মানস দাস, মালদা
স্ত্রীর সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ভাইয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠলো মদ্যপ দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,বৈষ্ণবনগর থানার বীরনগর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দটোলা গ্রামে।আক্রান্ত ভাই সুভাষ ঘোষ(৩৫) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।অভিযুক্ত দাদা বৃন্দাবন ঘোষ পলাতক। জানা যায়,বৃন্দাবন ঘোষ মদ্যপ অবস্থায় শনিবার রাতে বাড়ি ঢোকে এবং তার স্ত্রীর সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে গালমন্দ শুরু করে। প্রতিবাদ করতে গেলে ভাইয়ের উপর বাঁশের লাঠি নিয়ে চরাও হয় দাদা বৃন্দাবন ঘোষ। অভিযোগ, বাঁশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় সুভাষের। সুভাষকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার জ্যাঠতাতো দাদা বিজয় ঘোষ।তারও চিকিৎসা চলছে হাসপাতালে।শনিবার রাতে ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত।অন্যদিকে রক্তাক্ত অবস্থায় সুভাষ এবং বিজয়কে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে গ্রামবাসীরা। ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।