রবিবার, মার্চ ১১, ২০১৮

দুর্গাপর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার করলো ইন্দপুর থানা

শুভেন্দু তন্তুবায়

টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এক ছাত্র । দু'মাস পর রবিবার বাড়ি ফিরল সে। ইন্দপুর পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল ইন্দপুরের জিড়রা গ্রামের লালমোহন দে । এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে।  গত জানুয়ারি মাসের ৭ তারিখ রবিবার টিউশন পড়তে যাবার নাম করে দুপুরে  সে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসে নি। তাই এতদিন  ছেলে বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় দিন কাটছিল এখানকার জিড়রা গ্রামের দে পরিবারের। যদিও এতদিন সে কোথায় ছিল তার কোন হদিশ পায় নি পরিবারের লোকজন। কিন্তু শনিবার বিকেলে সে একটি নম্বর থেকে তার দাদাকে ফোন করে। এরপর সেই নম্বর ধরে খোঁজাখুঁজি শুরু করে ইন্দপুর থানার পুলিশ। তারপর এদিন মাঝরাতে তাকে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে নিয়ে আসা হয়। শনিবার রাতে ইন্দপুর থানায় রেখে রবিবার তাকে পরিবারের হাতে তুলে দেয় । ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল বলেন- ছেলেটির সন্ধান পেতে আমরা  বিভিন্ন জায়গায় খোঁজখবর করছিলাম। তারপর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে তাকে খুঁজে    পাওয়া যায় ।পুলিশ সূত্রে খবর, ফোন আসার খবর পেয়েই পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ইন্দপুর থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ জানতে পারে সে দুর্গাপুরে রয়েছে। সঙ্গে সঙ্গেই তারা সেখানকার কোকওভেন থানার সাথে যোগাযোগ করে। সেখানকার পুলিশের সহযোগিতায় জানা যায় ছেলেটি দুর্গাপুরের বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে কাজ করছিল। সেখান থেকে তাকে খুঁজে বের করে পুলিশ।ইন্দপুর থানার তদন্তকারী আধিকারিক ও লালমোহনের পরিবারের লোকজন সেখান থেকে  ইন্দপুর থানায় তাকে নিয়ে আসে । রবিবার  ইন্দপুর থানা তাকে পরিবারের হাতে তুলে দেয় । দুশ্চিন্তা গ্রস্ত পরিবারটি ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি ।

মাধ্যমিক পরীক্ষার্থী কে মারধোর, উত্তেজনা পুকুরিয়ায়

মানস দাস,মালদা

মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর করার প্রতিবাদ করায় আক্রান্ত মা ও দুই কাকিমা। আহত দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায় পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুখুরিয়া থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম, সোনা বসাক(৩৬), সুরভি বসাক(৩৩) এবং আলো বসাক(৩১)। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলোকে। বাকি দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ফটিক মন্ডল, ধরনী মন্ডল, সনাতন মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
      অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী সত্যজিৎ বসাক তার বন্ধুদের সাথে পরিক্ষা নিয়ে আলোচনা করছিলো। সে পুখুরিয়া হাই স্কুলের ছাত্র। সেই সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। এরপর হঠাৎ করে ফটিক মন্ডল মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর শুরু করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে যায় মা কাকিমারা। তখন তাদেরকেও মারধোর করাহয় বলে অভিযোগ। কাকিমা সুরভি বসাকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ। তার মাথায় সাতটি সেলাই পরেছে। আগামী সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরিক্ষা। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।

মোথাবাড়িতে পারিবারিক সংঘর্ষ, আহত কলেজ পড়ুয়া

মানস দাস,মালদা

পারিবারিক সংঘর্ষে আহত হলো এক কলেজ পড়ুয়া।  দাদাকে মারধোরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত কলেজ পড়ুয়া ভাই। আহত ভাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ২নং পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষটোলা গ্রামে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ছাত্রের নাম, কেশব মন্ডল(২১)। বাড়ি সন্তোষটোলা গ্রামে। সে কালিয়াচক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।   অভিযোগ, রাত্রি সাড়ে বারোটা নাগাদ, কেশবের এক দাদা রাজকুমার মন্ডল এবং বৌদি সান্তনা মন্ডলের সাথে বচসা বাধে। এমন সময় দাদার শ্বশুর চারু মন্ডল বাড়িতে ঢুকে জামাইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার বাধা দিতে গেলে চারু লাঠি নিয়ে চড়াও হয় কেশবের উপর। লাঠির আঘাতে মাথা ফেটে যায় কলেজ পড়ুয়ার। পরিজনেরা রাতেই তাকে উদ্ধার করে প্রথমে ভরতি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্ত চারু মন্ডল সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মেখলিগঞ্জে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃনমূল

 

মেখলিগঞ্জ

মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের 33 নম্বর বুথ কমিটির উদ্যোগে রবিবার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সহায়ক উপকরণ দিয়ে উৎসাহিত করা হল। এদিন বিকেলে এই উপলক্ষ্যে যমেরডাঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বুথ সভাপতি কাসেম আলি মিঞা, দলের উছলপুকুরি কোর কমিটির সদস্য বাবুল হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের উছলপুকুরি অঞ্চল সভাপতি বাপন চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য তরনী রায় মাঝি প্রমুখ । তৃণমূলের তরফে মাধ্যমিকের কুড়িজন ও উচ্চ মাধ্যমিকের আটজন পরীক্ষার্থীকে এদিন খাতা, কলম, পিচবোর্ডজ ইত্যাদি শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করা হয়।

নিমপীঠ থেকে নবান্নগামী ষ্টেটবাস চালু

উজ্বল বন্দ্যোপাধ্যায়

জয়নগরের মানুষের কথা মেনে অবশেষে জয়নগরের নিমপীঠ থেকে হাওড়ার নবান্ন অবধি সরকারী বাস পরিষেবা আজ থেকে শুরু হলো।আজ নিমপীঠ মোড়ে নারকেল ফাটিয়ে ও পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক  সদানন্দজি  মহারাজ,বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদের পূত কর্মাধ্যক্ষ  আবু তাহের সরদার,পরিবহন দপ্তরের আধিকারিক অরুপ দও,কৃষি বিজ্ঞানী  ডঃ নিলেন্দু জ্যোতি মৈত্র,তৃনমূল নেতা সুবল মন্ডল,খান জিয়াউল হক,তুহিন বিশ্বাস, শৈলেন দাস,প্রবীর  চক্রবর্তী ,সিরাজ উদ্দিন  খান,  গোপাল নস্কর প্রমুখ।প্রতিদিন ৩ টি করে বাস জয়নগর থেকে নবান্ন ও ৩টি করে বাস নিমপীঠ থেকে নবান্ন অবধি চলাচল করবে।এই ৬টির মধ্য ২টি বাস মগরাহাট ভায়া হয়ে নবান্ন যাবে বলে জানা গেছে।

মঙ্গলকোটে নুতনহাটে ট্রাফিক পুলিশ দাবি

মোল্লা জসিমউদ্দিন

অজয় নদ থেকে বালি বোঝাই ডাম্পারগুলি মঙ্গলকোটের নুতনহাট বাসস্ট্যান্ড কে যানজটে প্রতিনিয়ত রাখছে।ট্রাফিকপুলিশ নেই এহেন ব্যস্ততম জায়গায়। তাই যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন দাবি স্থানীয়দের।

শনিবার, মার্চ ১০, ২০১৮

নাম ফলকহীন মঙ্গলকোট ব্লক অফিস

মোল্লা জসিমউদ্দিন

একবছরের বেশি সময় ধরে মঙ্গলকোট ব্লক অফিসের মূল তোরণটি নাম ফলকহীন রয়েছে।তাই ব্লক অফিসের খোঁজে আসা অনেকেই দুর্ভোগের শিকার হন।কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল বিষয়টি স্থানীয় বিডিও সাহেবের সাথে ককথা বলে ব্যবস্থাগ্রহণ এর আশ্বাস দিয়েছেন।

লখনউতে জমিয়তের মহাসম্মেলনে সিদ্দিকুল্লাহ

উত্তর প্রদেশের লখনউতে জমিয়তে উলামায়ে হিন্দের মহাসম্মেলনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব।

ট্রাফিক সচেতনতা বাড়াতে মালদা জেলাপুলিশের কর্মশালা

মানস দাস,মালদা : পথ দুর্ঘটনায় রাশ টানতে আরো এক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পুলিশ।ট্রাফিক সচেতনতার জ্ঞান যাচাইয়ে প্রাথমিক সারলেন বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে।চালকদের ট্রাফিক সংক্রান্ত সীমিত জ্ঞানের বিস্তার ঘটাতে খুব শীঘ্রই ক্লাস চালুর কথা জানালেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ।মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের নির্দেশে বাস,লরি,ট্রাক্টর,বাইক সহ বিভিন্ন যানবাহন চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইন কনফারেন্স হলে।সেখানে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স)অরিন্দম সরকার,ডিসিআরবি ওসি সৌম্য মুখ্যার্জী,ট্রাফিক ওসি জয়দিপ দাস প্রমুখ।এদিন জেলা পুলিশ সুপার কার্যত শিক্ষকের ভূমিকা গ্রহণ করে বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে নানান প্রশ্ন করেন।কিভাবে নিয়ম মেনে গাড়ি চালাতে হয়,কোথায় গাড়ি থামাতে হয়,কোথায় ধীর গতিতে,কোথায় দ্রুত গতিতে গাড়ি চালানো প্রয়োজন,রাস্তায় রাস্তায় লাগানো ট্রাফিক চিহ্নগুলি আসলে কিসের ইঙ্গিতবহী এই সমস্ত বিষয়ে জানতে চান।এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান,আলোচনার মাধ্যমে বুঝতে পারেন যানবাহন চালকদের অনেকের মধ্যেই সীমিত ট্রাফিক জ্ঞান রয়েছে।তাই তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে পুরোপুরি অবগত করাতে খুব শ্রীঘ্রই ক্লাস চালু করাতে চলেছেন।যা দেখে যানবাহন চালক থেকে শুরু করে মালিক সকলেই যারপরনায় খুশি।তাদের বক্তব্য,এইভাবে আগে কোন পুলিশ সুপার তাদের কাছে এই বিষয়ে জানতে চাননি,বা জানানোর চেষ্টাও করেননি।তবে বর্তমান পুলিশ সুপার তাদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে অবগত করাতে ক্লাস নিতে চলেছেন।

মঙ্গলকোটের কবিতা - সাবিনারা স্বাবলম্বীর পথে


পারিজাত মোল্লা, মঙ্গলকোট

ওরা কেউ স্কুলে আর পড়েনা, বাড়ীতেই বসে থাকে এরা।মঙ্গলকোটের কবিতা খাতুন, সাবিনা খাতুন, সারমিনা খাতুন সহ এইরুপ ২৫ জন স্কুলছুট কিশোরীদের নিয়ে মঙ্গলকোট ব্লকে শুরু হয়েছে স্বাবলম্বী করার কর্মশালা। ওরা হাতে বোনা নকশি কাথা করছে।গত ৭ মার্চ থেকে মঙ্গলকোট ব্লক অফিসের দোতলায় শুরু হয়েছে ১৫ দিনের কর্মশালা। পেশাদার ট্রেনার নূরশোভা বেগম তাই অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি কিশোরী কে নকশা করা কাথা তৈরি শেখাচ্ছেন। প্রশিক্ষণ শেষে হাতে তুলে দেওয়া হবে সরকারি শংসাপত্র। এরপরে এদের তৈরি নকশী কাথা বিভিন্ন সরকারী মেলায় বিক্রির জন্য ঘুরবে বলে জানিয়েছেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল মহাশয়।স্কুলছুট কিশোরীদের নিয়ে আইসিডিএস দপ্তরের এহেন স্বনির্ভর গড়ার কর্মশালা এমএসডিপি ব্লক মঙ্গলকোটে ব্যাপক প্রভাব পড়েছে।আর্থিকভাবে পিছিয়ে পড়া এইসব পরিবারগুলিকে রুজিরোজগারে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। 

মাদ্রাসা পরীক্ষায় জন্মান্ধ রসিদা খাতুন

তথাগত চক্রবর্তী

অ্যাডমিট হাতে  মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বীরভূমের মারগ্রামের  জন্মান্ধ রসিদা খাতুন।পরীক্ষায় সফল হবে সে, আশাবাদী এলাকাবাসী।

