রবিবার, মে ১৩, ২০১৮

বীরভূমে পুলিশের নাকা চেকিং

তথাগত চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের জন্য   বীরভূম জুড়ে কড়া নিরাপত্তা চলছে নাকা চেকিং।

মল্লারপুরে বিজেপির প্রচার জমজমাট

তথাগত চক্রবর্তী

বীরভূমের মল্লারপুরে  শেষ প্রচারের  মিছিল ঝ্ড় তুলল বিজেপি ।

হাঁসনে জোট প্রার্থীদের পক্ষে প্রচার কং বিধায়কের

তথাগত চক্রবর্তী

বীরভূমের মহঃবাজারের  দিঘলগ্রামে জোটের প্রার্থীদের নিয়ে  শেষ প্রচারে কংগ্রেসের হাঁসনকেন্দ্রের বিধায়ক মিলটন রসিদ।

মহম্মদবাজারে তৃনমূলের বাইক মিছিল

তথাগত চক্রবর্তী

বীরভূমের মহঃবাজার ব্লকের হিংলো গ্রামে শেষ প্রচারে তৃণমূলের বাইক মিছিল ।

ময়ুরেশ্বরে ছোট ছোট সভা মৎসমন্ত্রীর

তথাগত চক্রবর্তী

ময়ূরেশ্বরে পঞ্চায়েত ভোটের তৃণমূলের   প্রার্থীদের নিয়ে মিছিল ও ছোট ছোট সভা সারলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্র নাথ সিনহা।

শনিবার, মে ১২, ২০১৮

বাদুড়িয়ায় ভোট ঘিরে পুলিশি নজরদারী

ওয়াসিম বারি

সোমবার রাজ্যে ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচন। তাই এই নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করাটাই রাজ্য নির্বাচন কমিশনের মূল লক্ষ্য । ভোটের  দিন এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আগেভাগেই উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকাটা কে পুরো নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলেছে বাদুড়িয়া থানার পুলিশ । লক্ষ্য একটাই তাদের  ভোটের দিন সুস্থ ও শান্তিতে যাতে নির্বাচন হয় এলাকায় । ভোটের দিন এলাকায় যাতে বহিরাগতদের আগমন না ঘটে সেজন্য এলাকায় চলছে কড়া পুলিশের টহলদারি । শনিবার দুপুর থেকেই এলাকার বিভিন্ন গ্রামগুলি তে টহলদারি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ ।

থমথমে আরাবুলের ভাঙ্গড়

ওয়াসিম বারি

পঞ্চায়েত নির্বাচন আর কয়েক দিনের মধ্যে , এরই মধ্যে উত্তপ্ত দঃ ২৪ পরগনার ভাঙড়, মৃত এক ,অভিযোগের তীর ভাঙড়ের তৃনমূল নেতা আরাবুল ইসলাম ও তার অনুগামী দের বিরুদ্ধে |
নির্দল প্রার্থী দেয় একটি মিছিলের উপর গুলি চলানোর ঘটনা ও মিছিল লক্ষ করে ছোড়া হয় বোমা এই ঘটনা টি ঘটে  ভাঙড়ের নতুনহাট এলাকায়  , ওই মিছিলে থাকা হাফিজুল মোল্লা ( ৩০) এর মাথায় গুলি লাগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার | এই ঘটনার খবর চারি দিকে ছড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা , আরাবুলের গ্রেপ্তারের দাবি তে শুরু হয় বিভিন্ন রাস্তা অবরোধ ৷অন্য দিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরাবুলের গ্রেপ্তারের নির্দেশ আসে পুলিশ প্রশাসনের কাছে , ভোটে আগে এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ,তা ছাড়াও এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে ,তড়িঘড়ি দুই জেলার পুলিশ চারি দিক থেকে ঘিরে ফেলে ভাঙড় কে যাতে আরাবুল পালিয়ে যেতে না পারে ৷তল্লাশি চালাতে শুরু করে বিশাল পুলিশ বাহিনী , মোবাইল টাওয়ারের সূত্র ধরে অবশেষে রাতেই কাশীপুর এলাকার এক টি জঙ্গলের ভিতর থেকে আরাবুল কে গ্রেপ্তার করতে সক্ষম হয় বারুইপুর পুলিশ , এই ঘটনার সাথে জড়িয়ে থাকায় খোজ চলছে আরাবুলের ভাই আরিজুল ইসলাম ওরফে ক্ষুদের ৷ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় আরাবুলের বিরুদ্ধে ৷ ১৪ দিনের পুলিশ হেপজতে চেয়ে আজ আরাবুলকে বারুইপুর আদালতে তোলা হয়েছে ৷

