শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

সুতিতে রাস্তা নির্মানের সূচনা শ্রম প্রতিমন্ত্রীর

ভাস্কর ঘোষ

সুতি থানার ফতেপুর এলাকায় রাস্তার বেহাল দশা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শনিবার রাজ্যের শ্রম দপ্তরের প্রতি

মন্ত্রী জাকির হোসেন ওই রাস্তার কাজের শুভ সুচনা করেন।

posted from Bloggeroid

দুর্গাপুর ব্যারেজের কাজ দ্রুত গতিতে চলছে



নীলাদ্রি ঘোষ

দুর্গাপুর ব্যারাজের ১ নম্বর লকগেট ভাঙায় দামোদরের জলস্তর কমে যাওয়ায় শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে l দুর্গাপুর ও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বির্পযয় দেখা

দিতে পারে বলে ডি ভি সি কতৃপক্ষ জানিয়ে দিয়েছেন l ৬৯২ মিটার লম্বা ৩৪টি লক্ গেটের প্রথম গেটটি ভাঙায় ব্যারাজের উত্তর দিকের সংশ্লিস্ট অন্যান্য জায়গারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে l দুর্গাপুর পৃরসভা সহ বিস্তীর্ন এলাকার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা দেবে বলে পুরসভা ও রাজ্য সেচ দফতরের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে l ব্যারেজ ভাঙায় হঠাৎ এই বির্পযয়ে যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা স্বাভাবিক করতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে l খবর পেয়ে কলকাতা থেকে সেচ দফতরের উচ্চ পর্যায়ের একটি দল শনিবার দুপুরের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন l রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান - দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে যাবে l ব্যারাজ মেরামতির জন্য যা প্রয়োজন সবকিছু করা হচ্ছে l

posted from Bloggeroid

রাইপুরে আদিবাসীদের পাতানাচ প্রতিযোগিতা



সাধন মন্ডল


শনিবার বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে রাইপুর থানার পরিচালনায় আদিবাসীদের পাতানাচ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় রাইপুর থানা

এলাকার ২০টি মহিলা দল অংশগ্রহণ করেছিল। প্রথম স্থান অধিকার করে যাদব নগর মার্শাল গাঁওতা নামের নৃত্য দলটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.এস.পি. জ্যোর্তিময় রায়, রাইপুরের বিডিও সঞ্জীব দাস, সমাজসেবী গৌতম বিশ্বাস, রাইপুর থানার আই.সি. মণিময় সিনহা রায় প্রমুখ।

posted from Bloggeroid

মেখলিগঞ্জের চৌরঙ্গীতে বেহাল রাস্তা


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।শনিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী এলাকায়।তাদের অভিযোগ রানীরহাট

চ্যাংড়াবান্ধা যোগাযোগের রাস্তাটি চৌরঙ্গির কাছে রেলের লেভেল ক্রসিং এলাকায় রাস্তাটি খুব খারাপ হয়ে পড়েছে।বেহাল রাস্তায় পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এদিন অবশ্য প্রসাশনের আশ্বাস পেয়েই ঘন্টা খানেক বাদেই আন্দোলন তুলে নেন গ্রামবাসী।মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র বলেন - বাসিন্দাদের দাবির বিষয়ে যথাযথ স্থানে জানানো হবে।

posted from Bloggeroid

ইন্দপুর থানার রক্তদান শিবিরে পুলিশসুপার



শুভেন্দু তন্তুবায়


বাঁকুড়া জেলা পুলিশের একচল্লিশতম ধারাবাহিক রক্তদান কর্মসূচী 'উৎসর্গ' অনুষ্ঠিত হল ইন্দপুর থানায় ।শনিবার সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা ।দু'জন

মহিলা সহ মোট একশো আট জন রক্তদান করেন ।এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।রক্তদাতাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা ছিল বেশি ।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের 'উজ্জীবন 'প্রকল্পে প্রবীণদের মশারি দেওয়া হয় ।মোট বাইশ জন বৃদ্ধ- বৃদ্ধাকে মশারি প্রদান করা হয় ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, সার্কেল ইন্সপেক্টর ইন্দপুর তীর্থঙ্কর মুখার্জী ,ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, ইন্দপুর ব্লকের সহ -সমষ্টি উন্নয়ন আধিকারিক সুফল চন্দ্র মন্ডল ,ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রহ্লাদ বাউরি, এলাকার প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস, অসিতবরণ লায়েক, সৌমিত্র পতি প্রমুখ । বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে ।

posted from Bloggeroid

কোচবিহারে মহিলা তৃনমূল কংগ্রেসের মিছিল

শিখা ধর

শনিবার সকালে কোচবিহার শহরে মহিলা তৃনমূল কংগ্রেসের তরফে মিছিল হয়।মূলত রাজ্যসরকারের নানান উন্নয়নমূলক প্রকল্প গুলির সাফল্য তুলে ধরা হয় এই মিছিলে।

posted from Bloggeroid

হৃদরোগে আক্রান্ত মহম্মদ কামরুজাম্মান চিকিৎসাধীন

মোল্লা জসিমউদ্দিন

শনিবার সকালেই হঠাৎ করে দেগঙ্গায়

নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলেন মহম্মদ কামরুজাম্মান।তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় এক বেসরকারী নার্সিংহোমে।তিনি 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর রাজ্য সম্পাদক, সেইসাথে ফ্রন্টপেজ একাডেমি নামে এক শিক্ষা প্রতিস্থানের কর্মকর্তা।

posted from Bloggeroid

কোতুলপুরে ১৪ কিমি রাস্তার উদ্বোধনে মন্ত্রী শ্যামল সাঁতরা


ব্যাসদেব চক্রবর্তী

রাজ্য পঞ্চায়েত ও গ্ৰামোন্নন দপ্তরের সহযোগীতায় কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লকে প্রায় ১৪ কিমি রাস্তার শুভ উদ্বোধন হলো। এই রাস্তা নির্মাণের ফলে

এলাকার প্রায় ৪৬ টি গ্ৰাম উপকৃত হবে। শনিবার এই উদ্বোধন টি করেন রাজ্য পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

সারেঙ্গায় নাবালিকার বিবাহ রুখলেন বিডিও

নিজস্ব বার্তা, সারেঙ্গা

গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার সারেঙ্গার গাংনালা গ্রামের এক নাবালিকার বিয়ে রুখলেন বিডিও অভিষেক চক্রবর্ত্তী।গত শুক্রবার সারেঙ্গা গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছিল

ঐ গ্রামেরই আঠারো বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিডিও অভিষেক চক্রবর্ত্তীর কাছে এই খবর আসতেই তৎক্ষনাৎ বিয়ে বন্ধে উদ্যোগী হন তিনি।বিডিও-র নির্দেশে সারেঙ্গা ব্লক আধিকারীকরা ছাড়াও তাঁদের সঙ্গে সারেঙ্গা থানার পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরাও ঐ গ্রামে যান। বলেন ঐ নাবালিকার বাবা-মায়েরর সঙ্গে। মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে হলে কি ক্ষতি হতে পারে তা তাদের বোঝান। এবং এই কাজ শাস্তি যোগ্য অপরাধ সে সম্পর্কেও বলেন।পরে ব্লকের আধিকারীক, পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের কাছে ঐ নাবালিকার বাবা মা বিয়ে বন্ধের মুচলেকা দেন। আগামী দিনে ব্লক এলাকায় এ বিষয়ে সচেতনতা শিবির হবে বলেও ব্লক প্রশাসন সূত্রে খবর।

posted from Bloggeroid

নন্দকুমারে দোকানে আগুন, এল দুটি ইঞ্জিন

জাহাঙ্গীর বাদশা


শুক্রবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। ঘটনাঠি ঘটেছে ৪১ নং জাতীয় সড়কের নন্দকুমার থানার খঞ্চি বাজারে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।আগুন নেভাতে ভোর হয়ে যায়।

posted from Bloggeroid

শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

চাকরীর নামে যুবতীদের প্রতারনা বর্ধমানে



সুরোজ প্রসাদ

বর্ধমান শহরে নাম ভাঁড়িয়ে এক যুবক কয়েকজন যুবতীদের চাকরী করিয়ে দেবে বলে প্রতারনা করেছে।এই মর্মে বর্ধমান সদর থানায় মহিলা ডেস্কে লিখিত অভিযোগ জানান প্রতারিত যুবতীরা।তদন্তে বর্ধ

posted from Bloggeroid

শ্যামসুন্দর কলেজের অনুস্থানে মদন মিত্র



সোমনাথ ভট্টাচার্য

পুর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর কলেজে বাৎসারিক অনুস্থান হয়। উপস্থিত ছিলেন প্রাত্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র,

জেলাপরিষদ সদস্য নুরুল হাসান, আপার্থিব ইসলাম, সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম(দুলাল) প্রমুখ।

posted from Bloggeroid

চার বছরের ছেলের সাক্ষ্যে কুড়ি বছরের সশ্রম কারাবাস খুনি পিতার

ভাস্কর ঘোষ

নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলাই দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে থানায় শিশু পুত্রকে সঙ্গে নিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে বলে থানায় জানায় স্বামী। কিন্তু শেষরক্ষা হল না। শিশু সন্তানের সাক্ষ্যে

