শনিবার, জুন ৩০, ২০১৮

বাঁকুড়ায় প্রশান্ত মহালানবিশের জন্মদিবসে পঞ্চায়েত প্রতিমন্ত্রী

প্রশান্তচন্দ্র মহালানবীশ ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বাঁকুড়ায়।উপস্থিত পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

প্রশান্ত মহলানবিশের ১২৫ তম জন্মদিবসে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ


সুজিত ঘোষ

কুচবিহার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা পরিসংখান দপ্তরের উদ্দোগে ১২৫তম প্রশান্ত মহলানবিশ এর জন্ম দিবস উপলখ্যে  স্কুল ও ইংঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীদের ও যুবদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী  রবীন্দ্র নাথ ঘোষ মহাশয়.

খন্ডঘোষে তৃনমূল নেতার স্মরণে সভা

প্রয়াত তৃণমূল কংগ্রেসের নেতা শান্তি সাহানার স্মরণ সভা অনুষ্ঠিত হলো লোদনা অঞ্চলে । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ।বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয় ।খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  অপার্থিব ইসলাম মহাশয় ।পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি শম্পা ধারা মহাশয়া।আরও অনেক নেতৃত্ব ।

'জিরো পয়েন্ট' পত্রিকার নজরুল উৎসব হতে চলেছে

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়

আগামী ২৯ আগস্ট পূর্ব বর্ধমানের মেমারী ব্লক অফিসে 'নজরুল উৎসব' হতে চলেছে।জনপ্রিয় পাক্ষিক পত্রিকা 'জিরো পয়েন্ট ' এই উৎসবের মূল আয়োজক।

লালগড়ে দুর্ঘটনায় নিহতদের পাশে পরিবহন মন্ত্রী

সন্দীপ সিংহ

লালগড়ের বাস দুর্ঘটনায় নিহত পরিবারের ( শালবনি ব্লকের 5 জন এবং গড়বেতা ৩.. ব্লকের 3 জন ) হাতে পরিবহন দপ্তরের পক্ষ থেকে পরিবহণ  মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর্থিক সহায়তা তুলে দিলেন।

বৃহস্পতিবার, জুন ২৮, ২০১৮

ফ্লাট করার নামে কয়েক কোটি তুলে বেপাত্তা বর্ধমানের সপ্তপদী

সুকান্ত ঘোষ

কোটির বেশি টাকা তুলে বেপাত্তা বর্ধমান শহরের বাজেপ্রতাপুর সংলগ্ন (নেতাজী নার্সিংহোম)  'সপ্তপদী' নামে এক প্রমোটিং সংস্থা।দুটি বিল্ডিং কমপ্লেক্স (পাঁচতলা)  করবে বলে পঞ্চাশের বেশি ব্যক্তিদের কাছে কয়েক কোটি টাকা তুলেছে এই সংস্থা।প্রায় তিন বছরের কাছাকাছি সময় কেটে গেলেও পিলার ঠিকমত উঠেনি।কেউ কেউ ক্রেতা সুরক্ষা সহ আদালতে মামলা করার কথা ভাবছেন। সেইমত চলছে আইনজীবিদের সাথে পরামর্শ নেওয়ার কাজ।

