ওয়াসিম বারি
উত্তর 24 পরগনা জেলা সোস্যাল অডিট বিভাগ বারাসাত এর পক্ষ থেকে আজ বাদুড়িয়া ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত কে নিয়ে তিতুমীর সভাকক্ষ এর ময়দানে অনুষ্ঠিত হল এক বিশেষ জনশুনানী । উপস্থিত ছিলেন ডি এম ডি সি রাজীব সরদার মহাশয় । ব্লক আধিকারিক ত্রিভুবন নাথ (বিডিও ) ও যুগ্ম ব্লক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের অন্যান্য আধিকারিক গন । উপস্থিত ছিলেন পঞ্চায়েতের আধিকারিকগন সহ গ্রামীণ সম্পদ কর্মীরা ও পঞ্চায়েত এলাকার জনসাধারণ। এই জনশুনানী মূলত সরকারের তিনটি স্কিমে সামাজিক নিরীক্ষার রিপোর্ট পেশ করে জনগণের সামনে আনা হয় । মূলত একশো দিনের প্রকল্পের কাজ, প্রধান মন্ত্রী আবাস যোজনা ও বাধক্যভাতা প্রকল্পের এই তিন টি প্রকল্প নিয়ে জনশুনানী চলে । আর্থিক কোন তছরুপ এর অভিযোগ এই জনশুনানী পাওয়া যায় নি । সুন্দর ভাবে এই তিনটি প্রকল্পের কাজ চলছে এবং এতে উপভোক্তা রা উপকৃত হচ্ছেন বল যানা গেছে ।
পরবর্তীতে এই সামাজিক নিরীক্ষার রিপোর্ট জেলার সামাজিক নিরীক্ষা দপ্তরে পাঠানো হবে । জনশুনানী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সামাজিক নিরীক্ষা দপ্তরের কর্মী কৌস্তুভ রয় ও পূর্ণ চন্দ্র মান্না বাবু ।গ্রামীণ সম্পদ কর্মী মিজানুর রহমান বলেন যে উক্ত কাজে তারা নূন্যতম সাম্মানিক পান ও কাজের দিন সংখ্যা অত্যন্ত কম । তিনি দাবি জানান যে তাদের আরও বেশি বেশি করে কাজ দেওয়া হোক । মাসে নূন্যতম মজুরি বৃদ্ধি করে দশ হাজার টাকা করার দাবি জানান । জনশুনানী শেষে তাদের একটা প্রতিনিধি দল বিডিও ও ডিএমডিসি সাহেবের কাছে গিয়ে সৌজন্য সাক্ষাত কালে বিভিন্ন দাবি পেশ করেন ।