খুনি বাবাকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ নির্দেশ দেন বিচারক আরতি শর্মা রায়। শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে প্রথম অতিরিক্ত দায়রা বিচারক আরতি শর্মা রায় স্ত্রীকে  নির্যাতন করে  খুন করা এবং আদালতকে বিপথে চালনা করার চেষ্টার অপরাধে মৃনাল চক্রবর্তীকে ২০বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের শাস্তি ঘোষনা করেন।এই কেসেরর সরকারি আইনজীবী ছিলেন দেবাশিষ রায় ।  তিনি জানান  - ১৪ ফেব্রুয়ারী, ২০১৬ সালে এলাকার জজ কোর্টের কাছে একটি ভাড়া বাড়িতে স্ত্রীকে মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল স্বামী মৃনাল চক্রবর্তী। শুধু তাই নয়, এই খুনকে আত্মহত্যা বলে চালানোর জন্য তাঁদের ৪ বছরের ছেলে সৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বহরমপুর থানায় হাজির হয় আসামী মৃনাল চক্রবর্তী। কিন্তু মৃতা রাখী চক্রবর্তীর মা কৃষ্ণা চক্রবর্তীর অভিযোগের জেরে পুলিশ তদন্তে নেমে ৪ বছরের ছেলে সৌভিককে জেরা করে পুলিশ জানতে পারে যে তার বাবা তার মাকে খুন করেছে। 

posted from Bloggeroid

কান্দিতে ডাম্পারে হত মাছ ব্যবসায়ী

ভাস্কর ঘোষ

ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন মাছ ব্যাবসায়ী। শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞা থানার কান্দী -  বড়ঞা রাজ্য সড়কের উপর সুন্দরপুর সেতুর উপর পথ দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, সনাতন বাগদী(৩৮)। বড়ঞা থানার জাঁওহরি গ্রামে তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাস

পাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুই জনকে উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ডাম্পারটি পলাতক। সেটির খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, এদিন সনাতন বাবু তার দুই সঙ্গীকে নিয়ে লছিমান ভ্যানে চেপে কান্দিতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেইসময় সুন্দরপুর সেতুর উপরে একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে তাদের লছিয়ান ভ্যানে ধাক্কা মারলে এটি উল্টে যায়। সনাতন বাবু ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনে মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করেন।

posted from Bloggeroid

বিধাননগরে সরস মেলা শুরু হলো


শুক্রবার বেলা তিনটে সময় বিধাননগরে শুরু হলো সরস মেলা।উপস্থিত ছিলেন সুব্রত মুখার্জী, ফিরহাদ হাকিম সহ

একঝাঁক মন্ত্রী।এই মেলা ঘিরে ভীড় বাড়ছে ক্রেতাদের।

posted from Bloggeroid

আসানসোলে মিড ডে মিলে মুরগি ভাত



মোহন সিং

এখন ডিমের যা দাম।তার থেকে মুরগী মাংস ভাত খাওয়ানো খরচ সাপেক্ষ।তাই আসানসোলের ৭৭ নং ওয়ার্ডে বেশকিছু স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হলো

মুরগি ভাত।এতে বেজায় খুশি পড়ুয়ারা।স্থানীয় তৃনমূল নেতারা এদিন পরিবেশনে সহযোগিতা করেন আনন্দের সাথে

posted from Bloggeroid

আসানসোল হনুমান মন্দিরে রামপুজো

মোহন সিং

আসানসোল বাজার অঞ্চলে হনুমান মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল রাম পুজো। ভক্তকুলের ভিড়ে এদিনের রামপুজোর

আসর জমে ওঠে। ছিল ভক্তি গানেরও আয়োজন। আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল এই পুজোয় অংশগ্রহণ করেন।

posted from Bloggeroid

সাংসদ কোটায় বহরমপুরের মুন্সিবাগান কবরস্থানের সংস্কার

ভাস্কর ঘোষ

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে অধীর চৌধুরীর তাঁর সাংসদ

কোটার টাকায় বহরমপুরের মুন্সি বাগান কবরস্থানে গেট ও হোডিং এবং ওয়েটিং সেট নির্মানের কাজ শুরু করলেন। ৩ লক্ষ ২৫ হাজার ৫৫১ টাকা ব্যায়ে এই কাজ  করা হবে।এদিন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি  অধীররঞ্জন চৌধুরীর এই কাজের সুচনা করেন। দীর্ঘদিন ধরে বহরমপুরের গোড়াবাজার এলাকার এই কবরস্থান সাজানো ছিল না। ছিল না কোন প্রতীক্ষালয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সাংসদ কোটার টাকায় এই কাজ শুরু করেন অধীর বাবু। আর তাতেই এলাকাবাসীর মনে খুশির আমেজ।

posted from Bloggeroid

কালিয়াগঞ্জ কলেজে বিক্ষোভ চলছে

বিকাশ সাহা


উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশনে শিক্ষিকা

র খারাপ ব্যবহারের প্রতিবাদে রাত্রী পর্যন্ত চলছে ছাত্র বিক্ষোভ।এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য রয়েছে কলেজ চত্বরে।

posted from Bloggeroid

মাতৃবিয়োগ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

বৃহস্পতিবার মধ্যরাতে মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র র মাতৃবিয়োগ হয়েছে।মন্ত্রীর মা প্রমোদাবালা মহাপাত্র বয়স হয়েছিল ৯০ বছর।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER