঁতার জানত না উত্তম। প্রতিদিনের ন্যায় পুকুরে বসেই স্নান করছিল কিন্তু কিভাবে পুকুরে তলিয়ে গেলেও পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। খবর যায় ঢোলাহাট থানায় পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পাঠিয়েছে এই নিয়ে এলাকায় শোকের ছায়া।
ডেঙ্গু পীড়িত কে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো কাঁকুড়গাছির চারিং ক্রস নার্সিংহোম
ডেঙ্গু আক্রান্ত সন্দীপকুমার খাণ্ডেলওয়াল (৪৯)এর প্রাণ বাঁচালো কাঁকুরগাছি র " চারিং ক্রস নার্সিংহোম":--
রাজকুমার দাস
কাঁকুরগাছি র "চ্যারিং ক্রস নার্সিংহোম প্রাইভেট লিমিটেড'-এর সুচিকিৎসায় প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন ডেঙ্গু পীড়িত বছর উনপঞ্চাশের সন্দীপকুমার খাণ্ডেলওয়াল ।বাড়ি গিরিশ পার্ক অঞ্চলে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ যখন কোলকাতা তথা রাজ্যে ডেঙ্গু রোগ আছে বা হচ্ছে বলে স্বীকার না করে এই রোগকে অজানা জ্বরের তকমা লাগিয়ে দিয়েছে, ঠিক তখন ডেঙ্গুর উপসর্গ বেড়ে যাওয়ায় সন্দীপকুমার খাণ্ডেলওয়ালকে কোলকাতার 'মারোয়াড়ি রিলিফ হসপিটাল' ছেড়ে দেয় বলে এক সাংঘাতিক অভিযোগ করেন আক্রান্ত ব্যক্তির ছেলে।
খাণ্ডেলওয়াল পরিবারের বক্তব্য অনুযায়ী, "সন্দীপকুমার-কে যখন মারোয়াড়ি রিলিফ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তখন ওঁনার অবস্থা গুরুতর। কী করব কিছুই বুঝে পাচ্ছিলাম না, এই অবস্থায় আমরা সন্দীপকে নিয়ে আসি এই হাসপাতালে।"
সন্দীপকুমার খাণ্ডেলওয়ালের পরিবারের বক্তব্যকে সমর্থন করে 'চ্যারিং ক্রস নার্সিংহোম প্রাইভেট লিমিটেড'-এর তরফ থেকে জানানো হয়েছে, "গত ১৬ অক্টোবর ডাঃ অনির্বান চৌধুরী-র তত্ত্বাবধানে খাণ্ডেলওয়াল-কে যখন ভর্তি করা হয় তখন তাঁর প্লেটলেট কাউন্ট নেমে এসেছে ১৫ হাজারে, টি সি ৩,১০০, বিল ২.৭, সি আর ১.২, ইউ আর ৪৭, এস জি ও টি ৬১, এস জি পি টি ৪২ এবং এলকালাইন ফসফেট ১১৫। অর্থাৎ আমরা বেশ সঙ্গীন অবস্থাতেই সন্দীপকুমার খাণ্ডেলওয়াল-কে চিকিৎসার জন্য পেয়েছিলাম।
আমাদের চিকিৎসকদের তত্ত্বাবধানে ১২ ইউনিট প্লেটলেট প্যাক পাওয়ার পর এই মুহুর্তে সন্দীপকুমার খাণ্ডেলওয়াল-এর প্লেটলেট পৌঁছে গেছে ২ লাখ ১০ হাজারে, একইভাবে টি সি বেড়ে হয়েছে ৬,৫০০।
সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়িই আমরা সন্দীপকুমার খাণ্ডেলওয়াল-কে হাসপাতাল থেকে ছেড়ে দেবো।"
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, সন্দীপকুমার অত্যধিক জ্বর, নাক দিয়ে রক্তপাত ও ডেঙ্গু সংক্রান্ত অন্যান্য বৈশিষ্ট্য নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন,তার ইউরিন দিয়ে রক্তপাত ও হয়।
আজ সাংবাদিকদের সামনে চিকিৎসাকালীন তিক্ত অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে খাণ্ডেলওয়াল পরিবার জানান, "ওই রকম বিপজ্জনক অবস্থায় ই এম বাইপাস লাগোয়া এক নামকরা স্বাস্থ্য সংস্থা আমাদের রোগীকে ভর্তি নেয়নি।"
খাণ্ডেলওয়াল পরিবারের এই দাবী মানতে গেলে বলতেই হবে, মুখ্যমন্ত্রীর কোনো আদেশেই ভ্রুক্ষেপ করছে না ই এম বাইপাস সংলগ্ন ওই স্বাস্থ্য সংস্থা। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, "কোনো অবস্থাতেই চিকিৎসা না দিয়ে ফেরানো যাবেনা মুমূর্ষু রোগীকে।"
