মোহন সিং
শনিনার বিকেলে আসানসোলে প্রকাশ্যে এল মধুচক্রের ঘটনা।ঘনজনবসতি এলাকায় চলত মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তা রোধ করা গেল। হাতেনাতে ধরা পড়ল এক যুবতী সহ দুই যুবক। পুলিশ ওই তিনজন ছাড়াও মধুচক্র চালানোর দায়ে ওই গৃহস্থ বাড়ির মালকিন ও তার ছেলেকে আটক করেছে। আসানসোল দক্ষিন থানার মহিশীলা এক নম্বর কলোনীর জলট্যাঙ্কির উলটো দিকের গলির ঘটনা।ওই এলাকাতেই একটি বাড়িতে থাকেন মা ও ছেলে সুমতি দেবী ও দেবাশীষ রায়। সুমতি দেবী মহিশীলা এলাকায় একটি খাবারের হোটেল চালান। আর সেই সুযোগে ফাঁকা বাড়িতে দেবাশীষ বসাতো মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত প্রায় এক বছর ধরে ওই বাড়িটিতে নানান সন্দেহজনক ঘটনা ঘটত। মাঝেমধ্যেই অচেনা যুবক যুবতীদের ভিড় লেগেই থাকত।শনিবার বিকেলে ওই বাড়িতে দুই যুবক ও এক যুবতী ঢোকে। এই ঘটনা দেখেই বাসিন্দারা ওই বাড়িটিতে বাইরে থেকে লক করে দেয় এবং পুলিশ ডাকে। আসানসোল দক্ষিন থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আপত্তিকর অবস্থায় দুই যুবক ও যুবতীকে দেখতে পায়। তাদেরকে আটক করা হয়। ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালকিন সুমতি দেবী এবং তার ছেলে দেবাশীষ রায়কেও।