সোমবার, জুন ২৫, ২০১৮

এ কোন সিদ্দিকুল্লাহ চৌধুরী


মোল্লা জসিমউদ্দিন

বাংলার রাজনীতিতে বরাবরই সিদ্দিকুল্লাহ চৌধুরী এক আন্দ্রোলনমুখী প্রতিবাদী নেতার নাম।সে সিঙ্গুর - নন্দীগ্রাম - মাখড়া - খাগড়াগড় হোক কিংবা অতি সম্প্রতি হওয়া পঞ্চায়েত ভোট। বিভিন্ন মন্তব্য করে রাজ্যরাজনীতির কেন্দ্রবিন্দুতে আসা একদা সিদ্দিকুল্লাহ বর্তমানে মৌনীবাবার মতনই অবস্থা।সৌজন্যে তৃনমূল কংগ্রেস।২০১৬ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ছিলেন স্বাধীনচেতা ব্যক্তিত্ব। যেই থেকে তৃনমূলের অনুগত সৈনিক হিসাবে নাম লিখিয়েছেন সিদ্দিকুল্লাহ।সেই থেকে তৃনমূলের বাঁধনে আবদ্ধ তিনি।বিশেষত পঞ্চায়েত ভোট নিয়ে দলের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে নিজের স্পষ্ট অবস্থান জানাতে গিয়ে 'দলবিরোধী' কার্যকালাপে অভিযুক্ত সিদ্দিকুল্লাহ।তাই রাজনীতির নিয়ে খোলামেলা বক্তব্যেও পড়েছে তৃনমূলের বেড়ী। হ্যা রবিবার মঙ্গলকোটের পদিমপুরে জমিয়ত উলেমা হিন্দের ব্লক সম্পাদক তথা ইমাম সংগঠনের জেলা নেতা হাফেজ সাবির আলীর মেয়ের বিবাহতে এসেছিলেন তিনি।শুধু আসা কিংবা আশীর্বাদ করা নয়।এই বিবাহে 'মৌলবি'র ভূমিকায় পাওয়া যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কে।এদিন কলকাতা থেকে দুপুর একটার মধ্যেই মঙ্গলকোটের পদিমপুরে চলে আসেন। এরপরে নুতনহাটে এক অনুষ্ঠান বাড়ীতে বিবাহের যাবতীয় কাজ তদারকি সহ মুসলিম রীতিতে নিকাহ পালনে দেখা যায় তাঁকে।বিয়ে পরবর্তীতে মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগার পর্যবেক্ষণে যান তিনি।মডেল পাঠাগার হিসাবে স্বীকৃত এই পাঠাগারের সম্পাদক নুর আনসারী কে নিয়ে পাঠাগারের উন্নয়নকাজ দেখেন।এই পাঠাগার কে নবীভবন পঁচিশ লক্ষ অনুদান দিয়েছিল রাজ্য গ্রন্থাগার দপ্তর।সেই ভবন সহ ডিজিটাল লাইব্রেরী হিসাবে কেমন কাজ চলছে তা খতিয়ে দেখেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উল্লেখ্য শাসকদলের ক্ষমতাসীন গোষ্ঠীর দৌরাত্ম্যে কোণঠাসা সিদ্দিকুল্লাহ সশরীরে ঈদের বস্ত্রবিলি কর্মসূচি করতে না পারলেও এই পাঠাগারেই ফ্লেক্স টাঙ্গিয়ে বিধায়ক কোটায় বস্ত্রবিলি করান সিদ্দিকুল্লাহ।আজ বিয়ের আসরে দীর্ঘ পাঁচমাস এলাকাছাড়া স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ কে স্থানীয় রাজনীতি বিশেষত পঞ্চায়েত ভোটে তৃনমূলের বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন করা হলে সিদ্দিকুল্লাহ বলেন - " দলনেত্রী যা সিদ্ধান্ত নিবেন, তা অক্ষরে অক্ষরে পালন করব।এর বাইরে কিছু বলতে পারবনা "।গত দুবছর ধরে যে ব্যক্তিগত কারিশমা দেখা গেছে মঙ্গলকোটের বুকে, আজ তার ছিটেফোঁটা দেখা যায়নি।শরীরি ভাষায় বোঝা গেল,  তিনি মন্ত্রিত্ব নিয়েই থাকতে চান মঙ্গলকোটের রাজনীতি নিয়ে তার কোন আগ্রহ নেই।প্রায় পাঁচ মাস আগে মাসে চার থেকে পাঁচবার দেখা মিলতো স্থানীয় বিধায়কের।তখন হাজার হাজার অনুগামী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসতেন।আজ বিয়ের মজলিশে বরপক্ষ এবং কনেপক্ষ ছাড়া কাউকেই দেখা গেলনা! এমনকি গতকাল বিকেলে বিধায়ক অনুগামী হিসাবে পরিচিত তিন অনুগামী কে পুরানো ফৌজদারি মামলায় আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ।শোনা যাচ্ছে অতীতে কুড়ির বেশি ব্যক্তিদের মত এদের কপালেও জুটতে পারে গাঁজার কেস।যাইহোক মঙ্গলকোটে রাজনীতিতে স্থানীয় বিধায়ক হিসাবে সিদ্দিকুল্লাহের ভুমিকা গৌণ করেছে শীর্ষ তৃনমূল নেতৃত্ব। এটা বিগত পাঁচমাসের কোন বিধায়ক তহবিলের উন্নয়নমুখী কিংবা রাজনৈতিক কর্মসূচি তে গড়হাজির অবস্থানেই বোঝা যায়।আজ তার পুনরায় প্রমাণ মিললো এটা বলায় যায়।

শনিবার, জুন ২৩, ২০১৮

মঙ্গলকোটের উপর দিয়ে শিলিগুড়ি বাস


 পারিজাত মোল্লা

শিলিগুড়ি যাবেন বেড়াতে? আর কোন চিন্তা নেই।মঙ্গলকোটের উপর (৭ নং রাজ্য সড়ক) দিয়ে শিলিগুড়ি যাওয়া যাচ্ছে।কুড়ির বেশি যাত্রীবাহী বাস তাও বেশিরভাগ এসি বাস।ধর্মতলা থেকে শিলিগুড়ি ভাড়া ১২০০ টাকা।অনলাইন তে বুকিং করা যায়, তাছাড়া ধর্মতলা ডিপোর কাউন্টার গুলিতেও টিকিট মেলে।গত একমাস পূর্বে বাদশাহি সড়ক হয়ে অজয় নদের লোচনদাস সেতুর উপর দিয়ে ফুটিসাকো হয়ে এই বাস গুলি শিলিগুড়ি যাচ্ছে।ভ্রমনপিপাসুদের কাছে এই বাস চলাচল অত্যন্ত সুখকর খবর।

শুক্রবার, জুন ২২, ২০১৮

মঙ্গলকোটের নুতনহাট বাসস্ট্যান্ডে বালির গাড়ীর বিভীষিকা

মোলা জসিমউদ্দিন

মঙ্গলকোটের নুতনহাট বাসস্টান্ড ক্রমশ বিভীষিকা হয়ে উঠছে বালির গাড়ী যাতায়াতের জন্য।সর্বদা জ্যাম লেগে থাকে এখানে।ট্রাফিকপুলিশ থাকলে ভালো হয়।

শনিবার, জুন ১৬, ২০১৮

পদিমপুর দক্ষিণপাড়া ঈদগারে মঙ্গলকোট পুলিশের মিস্টি বিলি

হিরু মির্জা

শনিবার সকালে ঈদের নামাজরত ধর্মপ্রাণদের হাতে মিস্টির প্যাকেট তুলে দিলেন মঙ্গলকোট থানার এক পুলিশ আধিকারিক।মঙ্গলকোটের পদিমপুর দক্ষিনপাড়া মসজিদের ইমাম সাহেব কে এই মিস্টির প্যাকেট তুলে দেওয়া হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে।

শুক্রবার, জুন ১৫, ২০১৮

পূর্ব বর্ধমানের কোন তৃনমূল নেতারা বিজেপির দিকে পা বাড়িয়ে?

মোল্লা জসিমউদ্দিন

আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের আদি তৃনমূল নেতাদের একাংশ বিজেপিতে যোগদান করতে পারেন।গোলাম জার্জিস, খাদিম রায়, বাবলু মুখার্জী, সুশান্ত ঘোষ, বিকাশ চৌধুরী, বামাপদ মন্ডল, চঞ্চল গড়াই প্রমুখ নাম কানাঘুষো হিসাবে শোনা যাচ্ছে।মিথ্যা পুলিশি মামলায় ফেসে যাওয়ার আশংকায় এখনই দলবদল না করলেও লোকসভার ভোটে এইসব নেতাদের বড় অংশ বিজেপিতে যাবেই।

