শিখা ধর
শুক্রবার কোচবিহারে রাসমেলার শুভ উদঘাটন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।প্রধান অতিথি ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম কুমার দেব।
ছবি সুজিত ঘোষ
শিখা ধর
শুক্রবার কোচবিহারে রাসমেলার শুভ উদঘাটন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।প্রধান অতিথি ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম কুমার দেব।
ছবি সুজিত ঘোষ
সাধন মন্ডল
বাঁকুড়ার সারেঙ্গা থানা অসহায়, আশ্রয়হীন মানুষদের প্রতি তথ্য সংগ্রহের কাজ শুরু করলো।যদিও জঙ্গলমহলের এই থানা মাও অধ্যুষিত হওয়ায় এই ধরনের কর্মসূচি নিয়ে নানা মত উঠে এসেছে।
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মান্দারগেছিয়া গ্রামে জল চেয়ে মহিলাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করল এক যুবক ।অভিযোগ পেয়ে পুলিস পাকড়াও করেছে ওই কীর্তিমানকে ।ঘটনা মঙ্গলবার সন্ধের। আভিযোগকারিণী স্বামী পরিত্যক্তা ।আশ্রিত বাপের বাড়িতে ।এদিন সন্ধ্যেয় শিশুপুত্রকে নিয়ে নন্দকুমার থানার মান্দারগেছিয়ায় বাপের ঘরেই ছিলেন ।সেই সময় অভিযুক্ত স্থানীয় কল্যাণচকের শেখ রাজেশ আলি মহিলার বাড়িতে আসে ।জল খেতে চায় ।মহিলা রান্নাঘরে জল আনতে গেলে তার পিছু নেয় । মহিলাকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে । মহিলা চিত্কার করলে অভিযুক্ত তার শিশুপুত্রকে ধরে মারধর শুরু করে এবং ঘটনা কাউকে জানালে তাকে খুন করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায় ।বুধবার মহিলা পুলিশে আভিযোগ জানান । গত কাল রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত । শুক্রবার তমলুক জেলা আদালতে এসিজেম এজলাসে তোলা হয় তাকে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে চৌদ্দদিনের জেলহেফাজতের নির্দেশ দেন।
জাহাঙ্গীর বাদশা
প্রেমে প্রত্যাখ্যান হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহিষাদল থানার পাহালানপুর গ্রামে। মৃত যুবকের নাম সুজিত বাগ ( ১৮)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রামে এক কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সম্পর্কে ফাটল ধরায় বৃহস্পতিবার নিজের বাড়িতে সিলিং ফ্যানে গলায় দড়ি জড়িয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোক জানতে পারে। মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।সুজিতের বাবা গাড়ির হেল্পারের কাজ করে। সুজিতের বাবার নাম অশোক বাগ। অশোকবাবুর এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে থাকত ক্যান্সার আক্রান্ত মা । মায়ের নজর এড়িয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সুজিত।
পুলকেশ ভট্টাচার্য
পশ্চিমবাংলার 'উদার আকাশ’ আজীবন সম্মাননা পাচ্ছেন
বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বহুমাত্রিক লেখক
সৈয়দ মাজহারুল পারভেজ।
গঙ্গা-পদ্মা সাহিত্য-সৌহার্দ্য-র আয়োজনের মধ্য দিয়ে ''ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭ আগামী ১৪ নভেম্বর ২০১৭ বিকাল ৫.০০টায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আইসিসিআর কলকাতা, ৯-এ, হো চি মিন সরণি, কলকাতা ৭০০০৭১, এই উৎসব অনুষ্ঠিত হবে । এ অনুষ্ঠানে বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ 'উদার আকাশ আজীবন সম্মাননা-২০১৭' পাচ্ছেন।
