শ্যামল রায় বর্ধমান
শনিবার ভাতারে প্রথম পক্ষের স্ত্রী কে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অমৃত বধুর নাম টুকটুকি মন্ডল বয়স 30 বাড়ি ভাতার থানার অন্তর্গত নরজা গ্রামে।
পুলিশ স্বামী শাশুড়ী ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ধৃত স্বামীর নাম মানিক মন্ডল শ্বাশুড়ীর নাম ভগবতী দেবী ও দ্বিতীয় স্ত্রীর নাম চম্পা মন্ডল ।ভাতার থানার পুলিশ জানিয়েছে আরো তদন্ত শুরু শুরু হয়েছে কি কারণে ঐ বধুকে খুন করে পুড়িয়ে মারা হলো।
জানা গিয়েছে যে শনিবার সকালে স্বামীর সাথে তার প্রথম পক্ষের স্ত্রী টুকটুকি মন্ডল এর সাথে চরম অশান্তি বাদে। অভিযোগ যে অশান্তির জেরে স্বামী মানিক মন্ডল তাকে খুন করে এবং পরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারে বলে অভিযোগ।
এই ঘটনায় স্বামী মানিক মন্ডল শাশুড়ি ও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে এই ধরনের খুনের ঘটনার পেছনে কী কারণ আছে খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।