শুক্রবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। ঘটনাঠি ঘটেছে ৪১ নং জাতীয় সড়কের নন্দকুমার থানার খঞ্চি বাজারে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।আগুন নেভাতে ভোর হয়ে যায়।
posted from Bloggeroid