বুধবার, নভেম্বর ২২, ২০১৭

তারাপীঠে নবান্ন উৎসবে আলপনা


তথাগত চক্রবর্তী

বীরভূম জেলায় তারাপীঠের মাতারা মন্দির চত্বরে নবান্ন উত্সব উপলক্ষে রাস্তায় দেওয়া হচ্ছে আলপনা।মাঠের আমন ধান তোলা কে কেন্দ্র করে বাঙালি মজে নবান্ন উৎসবে।

posted from Bloggeroid

কন্যাশ্রী স্বাবলম্বী প্রকল্প শুরু পুরুলিয়ায়

সঞ্জয় হালদার

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’ জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

posted from Bloggeroid

বিড়ি শিল্পীদের নিয়ে রঘুনাথগঞ্জে সিপিএমের বিক্ষোভ

ভাস্কর ঘোষ

বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের ডাকে বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিড়ি শিল্পীদের আইন অমান্য কর্মসূচি পালিত হল। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা সিপিএমের সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য, তুষার দে, জইদুল হক সহ অন্যান্য

সিপিএম এলার নেতৃত্ব।বিড়ি শিল্পীদের মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সহ ২০ দফার দাবিতে এদিনের আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। পরে রঘুনাথগঞ্জের বিডিও-র হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

posted from Bloggeroid

কান্দিতে ইভটিজিং করায় ধৃত ৭

ভাস্কর ঘোষ

স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে ছাত্রীদের কটুক্তি করায় বুধবার মুর্শিদাবাদের কান্দিতে সাতজন যুবককে আটক করে পুলিশ। এদিন কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চবালিকা বিদ্যালয়ের গেটের সামনে তাদের আটক করা হয়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল রায়ের কাছে বেশ কয়েক দিন ধরেই ছাত্রীরা অভিযোগ করে আসছিল। খবর পেয়ে কান্দি থানার পুলিশ এদিন বিদ্যালয়ের মেন গেটের সামনে থেকে সাতজন বহিরাগতকে গ্রেপ্তার করে।বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি

গোরাঙ্গগোপাল সাহা বলেন, স্কুলের গেটের সামনে বহিরাগতরা আড্ডা দিত। ছাত্রীদের যেতে আসতে কটুক্তি করত। তারা ঘটনাটি স্কুল কে জানায়। প্রধান শিক্ষিকা বুলবুল রায় আমাকে জানায়। আমি কান্দি থানা অভিযোগ করি। পুলিশ সাতজনকে আটক করে নিয়ে গিয়েছে। কান্দি থানার পুলিশকে ধন্যবাদ।

posted from Bloggeroid

কান্দিতে মধুচক্রের আসরে ধৃত যুবক

ভাস্কর ঘোষ

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার কল্যানপুর গ্রামে মধুচক্রের আসর থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের পরিচয় পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই যুবক বেশ কয়েকমাস ধরেই কল্যানপুর গ্রামের এক গৃহবধূর বাড়িতে এসে কয়েক ঘন্টা সময় কাটিয়ে চলে যায়। এদিন রাতে ওই গৃহবধূর সঙ্গে যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তখন তাকে গণধোলাই দেওয়ার পরে কান্দি থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় যুবকরা।

posted from Bloggeroid

বাঁকুড়ায় সবলা মেলা শুরু



ব্যাসদেব চক্রবর্তী

বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের '

সবলা মেলা' ২০১৭ শুভ উদ্ধোধন হলো জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনের মাঠে। বাঁকুড়া জেলার বিভিন্ন শিল্পীদের সুন্দর হাতের কাজ সকলের মন জয় করবে বলে উদ্যোক্তাদের আশা। উদ্বোধনী অনুস্থানে অতিথিদের মধ্যে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

৪৭৮ কেজি গাঁজা সহ মুর্শিদাবাদে পাকরাও ৪

ভাস্কর ঘোষ

    
৪৭৮ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। দুটি গাড়িকে আটক করা হয়েছে। ওই গাড়ি দুটিতে তল্লাসি চালিয়ে মোট ৪৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ বলে জানা গিয়েছে।  বুধবার মুর্শিদাবাদ জেলা পুলি সুপার মুকেশ কুমার সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন,  - গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে বহরমপুর থানার উত্তরপাড়া মোড় ও সূতি থানার অজগড়পাড়ায় গাড়ি দুটি আটক করে পুলিশ। ওই গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি বস্তা গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশের কাছে আগেই খবর ছিল। সেইমতো উত্তরপাড়া মোড়ে নাকা চেকিং বসায় বহরমপুর থানার পুলিশ। একটি ৪০৭ গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে তল্লাসি চালিয়ে মেলে ৪৩৮ কেজি গাঁজা। গাঁজা ভর্তি বস্তাগুলি 
গাড়ির মধ্যে চায়ের বস্তার ভিতরে লুকিয়ে রাখা ছিল। ওই গাড়ির চালক ভক্তিভূষণ বিশ্বাস ও গাড়ির মালিক আহম্মেদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। নদীয়ার হোগলবেড়িয়ায় তাদের বাড়ি। তাদেরকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, কোচবিহার থেকে গাঁজা ভর্তি করে সেগুলি নদিয়ার করিমপুরে নিয়ে যাওয়ার কথা ছিল।অন্যদিকে এদিনই মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ অজগরপাড়া এলাকা থেকে আরও একটি গাড়ি আটক করে। পুলিশ ওই গাড়িতে তল্লাসি চালালে সেখান  থেকে ৪০ কেজি গাঁজা করা হয়েছে। সেখানেও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অর্জুন সূত্রধর ও কালাম আলি। অসমের

কোকরাঝাড় এলাকায় তাদের বাড়ি। ওই গাড়িটি করেে তারা কোচবিহারের মিক্সিগঞ্জ থেকে গাঁজা ভর্তি করে কোলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।  ধৃতদের এদিন আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

posted from Bloggeroid

মেখলিগঞ্জে 'হারিয়ে যাব' বই এর দ্বিতীয় ভাগ উদ্বোধন

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

মেখলিগঞ্জ শহরের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ৷ এদিন স্মিতা গোপ সম্পাদিত 'হারিয়ে যাব' বই এর দ্বিতীয় ভাগ প্রকাশ কে কেন্দ্র করেই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সচিমোহন বর্মন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা টুম্পা শীল ৷ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক ও মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার শচীমোহন বর্মন সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ৷ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাবলি মিত্র , মেখলিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শিপ্রা  বোস , সাহিত্য অনুরাগী সমীরণ ব্যানার্জী তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কবি স্মিতা গোপের ভূয়সী প্রশংসা করেন ৷ এরপরই কবি স্মিতা গোপ তার 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ আনুষ্ঠানিক প্রকাশ করেন ৷ কবি স্মিতা গোপের সৃষ্টি ও চিন্তা ও 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনার মাধ্যমে শুরু হয় এক সাহিত্য আড্ডার ৷সাংবাদিক সজল দে, কবি দিব্যায়ন সরকার ,  শুভ্রজীৎ বিশ্বাস প্রমুখদের কবিতায় জমে ওঠে সন্ধ্যার সাহিত্য আড্ডা ৷ কবি স্মিতা গোপ , টুম্পা শীল , যুথী দাসের সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুুুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

posted from Bloggeroid

উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী


উত্তরবঙ্গের উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই বৈঠকে রাজ্যের প্রায় মন্ত্রী তাঁদের উন্নয়নের খতিয়ান এবং পরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে।

ছবি সুজিত ঘোষ

posted from Bloggeroid

বাঁকুড়ায় অসহায়দের শীতবস্ত্র দিল 'স্মরণ'



সাধন মন্ডল

বাঁকুড়া শহরের পথশিশু ও অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এলো ছাত্র ছাত্রীদের নিজস্ব সংগঠন 'স্মরণ' এ

র সদস্যরা। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে মঙ্গলবার রাতে প্রায় একশো জন অসহায় মানুষ ও পথশিশুকে শীতবস্ত্র ও খাবার তুলে দিল স্মরণ নামে একটি সংস্থা।উল্লেখ থাকে যে এই সংস্থাটি ছাত্র ছাত্রীদের নিজস্ব সংগঠন।স্মরণের সদস্যরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে এই কাজ করেছে।এর আগে পুজোর সময় কিছু মানুষকে নতুন পোশাক দিয়েছিল এই কাজে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করে স্মরণ।

posted from Bloggeroid

শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় হোমযজ্ঞ নিমতৌরির মন্দিরে



জাহাঙ্গীর বাদশা

কেউ চোখে দেখতে পাই না, কেউ কানে শুনতে পাই না।কারো দু হাত নেই আবার কারো দু পা নেই। কারো পায়ে ভর দিয়ে চলার ক্ষমতা নেই। এইরকম প্রায়

