নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
ভিজিটর বুকে স্বাক্ষর না করায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কথা বলতে চাননি।এই ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ কলেজে।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে মেখলিগঞ্জ থানার পুলিশ বাহিনি কে।জানা গেছে কলেজে যখন তখন বহিরাগতদের প্রবেশ রুখতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় যে পড়ুয়াছাড়া অন্যকেউ কলেজে এলে তাদেরকে ভিজিটর বুকে স্বাক্ষর করতে হবে।এদিন তৃনমুল ছাত্র পরিষদ নেতা শাহিন আলী সরকার কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষের সাথে দেখা করতে চাইলেও তিনি ভিজিট বুকে স্বাক্ষর করতে চাননি বলে অভিযোগ।নিয়ম না মেনেই তিনি ভিতরে যেতে চাইলে অনুমতি না মেলাতেই সমস্যা হয়।এ নিয়ে উত্তেজনা ছড়ায়।তৃণমূল ছাত্র পরিষদ নেতা শাহীন আলী সরকার অবশ্য বলেন, কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এদিন কয়েকজন সমর্থককে নিয়ে কলেজে

গিয়েছিলেন।কিন্তু অধ্যক্ষ তার সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন।এরই প্রতিবাদ জানিয়েছেন।এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুদা মঙ্গর অবশ্য জানিয়েছেন, কলেজের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে যে নিয়ম করা হয়েছে সেটা সকলেরই মানা উচিৎ।ঝামেলা যাতে না বাড়ে তাই কলেজের তরফে এদিন পুলিশ ডাকা হয়েছিল।পুলিশ এসে উভয় পক্ষের সাথে আলোচনা করলে পরিস্থিতি শান্ত হয়।
posted from Bloggeroid