শুভদীপ ঋজু মন্ডল
জঙ্গলমহলের বিশিস্ট সমাজসেবী অনুপ পাত্রের হাত ধরে বাঁকুড়ার জঙ্গলমহলে ইন্টারনেট সাথী প্রকল্পের সুচনা হয়েছিল গত ৩রা ফেব্রুয়ারী
আজ তা শেষ হল সিমলাপালের একটি বেসরকারি কলেজে। সেন্টার ফর এনভাইরন মেন্টাল এন্ড সোসিও ইকনমিক রিজেনারেশনের উদ্যোগে টাটা ট্রাষ্ট ও গুগুলের সহযোগীতায় ইন্টারনেট সাথী প্রকল্পের মাধ্যমে বাঁকুড়ার জঙ্গলমহলের মহিলাদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সচেতন ও স্বনির্ভর করার বিশেষ প্রশিক্ষন শিবিরে ২৪৩ জন মহিলা ইন্টার লনেট সাথীর প্রশিক্ষণ নিলেন।সারেঙ্গা, সিমলাপাল,রাইপুর রাঁনীবাঁধ,খাতড়া ও হীড়বাঁধে মোট ২৪৩ জন মহিলা প্রাথমিক ভাবে এই প্রশিক্ষন নিলেন। এরপর তারা নিজ নিজ গ্রাম সংসদ এলাকার মানুষদের ইন্টারনেট এর ব্যবহার শেখাবেন,এ কথা জানালেন সংস্থার সচিব দেবাশিষ পন্ডা। সিমলাপালের বিক্রমপুর ডিএল এড কলেজ ও খাতড়ার মহাবীর গেষ্ট হাউসে আজ শেষ হল এই প্রশিক্ষণ শিবির।খাতড়া, রানীবাঁধ,হীড়বাঁধ ব্লকের প্রশিক্ষণ হল খাতড়ায়,বাকী জঙ্গল মহল ব্লক সমুহের প্রশিক্ষণ হল সিমলাপালের বিক্রম পুরে।
আজকের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জনশিক্ষন সংস্থান এর ডাইরেক্টর দিলীপ পাত্র ও সমাজ সবী অশোক ষন্নিগ্রহী। প্রশিক্ষণার্থী দের হাতে ব্যাগ,ছাতা, মোবাইল ও ট্যাব তুলে দেওয়া হয়।অনপ পাত্র জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর ও সামাজিক উন্নয়ন এর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল ও সমাজসেবী সনৎ পণ্ডা।