এ অনুষ্ঠানে অতিথি আসনে থাকছেন, মাননীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু (কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগ), আবদুর রেজ্জাক মোল্লা(মন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন), জাকির হোসেন(মন্ত্রী, শ্রম বিভাগ), আহমদ হাসান ইমরান(সাংসদ ও সম্পাদক 'কলম'), কবীর সুমন (বিশিষ্ট সংগীতকার), কল্যাণী কাজী (সংগীত শিল্পী), এমদাদুল হক নূর (সম্পাদক নতুন গতি), আবদুর রাকিব(বিশিষ্ট কথা সাহিত্যিক), শেখ সদর নইম (সম্পাদক দৈনিক স্টেটসম্যান), ড. গৌতম পাল ( অধ্যাপক কল্যাণী বিশ্ববিদ্যালয়), ড. প্রকাশ চন্দ্র পট্টনায়ক (অধ্যাপক দিল্লী বিশ্ববিদ্যালয়) অমল সরকার ( বিশিষ্ট সাংবাদিক 'এই সময়'), মইনুল হাসান ( বিশিষ্ট প্রাবন্ধিক), রক্তিম দাশ (বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগশঙখ), ড. আবদুস সাত্তার (বিশিষ্ট প্রাবন্ধিক), ওয়ালে মহম্মদ (বিশিষ্ট কথা সাহিত্যিক), লালমিয়া মোল্লা (কবি ও সাহিত্যিক), ড. আমিনা খাতুন (অধ্যাপিকা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়), নাফিসা পারভিন, অধ্যাপিকা (আসানসোল গার্লস কলেজ), দীপক দাস (বিশিষ্ট শিক্ষাবিদ), ড. শিবুকান্ত বর্মন ( অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়), জাহিরুল হাসান খোকন(সম্পাদক অবাক পৃথিবী, বাংলাদেশ)।'উদার আকাশ' সম্পাদক ফারুক আহমেদ জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে সকলের উজ্জ্বল উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করবে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্তভবনের সাততলায় জেলা হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানান - কাঁথা স্টিচ, ডোকরা, শোলার কাজ ৭০ থেকে ৮০টি বিভিন্ন ধরণের হস্তশিল্প প্রদর্শনীতে রাখা আছে।
তথ্য সেখ সামসুদ্দিন
ছবি সোমনাথ ভট্টাচার্য
সাধন মন্ডল
এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলো বাঁকুড়ার তালডাংরার কেশাতড়্ সুকান্ত সবুজ সংঘের সদস্যরা। এলাকায় ডেঙ্গুর প্রাদূর্ভাব দেখা না গেলেও আপৎকালিন ব্যবস্থা হিসেবে তারা গ্রামের সমস্ত ড্রেনের জমা জল পরিস্কার করলো। একই সঙ্গে তারা ব্লিচিং ও ফিনাইল ছড়ানোর সাথে সাথে সমস্ত রাস্তা গুলি পরিস্কারের কাজে হাত দিলো।
জাহাঙ্গীর বাদশা
পুর্ব মেদিনীপুর জেলার আবারও কর্মী বিক্ষোভ। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে এবার কর্মীদের বিক্ষোভ।গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সাফাই, কুক, লেবার ও একাধিক নিচুস্তরের কর্মীরা। তাদের দাবি ২১ মাস আগে কলেজ কর্তপক্ষের সাথে তাদের কাজের চুক্তিপত্র শেষ হয়। কিন্তু নতুন কোনো চুক্তিপত্র আজও তাদের হয়নি।এছাড়াও সাফাই কর্মীদের PF আজ পর্যন্ত চালু হয়নি।এই সমস্ত একাধিক দাবি দাওয়া তারা একাধিকবার কলেজ কর্তপক্ষের এর কাছে দাবি পেশ করেছেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।তাই তালা মেরে বিক্ষোভ প্রদর্শন তাদের।তবে ছাত্র ছাত্রীদের পড়াশুনোয় কোন অসুবিধা তারা করবেন না বলে জানিয়েছেন তারা।
জাহাঙ্গীর বাদশা
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ফুটবলারের। মৃতের নাম সৈয়দ মকিম আলি(২৯)। বাড়ি নন্দীগ্রামের আমগেছিয়ায়। খেজুরীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আহত মকিমকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।পুলিশ সুত্রে খবর সম্ভবত বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে ঐ যুবকের। গতকাল রাতে নন্দীগ্রাম থেকে খেজুরি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফুটবলারের মৃত্যুতে নন্দীগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
জাহাঙ্গীর বাদশা
