মোল্লা জসিমউদ্দিন
পুলিশ রাস্তায় তোলাবাজি চালাবে না, এ কি কখনও হয়।তবে পুলিশের একাংশের এহেন ভূমিকায় ক্ষোভ বাড়ছে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে।বীরভূম - বর্ধমান লাগোয়া সালার এলাকায় এভাবেই চলছে বালির গাড়ীত উপর তোলাবাজি।
মোল্লা জসিমউদ্দিন
পুলিশ রাস্তায় তোলাবাজি চালাবে না, এ কি কখনও হয়।তবে পুলিশের একাংশের এহেন ভূমিকায় ক্ষোভ বাড়ছে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে।বীরভূম - বর্ধমান লাগোয়া সালার এলাকায় এভাবেই চলছে বালির গাড়ীত উপর তোলাবাজি।
১/০৫/১৮– নদীয়া, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পু: বর্ধমান, প: বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পু: মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর
৩/০৫/১৮– মুর্শিদাবাদ, বীরভূম
৫/০৫/১৮– কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, উ: দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা
গণনা– ৮/০৫/১৮
শ্যামল রায় বর্ধমান
শনিবার ভাতারে প্রথম পক্ষের স্ত্রী কে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অমৃত বধুর নাম টুকটুকি মন্ডল বয়স 30 বাড়ি ভাতার থানার অন্তর্গত নরজা গ্রামে।
পুলিশ স্বামী শাশুড়ী ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ধৃত স্বামীর নাম মানিক মন্ডল শ্বাশুড়ীর নাম ভগবতী দেবী ও দ্বিতীয় স্ত্রীর নাম চম্পা মন্ডল ।ভাতার থানার পুলিশ জানিয়েছে আরো তদন্ত শুরু শুরু হয়েছে কি কারণে ঐ বধুকে খুন করে পুড়িয়ে মারা হলো।
জানা গিয়েছে যে শনিবার সকালে স্বামীর সাথে তার প্রথম পক্ষের স্ত্রী টুকটুকি মন্ডল এর সাথে চরম অশান্তি বাদে। অভিযোগ যে অশান্তির জেরে স্বামী মানিক মন্ডল তাকে খুন করে এবং পরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারে বলে অভিযোগ।
এই ঘটনায় স্বামী মানিক মন্ডল শাশুড়ি ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে এই ধরনের খুনের ঘটনার পেছনে কী কারণ আছে খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শিখা ধর
কোচবিহারে রাশিডাঙ্গাতে একটি মিজি ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।ছিলেন বিধায়ক মিহির গোস্বামী।
শিখা ধর
কোচবিহারের দাওয়ানহাট মহাবিদ্যালয়ে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণ রবীন্দ্রনাথ ঘোষ।
সেহারাবাজার দারুল উলুম এর খতমে বুখারী অনুষ্ঠানে দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন ।উত্তর প্রদেশের মুফতি সাব্বির সাহেব অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে অংশ গ্রহন করেন ।এছাড়া স্থানীয় অনেক বক্তারা উপস্থিত ছিলেন ।সব বক্তারা সম্প্রীতির বার্তা দেন ।এখানে 41 জন ছাত্র হাফেজ মাওলানা হয়ে তাদের ডিগ্রি অর্জন করেন ।পড়ার শেষে তাদেরকে পাগড়ি পাড়িয়ে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।
শ্যামল রায় নৈহাটি
নৈহাটি শিয়ালদা রেল পথে প্রতিদিন চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।
অভিযোগের পর অভিযোগ যে এই রেলপথে মহিলাদের অলংকার চুরি ও ছিনতাই যেমন হচ্ছে তেমনি বাড়ছে মোবাইল চুরির ঘটনা।
গত দুদিন আগে সাংবাদিক শ্যামল রায়ের পকেট থেকে একটি দামী মোবাইল চুরি হয়ে যায় নৈহাটি রেল স্টেশনে। নৈহাটি রেল স্টেশন থেকে ব্যান্ডেল গামী ট্রেন ধরতে গিয়ে মোবাইলটি চুরি করে নাই দুষ্কৃতীরা। নৈহাটি জিআরপির কাছে মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ করা এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে মোবাইলটি উদ্ধার করার কথা বলে জানা গেল যে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি মোবাইল চুরির ঘটনা ঘটছে রেলস্টেশনে। পুলিশ আধিকারিক রাজকুমার মল তার সহকর্মীদের নির্দেশ দেন যে প্রতিদিন এই ভাবে চুরির ঘটনা ঘটলে বিষয়টি দেখবার জন্য