     বিস্তারিত আসছে

বুধবার, জুন ১৩, ২০১৮

ফ্লেক্স ব্যানারে ঈদের জামাকাপড় বিলি সিদ্দিকুল্লাহের

মোল্লা জসিমউদ্দিন

সিদ্দিকুল্লাহ আসতে পারলেন না।তাই ছবি দেখিয়ে বিধায়ক তহবিলের ঈদের জামাকাপড় বিলি করা হল।এদিন মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে এই বস্ত্রবিলি চলে।সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু পাঠাগার মন্ত্রি, তাই পাঠাগার ছাড়া অন্য কোথাও জায়গা পেলেন না মঙ্গলকোটে।তাও সশরীরে নয়, ফ্লেক্স ব্যানারে থাকলেন এলাকার বিধায়ক।

ঘাটালে বাজি কারখানায় দগ্ধ ৩ কর্মী

পশ্চিম মেদনীপুরের ঘাটাল পৌরসভার ২  নং ওয়ার্ডে অবৈধ বাজি কারখানা তে আগুন লাগলো এদিন।বাজি বিস্ফোরণে আহত তিন কর্মী ,তাদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে।মালিকের খোজ চালাচ্ছে পুলিশ।

'পূবের কলম' ছুটছে দুরন্ত গতীতে

পারিজাত মোল্লা

কলম পত্রিকা এবার 'পুবের কলম' হিসাবে আত্মপ্রকাশ করেছে।পাঠকমহলে ব্যাপক সাড়া মিলছে।এখন আগের থেকে আরও বেশি খবর নিয়ে থাকছে পূবের কলম।জেলার খবরাখবর থেকে দেশবিদেশের সংবাদ পরিবেশনে দুর্দান্ত গতীতে এগিয়ে চলেছে এই দৈনিক পত্রিকাটি।পত্রিকার সম্পাদক রয়েছেন আহমদ হাসান ইমরান সাহেব।

মঙ্গলবার, জুন ১২, ২০১৮

মিলন পাঠাগার ঢুকতে ঢালাই রাস্তা হচ্ছে

মোল্লা শাহজাহান - নিপু

মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগার ঢুকবার ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে।স্থানীয় বিধায়কের উন্নয়ন তহবিল থেকে এই প্রকল্প বলে জানিয়েছেন পাঠাগারের সম্পাদক নুর আনসারী।

রবিবার, জুন ০৩, ২০১৮

বাঘের মাসিদের ঠিকানা কি মঙ্গলকোটের লাইনহোটেল?

মোল্লা জসিমউদ্দিন

বাড়ী বাড়ী বেড়ালের উপদ্রব স্বাভাবিক।তবে এখন পাড়ায় পাড়ায় বেড়ালদের দর্শন পাওয়া কঠিন ব্যাপার।মঙ্গলকোটের পদিমপুর গ্রামে দক্ষিনপাড়ায় কুড়ির বেশি বেড়াল ঘুরে বেড়াত।এখন দুএকটি দেখা মেলে অনেক অপেক্ষা করে।এটা শুধু পদিমপুর নয়, নুতনহাট,  বরাগড় প্রভৃতি গ্রামের সাধারণ ব্যাপার।গেল কোথায় তারা?  রাস্তায় যেমন কুকুরদের অপহরণ করে নিয়ে যাবার ঘটনা মেমারি এলাকায় ঘটেছে।ঠিক তেমনি আশংকা করা হচ্ছে - বেড়ালগুলিকে বাদশাহী রাস্তায় দুধারে থাকা লাইনহোটেলে বিরিয়ানী কিংবা কশা মুরগীর মাংস হিসাবে খাওয়ানো হয়েছে এবং চলছে।বিশেষজ্ঞ রাঁধুনিরা জানাচ্ছেন - এমন মশলা ব্যবহার চলছে বোঝায় মুস্কিল কোনটা মুরগি কিংবা কোনটা বেড়ালের মাংস?  বাঘের মাসিদের নিখোজের সংখ্যা দিন কে দিন বেড়ে যাওয়ায়,  মঙ্গলকোটের এলাকাবাসীরা আতংকে রয়েছে।