স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেস্টা করল এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ধারিন্দা এলাকায়। আহত গৃহবধূরর নাম শিলা পন্ডা (৪২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পারিবারিক অশান্তির কারনে শিলা নিজের বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেস্টা করে প্রতিবেশীরা জানতে পেরে অগ্নিদগ্ধ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় কলকাতা রেফার করা হয়েছে। প্রায় ৫০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে গৃহবধূর শরীর।
জাহাঙ্গীর বাদশা
নব নির্বিত পাঁচশো বছরের প্রাচীন কাঁথি–৩ ব্লকের বাহিরী জগন্নাথ মন্দির ও দেব দেউলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, জেলা শাসক ডাঃ রেশ্মি কোমল প্রমুখ। পূর্ত দফতরের সহযোগিতায় পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কারের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার সংস্কার হওয়া বাহিরী জগন্নাথ মন্দির ও দেব দেউল নবরুপের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক ডাঃ রেশ্মী কোমল প্রমুখ। জেলাশাসক ডাঃ রেশ্মী কোমল জানান, বাহিরীর জগন্নাথ মন্দির ও দেব দেউল ইতিমধ্যে সংস্কারের কাজ শেষ হয়েছে।পূর্ত দফতরের দক্ষিণ-পশ্চিম চক্রের মুখ্য বাস্তুকারের দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার দফতরের সুপারিশে ৭৩ লক্ষ ৬৪হাজার টাকা ব্যয়ে সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে সংরক্ষণের অভাবে কাঁথি-৩ ব্লকের প্রাচীন জনপদ বাহিরীর পাঁচশো বছরের প্রাচীন জগন্নাথ মন্দির ও দেউলের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি নষ্ট হচ্ছিল। পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি সংরক্ষণ ও মন্দির সংস্কারের জন্য বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতি ও স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়। ২০১১ সালে রাজ্যের প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার দফতরের পক্ষ থেকে জগন্নাথ মন্দিরটি পরিদর্শনের পর মন্দিরটির সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করে। তার ভিত্তিতে রাজ্য সরকার রাজ্যের পূর্ত দফতরকে মন্দিরটি সংস্কার করার জন্যে দায়িত্ব দেয়। পাঁচশো বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দির ও দেউলকে ঘিরে নানা লোককথাদের মধ্যে প্রচলিত রয়েছে। ইতিহাসবিদ ও বাহিরী জগন্নাথ দেউলের মধ্যে পাওয়া শিলালিপি থেকে জানা যায়, ১৫৮৪ সালে পদ্মনাভ দাসের ছেলে বিভীষণ দাস এই জগন্নাথ দেউল তৈরি করেন। সেখানে স্থাপন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। ইতিহাসবিদদের মতে, রসিকমঙ্গল কাব্যে উল্লেখিত হিজলি মণ্ডলের বিভীষণ মহাপাত্রই শিলালিপিতে লেখা বিভীষণ দাস মহাপাত্র। ইতিহাসবিদদের মতে কুষাণ, গুপ্ত ও পাল বংশের রাজত্বকালে শিল্পসৃষ্টিতে সমৃদ্ধ হয়ে উঠেছিল বাহিরী। এখান থেকেই পাওয়া প্রাচীন একটি পাথরের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রক্ষিত রয়েছে।বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতির সদস্য রাজদুলাল নন্দ জানান, বাহিরী গ্রামে জগন্নাথ দেবের মন্দিরও দেউলে কোন বিগ্রহ নেই। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মন্দিরটির দুটি ভাগ রয়েছে। একটি মূল দেউল ও অন্যটি জগমোহন। দুটি ভাগের মধ্যে যাতায়াতের জন্য একটি ছোট ঘরও রয়েছে। ইঁটের তৈরি মূল দেউলটি প্রায় ৫০ ফুট উঁচু ও চওড়ায় প্রায় ২৪ ফুট। জগমোহন এর উচ্চতা ৪০ ফুট ও চওড়ায় ১৭ফুট। দিঘা-কলকাতা সড়কের ধারে মারিশদা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বিস্মৃত জনপদ বাহিরী। প্রাচীন একটি তেঁতুলগাছ যা এলাকায় ‘জাহাজবাঁধা তেঁতুল গাছ’ নামে পরিচিত, তা একসময়ের নদীপথের স্মৃতি বহন করে আসছে। স্থানীয় মানুষদের উদ্যোগে বাহিরী গ্রামে বিভিন্ন সময়ে মাটি খুড়ে পাওয়া নানা মূর্তি, মাটির পাত্র, পোড়া মাটির খেলনা, হাতি সংরক্ষণের জন্য একটি সংগ্রহশালা গড়ে উঠেছিল। কিন্তু সেটিও অযত্ন আর অবহেলা টিঁকে রয়েছে মাত্র।
জাহাঙ্গীর বাদশা
মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদ মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। তার হাতে আজ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী তুুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। শুভেন্দু বাবুর উদ্যোগ এই চাকরি পাচ্ছেন নয়াগ্রামের মেয়ে, মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। আজ বেলা ১১ টায় এই মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদের হাতে চাকরির নিয়োগপত্রটি তুলে দেন মন্ত্রী নিজেই। জানা গিয়েছিল মনিকা যোগ দেবেন কন্টাই কো – অপারেটিভ ব্যাংকে।কিন্তু তার খেলার অসুুবিধার জন্য কলকাতার ব্রাঞ্চ এ জয়েন করবেন।
উল্লেখ্য,গত বছর নভেম্বর মাসে, মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আয়োজিত সকলের কথা সৃজন সম্মান অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছিলেন মনিকা সোরেনকে। সেদিনের সেই মঞ্চে উপস্থিত থেকেই মনিকার হাতে সৃজন সম্মান তুলে দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মনিকা সেদিন নিজের দারিদ্রের কথা বলেছিলেন। সেদিন শুভেন্দু বাবু এই দৃঢ়চেতা তীরন্দাজের কথা শুনে তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছিলেন। নিজের সেদিনের সেই কথা রাখতেই মন্ত্রী আজ মনিকার হাতে নিয়োগপত্র তুলে দেন। মন্ত্রী তথা ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু বাবুর হাত থেকে বেলা ১১ টায় নিয়োগপত্র হাতে নিয়ে আজ ই কলকাতার কো-অপারেটিভ ব্যাংকে কাজে যোগ দেবেন মনিকা সোরেন। নিয়োগ পত্র পেয়ে খুব খুশি মনিকা জানায়, চাকরি পেয়ে সে খুব উপকৃত।
এই দিন শুভেন্দু বাবু বলেন, “মনিকা কলকাতার ব্রাঞ্চে জয়েন করবে।ভবিষ্যতে যদি জাতীয় স্তরে বা অন্য কোথায়ও খেলার সুযোগ পায় আমরা সব রকম সহযোগিতা করব।এমন কি স্পেশাল ছুটির ও ব্যবস্থা করব।
মোহন সিং
হিন্দুস্থান স্কাউট এন্ড গাইডের পক্ষ থেকে পদযাত্রা করা হল আসানসোলে। বিবেকানন্দ স্কুল থেকে এই পদযাত্রা বের হয়ে আসানসোলের বাজার এলাকা ঘুরে, আবার বিবেকানন্দ বিদ্যালয়ে এসে পদযাত্রা শেষ হয়। ডিএভি পাব্লিক স্কুল, বিবেকানন্দ স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহন করে। নারীদের উপর অত্যাচার, শিশুদের উপর উৎপীড়ন সহ একাধিক সমাজের হানিকারক দিক গুলি নিয়ে এই পদযাত্রায় সচেতনতার বার্তা দেয়
বুধবার বাঁকুড়া শহরে তৃনমূল ভবনের উদঘাটনে আসেন তৃনমূলের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।দলীয় বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল।পুলিশি নিরাপত্তা ছিল কড়া।তবে অভিষেকের বৈঠকে তৃনমূলের একাংশ ডাক না পাওয়ায় জোর গুঞ্জন তৈরি হয়েছে।
তথ্য মোল্লা জসিমউদ্দিন
ছবি সাধন মন্ডল
শুভদীপ ঋজু মন্ডল
বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন, জেলা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া, প:ব: সরকারের উদ্যোগে এবং সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় বাঁকুড়া জেলা শহরে পুলিশ লাইনের সামনে সুলভ মূল্যে সব্জী বিক্রির স্টলের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা। এছাড়াশুভাশিষ বটব্যাল (সহ সভাপতি, উদ্যান পালন দপ্তর), সিমলাপাল ডেভলাপমেন্ট সোসাইটির সম্পাদক অনুপ পাত্র। এলাকার মানুষদের প্রয়োজনীয় সব্জী এই স্টল থেকে স্বল্পমূল্যে পাওয়া যাবে এবং কৃষকরা ফসলের নায্য মূল্য পাবেন বলে জানালেন সোসাইটির সম্পাদক অনুপ পাত্র।
জাহাঙ্গীর বাদশা
রাজ্যে ডেঙ্গু, অজানা জ্বর, ম্যালেরিয়া, টাইফোয়েড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। হাসপাতালে হাসপাতালে রুগীর লম্বা লাইন। বিরোধীরা সুর ছড়াচ্ছে রাজপথে মিটিং মিছিল করে।কিন্তু রাজ্য সরকার যথা সাধ্য চেস্টা করছে যাচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পুরোসভার স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছে হাসপাতালে ভর্তি রুগীদের দ্রুত সেবা করার জন্য। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পৌরসভার উদ্যোগে পাশকুড়া পৌরসভার বিতর্কিত বহিস্কৃত টিএমসি নেতা ও পদত্যাগী চেয়ারম্যান আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর ও পৌরসভার কর্মচারিদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই অভিযান, মশা মারার স্প্রে, ব্লিচিং, ড্রেন পরিস্কার করা এবং এলাকার পৌরনাগরিকদের সচেতন করা জন্য বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু হয়েছে। পদত্যাগী পাঁশকূড়ার চেয়ারম্যান আনিসুর রহমান বলেন - এই অভিযান বেয কয়েকদিন ধরে চলবে। মানুষের পাশে থেকে পৌরবাসীদের সহযোগীতা করে যাবো এই ভাবে।।
সাধন মন্ডল
'বিশ্ববাংলা শারদ সম্মান'পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হল বাঁকুড়ার রবীন্দ্রভবনে। জেলার সেরা মন্ডপের শিরোপা পেল পুয়াবাগান সার্বজনীন দূর্গাপুজা কমিটি। সেরা প্রতিমার শিরোপা অর্জন করলো বড় ষোলোআনা তাম্বুলী সমাজের দূর্গা প্রতিমা। সেরা পরিবেশ এর শিরোপা জিতে নিল হরেশ্বর মেলা সার্বজনীন। এছাড়াও জেলার আরো ৬ টি দূর্গাপুজা কমিটিকে পুরষ্কৃত করা হয়। ট্রফি ছাড়াও আর্থিক মূল্য ও এক হাঁড়ি মিষ্টি পুরষ্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদ এর সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বিধায়ক শম্পা দরিপা, জেলা তথ্য আধিকারিক রানা দেবদাস প্রমুখ।
জাহাঙ্গীর বাদশা
আগ্নেয়াস্ত্র সহ খেজুরিতে পাকড়াও দুই যুবক। ধৃতদের আটক করে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। খেজুরির মিঁয়ামোড়ের ঘটনা। স্থানীয় ইঁটের ব্যবসায়ী পরিমল দাসের বাড়িতে গিয়ে ওয়ান শাটার পিস্তল নিয়ে বুধবার দিন হুমকি ভয় দেখানোর সময়ই তাদের পাকড়াও করে মারধোর করে উত্তেজিত মানুষজন। ধৃত দুই যুবক পরশুরাম বেরা ও নির্মল শীট নন্দীগ্রামের বাসিন্দা। জানা গেছে, নিজেদের পাওনা ১০ হাজার টাকা ফেরত চাইতেই বাড়িতে এসে ধৃতরা আগ্নেয়াস্ত্র সহ ভয় ও হুমকি দেখাচ্ছিল। হাতে আগ্নেয়াস্ত্র দেখেই এলাকার মানুষজন তাদের আটক করে।পরে খেজুরি থানার পুলিসকে খবর দেওয়া হলে দুজনকে আটক করে।খেজুরি থানার ওসি শীর্ষেন্দু দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধা করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছ।অভিযুক্তরা বিজেপি কর্মী এবং তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির । জানা গেছে পরশুরামের স্ত্রী কিছুদিন আগে ধর্ষিতা হন ।তৃণমূল নেতা অসিত হাজরাকে পুলিস গ্রেপ্তার করেছিল ।আভিযোগ বদলা নিতেই এই কান্ড ঘটিয়েছে তৃণমূল ॥
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...