জাহাঙ্গীর বাদশা
আগ্নেয়াস্ত্র সহ খেজুরিতে পাকড়াও দুই যুবক। ধৃতদের আটক করে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। খেজুরির মিঁয়ামোড়ের ঘটনা। স্থানীয় ইঁটের ব্যবসায়ী পরিমল দাসের বাড়িতে গিয়ে ওয়ান শাটার পিস্তল নিয়ে বুধবার দিন হুমকি ভয় দেখানোর সময়ই তাদের পাকড়াও করে মারধোর করে উত্তেজিত মানুষজন। ধৃত দুই যুবক পরশুরাম বেরা ও নির্মল শীট নন্দীগ্রামের বাসিন্দা। জানা গেছে, নিজেদের পাওনা ১০ হাজার টাকা ফেরত চাইতেই বাড়িতে এসে ধৃতরা আগ্নেয়াস্ত্র সহ ভয় ও হুমকি দেখাচ্ছিল। হাতে আগ্নেয়াস্ত্র দেখেই এলাকার মানুষজন তাদের আটক করে।পরে খেজুরি থানার পুলিসকে খবর দেওয়া হলে দুজনকে আটক করে।খেজুরি থানার ওসি শীর্ষেন্দু দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধা করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছ।অভিযুক্তরা বিজেপি কর্মী এবং তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির । জানা গেছে পরশুরামের স্ত্রী কিছুদিন আগে ধর্ষিতা হন ।তৃণমূল নেতা অসিত হাজরাকে পুলিস গ্রেপ্তার করেছিল ।আভিযোগ বদলা নিতেই এই কান্ড ঘটিয়েছে তৃণমূল ॥