কয়েকশো প্রতিবন্ধী রাজ্যের পরিবহন মমন্ত্রি শুভেন্দু অধিকারীর মঙ্গল কামনায় ঘি পুড়িয়ে হোম যজ্ঞ করে কয়েকশো মোমবাতি জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে তমলুক থানার নিমতৌরিতে কৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা করলেন। কারণ গত কয়েকদিনে মন্ত্রি শুভেন্দু অধিকারী উপরে অশুভ শক্তি বিরাজ করছে, গত কয়েকদিন আগে চণ্ডীপুর এলাকায় পথ দুর্ঘটনায় মন্ত্রি কলকতা যাওযার পথে তার পাইলট কার পথদুর্ঘটনায় পড়ে 5 জন আহত হন।গতকাল কে চৈতন্যপুরে দলীয়সভা সেরে মঞ্চ থেকে নামাএর সময় কার্নিশ ভেঙ্গে মন্ত্রীর মাথায় পড়ে যায়।মন্ত্রি আহত হন। তাই প্রতিবন্ধী ভাই বোনেরা মন্ত্রীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ করলেন। মূলত মন্ত্রি পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিবন্ধীদের কল্যাণ এর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।মানুষের ভেদাভেদ এড়িয়ে অসহায় মানুষদের পাশে দাড়াবার নজির গড়ার শেষ নেই শুভেন্দু বাবুর।সাউথবেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে মোল্লা জসিমউদ্দিন পরিবহণমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

posted from Bloggeroid

ইন্দিরা আবাস যোজনায় বাড়ীর দাবিতে রাইপুর ব্লকে ডেপুটেশন প্রতিবন্ধীদের


সাধন মন্ডল


প্রতিটি প্রতিবন্ধী কে ইন্দিরা আবাস দিতে হবে এবং কাজের অধিকারের দাবি সহ ২০দফা দাবিতে রাইপুর বিডিও এর নিকট ডেপুটেশন দিল প্রতিবন্ধী দের কল্যান সমিতি।

posted from Bloggeroid

মঙ্গলবার, নভেম্বর ২১, ২০১৭

দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায় উত্তরপ্রদেশের এক সংস্থা

রাজকুমার দাস

কলকাতা প্রেস ক্লাবে উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক সংস্থা সাংবাদিকসম্মেলনে জানান - তারা সম্প্রীতির বন্ধনে যে সকল দুঃস্থ ছাত্র ছাত্রী পশ্চিমবাংলা তে আর্থিক দুর্বলতার জন্য শিক্ষার আঙিনায় পিছিয়ে পড়ছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।স্কলারশিপ দিয়ে টাকা দিয়ে সাহায্য করবে।সংস্থার সম্পাদক মৌলানা আলী হোসাইন কুয়ামমি র পাশাপাশি কলকাতা শাখার সম্পাদক কৈশোর রাজা, ও নাসিম আহমেদ, জাভেদ হুসাইন প্রমুখ সদস্য সচিব উপস্থিত ছিলেন।উচ্চ শিক্ষায় মেধাবী দুঃস্থ স্টুডেন্ট

রা যোগাযোগ করতে পারেন -237/31-a,Banjari tola,nakhas,lucknow(u.p) e-mail -imamiaeducationaltrust@gmail.com

posted from Bloggeroid

মেমারিতে রেশনসামগ্রী নিয়ে এলাকায় ক্ষোভ


সেখ সামসুদ্দিন

মেমারি থানার গ্রাম দেবীপুর ধামাস মোড় হাটতলার রেশন ডিলার সনাতন হাজরা শপ নং - 26 (139504800038)। মঙ্গলবার সকালে গ্রাহকদের অত্যন্ত নিন্নমানের চাল দিতে থাকলে রেশন গ্রাহকরা প্রতিবাদ জানালে সনাতন হাজরা ও তার ভাই নিতাই হাজরা হুমকির সুরে বলেন -" নিলে নাও, যা এসেছে তাই নিতে হবে।" পরে গ্রাহকরা দেবীপুর অঞ্চল তৃণমূল সভাপতি পার্থ সিদ্ধান্তের কাছে গিয়ে অভিযোগ জানালে উনি রেশন দোকানে গিয়ে দেখেন বহু পুরানো ড্যাম্প ধরা চাল, সঙ্গে ধুলো মাটি মিশ্রিত নোংরা চাল। পার্থবাবু ডিলারকে চাল দেওয়া বন্ধ করতে বলেন। মেমারি ১ ব্লক সভাপতি তথা মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্যকে বিষয়টি জানান এবং খাদ্য দপ্তরের আধিকারিককে ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান । পার্থবাবু আরও জানান ১২ নং সংসদ সদস্যার স্বামী সেখ কবীর আলি

আগের সপ্তাহে রেশন তুলতে না পারায় এই সপ্তাহে রেশন তুলতে গেলে তাকে রেশনসামগ্রী দেওয়া হয় নি, ফেরত পাঠানো হয়েছে। এই সব দুর্নীতির প্রতিকার চাই।

posted from Bloggeroid


মৃত শ্রমিকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের চেক দিলেন পরিবহণমন্ত্রী


মঙ্গলবার HPL মৃত শ্রমিকদের স্ত্রী দের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিলেন পরিবহনমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।দ্রুত ক্ষতিপূরণ পাওয়ায় খুশি শ্রমিকমহলে।

তথ্য প্রতাপ চট্টপাধ্যায়

posted from Bloggeroid

খাতড়ায় মহাকাশ নিয়ে সেমিনার


শুভেন্দু তন্তুবায়

খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কলকাতার বান্ধব শিয়ালদা নামের একটি সংস্থার পক্ষ থেকে মহাকাশ বিষয়ে বিভিন্ন ধারণা দিতে একটি সেমিনার অনুষ্ঠিত হল খাতড়ায় ।মঙ্গলবার খাতড়ার বেশ কয়েকটি স্কুলের শতাধিক পড়ুয়া এই

সেমিনারে অংশ নেয় ।খাতড়া মহকুমাশাসক তনয়দেব সরকার বলেন -এই সেমিনারের দ্বারা পড়ুয়ারা মহাকাশ বিষয়ে বিভিন্ন বিষয় জানতে পারবে। এছাড়া, আগামী দিনে মহাকাশ গবেষণা বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে ।

posted from Bloggeroid

হীরাপুর পুলিশের খুনের মামলায় সাফল্য

মঙ্গলবার আসানসোল পুলিশ কমিশনারেট এর অন্তর্গত হীরাপুর থানার পুলিশ বার্ণপুরে ব্যবসায়ী খুনের মামলায় বিশেষ সাফল্য পেল।বেশ কিছু অস্ত্রশস্ত্রের পাশাপাশি নগদ প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করলো মূল অভিযুক্তকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে।সেইসাথে একজন গ্রেপ্তারও হয়েছে।

posted from Bloggeroid

বাড়ীতে শৌচালায় না থাকলে মেয়ের বিবাহ না দেওয়ার নিদান পঞ্চায়েতমন্ত্রীর

মানস দাস,মালদা

"যে বাড়িতে শৌচাগার নেই, সে বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না। " মালদাকে 'নির্মল জেলা' হিসাবে ঘোষণা করে এমন পরামর্শই দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার মালদার

গাজোলে নির্মল উৎসবের মঞ্চ থেকে রাজ্যবাসীর প্রতি এই আবেদন রাখেন তিনি। রাজ্যকে নির্মল করার লক্ষ্যে ইতিমধ্যেই 92 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেন মন্ত্রী । যে কটি জেলা এখনও নির্মল ঘোষণা হয়নি, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই সেগুলি নির্মল ঘোষণা হবে বলে জানান সুব্রতবাবু । মালদা জেলাকে নির্মল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার গাজোলে সরকারী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশসুপার অর্নব ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি সরলা মূর্মূ, গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস, গায়ক সৌমিত্র রায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। সকাল এগারোটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী । এরপর তিনি তার বক্তব্যে নির্মলতার লক্ষ্য পূরণে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেন । নাবালিকাদের বিয়ে রুখতে যেভাবে রাজ্যের কন্যাশ্রীরা উদ্যোগ নিয়েছে, ঠিক সেভাবেই ঘরে ঘরে শৌচাগার তৈরির উদ্যোগ রাজ্যের মহিলাদেরই নিতে হবে বলে জানান তিনি। মালদাকে দ্রুত নির্মলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।

posted from Bloggeroid

মেজিয়া থানার মাদক বিরোধী প্রচার


সাধন মন্ডল

মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলার মেজিয়া থানার পুলিশ কর্মীরা বিভিন্ন সড়ক মোড়ে মাদক বিরোধী প্রচার চালান।মূলত পোস্তচাষ করা যাবেনা বিষয়ক হ্যান্ডবিল বিলি করা হয়।

posted from Bloggeroid

মেমারিতে গাছ কাটা নিয়ে উত্তেজনা, দুর্নীতির অভিযোগ


সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের আমোদপুর গ্রামে পিএইচই অফিসের মধ্যে থাকা প্রায় ৩০ বছরের পুরানো শ্বেত শিমুল গাছ সরকারী অনুমতি ছাড়া কাটার জন্য এলাকায়

চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসীরা অভিযোগ জানান - পঞ্চায়েত
প্রধান মঙ্গল মুরমু, মোবারকপুর সংসদ সদস্য হরেকৃষ্ণ বৈরাগ্য ও আমোদপুর গ্রাম সংসদ সদস্য তড়িত ব্যানার্জী চক্রান্ত করে বনদপ্তর বা বিভাগীয় দপ্তরের অনুমতি ছাড়ায় গাছ বিক্রি করে আত্মসাত করতে চেয়েছিল। গ্রামবাসীরা সরকারী অনুমতিপত্র দেখতে চাওয়ায় দেখাতে না পারায় গাছের গুঁড়ি তুলতে দেয়নি। গ্রামবাসীরা দাবী করেছেন বৈধ কাগজপত্র দেখিয়ে গাছের গুঁড়ি তুলতে দেওয়া হবে, কোন হুমকির কাছে মাথা নোয়াবে না।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER