সাধন মন্ডল
শনিবার বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাম গণ সংগঠন গুলির যৌথ মঞ্চ বিপিএমও -র উদ্যোগে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো। সিপিআই(এম) নেতা সুনীল হাঁসদার নেতৃত্বে এই মিছিলে জেল হেফাজতে থাকা দলের নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের নিঃশর্ত মুক্তির দাবী ওঠে। এদিন কয়েকশো বাম কর্মী সমর্থক সাইকেল মিছিলে অংশ নেন বলে জানা গেছে।