এই মুহুর্তে কোলকাতার সেরা চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, "রোগীর প্লেটলেট কাউন্ট ৩০ হাজারের নীচে নেমে এলে তাঁকে অবিলম্বে কোনো হাসপাতালে ভর্তি করতে হবে। আর প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গেলে তখন কালবিলম্ব না করে অবিলম্বে প্লেটলেট দিতে হবে।"
তবে এই মুহুর্তে কোলকাতা তথা রাজ্যের বেশিরভাগ চিকিৎসকেরাই হুট করে আর রোগীদের প্লেটলেট দিতে চাইছেননা।
কারণ হিসেবে তাঁরা বলছেন, "প্লেটলেট প্যাক হাতে পাওয়ার আধঘণ্টার ভেতরেই শরীরে প্রবেশ করানো প্রয়োজন নইলে প্লেটলেট শরীরে দেওয়ার কোনো মানেই হয়না, এবং দ্বিতীয়তঃ, প্লেটলেট হাতে পাওয়ার পর রোগীর কাছে আনতে গিয়ে যত ঝাঁকুনি খাবে প্লেটলেট সেলগুলো ততই নষ্ট হবে। বেশকিছু ক্ষেত্রে দেখা গেছে প্লেটলেট রিসিভিং কাউন্টার থেকে প্লেটলেট নিয়ে রোগীর কাছে আসতে গিয়ে একদিকে যেমন আধঘণ্টা পেরিয়ে যাচ্ছে তেমনই গাড়ীর ঝাঁকুনিতে প্লেটলেট সেলও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে।"
স্বাভাবিকভাবেই এখন রোগীকে দুমদাম প্লেটলেট প্রেসক্রাইব করা বন্ধ করেছেন চিকিৎসকেরা। তাঁর পরিবর্তে রোগীকে অন্যভাবে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, "রোগী যদি নিজের মুখে খাওয়া শুরু করে সেক্ষেত্রে শারীরবৃত্তীয় কারণেই প্লেটলেট ধীরে ধীরে বাড়বে।"
যাক আপাতত ডেঙ্গুর হাত থেকে যেন সকলে রেহাই পায়,এবং সবাই যেন একটু সচেতন হয়ে চলে সেই আবেদন রাখেন উক্ত নার্সিংহোমের ডাক্তারবাবুরা।
শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯
দিদি কে বলো কর্মসূচি তে ব্যাপক সাড়া শালবনী ব্লকে
কথা ছিলো পাঁচজন, গেলেন প্রত্যেক বাড়ি, মানুষের মাঝে নেপাল সিংহের নেতৃত্বে টীম শালবনী সাথে নিয়ে "দিদিকে বলো।"
১৭ ই অক্টোবর, শালবনী ঃ কলকাতায় তৃনমুল ভবনে মিটিং এর পরে "দিদিকে বলো" কর্মসূচীর তৃতীয় পর্যায়ের দায়িত্ব দেওয়া হয় শালবনী ব্লক তৃনমুল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সভাপতি ও মাননীয়া মুখ্যমন্ত্রীর আর্শীবাদ ধন্য নেপাল সিংহ কে। আনুষ্ঠানিক ভাবে প্রেস কনফারেন্স করেই তিনি মাঠে নেমে পড়েন টীম শালবনীকে নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ কে, শালবনীর বাজারের পাঁচজনের কাছে যেতে বলার কথা থাকলেও, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, প্রবীন কর্মাধ্যক্ষ কাসেম খাঁ ও মহিলা কর্মাধ্যক্ষ বুল্টি সিং,নিবেদিতা ব্যানার্জী, অঞ্চল সভাপতি অসিত ঘোষ, বিশিষ্ট নেতৃত্ব শক্তি রানী পাল, কাজল মন্ডল ও বাকী সকলকে কে নিয়ে পৌঁছে যান বাড়ী বাড়ী। এলাকাবাসীরা তাদের মান অভিমান উগরে দেন নেপাল বাবুর সামনে। নেপাল বাবু সকলকেই দিদিকে বলোর ফোন নং ও নিজের নং দেন এবং ক্ষমা চেয়ে নেন পুরোনো কিছু ভুল হয়ে থাকলে। তিনি নিয়মিত পাশে থাকার কথা বলেন ও এলাকাবাসীকে মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হবার আহ্বান জানান
'সু সম্পর্ক' এর বিজয়া সম্মিলনী শোভাবাজারে
আগামী কুড়ি তারিখ রবিবার 'সুসম্পর্ক'শোভাবাজার রেড লাইট এরিয়ার বেশ কিছু অসহায় পথশিশুদের নিয়ে পালন করবে শুভ বিজয়া তাদের মুখে তুলে দেবে মিষ্টি ও খাবার, আপনারাও আসুন এই মহৎ কাজে পাশে থেকে সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখুন l আপনাদের উপস্থিতি একান্ত কাম্য l
বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯
খোসবাগানের যানজট দেখতে হাজির এসপি
সানি প্রসাদ
বর্ধমান শহরের খোসবাগানের চিরাচরিত যানজট মেটাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব
বর্ধমান জেলা পুলিশ। এদিন দুপুরে খোসবাগানের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন জেলা
পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। কিভাবে রাস্তাতে
যানজট মুক্ত রাখা যায় সেই বিষয়ে সরোজমিনে ঘুরে দেখেন পুলিশ কর্তারা।
বৃহঃস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং এস ডি পি ও
সৌভনিক মুখোপাধ্যায় রানীগঞ্জ চৌমাথা এলাকায় পৌঁছন। সেখানে হাজির ছিলেন
বর্ধমান থানার আই সি পিন্টু সাহা, ট্র্যাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় সহ
অন্যান্য পুলিশকর্মীরা।
হুগলিতে চলছে ত্রিশ ফুটের কালি ঠাকুর করার কাজ
প্রবীর বসু
দুর্গা পূজা ও লক্ষী পুজো শেষ হতে না হতেই জেলায় শুরু হয়ে গেছে কালি পুজোর প্রস্তুতি।হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কালি পুজো তথা আলোর উৎসবের।আর এই পুজো প্রস্তুতি তে পিছিয়ে নেই হুগলি জেলাও।কালি পুজোয় হুগলি জেলার যথেষ্ট সুনাম রয়েছে তাই পুজো উদ্যোক্তা দের পুজোর প্রস্তুতিও তুঙ্গে।এবার হুগলি মহানাদ দক্ষিণপাড়া ইয়ুথ ক্লাব এর পুজোর মূল আকর্ষণ তাদের ৩০ ফুটের কালি মূর্তি।পুজো উদ্যোক্তা দের মতে এবার জেলায় এটাই সবথেকে বড় কালি মূর্তি হচ্ছে,আর তাই তাদের পুজোর প্রস্তুতিতেও কোনো খামতি রাখতে চাইছেনা উদ্যোক্তারা।আর এই ৩০ ফুটের কালি প্রতিমা দেখতে যে জনপ্লাবন হবে তা ধরে নেয়া যায়।।
বুধবার, অক্টোবর ১৬, ২০১৯
রাজ্যের নামি সরকারি হাসপাতালে দুঃব্যবহারের শিকার
পিজি হাসপাতালে নিউরোলজি বিভাগে দুঃব্যবহারের অভিযোগ
মোল্লা জসিমউদ্দিন,
প্রতিটি সরকারি হাসপাতালে রীতিমতো বক্স বাজিয়ে প্রচার চলছে - 'স্বাস্থ্য কর্মীদের সাথে আপনারা সহযোগিতা করুন, আপনাদের পাশে রাজ্য সরকার' ইত্যাদি ইত্যাদি। চারিদিকে ফলাও করে রয়েছে এইসবে বিজ্ঞাপনও। একটায় উদ্দেশ্য - ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। তবুও সরকারি হাসপাতালে চিকিৎসাতে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুগী মৃত্যুর অভিযোগ উঠে। গত সাতদিনে কালনা এবং মন্তেশ্বর হাসপাতালে এইরুপ ঘটনাও ঘটেছে। এইবিধ অহরহ কমবেশি ঘটে। তবে বেশিরভাগ চিকিৎসক রুগীদের সুস্থ করতে তৎপর, এটাও ঘটনা। রুগীদের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষর দুঃব্যবহারের অভিযোগ নুতন নয়। আবার মেডিকেল রিপ্রেজেনটেটিভরা সরকারি হাসপাতালে ডাক্তারবাবুদের কাছে দাপটের সাথে পৌঁছে যায় এটাও সত্যি। রাজ্য সরকার যেখানে কম খরচে এবং বিনামূল্যে ঔষধ সহ বিভিন্ন শারীরিক পরীক্ষানিরীক্ষা করার ব্যবস্থা রেখেছে। সেখানে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম কেন সরকারী হাসপাতালে? এই প্রশ্ন থেকেই যায়। গত মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ এই প্রতিবেদক তার ৯ বছরের পুত্র সন্তান কে নিয়ে পিজি হাসপাতালে নিউরোলজি বিভাগে গিয়েছিল চিকিৎসার( ঘাড়ে শিরার ব্যথা) জন্য।