হাবড়ায় পুলিশের রুটমার্চ

ওয়াসিম বারি

আগামীকাল কাল বাদে পরশু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই নিরাপত্তা দিতে ও নিরাপত্তার সবদিক ক্ষতিয়ে দেখতে শনিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্স শুরু করল পুলিশ ।

বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা অবধি ৯০ কোটি অনুদানে রাস্তা হবে

ওয়াসিম বারি


উত্তর ২৪ পরগণার বসিরহাট ১ ব্লকের ৪৮ ও ৪৯ নং জেলা পরিষদের তৃণমুল কংগ্রেস প্রার্থী সফিজা বেগম  আর সেই সাথে মেহেরুন্নেসা বিবি গ্রাম সভা প্রার্থী এবং শফিকুল গাজী পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে শুক্রবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী ইটিন্ডা ফাইটার ক্লাব ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস সহ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমুল নেতৃত্বরা । এদিনের জনসভায় বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে আগত কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । পঞ্চায়েত ভোট প্রচারের শেষ লগ্নে এদিনের এই জনসভাকে সফল করার উদ্দেশ্যে আগত এই তিন হাজার সমর্থকদের ভিড় সামলাতে প্রশাসনকে রীতিমতো হিমসিম খেতে হয় । জনসভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলগুলোকে ভোটের আগের মুহুর্তেও তুলোধনা করে ছাড়লেন । সীমান্তবর্তী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা যাওয়ার জন্য সীমান্ত বাণিজ্যের জন্য নব্বই কোটি ব্যয়ে রাস্তা তৈরী হচ্ছে, এবং ঘোজাডাঙ্গাকে ভারতবর্ষের অন্যতম স্থল বন্দরগুলির মধ্যে একটি গড়ে তোলা হবে । একটি ব্রীজ তৈরী হয়েছে এবং সীমান্ত সংলগ্ন আরও একটি ব্রীজ তৈরী হচ্ছে যার ফলে ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্য আরও সাবলীল হবে পরিকাঠামোগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই । পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে মামলা প্রসঙ্গে বিরোধীদেরকে ব্যঙ্গ করে তিনি বলেন, তৃণমুল লড়ছে ভোটে আর বিরোধীরা পড়ে রইল কোর্টে ।

বাড়ীর পেছনে ঝোপঝাড় থেকে গ্রেপ্তার 'দামাল ছেলে' আরাবুল

উজ্বল বন্দ্যোপাধ্যায়

অবশেষে আরাবুলকে গ্রেপ্তার করলো বারুইপুর জেলা পুলিস।মোবাইলের টাওয়ারের লোকেশান ধরে আরাবুলকে তার বাড়ির পিছন থেকে গ্রেফতার করল আরাবুল ও তার এক সহযোগীকে।ধৃতদের শনিবার বারুইপুর আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গেল।

শুক্রবার, মে ১১, ২০১৮

শাসনে তৃনমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

ওয়াসিম বারি

উওর ২৪ পরগনার বারাসাত ২ এর কৃওিপুর ১ গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান ইয়ানবি মুদী এবারের সাংবেড়িয়া ১৪ নং বুথে তৃনমূল কংগ্রেসের প্রার্থী। য়ানবি মুদী জানান ১৪ নং বুথে গতকাল রাতে তৃনমূলের পতাকা খুলে ফেলে দেয় ও ফেসটুন ব্যানার পোষ্টার ছিড়ে দেয় l অভিযোগের তীর নির্দল  আশ্রিত  দুষ্কৃতিদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে শাসন থানার পুলিশ।

জিআই শিরোপা পেল পাঁচমুড়ার টেরাকোটা শিল্প

সাধন মন্ডল

রাজ্যের মুখ উজ্বল করল পাঁচমুড়ার টেরাকোটা শিল্প। সম্প্রতি এই শিল্প জি আই শিরোপা পেল। এই টেরাকোরা শিল্পটা যে বাঁকুড়ারই তা প্রমানিত হয়ে গেল। রসগোল্লা যেমন এই রাজ্যের তেমনি টেরাকোটাও এখানকারই। টেরাকোটা শিল্পে রাষ্ট্রপতি  পুরস্কার পাওয়া শিল্পী রাসবিহারী  কুম্ভকার এর সুযোগ্য নাতি  পেশায় শিক্ষক হয়েও দাদুর এই শিল্পকর্মকে  ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে স্ত্রী , পুত্রকে সঙ্গে নিয়ে   বিদ্যালয়ের কাজ শেষে দিনরাত ধরে  এই শিল্পকর্ম করে চলেছেন,এবং মাটির হাতিঘোড়া ছাড়াও নানান আকর্ষনীয় জিনিস তৈরী করে চলেছেন। সঙ্গে পেয়েছেন ভাইপো জগন্নাথ কুম্ভকার সহ অনেককে।  জি আই শিরোপা পেয়ে খুশী পাঁচমুড়াবাসী।এ ব্যাপারে বিশ্বনাথ বাবু বলেন" আমাদের বিশ্বজয় করা এই শিল্পকে নিয়ে কিছু মানুষ নিজেদের বলে প্রচার চালাছিলেন আজ তাদের মুখ পুড়ল। জি আই শিরোপা পেল পাঁচমুড়ার টেরাকোটা ।   আমরা আপ্লুত ও গর্বিত।যারা আমাদের এই শিরোপা দিলেন তাঁদের কৃতঞ্জতা জানাই" উল্লেখ্য ২০১২ সালে বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি শিল্প জি আই শিরোপা পেয়েছে। বিশ্বের বাজারে আরো একটি মুকুট পেল বাঁকুড়ার পাঁচমুড়া।