শুক্রবার, মার্চ ০৯, ২০১৮

মালদা শহরে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

মানস দাস,মালদা

টানা দুই দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বালুচর শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ চৌধুরি। বাড়ি পুরাতন মালদার সাহাপুর এলাকায়। সে স্থানীয় গৌড় কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।  জানা যায় ওই ছাত্র বুধবার ভোর নাগাদ মর্নিং ওয়াক করতে বাড়ি থেকে বেড় হয়ে যায়। কিন্তু বেলা বাড়তে থাকার সাথে সাথে বিশ্বজিৎ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। বিস্তর খোঁজ করা হলেও ওই যুবকের কোন হদিশ না মেলায় চিন্তায় পড়ে গোটা পরিবার। এই মর্মে মালদা থানায় ওই যুবকের নামে নিখোঁজ ডাইরি করে পরিবারের লোকজন। কিন্তু শুক্রবার সকালে মালদা শহরের বালুচর এলাকার শ্মশানঘাট সংলগ্ন মহানন্দা নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। সেই সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বিশ্বজিত চৌধুরীর পরিবারের লোকজন। তারাই মৃতদেহটি বিশ্বজিতের বলে সনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। যদিও পরিবারের দাবী, মৃতদেহ দেখে মনে হচ্ছে বিশ্বজিতকে কে বা কারা খুন করেছে। তাই তারা এই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত চান। এবিষয়ে দেহ উদ্ধার করতে আসা এক পুলিশ আধিকারিক জানান, এখন কিছুই বলা যাবেনা। তবে ময়নাতদন্তের পর সমস্ত কিছু পরিস্কার হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন। 

জনসেবায় নিয়োজিত মেখলিগঞ্জ বিএসএফ

মেখলিগঞ্জ

সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার বিভিন্ন পড়ুয়াদের পাশে ফের দাঁড়াল বিএসএফ।এই উপলক্ষেই শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফের ৬১ নং ব্যাটালিয়নের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বি এস পাটিয়াল,জে সিংসঙ প্রমুখ উপস্থিত ছিলেন।জানাগেছে এদিন সীমান্ত এলাকার বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে পড়ুয়াদের জন্য কম্পিউটার ও খেলার সামগ্রী দেওয়া হয়েছে।চ্যাংড়াবান্ধা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানিয়েছেন বি এস এফের তরফে তাদের বিদ্যালয়ের জন্য কম্পিউটার ল্যাবেরটরি করে দেওয়া হয়েছে।বি এস।এফের।এই উদ্যোগে তারা দারুন খুশি।এতে সীমান্ত গ্রামের বিভিন্ন পড়ুয়ারা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

বান্দোয়ানে আগুনে পুড়ল বাড়ী

সঞ্জয় হালদার

বান্দোয়ান ব্লকের অন্তর্গত পুয়াবাদ গ্রামে একটি পরিবারের ঘর ,খড় পালুই,যাবতীয় জিনিস পত্র আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যায়। বাড়িমলিক আদিত্য সিং বর্তমানে গৃহহীন।

সরব কোচবিহার বিজেপি

শিখা ধর

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ দেখালো কোচবিহার বিজেপি।এদিন তারা শহরজুড়ে বিক্ষোভ মিছিল চালায়।সেইসাথে শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি ভাঙ্গার প্রতিবাদ জানানো হয়।

কামতাপুরী ভাষা কে রাজ্যস্তরে অন্তর্ভুক্তি দাবি

শিখা ধর

শুক্রবার দুপুরে কোচবিহার জেলাশাসক অফিসে কামতাপুরী ভাষা কে রাজ্যভাষাতে অন্তর্ভুক্ত করার জন্য স্মারকলিপি দেওয়া হয়।কামতাপুরী সংগঠনের তরফে এই কর্মসূচি।

বাল্যবিবাহ রোধে ছাত্রীকে সংবর্ধনা কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বিশ্ব নারী দিবসে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে সম্মান জানানো হলো বাল্যবিবাহ রোধ করে পড়াশোনায় ফিরে আসা দশম শ্রেণীর ছাত্রী রুপজান ঘরামী,একাদশ শ্রেণীর মানুয়ারা শেখ,উচ্চমাধ্যমিকের ছাত্রী অর্পিতা অধিকারী,সমাজসেবী মায়া মন্দল সহ বেশ কয়েকজনকে।উপসিত ছিলেন কোলকাতার লোটাস রেসকিউ মিশনের সংগীতা গায়েন, সিনির অনিতা হালদার,মথুরাপুর থানার ওসি শিবেন্দু ঘোষ, হাই ইস্কুলের প্রধান শিক্ষক  চন্দন মাইতি প্রমুখ।

মঙ্গলকোটে অন্যান্য লাইব্রেরিগুলির উন্নয়ন হবে : সিদ্দিকুল্লাহ

পারিজাত মোল্লা, মঙ্গলকোট

গত বৃহস্পতিবার মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারের নব ভবন উদ্বোধন হয়।এই উদ্বোধনি অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েষ মন্ডল, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, কাটোয়া মহকুমা আদালতের দুই আইনজীবী মন্ডল আজিজুল ও তপন সাঁতরা প্রমুখ।মঙ্গলকোটের একমাত্র 'শহর লাইব্রেরি' নুতনহাট মিলন পাঠাগারে বেশ কয়েকবছর পূর্বে বিল্ডিং টি বিপদজনক হয়ে উঠে।গত বছরে এই লাইব্রেরির সম্পাদক নুর আনসারী বিষয়টি লিখিতভাবে রাজ্যগ্রন্থাগার দপ্তর কে জানালে, দপ্তর থেকে ২৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।আজ সেই অনুদানের অর্থে নব নির্মিত পাঠাগারের উদ্বোধন করতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং সেইসাথে এলাকার বিধায়ক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।এদিন তিনি শিক্ষালাভে বইএর অপরিসীম গুরত্ব তুলে জানান - " মঙ্গলকোটের অন্যান্য ( ৮ টির মত) লাইব্রেরী গুলি উন্নয়ন করা হবে।সেইসাথে রাজ্যের লাইব্রেরি গুলির মান উন্নয়নের কাজ কেমন গতিতে চলছে, তার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। অপরদিকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল বলেন - "মঙ্গলকোট লাগোয়া এলাকায় আমার বাড়ি, তাই মঙ্গলকোটের প্রথিতযশা কবি কুমুদরঞ্জন মল্লিক থেকে বৈষ্ণব কবি লোচনদাসের স্মৃতিভূমিতে আসতে পেরে খুব আনন্দিত। বইপড়ার সবথেকে ভালো জায়গা হচ্ছে লাইব্রেরি।বর্তমানে যেভাবে লাইব্রেরির সামগ্রিক উন্নয়ন ঘটছে,তাতে সিদ্দিকুল্লাহ সাহেবের তারিফ করতেই হয়।"

নকসী কাঁথার বিপণন নিয়ে কাটোয়া মহকুমাশাসকের উদ্যোগ

মোল্লা জসিমউদ্দিন

গত বুধবার দুপুরে কাটোয়া মহকুমাশাসক দপ্তরে আলমপুর অঞ্চলের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে গড়া নকশী কাঁথার বিপণন নিয়ে বৈঠক হয়।মহকুমাশাসক সৌমেন পাল ছাড়াও আলমপুর পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ দশজন উদ্যোগী মহিলা উপস্থিত ছিলেন।মূলত নকশা করা কাঁথার বিক্রি এবং ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা চলে।মহকুমাশাসক বলেন "আমরা কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের সরকারী মেলা গুলিতে যাতায়াত খরচ, বিনামূল্যে স্টল দেওয়া থেকে বিপণন বিষয়ে প্রসার ঘটাবার উদ্যোগ নিচ্ছি"।এদিন বৈঠকে থাকা সানোয়ারা বিবি বলেন - "আমাদের গ্রুপের তৈরি করা মাসে ৬ থেকে ৭ টি কাঁথা বিক্রি হয়।সেখানে ৪ থেকে ৫ হাজার টাকা গড়ে দাম উঠে।তাতে আমাদের রোজগার হয়না বললেই চলে।মুসলিম বিবাহ সময় বিক্রিটা একটু বেশি হয়।তাই সরকারি মেলাগুলিতে বিক্রির সুযোগ পেলে খুব ভালো হয়।"জানা গেছে কাটোয়া ১ নং ব্লকের আলমপুরে ২০ এর বেশি গৃহবধূ স্বয়ম্ভর গোষ্ঠী করে ব্যাংক থেকে ঋণ নিয়ে নকসা করা কাঁথা হাতে বোনেন।অর্ডার দেওয়া থেকে বিক্রি হয়।সেটা অত্যন্ত কম সংখ্যা।এই অবস্থার খোজ পেয়ে নিজেই উদ্যোগী হন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল মহাশয়।তাই সরকারি ভাবে বিপণন বাড়ানো এবং ব্যাংক ঋণদান বিষয়টি সহজ করার জন্য আজ বৈঠকে ডাকেন নকশি করা কাঁথা শিল্পীদেরকে।দিল্লীতে আসন্ন কেন্দ্রীয়স্তরে সরকারী মেলাতে যাওয়ার প্রস্তাবনা দেন।সেইসাথে যাতায়াত খরচ, খাওয়া খরচ এবং স্টল বিনামূল্যে দেওয়ার কথা জানান মহকুমাশাসক। আর এতে বেজায় খুশি পল্লিকবির 'নকশি কাঁথার মাঠ' খ্যাত হাতে নকসা করা মহিলারা।

বেপরোয়া যান চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ মঙ্গলকোটবাসী

পারিজাত মোল্লা  মঙ্গলকোট

সারারাজ্যে  'সেফ ড্রাইভ সেভ লাইভ' কর্মসূচি পালন নিয়ে রাজযজ্ঞ চলছে।উদ্দেশ্য একটায় পথ নিরাপত্তা বাড়ানো। যাতে প্রাণহানি কম ঘটে।ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোটের বিভিন্ন সড়করুটে বেপরোয়া যান চালকদের সংখ্যা ক্রমশ বাড়ছে।এরফলে যততত্র ঘটছে দুর্ঘটনা। গত তিনবছরে কুড়ির বেশি এলাকাবাসী প্রাণ হারিয়েছেন মঙ্গলকোটে।রাস্তাগুলি বিশেষত বাদশাহি সড়ক যেন মরণফাদ।মঙ্গলকোট এলাকায় এই রাস্তার দুপাশে পড়ছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়,ব্লক হাসপাতাল, থানা,ব্লক কৃষিদপ্তর অফিসগুলি।তাই যানবাহন অপেক্ষা জনসমাগম ঘটে বেশি।মাঝেমধ্যে সিভিকদের ডিউটি ( ভিআইপিগন গেলে) করতে দেখা যায়।তবে তারা গল্পগুজবে ইয়ার্কি ঠাট্টাতামাসায় বেশি দেখা যায় বলে দাবি স্থানীয়দের।সড়কে থাকা স্পিড ব্রেকার গুলি মূল সড়কের অনেক দূরে পড়ে থাকে।অজয় নদের বালি বোঝাই ডাম্পার গুলির অধিকাংশ চালকই নাবালক, সেজন্য প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলাচল করে এলাকাবাসী। বালির উড়ন্ত ধূলো পথ দুর্ঘটনার সম্ভাবনা কে বহুগুণ বাড়িয়ে দেয়।নুতনহাট থেকে মুরাতিপুর ( বর্ধমান গামী) ৮ কিমি এবং নুতনহাট থেকে পালিতপুর মোড় (ফুটিসাঁকো গামী) ৩ কিমি অর্থাৎ এই ১১ কিমি রাস্তায় কুড়ির বেশি এলাকাবাসী মারা পড়েছেন দুর্ঘটনাতে।স্থানীয় থানার পুলিশ দুর্ঘটনা পরবর্তী কয়েক সপ্তাহ ট্রাফিক দেখভাল করলেও সময়ের গতিতে তা হারিয়ে যায়।মঙ্গলকোট বটতলা মোড় থেকে লোচনদাস সেতু অবধি স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে ছোট ছোট আলোর ব্যবস্থা করলেও,  সেগুলি দিনেও সর্বদা জ্বলে।তাই সরকারি বিদ্যুৎ এর অপচয়ের পাশাপাশি ওই লাইট গুলির বেশিদিন স্থায়ী থাকবেনা বলে মনে করা যায়।শুধুমাত্র ডাম্পার নয় এলাকার নেতা/ রাজনৈতিক দাদাদের টিমে থাকা মোটরবাইকগুলি বেপরোয়া ভাবে যাতায়াত করায় তটরস্থ এলাকাবাসী। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER