বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০১৭

খাতড়ায় ক্রীড়া প্রতিযোগিতা উদঘাটনে জেলা সভাধিপতি



সাধন মন্ডল

বাঁকুড়ার খাতড়ায় মহকুমা ভিক্তিক প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হল রাইপুর উচ্চবিদ্যালয়ের মাঠে।অংশগ্রহন করে ৮ টি ব্লক (১৫টি চক্র)। উদ্বোধন করেন

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি।উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,সহ অনেকেই।

posted from Bloggeroid

মালদায় ধৃত নেশাযুক্ত কফসিরাফ পাচারকারী


মানস দাস, মালদা

বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি বাসস্টান্ডে হানা দিয়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে।তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ টি কফসিরাফ এর বোতল।যার বাজার

মূল্য প্রায় লক্ষাধিক টাকা।এদিন পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম- শামু সাহা ওরফে (বুচ্কা)।বাড়ি মালদা শহড়ের আইটিআই মোড়ে।পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবক পাচারের উদ্দেশ্যে রথবাড়ি এলাকায় দাড়িয়ে ছিল।আজ ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়।

posted from Bloggeroid

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে মালদায় প্রহৃত দুই ব্যবসায়ী

মানস দাস,মালদা

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হল দুই

ব্যবসায়ী।আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,বুধবার গভীর রাতে পুখুরিয়া থানার আসকাপাড়া এলাকায়। জানা যায়,গভীররাতে খানপুর এলাকা থেকে ভুটভুটি চেপে জলসা শুনে বাড়ি ফিরছিলেন দুই ব্যাবসায়ী মহঃ ইসমাইল(৪৫) এবং আব্দুল জলিল। তাদের বাড়ি শ্রীপুর অঞ্চলের আসকাপাড়া গ্রামে। রাত্রি এগারোটা নাগাদ আসকাপাড়া এলাকায় পৌছালে তাদের নজরে পরে দুস্কৃতিরা কয়েকজন কলেজ পড়ুয়ার একটি মোটর আটকে মারধোর করছিলো। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় দুস্কৃতিরা এবং মারধোর করে বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিজনেরা। পরে তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাবসায়ীরা জানান, দুস্কৃতিদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা। সেখ সাদিকুল,সেখ হবি,মিঠু সেখ এবং আবু সামাদ এই চারজনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

কাটোয়ায় ৩৭ তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা


পুলকেশ ভট্টাচার্য

৩৭ তম কাটোয়া মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হলো মাখালতোড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ।
মোট ৮টি চক্র (দাঁইহাট চক্র, কাটোয়া পশ্চিম চক্র, কাটোয়া পূর্ব চক্র,

মঙ্গলকোট-১চক্র , , মঙ্গলকোট-২চক্র,
, মঙ্গলকোট-৩চক্র, কেতুগ্রাম চক্র , কেতুগ্রাম পশ্চিম চক্র), মোট ২৮ টি ইভেন্ট তে রিলে খেলা হল।সমস্ত চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক খেলার উপস্থিত ছিলেন। এবং এ,আই (বর্ধমান) এ,আই (কাটোয়া পূর্ব চক্র) সুব্রত মজুমদার (পূর্ত কোষাধ্যক্ষ - কাটোয়া পঞ্চায়েত সমিতি) প্রমুখ ছিলেন।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ক্ষুদেদের বার্ষিক ক্রীড়ায় মন্ত্রী শ্যামল সাঁতরা



ব্যাসদেব চক্রবর্তী

প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা (প্রা:) বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্রের মহকু

মা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ ফুটবল মাঠে।উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

রাজ্যে প্রতিভাবন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট হচ্ছে

রাজকুমার দাস, কলকাতা

dms sports & leisure এর উদ্যোগে আগামী বছরের প্রথম দিকে রাজ্যের মোট ৮ টি দল কে নিয়ে ক্রিকেটের টুর্নামেন্ট খেলা হবে।আন্ডার 17 এ বাংলা থেকে প্রতিবাভান খেলোয়াড় দের ট্রায়াল দেখে

মত দুশো জন কে প্রাথমিক ভাবে নিয়ে তাদের তৈরি করিয়ে উক্ত টুর্নামেন্টে খেলানো হবে।এতে উৎসাহের পাশাপাশি খেলার প্রতি আগ্রহ উদ্দীপনা উভয়ই বজায় থাকবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী বিশ্বজিৎ মুখার্জী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কথা জানান প্রাক্তন ক্রিকেটার ও কোচ শ্রী অসিত ঠাকুরতা, দীপক ঘোষ সহ অন্যান্যরা।যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।email:biswajit 131@gmail.com

posted from Bloggeroid

কলকাতায় চালু চিনা ভাষা শিক্ষাকেন্দ্র


রাজকুমার দাস


কলকাতার চাইনা টাউনে(ট্যাংরা ) তে চাইনিস ভাষার শিক্ষাকেন্দ্র র উদ্বোধন করলেন প্রাক্তন রেলমন্ত্রী শ্রী দী

নেশ ত্রিবেদী।সাথে ছিলেন মিস্টার মা ঝানও(কনসাল জেনারেল অফ দা পিপলস রেপাব্লিক অব চিনা), একই সঙ্গে পড়াশুনা,লাইব্রেরি সব সুবিধাই স্টুডেন্টরা পাবে এখানে।যে কোনো বয়সের শিক্ষার্থী এখন থেকে এখন উক্ত ভাষা শেখার জন্য আবেদন করতে পারেন। শ্রী ত্রিবেদী উদ্বোধন করে জানান - তিনি ভীষণ খুশি।কলকাতার মতো তিলোত্তমা শহরে এমন সুচারু ভাষার স্কুল কে উদ্বোধন করার জন্য।

posted from Bloggeroid

বুধবার, নভেম্বর ২৯, ২০১৭

সালানপুরে তৃনমূলের কর্মীসভা হল


নীলাদ্রি ঘোষ


সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেসের কর্মী বৈঠক সংগঠিত হল বুধবার l স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে এলাকার একটি বেসরকারী

আলোচনাকক্ষে এই বৈঠক আয়েজিত হয় l উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার,দলের ব্লক সভাপতি মহঃ আরমান সহ দলীয় শাখা সংগঠনের নেতৃত্বরা l বৈঠক শেষে শ্যামল বাবু জানান আগামী ৭ই ডিসেম্বর এলাকার লালগঞ্জ হাটতলা ময়দানে পঞ্চায়েতী রাজ জেলা সম্নেলন অনুস্টিত হবে l উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ দলের রাজ্য ও জেলা নেতৃত্ব l

posted from Bloggeroid

আগামীকাল খাতড়ায় সাংসদ মুনমুন সেন


সাধন মন্ডল

আগামীকাল বাঁকুড়ার খাতড়ায় ক্ষুদেদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে থাকতে পারেন এলাকার সাংসদ মুনমুন সেন।সেইমত চলছে চরম প্রস্তুতি।

posted from Bloggeroid

ছাড়া পেলেন মহম্মদ কামরুজাম্মান

মোল্লা জসিমউদ্দিন

দিন তিন পুর্বে হঠাৎ দেগঙ্গার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হন সংখ্যালঘু নেতা মহম্মদ কামরুজাম্মান।তিনি কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বুধবার দুপুরে ছাড়া পান তিনি।সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক তিনি।আজ পুর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বিশিস্ট সমাজসেবী মহম্মদ হাসিব আলম তাঁকে দেখতে যান।

posted from Bloggeroid

বাঁকুড়ার পি. মোড়ে রাস্তা পার হতে গিয়ে মৃত

সাধন মন্ডল

বুধবার সন্ধায় বাকুড়া - ঝাড়গ্রাম রাজ্যসড়কের উপর পি মোড়ের কাছে

জঙ্গলের মাঝে স্থানীয় পাথরকাটা গ্রামের জীতেন মুরম (৪৮) নামে এক ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে এক চারচ্য গাড়ীর ধাক্কায় মারা যান।এলাকায় তীব্র উত্তেজনা দেখা যায়।