শনিবার, জুন ০২, ২০১৮

পুরুলিয়ায় পরপর দুজন বিজেপি কর্মী খুন

সঞ্জয় হাল্দার 

আবার পুরুলিয়া সন্ত্রাসের বলি এক বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার, পিতা - মহাবীর কুমার গ্রাম- ডাভা, অঞ্চল- গেরুয়া। কাল রাত্রি 9 টার থেকে নিখোঁজ ছিলেন আজ সকালে তাঁর দেহ খুঁজে পাওয়া যায়। একটি হাইটেনশন পিলার তে ঝুলন্ত অবস্থায়।
[8:08PM, 02/06/2018]। পর পর দুই বিজেপি কর্মীর খুনে উত্তাল পুরুলিয়ার বলরামপুর।দেহ আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসী ও বিজেপি কর্মীদের।অশান্তির আশঙ্কায় এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিসবাহিনী।

শুক্রবার, জুন ০১, ২০১৮

নুতনহাট বাইপাস মসজিদের ইফতার

মোল্লা শাহজাহান - নিপু

মঙ্গলকোটের নুতনহাট বাইপাসের মসজিদে ইফতার মজলিসে এলাকার ধর্মপ্রাণরা।প্রত্যেহ এই মেহফিলের উদ্যোক্তা মিরু সেখ, রহিম সেখ প্রমুখ।

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

কলকাতা/দীঘাগামী সরকারী বাসের টিকিট এবার মঙ্গলকোটে

মোল্লা জসিমউদ্দিন

এবার মঙ্গলকোট থেকে কলকাতা/দীঘাগামী সরকারী বাস (এসবিটিসি) এর টিকিট বুকিং করা যাচ্ছে।সকালের দিকে কীর্ণাহার থেকে মঙ্গলকোটের নুতনহাটের উপর দিয়ে ৩ টি বাসের ক্ষেত্রে এটি শুরু হয়েছে।নুতনহাট বাইপাস মোড়ে এই টিকিট কাটা যাচ্ছে।দুরপাল্লা গাড়ীগুলিতে কলকাতা কিংবা দীঘা যেতে প্রায় তিনঘন্টা দাঁড়িয়ে যেতে হয় মঙ্গলকোটে উঠা যাত্রীদের।প্রায়শ কলকাতা যাওয়া এক ব্যবসায়ী আব্দুল কায়ুম জানান - আগে ভাগ্যের উপর ভরসা করে বাসে উঠতাম, সিট পাওয়া লটারি জেতার মতন হত।অনলাইন বুকিং ৩৫ কিমি দূরে বর্ধমান শহরে হয়, মঙ্গলকোটে এই পরিষেবা পাওয়া সত্যিই আনন্দের।

বিষাক্ত পার্থেনিয়াম বাড়ছে স্বরুপনগরে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগর থানার তেপুল মির্জাপুর জিপির অভ্যান্তরে বিভিন্ন রাস্তার ধারে বিশেষ করে মির্জাপুর গ্রামের প্রধান পাকা রাস্তার দুই ধার লাগয়া ফুটপথের ধার ঘেঁষে পার্থনিয়াম (এক ধরনের ক্যানসার বাহী আগাছা)এর বাড়বাড়ন্ত দেখা যায়।অচিরেই যদি এই আগাছার বিনাশ না করা যায় তবে এই আগাছার মুকুল বিকশিত হলে মানব শরীরে শ্বাষকষ্ট থেকে শুরু করে ফুসফুসে ক্যান্সার এর সংক্রমন হতে পারে'।এলাকার কৃষক থেকে শুরু করে এই রাস্তা ব্যাবহারকারী নিত্যযাত্রীদের স্বার্থে প্রশাসনিক প্রচেষ্ঠায় পার্থনিয়াম বিনষ্টে হাত লাগানো দরকার৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER