ওয়াসিম বারি
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ নম্বর ব্লকের বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকায় ভোটের দিন সোমবার বিকালে আচমকা বাইক বাহিনীর দুষ্কৃতীদের হাতে আহত হন তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকার ।নির্বাচনের ফল প্রকাশের পর জানা গেছে তিনি ৮১ ভোটে জয়লাভ করেছিলেন, তৃনমূল কর্মী দের মুখে হাসি ফিরিয়ে দিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় l এই ঘটনার পরিপেক্ষিতে শনিবার কার্যত বন্ধের চেহারা নিয়েছে বেড়গুম ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকা । এলাকার দোকান পাট এদিন সকাল থেকেই ছিল বন্ধ। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৃনমূলের পক্ষ থেকে একটি মৌন ও শান্তি মিছিল বের করা হয় । রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও করে তৃনমূলের কর্মীরা।