সঞ্জয় হালদার
ঝাড়গ্রাম অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রঘুনাথপুর সর্বজনীন এবার ৬৮ তম বর্ষ। পুজোর ক্যাচলাইন-থিম শরতের সোনালী রোদ্দুর আঁকে আনন্দের আলপনা, শারদীয়ার আলো ছড়িয়ে দিল প্রজাপতির রঙিন পাখনা। শিল্পী অলোক মিশ্রর ভাবনায় ফুটে উঠছে মণ্ডপ। বাইরে দেখতে পাওয়া যাবে আস্ত একখানা একটি প্রজাপতির গুটি। ওই গুটি থেকে লম্বায় ৪২ ফুট ও ৮২ ফুট ডানা যুক্ত একটি রঙিন প্রজাপতিটি বেরিয়ে আসছে। প্রজাপতির পেটের তলা দিয়ে গুটির মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ। মণ্ডপের ভিতরে থাকছে লাল, নীল, হলুদ, সবুজ নানা রংয়ের ছোট ও বড় মিলিয়ে সাড়ে তিন হাজার প্রজাপতি বিভিন্ন আঙ্গিকে সাজানো থাকবে। এছাড়াও ১৬ থেকে ১৮ ফুট ডানাযুক্ত আট থেকে দশ ফুট লম্বা ১৩টি প্রজাপতি মণ্ডপের বাইরে উড়তে দেখা যাবে। সঙ্গে মানানসই আলোকসজ্জা ও সাবেকি প্রতিমা।