শনিবার মুর্শিদাবাদের জঙ্গীপুরের ঘোড়শালা অঙ্গনওয়ারী কেন্দ্রের সুচনা করলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। দীর্ঘদিন ধরেই এই এলাকায়
অঙ্গনওয়ারী কেন্দ্রটির কোন ঘর ছিল না। বাধ্য হয়ে বাচ্চাদের খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হত। এলাকার শিশুদের কথা মাথায় রেখে এদিন জাকির বাবু ওই অঙ্গনাওয়াড়ি কেন্দ্রটির সূচনা করেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন ঘর নেই। বাচ্ছাদের খোলা আকাশের নিচে পরাশুনা করতে হত।তাই তাদের কষ্ট দূর করতে সেখানে ঘরের সূচনা করা হল।পাশাপাশি বাচ্ছাদের খেলার উপকরন দেওয়া হবে।
posted from Bloggeroid