প্রায় চারঘন্টা নুতন টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে নিউরোলজি বিভাগের ১ নং ঘরে গেলে এক চিকিৎসকের দুঃঃববহারের শিকার হন এই প্রতিবেদক। কেমন দুঃব্যবহার? প্রতি ঘরে দুজন ডাক্তারবাবু দুজন রুগী দেখছেন। দুজন রুগী বেরিয়ে যাওয়ার পর ঢুকতেই একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ বাবুর আবির্ভাব ঘটলো। উনি ঔষধ কোম্পানির নানার কালার হ্যান্ডবিল ডাক্তারবাবু কে দিলেন। 'স্যার' সম্ভোধনে ফিসফাস করে কিসব বলছেন। ডাক্তারবাবু শুধু মুচকি হেসে ঘাড় নাড়ছেন। আমি তখন অন্য ডাক্তারবাবু কে নুতন টিকিট টি দিলাম পুত্র কে দেখবার জন্য। ডাক্তারবাবু রেগে বললেন - "তু এখানে দাঁড়িয়ে কেন, ওইখানে( মেডিকেল রিপ্রেজেনটেটিভের সাথে ব্যস্ত ডাক্তারবাবু) যা "। আমি বললাম - "আমি কি আপনার পূর্ব পরিচিত? যে তুই সম্ভোধন করছেন"। ডাক্তারবাবু বললেন - "কেন কি হয়েছে, তোরা না....." উপলব্ধি হল - রোগীদের কেমন দুঃব্যবহারের শিকার হতে হয়। হয়তো
মেডিকেল রিপ্রেজেনটেটিভ টি অন্য ডাক্তারবাবুর সাথে বাণিজ্যিক চুক্তিতে ব্যস্ত, তাই হয়তো এই ডাক্তারবাবুর মাথাটা গরম হয়ে গিয়েছিল! বিষয়টি সাথেসাথেই রাজ্যের শাসকদলের বিধায়ক তথা মেডিকেল কাউন্সিলের পদাধিকারী ডঃ নির্মল মাঝী কে ফোনে জানায়, উনি বললেন - " আমি কি করব? পারলে বড় খবর করুন তাহলে কৈফিয়ত চাইবো "। প্রশ্ন উঠে যেখানে রাজ্য সরকার ফলাও করে বিজ্ঞাপন চালায় রুগীদের পাশে থাকবার জন্য। সেখানে রাজ্যের সবথেকে ব্যস্ত হাসপাতাল পিজির নিউরোলজি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের এহেন দুঃব্যবহার রাজ্য সরকারের মূল উদ্দেশ্য কে ব্যাঘাত ঘটায়।
সঙ্গীত শিল্পী ব্রজেন চক্রবর্তী র স্মরণসভা
মাটির ঘড়,নিকোনো উঠোন।মাটির দেয়াল জুড়ে তাঁর হাতে গড়া বিভিন্ন মনীষির মূর্তি।উঠোনে সাদা আল্পনা,গাছে গাছে কাঠ দিয়ে বানান কাটুম কুটুম।সপ্তাহের প্রায় দিনই এখানে বেদের স্তোত্র পাঠের মধ্য দিয়ে দিন শুরু হয়।সারা দিন ধরে চলে রবীন্দ্র,লোকসংগীত,চারুকলা অনুশীলন।কাছ থেকে দূর থেকে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আসে এখানে সাংস্কৃতিক মন গড়ে সফল মানুষ হতে।১৯৪৬ বাংলাদেশে দাঙ্গায় সব ছেড়ে পূর্বস্থলীর পরমেশ প্রিয় ভট্টাচার্যর বাড়িতে এসে ওঠেন। পরে পারুলিয়ায় বন কেটে বাঘ তাড়িয়ে ছিন্নমূলদের নিয়ে বসতি স্থাপন করলেন সেসময়কার ১৮ বছরের ব্রজেন্দ্র কুমার চক্রবর্ত্তী। বৃহত্তর পূর্বস্থলীতে মানুষের সেবা করা,সাথে বয়স্ক শিক্ষা প্রচলন,ক্লাব গঠন করে যাত্রা,নাটক,সাংস্কৃতিক অনুষ্ঠান করা,স্কুল গঠন করেন।তিনি মনে করতেন জীবন ধারনের সাথে এবং প্রচলিত শিক্ষার সাথে সত্য সুন্দরের পথের সন্ধান দিতে পারে সংগীত ও চারুবিদ্যা। তাই তিনি পারুলিয়ায় নিজ বাড়িতে ১৯৫৭ সালে স্থাপন করেন আনন্দলোক সংগীত মহাবিদ্যালয়।সারা রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর অগনিত ছাত্রছাত্রী, তার এই ভাবধারাকে ছড়িয়ে দিচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে।তার পুত্র শিক্ষক কবি দীপঙ্কর চক্রবর্ত্তী জানান- "২০১৬ সালের ১৫ অক্টোবর ব্রজেন বাবু ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।মঙ্গলবার এই আনন্দলোকে তাঁর গুনমুগ্ধ,আত্মীয়,অসংখ্য ছাত্রছাত্রী ও এলাকাবাসি তাঁকে স্মরণ করল কথায়,তাঁর জীবনের বিভিন্ন স্মৃতিকথায়,সংগীতে"।
এপিজে কালামের ৮৮ তম জন্মবার্ষিকী আসানসোলে
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ৮৮ তম জন্মদিন পালন করলো আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস হাসপাতাল মঙ্গলবার সকালে। এপিজি আব্দুল কালাম এর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান, সঙ্গে হাসপাতালে ডাক্তার নার্স ও স্টাফরা ছিলেন। আসানসোল হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানান - "এই প্রথম জেলা হাসপাতালে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিন পালন করা হয়েছে, এতে আমরা খুব খুশি"।
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
শ্বাশুড়ি খুনে গ্রেপ্তার গুনধর জামাই
কৌশিক বড়ুয়া
গত ৭ অক্টোবর দুর্গাপুরে মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধারের পর প্রথম পুলিশ তদন্তে নেমে প্রশান্ত ব্যানার্জি নামক মিতার ভাইপোকে গ্রেপ্তার করে। সে জেরায় স্বীকার করে খুনের পর ধর্ষণ করে এবং তার সাথে যুক্ত ছিল তার মেজ জামাই কাঞ্চন অধিকারী। পুলিশ খোঁজ চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ কাঞ্চন অধিকারী কে নিজেদের হেফাজতে নিয়ে খুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। কি কারনে এই খুন, সম্পত্তি হাতানো কি ছিল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ
হাতির হানায় জখম ৫ কৃষক
সঞ্জয় হালদার
বাঘমুন্ডীর বুকাডি এলাকায় একদল হাতি। সারাদিনব্যাপী গভীর জঙ্গলে তাদের আত্মগোপন ও সন্ধ্যের অন্ধকার নামলেই শুরু হয় ঐ হাতির দলের আক্রমন, দলমার দলছুট তিনটি হাতি যেন এই এলাকার মানুষের ত্রাস হয়ে উঠেছে। ধান বাদেও অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি করছে,
বাধ্য হয়ে এলাকায় গ্রামের কৃষকেরা জোটবদ্ধ হয়ে রাত পহরার ব্যবস্থা নিয়েছেন। তাতেও কোনো লাভ হচ্ছে না তাদের উল্টে ঐ হাতিদের হাতে আক্রান্ত হচ্ছেন কৃষকেরা। সোমবার ভোর রাতে হাতির হানায় আহত পাঁচ জন কৃষক । ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডী থানার বুকাডি গ্রামের। জানা যায় ঐদিন গভীররাতে নিজেদের চাষের জমির ফসল রক্ষার দায়িত্ব ছিল কয়েকজন কৃষকের হাতে হটাৎ ঐ তিনটি হাতি মাঠের ফসল খেতে শুরু করে, তখনই রাত পাহারায় থাকা চাষীরা হাতি তাড়াতে গেলে ঘটে অঘটন একের পর এক চাষীকে হাতি তুলে আছড় মারে। ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। পরে তাঁদের প্রত্যেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের আহত ব্যক্তিকে চিকিত্সকেরা প্রাথমিক চিকিৎসার পর ছেড়েদেন ও দুইজন গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার অবনতি থাকায় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠান। তবে দপ্তরের পক্ষে আহতদের চিকিত্সা ও ক্ষতি পূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। এবং বনকর্তাদের বক্তব্য যে ঐ তিনটি হাতির দলকে পুনরায় পাশের রাজ্য ঝাড়খন্ডের দলমার জঙ্গলে ফেরৎ পাঠানোর সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান । বর্তমানে হাতির ভয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...