নির্দেশ জারি করেন কিন্তু কে শোনে কার কথা? জানা গেল যে আজ পর্যন্ত কোন মোবাইল উদ্ধার করতে পারেনি নৈহাটি রেল স্টেশনের জিআরপি। প্রকাশ্য দিবালোকে নৈহাটি স্টেশনে চুরি ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিত্যযাত্রীরা আতঙ্কিত আশঙ্কায় ভুগছেন বলে জানালেন যাত্রীসাধারণ। যাত্রীদের অভিযোগ যে দুষ্কৃতীরা কোথায় যায় কোথায় কিভাবে চুরি করছেন এই ইনফর্মেশন কি থাকে না পুলিশের কাছে তাহলে এতটা বাড়ছে কেন? কখনো মহিলাদের গলার হার কানের সোনার অলংকার চুরি হচ্ছে প্রতিদিন। অন্যদিকে পকেট থেকে বাজে কোন ব্যাংক থেকে নামি দামি মোবাইল চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একি কিনারা আদৌ হবে না। কয়েক মাস আগে শিয়ালদা রেল স্টেশন থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বগুলা কৈখালি বাজার এর বাসিন্দা ঝুমা ভদ্র বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালদা থেকে গেদে লাইনে ট্রেন ধরবে বলে অপেক্ষা করছিলেন তিনি। তখনি চুরি যায়।
শ্যামল রায়
শনিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অধীন দুটি নতুন ঢালাই রাস্তা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিমল দিলীপ মল্লিক স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।নতুন রাস্তার উদ্বোধনকালে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের নিরিখে মানুষের একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ উন্নয়ন নিয়ে কোনোরকম গড়িমসি।নয় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নের কাজ শেষ করার কথা তিনি বারবার বলে আসছেন তাই আমরা এই নতুন দুটি রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পেরে ভাল লাগছে। এদিন বকপুর গ্রাম পঞ্চায়েতের জাকর থেকে বকুলতলা ও বর্ধমান নাদন ঘাট রোড এ বৈধর পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন হলো। জানা গিয়েছে দুটি ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হয়েছে বাহাততর লক্ষ টাকা।আরও জানা গিয়েছে যে আগামীকাল প্রায় দু'কোটি টাকার নতুন রাস্তার শিলান্যাস করবেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটি হবে।
ব্লকের সাতটি গ্রাম পন্ডিত এর মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের বহু দিনের পড়ে থাকা পুরনো রাস্তা নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে শীঘ্রই।
ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের অধীন অনেকগুলো ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা।এছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ে সাত কোটি টাকার টেন্ডার থেকে কাজ শুরু করল জেলা পরিষদ।
মানস দাস,মালদা
মালদা মেডিক্যাল কলেজে রোগীর পেট কেটে বের হল একটা গোটা চামচ,একটা ভাঙ্গা চামচ, বাকানো সূঁচ এবং একটি লোহার রডের টুকরো।
রোগীর নাম তরুণ রবিদাস(২১)। বিরল এই অস্ত্রোপচার হয়েছে শুক্রবার সকালে।৫ জনের চিকিৎসকের দল অস্ত্রোপচার করেন। রোগী এখন সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে চিকিৎসক অরিজিৎ মুখোপাধ্যায় এর নেতৃত্বে ৫ জন চিকিৎসক এই বিরল অস্ত্রোপচার করেন।
বিশ্বজুড়ে খ্রিস্টানদের মতে আজকের মতো শুক্রবার, তারা পরিবর্তিত সময়ের মধ্যে তা করে। একটি ক্রমবর্ধমান বৈচিত্র্যময় খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে, এই পবিত্র দিনটির দিকে লক্ষনীয় এবং ক্রমবর্ধমান দ্বিমুখীতা রয়েছে যে, আমরা রোমাঞ্চ কর্তৃপক্ষের ক্রুশের উপরে যিশুর মৃত্যুদণ্ডের স্মারক হিসেবে "ভাল" বলে আশ্চর্যভাবে কল করি।এই ধরনের উদ্বেগ পুরোনো নয় হিপ্পোতে 5 ম শতকের আফ্রিকান বিশপ সেন্ট আগস্টি বিখ্যাতভাবে বলেছিলেন, "আমরা ইস্টার মানুষ, এবং 'অ্যাল্লুয়া' হল আমাদের গান!" পোপ ফ্রান্সিসও খুব ভাল পরিমাণে ব্যয় করেছেন তার পণ্ডিত ব্যক্তিদেরকে তার মেষপালকে উত্সাহিত করার জন্য আনন্দিত খ্রিস্টান "যার জীবন ইস্টারের মত লেন্ট মত মনে হয়।"
