স্বরুপনগর এলাকার আজাদ সংঘের ১৬ দলীয় নকআউট ফুটবল টুনামেন্ট শেষ হলো।৩/২ গোলে আজাদসংঘ-মছলন্দপুর উদয় সংঘ কে হারিয়ে বিজয়ী হয়৷এলাকার বিভিন্ন গ্রাম থেকে এই ফুটবল খেলা দেখার জন্য কয়েকশত ফুটবল প্রেমী সারারাত্রি ধরে স্বরুপনগর ওয়াছিয়া সিনয়র মাদ্রাসার ফুটবল মাঠে এই খেলা উপভোগ করে i খেলার শেষে বিজয়ী দল আজাদ সংঘের অধিনায়কের হাতে নগদ অর্থ ও সুদৃশ্য-ট্রফি তুলে দেন সমাজ সেবী মোফাজ্জেল গাজী। এই ফুটবল টুনামেন্ট এর শুভ সূচনা করেন স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যমকুমার ঘোষ।খেলায় নৈপুন্যতার জন্য প্রসূন ঘোষ কে 'ম্যান অফ দি সিরিজ' এবং ইন্দ্রজিত মন্ডল কে 'ম্যান অফ দি ম্যাচ' হিসাবে পুরুস্কৃত করা হয়।
তথ্য ও ছবি হাবিব(স্বরুপনগর বার্তা)