মানস দাস, মালদা
পুরানো জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা,আর এই সভায় ডেকে করা হলো মারধোর।ঘটনায় জখম দুই ভাই।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের জিৎনগর কালিতলা গ্রামে।পুলিশে অভিযোগের পর থেকেই গ্রাম ছেড়েছে অভিযুক্তরা।স্থানীয় সূত্রে জানা গেছে,আক্রান্ত দুই ভাই হলেন উমেশ মন্ডল(৫৩)এবং কুলেশ মন্ডল(৪৭)।দুজনেই বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।আক্রান্তের পরিবার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে কালিতলা গ্রামের বাসিন্দা হরিবল মন্ডলের সাড়ে সাতাশ শতক জমি জবরদখল করার অভিযোগ উঠে গ্রামেরই উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় থানায় অভিযোগ করেন হরিবল মন্ডল।পরে আদালতে মামলাও করেন হরিবল বাবু।সেই নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। অভিযোগ, রবিবার রাতে অভিযুক্তরা গ্রামে একটি সালিশি ডাকে।সেখানে হরিবল মন্ডলের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তার দুই জেঠাতো ভাইয়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠে উত্তম মন্ডল,দিগম্বর মন্ডল,কমল মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে।লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ।ধারালো অস্ত্রের কোপ মাথায় লাগে উমেশ মন্ডলের।লাঠির মার এবং ধারালো অস্ত্রের কোপে জখম হন কুলেশ মন্ডলও।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় মোথাবাড়ি থানার পুলিশ।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গীটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মোথাবাড়ি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।