সংগৃহীত কপি
ওয়াসিম বারি
নকল পানীয় জল তৈরি ও বিক্রি করার অভিযোগ এ গ্রেফতার ব্যবসায়ী।গোপালনগর থানার পাল্লা দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল পানীয় জলের কারখানার সন্ধান পেল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গল হীরা নামে এক ব্যক্তি শুধুমাত্র পঞ্চায়েতের থেকে ট্রেড লাইসেন্স নিয়ে গত ৪ বছর ধরে এই কারবার চালাচ্ছিল। ২০ লিটারের ৪১টি জল ভর্তি ব্যারেল, ২১ টি খালি জার, ৭২৫ টি ক্যাপ, ৩৫ টি লেভেল এবং কেমিক্যাল উদ্ধার হয়। ওই ব্যক্তি বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তথাগত চক্রবর্তী
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বীরভূমের নলহাটির ভদ্রপুরে তৃণমূলের দেওয়ালে পতাকা টাঙাতে ব্যাস্ত কর্মীরা।
সুজিত ঘোষ
আজ কোচবিহারের পুন্ডিবাড়ির বাজারে ভয়াবহ আগুন লেগে বেশ কয়েকটি দোকানে পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্থানীয় স্বরুপনগরব্লক এস.জি.এস.ওয়াই হল প্রাঙ্গনে স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সহযোগীতায় এবং ব্লক কৃষিদপ্তরের ব্যবস্থাপনায় ১৬৭ জন বেনীফিশারির হাতে কৃষিতে যান্ত্রিকরনের লক্ষে সরকারী ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরন করলেন।কৃষকদের হাতে ভর্তুকী যুক্ত যন্ত্রপাতি প্রদান করলেন বি.ডি.ও বিপ্লব বিশ্বাস, সাথে ছিলেন এ.ডি.এ-নাজির উদ্দিন আহমেদ,এম.পি.প্রতিনিধি রমেন সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা,কৃষি কর্মধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, ঝর্ণা মণ্ডল প্রমুখ৷এদিন ৮৭টি পাম্প সেট.৬টি পাওয়ার টিলার ২২টি ক্ষুদ্র যন্ত্রপাতি প্রদান করা হয়।কৃষিদপ্তর সূত্রে জানা যায় যার ভর্তুকী মূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৫৬ টাকা৷
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর থানার শাড়াপুল জিপির নলাবরা বাজার কমিটির পরিচালনায় এবং গ্রামবাসির সহযোগীতায় অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞনুষ্ঠান শেষ হলো, ৷শেষের দিন বাউল সংগীতও পদাবলী অনুষ্ঠান ছিলো উল্লেখ যোগ্য।এই সময় গ্রামবাসীর সাথে আনান্দ ভাগ করে নেন-স্থানীয় বিধায়ক বীনা মণ্ডল।
মোল্লা জসিমউদ্দিন
একদিকে যখন রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় বৈঠক চলছে।ঠিক সেসময় বিজেপির তিন শীর্ষ নেতা এরাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে অশনিসংকেত দিলেন।বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটে ২৩ টি ব্লক নেতৃত্বদের নিয়ে বিজেপি নির্বাচনী প্রস্তুতি সভা সারে।এদিন এই সভায় কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য নেতা মুকুল রায় সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এদিন জানান - রানীগঞ্জ এর ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার কংকাল রুপ ধরা পড়েছে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুস্টভাবে ভোট করার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে।আমরা দলীয়ভাবে তা কেন্দ্র কে জানাব।এরপরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন - মে মাসে ভোট হলে আমরা ভোট যাতে না হয় ওইসময়, সেজন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হব।কেননা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে।তাই ওই কম সময়ে প্রচারের সুযোগ পাবনা।উল্লেখ্য এবারেই প্রথম পঞ্চায়েত নির্বাচনে হেলিকপ্টার এনে বেশি বেশি সভাসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের সভায় সবথেকে আক্রমণাত্মক রুপ দেখা যায় মুকুল রায়ের বক্তব্যে।তিনি বলেন - এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মিথ্যুক, প্রায় প্রশাসনিক সবায় যেখানে জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত ভোট হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে কি করে রাজ্যের নিয়ন্ত্রণে থাকা নির্বাচন কমিশন মে মাসের প্রথম সপ্তাহে ভোটের সূচী রাখবে? আসলে বিজেপি কে দিদি ভয় পেয়ে গেছে।যাতে প্রচার ঠিকমত আমরা করতে না পারি, সেজন্য আগাম প্রচারে জুলাই আগস্ট আর কার্যক্ষেত্রে মে মাসে ভোটের নামে প্রহশন করতে চাইছে।এদিনের বিজেপির সভায় পূর্ব বর্ধমানের আদি বিক্ষুব্ধ তৃনমূল কর্মী সমর্থকদের সাথে মুকুল রায়ের আলাপ আলোচনা করতে দেখা যায়।মনে করা হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এইসব তৃনমূলের বিক্ষুব্ধদের দলীয় প্রতীক দিয়ে তৃনমূল কে ভোটের অন্তর্ঘাতমুখী করার পরিকল্পনা নিচ্ছেন একদা তৃনমূলের চাণক্য তথা বিজেপির পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায়।
পুলকেশ ভট্টাচার্য
পূর্ব বর্ধমান জেলার সর্ব শিক্ষা মিশন দ্বারা নির্মল বিদ্যালয়ের স্বীকৃতি পেলো কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশন।
উজ্বল বন্দ্যোপাধ্যায়
পরিবার জ্যোতি সংগঠনের উদ্যোগে বারুইপুরে দুদিনের প্রাক বিবাহ প্রশিক্ষন শিবির হয়ে গেল।এই শিবিরে ছেলেদের বিষয়ে মেয়েদের ধারনা,মেয়েদের বিষয়ে ছেলেদের ধারনার সংশোধন।বিবাহিত জীবনে কি কি বিষয়ে মানিয়ে নিতে দুজনের অসুবিধা হয়।যৌন মিলনের খুটিনাটি,সুবিধা,অসুবিধা সহ অনেক কিছুই শেখানো হয়।বারুইপুর,ক্যানিং, বাসন্তী,জীবনতলা,মগরাহাট,কুলতলি,ডায়মন্ড হারবার,হাবড়া গোসাবাও সোনারপুর থেকে ৪০ জন হবু বর - বউ এই শিবিরে অংশ নেন।শিবিরটি পরিচালনা করেন ফাদার প্রদীপ রায়।
সোমনাথ চক্রবর্তী
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রের।ব্যাগে করে আলু নিয়ে বাড়ি ফিরছিল সে।ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা সার্করোডে খয়ের খালে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চ্যাংরাবান্ধাগামী একটি ট্রাক ওই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীব রায় (১২) নামে স্কুল পড়ুয়ার।বাশ বোঝাই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।খবর পাবার পর ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ।পুলিশ গিয়ে স্থানিয়দের বিক্ষোভ থামান।সঞ্জীবের বাড়ি খয়ের খালের নাটুয়ার বাড়িতে।বাবা অজয় রায় ও মা মিনতি রায় পেশায় দিনমজুর।সে হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।বড়ো ভাই সৌরভ ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
সুরজ আলি খান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন হাসপাতালের বেডে বসে ইংরাজি পরীক্ষা দিলেন তিরোল হাইস্কুলের ছাত্রী রুপা খাতুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি আরামবাগের পুইন গ্রামে। প্রথম দিনের পরীক্ষা তিনি তাঁর পরীক্ষা কেন্দ্র নির্ভয়পুর বি.জি নীলকন্ঠ শিক্ষা নিকেতনে দেন। গত মঙ্গলবার রাতে তাঁর জ্বর ও বমি হলে পরিবারের লোকেরা তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।অন্যদিকে, পরীক্ষা চলাকালীন বালি বেলা হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। তাঁর নাম পুষ্পেন্দু চক্রবর্তী । বাড়ি গোঘাটের বেতবনি গ্রামে। তিনি কাঁটালি হাইস্কুলের ছাত্র । জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন মাথার যন্ত্রনার ফলে তিনি বেঞ্চের মধ্যেই শুয়ে পড়েন। স্কুলের মেডিকেল টিম দ্বারা সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু সুস্থ না হওয়ায় ছাত্রটির অভিভাবক ও শিক্ষকরা তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। তারপর হাসপাতালে সুস্থতা বোধ করলে তিনি হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দেন।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...