কালিয়াগঞ্জে তৃনমূলের প্রচারে সাংসদ শতাব্দী রায়

বিকাশ সাহা,কালিয়াগঞ্জ

তৃনমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করছেন তৃনমূল সাংসদ তথা  অভিনেত্রী শতাব্দী রায়। শুক্রবার সকালে ধনকৈল থেকে  রোড শো শুরু হয়। তৃনমূল প্রার্থীদের সমর্থনে শতাব্দী রায়ের রোড শো তে    ব্লক তৃনমূল সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী দধীমোহন দেবশর্মা, জেলা যুব নেতা অনির্বান চক্রবর্তী ছাড়াও বাইক র‍্যালিতে অংশ নেন কর্মি সমর্থকরা।

গোঁজ প্রার্থীদের নিয়ে কিছুটা চিন্তায় মন্তেশ্বর তৃনমূল


শ্যামল রায়

পূর্ব বর্ধমান জেলার বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল মন্তেশ্বর বিধানসভা এলাকা। এই বিধানসভা এলাকায় আজ বাম নেতারা গৃহবন্দি। ভোট প্রচারে ব্যাকফুটে। জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসকদল। অন্যদিকে ভোটের ময়দানে ধীরে ধীরে প্রচার সংঘটিত করছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। তবে শাসক দলের কাছেগোজ প্রার্থী নিয়ে কিছুটা হল মাথাব্যথা রয়েছে ।কয়েকদিন আগে জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী অরূপ বিশ্বাস করা নির্দেশ জারি করেছিলেন যে গোজ প্রার্থীদের লিফলেট  বিলি করে তৃণমূলের পক্ষে প্রচার করতে হবে। তাই যদি না হয় তাহলে তৃণমূল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। কিছুটা হলেও কাজ হয়েছে। মন্তেশ্বর একদা তৃণমূলের নেতা দেবব্রত রায়ের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের শিশির মন্ডল। দুই  যুযুধান নেতার ভোট তরজায় গোষ্ঠী কোন্দল প্রবল আকার ধারণ করেছিল। জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের করা নির্দেশের ফলে দুই ব্যাক্তি ফের একসাথে তৃণমূলের পক্ষে প্রচার শুরু করে দিয়েছেন নির্দল প্রার্থী শিশির মন্ডল।তবে এখনো বহু গোজ প্রার্থী তৃণমূলের বিপক্ষেই প্রচার অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।আর মাত্র তিন দিন পরে ভোট।
ইতিমধ্যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এলাকায় ১৩ টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৭৬টি। এরমধ্যে ১২১টিতে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩৬টি। এরমধ্যে তৃণমূলের প্রার্থীরা জয়লাভ করে ফেলেছে ২২টিতে। জেলা পরিষদের তিনটি আসনেই ভোট হচ্ছে।
আরও জানা গিয়েছে যে গ্রাম পঞ্চায়েতের ১৭৬ টি আসনের মধ্যে সিপিএম প্রার্থী দিয়েছে মাত্র ২৫ টি তে।পঞ্চায়েত সমিতির ৩৬টি আসনের মধ্যে সিপিআইএম প্রার্থী দিয়েছে ৮টিতে।।
তাই এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এলাকায় সিপিআইএমের দৈন্যদশা আগে কখনো নজরে পড়েনি। যদিও সিপিএম নেতাদের অভিযোগ যে শাসকদলের বাধা হুমকি সন্ত্রাসের কারণ এই সিপিএমের প্রার্থী হতে পারেনি কেউ। যদিও এ কথা মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়ে দিয়েছেন যে মন্তেশ্বর বিধানসভা এলাকায় দৈন্যদশা শুধু সিপিএমের নয় বিজেপির অবস্থাও তাই। তিনি আরো জানিয়ে দিয়েছেন যে এখানে সিপিআইএম কোমায় চলে গিয়েছে‌। পায়ের নিচে মাটি সরে যাওয়ার কারণে প্রার্থী খুঁজে পায়নি তাই মিথ্যা অপপ্রচার করছে সন্ত্রাসের কথা বলে। মন্তেশ্বর এর মানুষ উন্নয়ন কাকে বলে চোখে দেখছেন আর উন্নয়নের সঙ্গে সাথী হিসাবে থাকতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই আমাদের প্রার্থীদের ভোট দেবেন এলাকার মানুষ। তবে তিনি জোর গলায় জানিয়ে দিয়েছেন যে আমাদের এখানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
তবে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক চৌধুরী মোহাম্মদ হেদায়েতুল্লাহ চৌধুরী জানিয়ে দিয়েছেন যে মানুষ আমাদের সঙ্গে আছেন শুধুমাত্র শাসক দলের সন্ত্রাস হুমকি প্রাণনাশের ভয়ে সামনে এসে দাঁড়াতে সাহস পাননি। গণতন্ত্র নামে সন্ত্রাসী রাজত্ব চলছে মন্তেশরে। ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান যুব মোর্চার সভাপতি শওকত ওদের জানিয়ে দিয়েছেন যে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বাধা মারধর প্রাণনাশের হুমকির ভয়ে এই আমাদের দলের লোকজনেরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। তবে আমরা মাটি কামড়ে বসে আছি লড়াই হবেই। সুষ্ঠুভাবে ভোট হলে কয়েকটি পঞ্চায়েতে আমাদের জয় লাভ হবেই।
তবে যে যাই বলুক গোজ প্রার্থীর ভোটে দাঁড়ানো চিন্তায় ভাঁজ পড়েছে তৃণমূল নেতাদের। তবে সংখ্যাটা ৩২টি আসনে নির্দল প্রার্থী লড়াই করছে।
তবুও তৃণমূল নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করবে। পঞ্চায়েত সমিতি দখলসহ ১৩ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়বে তৃণমূল কংগ্রেস।

ইডি ভোটগ্রহণ ভাতারে

সুদিন মন্ডল

বৃহস্পতিবার ভাতার ব্লকে 44 টি গ্রাম পঞ্চায়েত ,46 টি সমিতি ও 29 টি জেলা পরিষদ এর ED ভোট পড়েছে। শুক্রবার পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে

বৃহস্পতিবার, মে ১০, ২০১৮

জোড়াসাঁকোতে রবীন্দ্রজয়ন্তী

রথীন ঘোষ

কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ১৫৮ তম রবীন্দ্রজয়ন্তী  পালিত হল।দিনভর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভাতারে তৃনমূলের বাইক মিছিল

সুদিন মন্ডল

সাংসদ মমতাজ সংঘমিতা,বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ আরও বিশিষ্ট নেতৃবর্গের উপস্থিতিতে গোটা ভাতার ব্লক জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করা হয় মঙ্গলবার দিনভর। হুডখোলা গাড়ি ও বাইক মিছিলের মাধ্যমে ভাতার এর কুবাজ পুর, খেরুর, নাসিগ্রাম, বড়বেলুন,বলগোনা,বনপাস প্রভৃতি যায়গায় প্রচার চালানো হয়।

কূলচন্ডা তরুণ সংঘের রবীন্দ্রজয়ন্তী

সুদিন মন্ডল

ভাতারের মহাপ্রভু তলায় কূলচণ্ডা তরুণ সংঘের উদ্যোগে কবিগুরুর 158তম জন্মদিন পালিত হোলো মহা ধুমধামের সাথে।  প্রভাত ফেরী, কবির মূর্তিতে মাল্যদান,গান,কবিতা,নৃত্য প্রভৃতির মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। উপস্থিত আশ্রমের স্বামীজি সহ, প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত ধারা,বিশিষ্ঠ শিক্ষক স্বপন চৌধুরী, ক্লাব সভাপতি ধাত্রীপদ কোনার,বিশিষ্ট আইনজীবী কৃষ্ণ বিনোদ যশ  প্রমুখরা।

আসানসোলে রবীন্দ্রজয়ন্তী

মোহন সিং

এদিন আসানসোল পুরসভার পক্ষ থেকে গুপ্তা কলেজ মোড় থেকে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়৷এরপর রবীন্দ্রভবন সংলগ্ন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী,এম আই সি অভিজিৎ ঘটক সহ আরো অনেকে৷রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন সংহতি মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন৷

বারাবনীতে পঞ্চায়েত ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

মোহন সিং

বুধবার বারাবনি বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷প্রচার মিছিলটি নুনি মোড় থেকে লালগঞ্জ এথোড়া হয়ে জনার্দন সায়েরে গিয়ে শেষ হয়৷এদিনের প্রচার মিছিলে নিজে ঢাক বাজিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী৷কোথাও গাড়ি থেকে নেমে ভোটারের হাতে পদ্মফুল তুলে দিতেও দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীকে৷এদিনের প্রচারে প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সেলের নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER