জাহাঙ্গীর বাদশা
শুক্রবার ভরসন্ধেয় কোলাঘাটে গুলিবিদ্ধ হল এক যুবক।এদিন ৬ নং জাতীয় সড়কে কোলাঘাট ব্রিজের ওপর ঘটনাটি ঘটেছে।খবর পেয়ে দেবব্রত ভট্টাচার্য নামের বছর তিরিশের ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিস।জানা গেছে, ওই যুবকের বাড়ি হাওড়ার শ্যামপুরে।তবে থাকতো হুগলির চুঁচড়াতে।সেখানে একটি ডাকাতদলের সঙ্গে সে কাজ করতো।এদিন পৌনে ৬ টা নাগাদ কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়ে সে কথা বলছিল ফোনে।সেই সময় কেউ বা করা গাড়িতে এসে খুব কাছ থেকে গুলি করে পালায়।স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে।পুলিসের প্রাথমিক অনুমান ডাকাতদলের লোকেরাই এই খুন করেছে বলে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।ডাকাতির কোন ঘটনায় বখড়া নিয়ে বিবাদের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।