মানস দাস, মালদা
মৃত আফরাজুলের পরিবারের সাথে দেখা করে করা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের।মঙ্গলবার মালদায় আসেন বাম সংসদ মহম্মদ সেলিম।জেলা বাম নেতৃত্বকে সাথে নিয়ে পৌঁছে যান রাজস্থানে খুন হওয়া শ্রমিক আফরাজুল খানের বাড়ি কালিয়াচকের সৈয়দপুর গ্রামে।সাংসদ সেলিম ছাড়াও তার সঙ্গে ছিলেন, বিধায়ক আনিসুর রহমান, বিধায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জমির মোল্লা,মালদার বাম বিধায়ক খগেন মুর্মু,মালদা জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র সহ জেলা বাম নেতৃত্ব।আফরাজুলের বাড়ি গিয়ে বাম নেতৃত্ব কথা বলেন পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দাদের সাথেও।এদিন বাম সাংসদ মহম্মদ সেলিম বলেন," এই ঘটনা লাভ জিহাদ নয়।এটি একটি ঘৃণার রাজনীতির খুন।আফরাজুল বাক্তিগত কারণে খুন হননি,রাজনৈতিক সামাজিক ব্যবস্থার কারণে খুন হয়েছে।আমরা সর্বশক্তি দিয়ে এই পরিবারের পাশে দাঁড়াবো।সাথে সকল মানুষ দলকে এগিয়ে আসতে আহ্বান জানাব।সাথে চূড়ান্ত শাস্তি হোক দোষীর আমরা লড়াই করবো।"আপনে মহল্লামে কুত্তা ভি শের হোতা হে,যাহা শেরনী কো তাকাত দিখানা থা ওহা নাহি দিখায়া"।বলে মন্তব্য করেন বামফ্রন্টের এই সংসদ।বক্তব্য রাখতে গিয়ে সাংসদ আরো বলেন,'অপরাধ শুধুমাত্র শম্ভু করেনি।অপরাধ এই দেশের সরকার,প্রধানমন্ত্রী করেছে।সরকার সাথ না দিলে এমন অপরাধ হয়না।আমি কথা দিচ্ছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে ধরব।এমনি তীব্র ভাষায় এদিন কেন্দ্রকে বিধলেন এই বাম সাংসদ।

মৃত আফরাজুলের পরিবারের সাথে দেখা করে করা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের।মঙ্গলবার মালদায় আসেন বাম সংসদ মহম্মদ সেলিম।জেলা বাম নেতৃত্বকে সাথে নিয়ে পৌঁছে যান রাজস্থানে খুন হওয়া শ্রমিক আফরাজুল খানের বাড়ি কালিয়াচকের সৈয়দপুর গ্রামে।সাংসদ সেলিম ছাড়াও তার সঙ্গে ছিলেন, বিধায়ক আনিসুর রহমান, বিধায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জমির মোল্লা,মালদার বাম বিধায়ক খগেন মুর্মু,মালদা জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র সহ জেলা বাম নেতৃত্ব।আফরাজুলের বাড়ি গিয়ে বাম নেতৃত্ব কথা বলেন পরিবারের সদস্য সহ গ্রামের বাসিন্দাদের সাথেও।এদিন বাম সাংসদ মহম্মদ সেলিম বলেন," এই ঘটনা লাভ জিহাদ নয়।এটি একটি ঘৃণার রাজনীতির খুন।আফরাজুল বাক্তিগত কারণে খুন হননি,রাজনৈতিক সামাজিক ব্যবস্থার কারণে খুন হয়েছে।আমরা সর্বশক্তি দিয়ে এই পরিবারের পাশে দাঁড়াবো।সাথে সকল মানুষ দলকে এগিয়ে আসতে আহ্বান জানাব।সাথে চূড়ান্ত শাস্তি হোক দোষীর আমরা লড়াই করবো।"আপনে মহল্লামে কুত্তা ভি শের হোতা হে,যাহা শেরনী কো তাকাত দিখানা থা ওহা নাহি দিখায়া"।বলে মন্তব্য করেন বামফ্রন্টের এই সংসদ।বক্তব্য রাখতে গিয়ে সাংসদ আরো বলেন,'অপরাধ শুধুমাত্র শম্ভু করেনি।অপরাধ এই দেশের সরকার,প্রধানমন্ত্রী করেছে।সরকার সাথ না দিলে এমন অপরাধ হয়না।আমি কথা দিচ্ছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে ধরব।এমনি তীব্র ভাষায় এদিন কেন্দ্রকে বিধলেন এই বাম সাংসদ।
posted from Bloggeroid