posted from Bloggeroid

বেলুড় মঠে রাস্ট্রপতি


বুধবার দুপুরে রাস্ট্রপতি কলকাতা সফরের মাঝে হাওড়ার বেলুড় মঠে শ্রদ্ধাজ্ঞাপন করতে আসেন। স্বামী বিবেকানন্দের আদর্শর ব্যাপ্তি নিয়ে আলোচনা চলে।

posted from Bloggeroid

সিকিমে তুষারপাত



জাহাঙ্গীর বাদশা

মঙ্গলবার রাত থেকে সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হল।পর্যটকরা এহেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন।দার্জিলিং সহ শিলিগুড়িতে এরফলে এসেছে কনকনে শীত।

posted from Bloggeroid

দিঘায় সমুদ্রে উঠে এল আট লাখের মাছ


জাহাঙ্গীর বাদশা

বুধবার ভোরে পুর্ব মেদনীপুরের দিঘায় সমুদ্র সৈকতে এক জেলের জালে উঠে এল ৪০ কেজির তেলিয়া ভোলা জাতের অমূল্য মাছ।এটি এক সংস্থা আট লাখ টাকা দিয়ে কিনে নেয়।

posted from Bloggeroid

নন্দীগ্রামে বিজেপির বুথ মিটিং সভায় তৃনমূলের হামলা


জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার ভেকুটিয়া ১-নম্বর গ্রামপঞ্চায়েত এর অন্তর্গত ভীমকাটা গ্রামে ২৫ নম্বর বুথে গত মঙ্গলবার রাত্রিতে বিজেপি বুথ মিটিং চলছিলো। অভিযোগ সেই সময় ওই বাড়ি

ঘিরে বিজেপি কর্মিদের উপরে লাঠি,শটা নিয়ে আক্রমণ চালায় টিএমসি কর্মীরা। অতর্কিত আক্রমনে আট বিজেপি কর্মী আহত হয়।তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় মোট ৮ জন আহত।

posted from Bloggeroid

ট্রাক্টরে চাষ করতে গিয়ে মালদায় হত চাষি

মানস দাস, মালদা

নিজের জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের পিছনে লাগানো থাকা যন্ত্রে পিষে মৃত্যু হল চাষীর।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানিগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ মাসলাউল

(৪৫)।পেশায় চাষী।পুরানি গ্রাম এলাকায় নিজের চাষের জমি রয়েছে।বুধবার সকালে ট্রাক্টরের পেছনে যন্ত্র লাগিয়ে জমিতে চাষ করতে শুরু করেন।কিন্তু চাষের সময় ট্রাক্টরের পেছনে লাগানো যন্ত্রের ওপর বসে ছিলেন জমির মালিক মাসলাউল। চালক ট্রাক্টর চালিয়ে চাষ করে যাচ্ছিলেন।কিন্তু কোনোক্রমে ট্রাক্টরের পেছনের যন্ত্রে ঢুকে যায় জমির মালিক মাসলাউল।তার শরীরের অর্ধেক অংশ সেই যন্ত্রে পিষে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়াই।ঘটনার খবর পেয়ে এদিকে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।ট্রাক্টরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

posted from Bloggeroid

মঙ্গলকোটে বিদ্যুৎ প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন


মোল্লা জসিমউদ্দিন

সদর মঙ্গলকোট অঞ্চলে পুরানো টেলিফোন ভবন চত্বরে বছর তিন পুর্বে কেন্দ্রীয় সরকার দীনদয়াল প্রকল্প থেকে পাওয়ার সাবস্টেশন গড়ার কর্মসুচি নেয়।এই প্রকল্পের বিদ্যুতবাহি তার আনবার দায়িত্বে থাকা ঠিকেদার পোল পোতা কিংবা তার উপর দিয়ে নিয়ে যাবার জমি/জায়গা মালিকদের সম্মতিপত্র না নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে।উল্টে এলাকার রাজনৈতিক দাদাদের দিয়ে চমকাতে গিয়ে বিপত্তি এনেছে।এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ থমকে রয়েছে।

posted from Bloggeroid

বাঁকুড়ার সতীঘাটে পথ দুর্ঘটনায় হত ২

ব্যাসদেব চক্রবর্তী

বাঁকুড়া শহরের লালবাজারে অনুষ্ঠিত একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সতীঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। একটি পর্যটক বোঝাই বাসকে মুখোমুখি ধাক্কা মারে

তাদের বাইকটি। গুরুতর অবস্থায় ওই দুই যুবককে বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওযা হলে চিকিত্সকরা দু জনকেই মৃত ঘোষনা করে। মৃত দুই যুবক দেবশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিবেক পাত্র শহর সংলগ্ন কেশিয়াকোলের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে তৃনমূল ছাত্রপরিষদ নেতার দাদাগিরিতে কলেজে পুলিশ

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ



ভিজিটর বুকে স্বাক্ষর না করায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কথা বলতে চাননি।এই ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ কলেজে।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে মেখলিগঞ্জ থানার পুলিশ বাহিনি কে।জানা গেছে কলেজে যখন তখন বহিরাগতদের প্রবেশ রুখতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় যে পড়ুয়াছাড়া অন্যকেউ কলেজে এলে তাদেরকে ভিজিটর বুকে স্বাক্ষর করতে হবে।এদিন তৃনমুল ছাত্র পরিষদ নেতা শাহিন আলী সরকার কলেজের ভারপ্রাপ্ত 
অধ্যক্ষের সাথে দেখা করতে চাইলেও তিনি ভিজিট বুকে স্বাক্ষর করতে চাননি বলে অভিযোগ।নিয়ম না মেনেই তিনি ভিতরে যেতে চাইলে অনুমতি না মেলাতেই সমস্যা হয়।এ নিয়ে উত্তেজনা ছড়ায়।তৃণমূল ছাত্র পরিষদ নেতা শাহীন আলী সরকার অবশ্য বলেন, কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এদিন কয়েকজন সমর্থককে নিয়ে কলেজে

গিয়েছিলেন।কিন্তু অধ্যক্ষ তার সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন।এরই প্রতিবাদ জানিয়েছেন।এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুদা মঙ্গর অবশ্য জানিয়েছেন, কলেজের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে যে নিয়ম করা হয়েছে সেটা সকলেরই মানা উচিৎ।ঝামেলা যাতে না বাড়ে তাই কলেজের তরফে এদিন পুলিশ ডাকা হয়েছিল।পুলিশ এসে উভয় পক্ষের সাথে আলোচনা করলে পরিস্থিতি শান্ত হয়।

posted from Bloggeroid

ব্লাড ক্যান্সার নিয়ে বই লিখলেন চিকিৎসক সৌম্য ভট্টাচার্য

রাজকুমার দাস


সম্প্রতি রোটারি সদনে পিকনিক গার্ডেন

লীলাসেবা সোসাইটি র তরফে 'উজ্জীবন' এর ডক্টর সৌম্য ভট্টাচার্যর ঐকান্তিক প্রচেষ্টায় এক সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্লাড ক্যান্সার প্রতিরোধে মানুষ কে সচেতন করার পাশাপাশি তাদের ভয় না পাবার বার্তা তিনি দেন।অনুষ্ঠানে ডাক্তারবাবুর যে সকল রোগীরা সুস্থ হয়ে গেছে তারা সবাই উপস্থিত ছিলেন।পাশাপাশি এদিন ক্যানসারের বই সহ ডাক্তারবাবুর লেখা উপন্যাস 'নতুন আলো' র আত্মপ্রকাশ ঘটে।ডাক্তার বাবুর এই প্রয়াস সকলকে বেঁচে থাকতে শক্তি বৃদ্ধি করাবে, যা সত্যি অনস্বীকার্য।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER