মোহন সিং
আসানসোলের ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরতোড়িয়া গ্রামে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত শতাধিক বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। গ্রামের বৈরাগী পাড়া, চাষা পাড়া, বাউরি পাড়া এলাকায় বেশী মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। পানীয় জলের কারনে এই রোগ ছড়িয়েছে বলে অনুমান বাসিন্দাদের। ঘটনার কথা জেনে গ্রামে স্বাস্থ্যটিম পাঠালেন কাউন্সিলার সমিত মাজি। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে